নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মুসলমানেরা সামন্ত যুগে থাকতে চায়, গণতন্ত্রে আসতে পারছে না

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

মুসলমানেরা তাদের কথায় খলিফা ওমরের গল্প করে, কিন্তু ওবামা, মারকেল, ক্যমেরণের দেশে যাবার জন্য ভিসা বা বিনা-ভিসায় রওয়ানা হয়ে যায়; সিরিয়ার সিভিল ওয়ারের ভিকটিমরা লন্ডন যেতে চায়, কিন্তু সৌদী আরব, ইরান, পাকিস্তান বা বাংলাদেশে আসতে চায় না। ব্যাপারটা কি?

তারা গল্ল করে কোন এক বিচারক 'শুরাইয়া'র, যিনি খলিফা ওমর ও ঘোড়া বিক্রেতার বিচার করেছিল; তারা শরীয়া আইনের প্রয়োগ চায়, কিন্তু পুলিশে ধরলে, নিজের পক্ষে বৃটিশ উকিল নিয়োগ করতে চায়; অথবা ঢাকার বিচার বাদ দিয়ে হেগের বিচার কক্ষে যেতে চায়।

অসুস্হ হলে, তারা তাবিজ তুমারের কথা বলে; যখন চিকিৎসার দরকার হয়, তখন চলে যায় নিউিয়র্ক, কানাডা, লন্ডন বা সিংগাপুর।

কোন খৃস্টান থাকার জন্য, চিকিৎসার জন্য, বিচারের জন্য মুসলিম দেশে আসে না।

এগুলোর কারণ কি?

কারণ বোধ হয় সহজ; ইসলামের শুরুতে মক্কা, মদীনায় ছিল সামন্তবাদ, জমিদারী; তারপর, আরবেরা রাজতন্ত্রের স্বাদ পায়; রাজতন্ত্রে মুসলামানেরা ভালো করেছিল, ১ম বিশ্ব যুদ্ধ অবধি এক বিরাট সাম্রাজ্য টিকে ছিল। ২য় বিশ্ব যু্দ্ধের পর রাজতণ্ত্র টিকানো মোটসমুটি অস্ভব।
সমস্যা হলো, রাজতন্ত্রের বিলোপের পর, বিশ্বে যখন গণতন্ত্র এলো, তারা নিজদের নতুন করে গড়ে তুলতে পারেনি। সাধারণ মানুষ যত তাড়াতাড়ি বদলাচ্ছে, তাদের রাজনীতিবিদরা বদলাচ্ছে না, তাদের সরকারগুলো বদলাচ্ছে না; তারা এখনো খলিফা ওমরের যুগে থাকতে চায়, ঘোড়ার বদলে মার্চেডিস গাড়ী চালায়ে; কিন্তু বুঝতে পারে না যে, ওমর কাঁধে আটার বস্তা নিয়ে রাতে হাঁটতে পেরেছিলেন; শেখ হাসিনা দিনে হেঁটেও মতিঝিল থেকে পল্টন যেতে পারবে না।

আর কাজী শুরাইয়া'র ঘোড়ার বিচারের দিন শেস হয়ে গেছে, দরকার হলো, মালয়েশিয়া ফ্লাইটে যারা মরেছে, তাদের জন্য কারা কিভাবে ক্ষতিপুরণ দেবে তা নির্ধারণ করার মতো সুক্ষ্ম ক্ষমতা সম্পন্ন বিচারক।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০২

ফা হিম বলেছেন: সহমত

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


এখনো কাযীর বিচার চায়; কিংবা ওসমানিয়া সাম্রাজ্যে বাস করতে চায়, সমস্যা

২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: তারা এখনো খলিফা ওমরের যুগে থাকতে চায়; কিন্তু বুঝতে পারে না যে, ওমর কাঁধে আটার বস্তা নিয়ে রাতে হাঁটতে পেরেছিল; শেখ হাসিনা দিনে হেঁটেও মতিঝিল থেকে পল্টন যেতে পারবে না।

দারুণ একখান কথা কইছেন। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:

সময় সাড়ে ১৪০০ বছর পেরিয়ে গেছে, তাঁবুর যায়গায় বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হয়েছে, খবর নেই।

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

মাসূদ রানা বলেছেন: সিরিয়ার সিভিল ওয়ারের ভিকটিমরা লন্ডন যেতে চায়,

@চাঁদগাজী ভায়া, তাবুর যায়গায় বিশ্বের সবচেয়ে উচু টাওয়ার ওঠেছে যে দেশে, সে দেশ আর লন্ডন দুটাই কিন্তু রাজতন্ত্রেরই ফসল :)

ভূল বললাম নাকি ?

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের সর্বাধুনিক রাজতন্ত্র হলো লন্ডনে; বিশ্বের আধুনিক গণতন্ত্র ও পার্লামেন্টও লন্ডনে।
এই খ্বটস্টানের দেশে কেন মুসলমানরা হিজরত করছে? নিজের দেশকে লন্ডন বানায় না কেন?

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: শেখ হাসিনা কাধে বস্তা নিয়ে হেটে মতিঝিল যাচ্ছেন ভাবতে চেস্টা করতেছি আঙ্কেল। :P

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:

অনেকে ভাবছে, সেটাই হওয়া উচিত; কিন্তু হওয়ার দরকার ছিলো, পার্লামেন্টে বিল আনার মত পার্লামেন্ট; সেখানে একজন এমপি দাঁড়ায়ে বলতে পারতো, কার ঘরে বছরের কোন সময় চাল থাকবে না।

৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩২

মাসূদ রানা বলেছেন: কি করবেন কন ? আল্লাহ পাকের নিয়মই এটা । কাফের মুশরিকরা আল্লাহ পাকের দুনিয়ায় বইসা বইসা নির্মান বিনির্মান করব আর মুসলিমদের টেক্স দিবে না তাকি হয় ;)

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের চলমান সভ্যতার সাথে তাল মিলানোর মত শিক্ষিত হতে হবে, বা সম্ভব হলে তার থেকেও ভালো; না হয় ভবিষ্যত অন্ধকারে।

৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৮

হিন্‌দোল শাহ বলেছেন: ব্যাপার কী ? নাস্তিক আর মালুরা ছদ্মবেশী আসিফ মহিউদ্দীনের ইসলামবিদ্বেষী প্রচারণায় রাম রাম বলে হামলে পড়ল ! সামুও মনে হয় চান্দুমহিউদ্দীনের এই বীরত্বে বাহবা দিচ্ছে।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:


বেকুব হয়ে জন্মছেন, বেকুব থেকে যাবেন; ১৬০ কোটী মুসলমান বিশ্বের সাথে তাল মিলাতে পারছে না; আরব, পাকিস্টান, বাংলাদেশ থেকে সব পথ দিয়ে আমেরিকা, ইউরোপ গিয়ে আশ্রয় চাচ্ছে; এটা বুঝার মত মগজ নেই, হুজুরের?

নাকি মক্কা গিয়ে হজ্জের সময় ভিক্ষা করেন আপনি?

৭| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩২

চলন বিল বলেছেন: হালায় বেকুব

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:

যেদিন রোহিংগাদের মত থাইল্যান্ডের জংগলে কবরে ফেলবে, সেদিন বুঝবেন।

৮| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪

শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী ভাই, সামন্তযুগ আর গনতন্ত্র কি, আমাদের জন্য এখন বেঁচে থাকাটাই চ্যালেন্জ হয়ে যাচ্ছে । আমি আপনিও এর বাইরে নই। পরিস্থিতি দিন দিন আরও বেশি খারাপ হচ্ছে .....।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


কিছু মুসলমান চেস্টা করছে বাকীদের শিক্ষা দীক্ষা থেকে দুরে রেখে নিজেরা সব দখল করে, রোলস রয়েস চালাতে; বাকীরা বংগোপ সাগরে ও ভুমধ্য-সাগরে ভেসে ইউরোপ আমারিকায় গিয়ে ক্রীত দাস হও।

২য় বিশ্বযুদ্ধের পর, মুসলমানদের তৈরি হওয়ার সময় এসেছিল, তারা তাল মিলাতে পারেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.