নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আগস্ট মাসে আওয়ামী লীগের নেতাদের বুদ্ধি বেড়ে যায়

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২২

আগস্ট মাস আসলে, আওয়ামী লীগের সবার শোক ও বুদ্ধি বেড়ে যায়; সবাই বলতে থাকে, কে কে শেখ সাহেবকে হত্যা করেছে; এখন সবার থেকে বড় বুদ্ধিমান হলো শেখ সেলিম, উনি এক নিশ্বাসে সবার নাম বলে যায়, জিয়া, শফি উল্লাহ, মোস্তাক, খালেদ মোশারফ, জাসদ, ন্যাপ; লিস্ট লম্বা হতে থাকে। ১৯৭৫ সালে, এসব বুদ্ধিমানরা সবাই চুপ ছিল;সময়ের সাথে সবার গলা উঁচু হয়ে চলছে। আগামী আগস্টে লিস্টে হয়তো নতুন নাম আসবে।

আমু, হানিফ, তোফায়েল, নাসিম, সবাই বলতে থাকে, লিস্ট দিতে থাকে; গত কিছু আগস্টে মেনন, মতিয়া, ইনু, বাদলরাও এ সময় লিস্ট দেয়া শুরু করেছিল; এ বছর উনারা চুপ; কারণ, হঠাৎ করে, জাসদ, ন্যাপের নাম যুক্ত হয়ে গেছে লিস্টে; তাই উনারা চুপ হয়ে গেছেন; হয়তো আগস্টের পরে উনারা মুখ খুলবেন।

আওয়ামী লীগের সবাই বলে, কে কে শেখ সাহেবকে হত্যা করেছে; তবে, কেহ বলতে চাহে না, পেছনে কি বৃহৎ কারণ ছিল। তারা কারনটা মোটেই বলে না, এর কারণ কি?

শেখ সাহেবকে যারা মেরে থাকুক, সবাইকে পরিচালনা করেছে সিআইএ; আওয়ামী লীগ এ নামটা মুখে আনে না; এবং আও্যামী লীগ জানে যে, একমাত্র "বাকশাল"এর জন্য শেখ সাহেবকে প্রাণ দিতে হয়েছিল।

সিআইএ "বাকশাল" চায়নি, আও্যামী লীগের রাজ্জাক ব্যতিত কেহ "বাকশাল" চাহেনি, আজও চাহে না; তাই তারা শেখ সাহেবের মৃত্যুর পেছনে পাতি মাতিদের নাম আনে, বড় নেতার নাম নেয় না; শেখ সাহেবের মৃত্যুর কারণ ভুলেও মুখ আনে না।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫

প্রামানিক বলেছেন: :-*

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


আগস্ট শেষ হবে, সবাই একই টেবিলে বসে খাবে, সবাই মিলে দুবাইতে ঈদ করতে যাবে।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯

অগ্নি সারথি বলেছেন: হুম।

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:

বাংলার সাধারণ মানুষ ব্যতিত , সব নেতা, সব ব্যবসা্যী চুরি ডাকাতির লাইসেন্স পেয়েছিল শেখ সাহেবের মৃত্যুর পর, সবাই খুশী।

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫

আরণ্যক রাখাল বলেছেন: বাকশাল বাংলার মানুষও চায়নি| হয়ত তিনি বাকশালকে জনতার সামনে আনতে পারেননি ভালভাবে, হয়ত কেন, এটাই সত্য

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


উনি মরার পর, বাংলার মানুষ শুনেছে যে, উনি "গণতন্ত্র" হত্যা করে দেশের রাজা হয়েছিলেন, তাই উনাকে সরানো হয়েছে।

বাংলার মানুষ, যারা রেসকোর্স, পল্টন, লালদীঘি, পলোগ্রাউন্ড উনার পেছনে দৌঁড়েছিলেন, উনাকে ভোট দিয়েছিলেন, তাঁরা কেহ নাম লিখতে জানতেন না; ফলে, "বাকশাল" কি আজও জানেন না; শেখ সাহেব মানুষকে কখনো বলেননি যে, উনি কি করছিলেন।

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

সাইলেন্স বলেছেন: :-*

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ সেলিম পোষাদের কথা বলে, সিআইএ'র কথা বলে না, এবং "বাকশালে" জন্য কাঁদে না।

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

তৌফিক মাসুদ বলেছেন: হু, তিনি ভাল মানুষদের নিয়ে বাকশাল করলে এমন হতনা। মালোয়েশিয়ার মহাথীর মুহম্মদ কিভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেটা হয়তবা আওয়ামীলীগ পারেনি।

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি নাসিম, ড: হাসনা মাহমুদ, হানিফ, শেখ সেলিমদের রুটিন দেখেন, এরা কাজেই যায় না।

৬| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৮

এম. আরাফাত মাহমুদ বলেছেন: প্রিয় লেখক, আমি একটু বলেতে চাই। শেখ মুজিব বাকশাল চান নাই, শেখ মুজিব দেশকে ভালো বাসতেন, তিনি চেয়েছিলেন একটি সোনার বাংলাদেশ। কিন্তু তখনকার আওয়ামী লীগ নেতারা তা চান নাই, এবং তখন আওয়ামী লীগ নেতারা ও কিছু সামরিক বাহিনী মিলে মুজিবকে হত্যা করার পরিকল্পনা করা হয়। কারণ ছিলো তাদের দ্বন্দ, তারা ক্ষমতালোভী ছিলো। তাই তারা মুজিব কে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিলো। এবং একজন দেশের রক্ষক হিসাবে শেখ মুজিব এর সাথে তখন পাশে কেউ ছিলো না। এমনকি স্বয় আওয়ামী লীগ ও । শেখ মুজিব কে এক বিদেশী সাংবাদিক জানান, আপনাকে হত্যা করা হতে পারে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে । কিন্তু শেখ মুজিব বিশ্বাস করতে পারে না, হেসে উড়িয়ে দেয়্ কারণ তার ছিলো সকলের প্রতি ভালোবাসা ও বিশ্বাস। এবং সেই ভালোবাসার ও বিশ্বাসী লোকগুলোই তাকে হত্যার করার পরিকল্পনা করে। বর্তমানে আওয়ামী লীগ বিরোধীদের দোষে, আর কে বা হত্যা করলো তার নাম ধরে গালাগালি করে। কিন্তু হত্যার পেছনের কারণ ও রহস্যগুলো কেউ বলে না। কারণ তারা জানে সেই ৭৫ এর ইতিহাস এর ঘটনা গুলো বললেই তারাও ফেসে যাবে।
সামনে আরো সত্য প্রকাশ হবে। দেখতে থাকুন।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০২

সূর্য্য আমি! বলেছেন: নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০২

সূর্য্য আমি! বলেছেন: নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:


















[img|ht

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.