নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে নতুন করে \'অনারারী ডক্টরেট\' দেয়া অবশ্যই ঠগীদের ষড়যন্ত্র

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১

শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ও একটি বিশ্ব বিদ্যালয়, উহা আবার ডক্টরেট ডিগ্রি দেয়, সেই ডিগ্রি নিয়ে মানুষ চাকুরী পায়; সাথে আবার অনারারী ডক্টরেটও ; এবং তা দিচ্ছে শেখ হাসিনাকে; ঝাটা মার এই সব ষড়যন্ত্রকারী ঠগীদের। ইহা কি ইউনিভার্সিটি, নাকি ঠগী তৈরির কারখানা?

শেখ হাসিনাকে 'হাসির পাত্র' বানানোর জন্য শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়কে ব্যবহার করছে কিছু ষড়যন্ত্রকারী ঠগী; এরা অবশ্যই দুইভাবে লাভবান হবে: নিজেরা ব্যবসা বাণিজ্য বা উঁচু পদ নিবে, সাথে সাথে শেখ হাসিনাকে হাসির পাত্র বানাবে।

শেখ হাসিনাকে কতগুলো 'অনারারী ডক্টরেট' যোগাড় করে দিয়েছে দুস্টরা, কেহ তার হিসেব রাখেনি; কিন্তু উনার পুত্রের তো হিসেব রাখার দরকার ছিল; আগেরগুলোর মাঝে কয়েকটা যোগাড় করে দিয়েছিল ড: হাছান মাহমুদ, হাছান মাহমুদের নিজের ডিগ্রিরও মা-বাপ নেই। তবে, হাছান মাহমুদের কাজ সেরে গেছে, ১৪ গোস্ঠী চলার মত মুলধন যোগাড় হয়ে গেছে।

এবার ড: হাছান মাহমুদের ফরমুলা কাজে লাগাচ্ছে অন্য ঠগীরা; শেখ হাসিনা জীবনে এগুলো বুঝলো না; উনি যতটুকু পড়ালেখা করেছেন, এটাই যথেস্ট।

শেখ হাসিনার এই রোগ উনি উনার বাবার থেকে জেনেটিক্যালী পেয়েছেন; শেখ সাহেবকে কারা 'সোনার নৌকা' উফার দিয়েছিল; উনি কেন যে নিয়েছিলেন, তা মার মগজে ঢুকেনি কোনদিন; নিয়েছিলেন, তা বিক্রয় করে টাকাগুলো বুয়েটকে বা কোন স্কুলকে দিয়ে দিলে হতো।

মানুষ যা দেয়, তা বুঝে শুনে নিতে হয়; সর্বোপরি ঠগীরা কিছু দিতে চাইলে তা কখনো নিতে হয় না। এগুলওতে শেখ হাসিনার দক্ষটা বাড়বে না আর। তদুপরি, খাদ্যে যেই পরিমাণ ভর্তুকি দিচ্ছে, দেখতে হবে, কিনলে আরো কম টাকায় পাওয়া যায় কিনা!

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: মানুষ যা দেয়, তা ভুঝে শুনে নিতে হয়; সর্বোপরি ঠগীরা কিছু দিতে চাইলে তা কখনো নিতে হয় না।

আপনার এই কথার সাথে সহমত।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার একজন কেরানীর দরকার উনার অনারারী ডিগ্রিগুলোর হিসেব রাখার জন্য

২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: বঙ্গবন্ধুও চাটুকারদের কথায় গলে যাইতেন, এইটা উনার দুর্বলতা। হাসিনা আগের আমলেও সম্মানসুচক ডিগ্রী নিতে ব্যস্ত ছিলেন, এখনো আছেন। উনিও তেলবাজি পছন্দ করেন নাকি কে জানে? এইসব চাটুকারদের কাছ থেকে দুরে থাকলেই সেইটা উনার নিজের আর দেশের জন্য মঙ্গলের হবে। কারন মানুষ হিসেবে হাসিনা খালেদার চেয়ে অনেক ভালো। যদিও কথাবার্তায় অহংকার প্রকাশ পায়। তবু হাসিনার বাইরে আপাতত বিকল্প নাই।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা হলো, নেকড়ে তাড়াতে ঘরে বাঘ আনার কাহিনীর মতো।

৩| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩০

প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: "শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ও একটি বিশ্ব বিদ্যালয়।"
আমার মনে হয় না আপনার কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। আপনার তো দূরের কথা আপনার চৌদ্দগুষ্ঠির মধ্যে কারও আছে কি না সন্দেহ।
শেরে বাংলা সম্পর্কে আপনি কী জানেন একটু বললে জাতি আপনার পায়ের ধুলা নিয়া............
বাকীটা বুইঝা লন। কার রাজনীতি করেন কী করেন তা আনার ব্যাপার। কীন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়া কথা বলার আগে নিজের চেহারা আয়নায় দেখা উচিত।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



শেরে বাংলা থেকে, আপনার ডিগ্রি আছে, মনে হয়।
শেরে বাংলা কিসের উপর ডিগ্রি দেয়, ডাকাতি, চুরির?

৪| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আমিও যুক্তিবাদীর সাথে একমত। বিশ্ববিদ্যালয় নিয়া আপনার এমন বেক্কলের মত মন্তব্য করা ঠিক হয়নাই।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


শুধু আপনারা ২ জন, যারা বিস্ময় বিদয়ালয়ে পরেছেন, সবাই আমাকে গালি দেবেন।

৫| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেখান থেকেই হোক ডিগ্রি একটা হইলেই হইলো !

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:

সেটাই আসল ব্যাপার; টাই শেখ হাসিনার চাকরাণীকেও সহসা পিএিচডি দেবে শেরে বাংলা বি বি

৬| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২২

প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: ও তাইলে আর কী বলব আপনি তো জানেন না যে বিশ্ববিদ্যালয় থেকে কী ডিগ্রি দেয়া হয়। আপনি নিশ্চয় নীলক্ষেত কোন কম্পোজ এর দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন।
আমার একটা গবেষণাপত্র কম্পোজ করব ৫৬০ পাতা কত দিতে হবে?

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


৫৬০ পাতা কাগজ নস্ট না করে ব্লগে লিখেন, কম্প্যুটারের হার্ড ড্রাইভ সব অতয়াচার সহ্য করে।

৭| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪

প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: কী ভাই আপনার তো এইটা জীবিকা আপনি এটা করবেন না? কী বলেন ভাই প্লিজ কাজটা করে দেন।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


কাজ করেই খাই; আপনার ওখানে তো কাজ নেই;।

আপনার লেখা পড়লাম, আপনার ব্লগে; আমাকে কি কাজ দেবেন, মনে হয়, আপনি নিজেই অনেকদিন বেকার থাকবেন!

৮| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩

প্রতিবাদী আর যুক্তিবাদি বলেছেন: না পাইলে আর কী করা ভাই? আমিতো ঐ ছবিতোলা লোকদের দলের। যারা বিদেশিরা পরিষ্কার করছে দেখে হা করে ছবি তোলে আর তামাশা দেখে। অথচ দেখুন কত কী ঘটে আমরা সব এড়িয়ে যাই।
সব শেষে বলব এই লেখাটা পড়েন আর ভাবেন Click This Link

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


পড়েছি, অলস মস্তিস্কের প্রলাপ

৯| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

হিন্‌দোল শাহ বলেছেন: শতদ্রু একটি নদী...শতদ্রু একটি নদী... তুলনামূলক চরিত্রবিজ্ঞানে শেরে বাংলা বেশ্ববেদ্যালয় থেকে কি প্যাঁচ দি থুড়ি পিএইচডি করা আছে ?

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


আগাছা বাড়ছেন

১০| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাপারটা চাটুকারিতাই মনে হচ্ছে । শেখ হাসিনা বিরোধীদলে থাকাবস্থায় যদি সম্মানসূচক ডিগ্রিটা দেয়া হতো, তাহলে বোধহয় সর্বজনীনতা পেতো ।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


এগুলো করছে লোক হাসাতে, এর থেকে বেশী কিছু নয়।

১১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: হিন্দোল বাবাজী, এইদিকে খুপ সাপধান। বেশি লাফাইলে যেই ফুটা দিয়া বাইর হইছো ওই ফুটার এক ইঞ্চি তল দিয়া আবার হান্দাইয়া দিমু ;)

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


আগাছা বাড়ে, সময় মতো চুলায় চলে যায়।

১২| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫

শ্রাবণধারা বলেছেন: ঠিকই বলেছেন । ঢাকা শহরে ১৫ বছর থেকেও আমার জানা ছিল না যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বলে একটা বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে আছে । আমাদের সময় এটা কৃষি কলেজ ছিল । কবেই বা এটা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হল জানা নেই ।

বিশ্ববিদ্যালয় হয়েছে বলেই হয়ত এটা এখন পিএইচডি ডিগ্রি বিতরন করার ক্ষমতা পেয়েছে । জানিনা তাদের প্রথম পিএইচডি ডিগ্রিটা তারা শেখ হাসিনাকেই দিচ্ছে কিনা : ) পিএইচডির বিষয় - খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন । হে হে :) :)

১৩| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

তৌফিক মাসুদ বলেছেন: আমার মনে হয় এত দির্ঘদিন ধরে প্রধান মন্ত্রী থাকার পর এমন ডক্টরেট না নেয়াই ভাল। নোবেল কিংবা নাইটের মত সম্মানের জন্য তাঁদের পর্যায়ের মানুষদের সাথে যায়।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:

নোবেল তো দেয় ফিজিক্স, কেমেস্ট্রী, মেডিসিন, অর্থনীতি ও শান্তিতে; উনি কিভাবে পাবেন?

১৪| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


পরণে ময়লা লুংগি, ময়লা শার্ট, পা খালি বা রবারের টায়ারের সেন্ডেল-পরা মানুষ লাল দীঘিতে আসতো শেখ সাহেবের ৬-দফার বক্তৃতা শুনতে, পলো গ্রাউন্ডে আসতো, রেসকোর্সে আসতো, পল্টনে আসতো, হাজারে হাজারে লাখে লাখে; এঁরাই ১৯৭০ সালে শেখ সাহেবকে ভোট দিয়েছিলেন; এঁদের ছেলেরাই ইপিআর, বেংগল রেজিমেন্টের সৈনিক ছিল, এঁরাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলেন; এঁরাই ছিলেন স্বাধীনতার সময়ের বাংগালী। শেখ সাহেবের মৃতয়ুর পর, কেহ এঁদের কথা বলেনি, কেহ শেখ সাহেবের হয়ে এঁদের পাশে দাঁড়ায়নি।

আজ যারা শেখ সাহেবের নামে কথা বলছে,

১৫| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭

প্রবালরক বলেছেন: লেখকের সাথে সম্পূর্ন একমত যে শেখ হাসিনাকে পিএইচডি ডিগ্রী দিলে বিশ্ববিদ্যালয়টির মর্যাদা বাড়ার কোন কারন নাই। তবে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে লেখক নিম্নরুচির পরিচয় দিলেন।

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:

কৃষি বিশ্ব বিদয়ালয় নিশ্চয় এ ধরণের কাজ করার কথা নয়।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেখ হাসিনার এই রোগ উনি উনার বাবার থেকে জেনেটিক্যালী পেয়েছেন;
এই একটি কথার জন্য সমস্ত অভিমান পানি হয়ে গেলো
ওল্ড ওলফ,বাট স্টিল ডেয়ারিং
সেল্যুট ইউর ব্রেভারী

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:

সেটাই ঘটেচছে

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:


















[img|ht

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.