![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শাবির ঘটনায় যে ৭ জন ছাত্রকে বিশ্ব বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়েছে, ড: জাফর ইকবাল তাদের হয়ে, শাস্তির বিরোধীতা করছেন; এটা খুবই ভালো মনোভাবের পরিচয়; কোন শিক্ষকই এ ধরণের শাস্তি চাইতে পারে না; ছাত্ররা ভুল পথে গেলে, তাদেরকে সঠিক পথ দেখানো কিন্তু শিক্ষকদেরই দায়িত্ব; এদিক থেকে উনি ঠিক আছেন; তবে, ছাত্রদের থেকে অফিসিয়েলি জানতে হবে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে কিনা!
সব ইউনিভার্সিটিগুলোতে ভিসিদের নিয়ে খুবই বড় ধরণের "ফাজি লজিকের" রাজনীতি চলছে; এবং শাবি'তে তা বেশ ভালো কমপ্লেক্স; ভিসি নিশ্চয় "মুজিব সৈনিক" হবেন; কারণ, ভিসি পদগুলো এখন পলিটিক্যাল; মুজিব সৈনিক না হলে, ওখানে যাওয়ার সম্ভাবনা নেই। ঐ ভিসিকে সরাতে যারা যাচ্ছেন, তারা হচ্ছেন, "মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত" শিক্ষকেরা; আবার সেই ভিসিকে রক্ষা করতে কাজ করছে 'জামাতী' শিক্ষকেরা; জামাতী শিক্ষকেরা ক্লাশ চালিয়ে যাচ্ছেন, "মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত" শিক্ষকেরা ক্লাশ নিচ্ছেন না।
এই ধরণের 'ফাজী লজিকের রাজনীতি' আপনাদের মাথায় কিভাবে প্রসেড হচ্ছে, তা আমি জানি না; তবে, জামাতীরা যার পক্ষে আছে, উহা কি ধরণের মুজিব সৈনিক, তা বুঝার জন্য বেশ কমপ্লেক্স সমীকরণ সাজাতে হবে।
ইউনিভার্সিটিগুলোর ভিসি হওয়ার মতো শিক্ষক বাংলাদেশে নেই; এই পদগুলোতে কিছু সময়ের জন্য বিদেশীদের নিয়োগ দেয়া দরকার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
শিক্ষকদের বিরাট অংশ পিএইচডি ও ক্যাডার; এদের কান্ড কারখানার পেছনে সোজা কোন লজিক নেই, আছে Fuzzy logic
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০০
সচেতনহ্যাপী বলেছেন: সাধারন মাথা আর রাজনৈতিক মাথার পার্থক্য অ-নে-ক।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৭
চাঁদগাজী বলেছেন:
ভিসির পেছেনে 'জামাত' আছে; জামাত যেখানে থাকে ওখানে রাজনীতি নেই, আছে অপরাজনীতি!
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১০
ফাহাদ মুরতাযা বলেছেন: " ভিসির পেছেনে 'জামাত' আছে; জামাত যেখানে থাকে ওখানে রাজনীতি নেই, আছে অপরাজনীতি! "
আপ্নারেও কি শাহরিয়ার কবির ভাইরাসে ধরল? এইখানেও জামাত????
জামাত রে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতেসেন, এর মাজেজা কি?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৮
চাঁদগাজী বলেছেন:
শাহরিয়ার, মাহরিয়ার ইতয়াদি নিয়ে আমার মাথা ব্যথা নেই।
খবর নিয়ে দেখেন, জামাতীরা শাবি'র মুজিব সেনার হয়ে কাজ করছে।
আমার মতে জামাতীরা অপরাজনীতি ব্যতিত, গত ৭৫ বছরে অন্য কিছু করেনি।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৮
ইমদাদুল্লাহ বলেছেন: বাংলা অভিধানে কিছু কিছু শব্দ রয়েছে যা আলুর ন্যায় সব জায়গায় চালানো যায়, হয়তো এ দৃষ্টিকোণ হতে লেখক মহোদয় একটি কে বাচাই করেছেন
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৮
চাঁদগাজী বলেছেন:
ঠিক, আলু ও শুকটি সব যায়গায় চলে।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: মেনে নিলাম জামাত( আপনার কথা মতই) কিন্তু যেখানে '৭১র বিচার পুরোদমে চলছে,সেখানে ভিসি জামাতের!! না বলে পারছি না (আপনার লেখার পাঠক) দাদাকে আদাপড়া শেখাচ্ছেন!!
যোগ্যউত্তর না দিতে পরলে বলুন।। আপনর মত (ব্লগেই যা জেনেছি) লোকদের কাছ থেকে গতানুগতিক উত্তর আশা করতে পারি কি??
এর আগে আপনি Zফোর্সে থাকাকালীন যুদ্ধের অভিজ্ঞতা জানাবেন বলে কথা দিয়েছিলেন।। তা কোথায়?? তারপর পাঠকমা্ত্রই জানে আপনর পলায়নী মনোভাব।। দয়া করে ক্লিয়ার হোন।।
যা বলার তা মন খুলে বলুন।। আমরা শোনর জন্য অপেক্ষা করছি।।
আমি গত এক মন্তব্যে এমন ইঙ্গিত দিয়ে রেসপন্স না পেয়ে বাধ্য হয়ে এভাবে লিখতে হলো।।
তাহলে এইলেখার জাফর ইকবালের সাথে আপনার পার্থক্য "মাত্র দেড়হাত" !!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫১
চাঁদগাজী বলেছেন:
'জেড-ফোর্স' নিয়ে লিখতে সামান্য সমসয়া হচ্ছে; জেডের কিছু সদস্য এ ব্যাপারে কিছু লেখা চাচ্ছেন না।
এই আওয়ামী যুগে কি করে শাবি'তে জামাতী ভিসি, যাকে ছাত্রলীগ পাহারা দিচ্ছে?
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৬
ফাহাদ মুরতাযা বলেছেন:
ছাই দিয়া ধরসে!!!
গাযী সাব, আইজকা পালায়েন না, মান ইজ্জত যাইব !!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫২
চাঁদগাজী বলেছেন:
আসলে, পালানোর যায়গা নেই!
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০১
সচেতনহ্যাপী বলেছেন: সঠিক উত্তর পেলাম কি?? যাকে সন্মান করতাম তার কাছ থেকে এমন "এলে-বেলে" উত্তর!!
আমারও তো সেটাই প্রশ্ন!! এতো কিছু লিখেন,এটা নিয়েও লিখে ফেলুন না।।কারা চাচ্ছে না?? ব্লগে আজ কারো অজানা নয় কোন গল্প।। আসলে আগেও যা বলেছিলাম সেটাই বদ্ধমুল হলো।।
ধন্যবাদ এবং ভাল থাকার কামনায়।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৪
চাঁদগাজী বলেছেন:
" আমার ব্লগ" এ কয়েকটা পোস্ট করেছিলাম 'জেড' এর উপর; তখনই কয়েকজন সদস্য এ ব্যাপারে আপত্তি জানান।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১০
সচেতনহ্যাপী বলেছেন: বরাবরের মতই এড়ানো উত্তর।। মানুষ আর যাই করে,আপনজনদের এড়ায় না,কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আপনি তাই করছেন।।
সত্যিই আমি আন্তরিক ভাবে দুঃখিত এভাবে চেপে ধরার জন্য।।
ভাল থাকুন।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমি এড়িয়ে যাইনি; কিছু বিষয় আছে যা বলতে অনেকের মতামত নিতে হয়।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৪
মাসূদ রানা বলেছেন: ক্লাস না নিয়ে "মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত" শিক্ষকগণ বেসিকেল্লি কাদের ক্ষতি করছেন সেটাও একটু বিবেচনা করা দরকার ........ মুখে এক কথা, কাজে কর্মে আরেক কথা, ভালো কথা না ......।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
শিক্ষকেরা ভিসি তাড়াতে আন্দোলন করতে হয় না; এ জন্য প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করলেই হয়।
কোন অবস্হায় শিক্ষকদের 'ক্লাশ বর্জন' করা ঠিক নয়; কারণ, শিক্ষকদের কথা শুনে সরকার বাধ্য।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৪
চলন বিল বলেছেন: সাধে কি আর কই
চাঁদগাযি বাইরে যতই বিজ্ঞ ভাব দেখাক, ভেতরে ভেতরে একটা ছ্যাঁচড়া ছাগল
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
দিলেন তো সিক্রেটটা আউট করে!
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৬
কলাবাগান১ বলেছেন: @চলন বিল রাজাকারদের বিরুদ্ধে লিখা দেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করা লোক কে এভাবে গালি দিচ্ছে।
রাজাকার রা এভাবেই ১৯৭১ সনে মুক্তিযোদ্ধাদের গালি দিত আর এখনকার রাজাকার রা ........।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০২
চাঁদগাজী বলেছেন:
চলন বিল এখনো বাংলাকে মেনে নিতে পারেনি মন থেকে।
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোন শিক্ষকই এ ধরণের শাস্তি চাইতে পারে না; ছাত্ররা ভুল পথে গেলে, তাদেরকে সঠিক পথ দেখানো কিন্তু শিক্ষকদেরই দায়িত্ব;
তাই তো,এমনটিই হওয়া উচিৎ
তবে মহামানব কেনো হবেন?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে এ ধরণের মনোভাবের মানুষ নেই; তাই মহামানব বলা যেতে পারে; যদিও পশ্চিমের বেশীর ভাগ লোকই এর থেকে ভালো।
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
চলন বিল বলেছেন: কে মুক্তিযোদ্ধা? চাঁদগাযি মুক্তিযোদ্ধা নাকি?
আমিও তাহলে শচিন টেন্ডুলকার
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
কিছু শব্দ আছে, সেগুলোর বিশেষ অর্থ আছে; ওগুলোকে ওভাবে থাকতে দিন।
আপনি যা হতে চান, সেটাই হোন,
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
রেজওয়ান26 বলেছেন: জাফর মাষ্টার যে আচরন দেখালো তা মোটেই অপ্রত্যাশিত নয় তার মত একজন দলকানা ব্যক্তির কাছ থেকে। আমার সন্দেহ হয় যে সে আসলেই হুমায়ন আহমেদের নিজের ভাই কি না?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
দেশের পরিস্হিতিতে উনি এখনো টিকে আছেন; বাকীদের কি অবস্হা, একজন শিক্ষকের নাম বলুন, যিনি কিছু করছেন।
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: জাফর ইকবালের একমাত্র পরিচয় আমার কাছে, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক এবং লেখক| তাঁকে সম্মান জানাই| আর ব্লগার চলনবিল তো দেখি সেই ছাগু| ওর ব্লগের নিক হওয়া উচিৎ ছিল চালিয়েবিল
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
দেশের বিশৃল অবস্হার কারণে, হয়তো জাফর ইকবালকেও আঁকাবাঁকা পথ ধরে চলতে হচ্ছে।
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
বিবর্ন সভ্যতা বলেছেন: আজকে একটা অনলাইন পত্রিকায় দেখলাম শিশুলীগ নামের একটা সংগঠন তৈরী হয়েছে। আ হা..
শাবির ছাত্ররা তো শিশুলীগ না তারা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র। জাফর সাহেব যদি শিক্ষককে পেটানো ছাত্রদের ভূল মনে করে তবে ছাত্রদের বদলে জাফর সাহেবকেই মানসিক ডাক্তারের সরনাপন্ন হওয়া উচিত। একটা ক্লাস ফাইভের ছাত্রও বুঝে যে শিক্ষককে পেটানো কতটা যুক্তিযুক্ত? এটা বুঝার জন্য শাবিতে পড়তে হয় না। ব্যাপারটা যদি এমন হত যে, এখানে তারা গ্রহ নক্ষত্র, মহাজগত নিয়ে ভূল করেছে তাহলে মেনে নেয়া যেত। এত সিলি একটা ব্যাপারে ভূল করেছে বললে এটা কেমন শুনায় না!!
যেই শিক্ষকরা তাদের ভূল বুঝিয়েছেন তারা যেমন অপরাধি তেমনি যারা এটা করেছে তারাও অপরাধি। এখানে মিন মিন করার কোন মানেই হয় না। দুই দিন পর বলবে যে, তারা ধর্ষন করেছে এটা তাদের ভূল বুঝানো হয়েছিল সুতরাং মাফ করে দেয়া হোক।
এই দেশে ফাজলামির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে..
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
জাফর সাহেব ছাত্র শিবিরের ভয়ে হয়তো, ছাত্রলীগের পক্ষে আছেন।
শেখ হাসিনার দলালরা "এমব্রায়োলীগ" করে হয়তো নেত্রীর নজর কেড়ে নেবে।
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
মামু১৩ বলেছেন: ফারমারের জাফর ইকবাল এ্যালার্জি আছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
সম্ভব।
জাফর ইকবাল কখনো সার্বননীন শিক্ষার কথা বলেনি; নিজে সবার চেয়ে শিক্ষিত থেকে যেতে চান।
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
জেকলেট বলেছেন: আচ্ছা এই শিক্ষক পেটানোর কাজটা যদি শিবির বা ছাত্রদল করত?? আর এই আওয়ামী যামানর মধ্য গগনে একজন পাবলিক ইউনির ভিসি জামাতি?? এই কথা পাগল ও বিশ্বাস করব না।
আর জাফর সাহেব মহামানব না মহাচালবাজ। মহামানব হওয়া এত সোজা না। উনার গালায় দড়ি দেয়াই উচিত।
হুমু এরশাদ আর উনার মাঝে আজকাল দুষ্ট ছেলেরা সম্পর্ক খোজে পায়। কেউ কেউ বলে হুমু এরশাদ= মুজা ইকবাল।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
শিবির বোধ হয় মার দেয় না, রগ কেটে দেয়; শিবিরে করলে, কেহ ধরা খেতো না।
ছাত্রদল হলো 'শক্তিহীন ছাত্রলীগ '
অনেকে ঘোড়া ও গাধাকে একই মনে করে; ফলে, এরশাদ ও জাফর ইকবালের মাঝে পার্থক্য বের করা সহজ নাও হতে পারে।
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন: কোন বিবেকবান শিক্ষকই এ ধরণের শাস্তি চাইতে পারে না; ছাত্ররা ভুল পথে গেলে, তাদেরকে সঠিক পথ দেখানো কিন্তু শিক্ষকদের দায়িত্ব;
এমনটিই হওয়া উচিৎ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
আমি 'সাময়িক শিক্ষক' হিসেবে কাজ করেছি দীর্ঘ সময়, আমি বুঝি
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
শতদ্রু একটি নদী... বলেছেন: জাফর ইকবালের বিবর্তন নিয়াও লেখা উচিত। একসময় ছিলো দেশের শিক্ষিত সব বাবা মাই বাচ্চাদের জাফর ইকবালের বই কিনে দিতো। এখন ব্যাপারটা অন্যরকম হবে। দেখা যাবে যে ৫০ ভাগ আর জাফর ইকবালের ধারে কাছে দিয়ে যাচ্ছেনা, কারন যারা নিজেরা কাউকে দেখতে পারেনা, নিজের সন্তানও যাতে দেখতে না পারে এই ব্যবস্থা করবে। খুব কস্ট নিয়া বলতে হয়, অতিভালোমানুষী চোরের লক্ষন। উনি অতিভালোমানুষী বক্তব্য দিছেন কাল, এর আগে দিছেন অতি ছেলেমানুষী, এর আগে অতিরিক্ত দলকানা। উনি আবার উনার আগের সেই সাধারন মনছোয়া লাইনে ফেরত আসবেন এইটাই কামনা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
দেশের বিশৃংখল অবস্হা উনার উপর কাজ করছে; আবার উনি, সাধারণ মানুষের কেহ নন; উনি শিক্ষিত পরিবারদের ভালো শিক্ষার পক্ষপাতী; ফলে, উনি বহুরূপী
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
ব্লগ সার্চম্যান বলেছেন: এখনো আরো অনেক কিছু দেখার বাকি আছে ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
যেহেতু এসব ঘটনা প্রবাহ কোন 'সঠিক ও ভালো উদ্দেশ্য" নিয়ে নয়; এসব ঘটনা যেকোন দিকে গড়াতে পারে, এবং অনেক নাটকীয়তার জন্ম দিটে পারে।
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
প্রামানিক বলেছেন: সাধারন মাথা আর রাজনৈতিক মাথার মধ্যে পার্থক্য অ-নে-ক।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
রাজনৈতিক মাথা ছিল শেরে বাংলার, বাকীদের হয় সাধারণ, না হয় অসারণ মাথা ছিল ও আছে।
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: bangla.bdnews24.com এর শীর্ষ সংবাদ আজ শিশুলীগ
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা হয়তো জামাতী মডেল অনুসরণ করছেন, মাথা ক্রমেই অকেজো হয়ে যাচ্ছে!
২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১
অর্ধ চন্দ্র বলেছেন: ভাই আপনি বলতে ও পারেন ! তয় আর যায় হোক বিদেশ যামু না কইলাম ,,,
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালী তো বিদেশে যায় বংগোসাগরে, আন্দামানে ও ভুমধ্যসাগরে ভেসে ভেসে; কে যেতে চায় বলুন।
২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
শতদ্রু একটি নদী... বলেছেন: কি প্রতিউত্তর দিলেন তা মাথার উপর দিয়া গেছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
দেশের ও ইউনিভার্সিটির যে অবস্হা, জাফর ইকবাল কিভাবে তাল মিলাবেন, তা তিনি বুঝতে পারছেন না, হয়তো।
তবে, উনি কখনো দেশে সার্বজনীন শিক্ষার পক্এ কথা বলেননি।
২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: যারা কথায় কথায় দিবসে কিংবা রজনীতে সজ্ঞানে বা অজ্ঞানে সর্বদা মৌলবাদ, সন্ত্রাস, বিশৃঙ্খলার দুঃস্বপ্ন দেখে, মুহুর্মুহু কেঁপে উঠেন; তারা চোখের সামনে সন্ত্রাস অরাজকতা দেখেও স্বামী বিবেকানন্দ সেজে যান, গান্ধীজির অহিংসাবাদের শিষ্য বনে যান। আর তাই যেখানে খোদ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়, খোদ প্রধানমন্ত্রী বলেন যে ‘ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে’ সেখানে অধ্যাপক সাহেব নিমিষেই সব কিছু ভুলে গেলেন। ছাত্রলীগের ছেলেরা তার কাছে দেবতুল্য দুগ্ধপোষ্য শিশুসম হয়ে গেলো। এটি প্রমান হয়, এখানে যতটুক না ন্যায় নীতি কাজ করে; তার চেয়ে বেশি কার্যকরী স্বার্থ ও গরজের আত্মীয়তা। এই ঘটনা যদি অন্য কোথাও ঘটতো এবং ঘটনার কুশলীরা যদি অন্য কেউ হতো, তাহলে এতক্ষণে উনার মুখে রবীন্দ্রনাথের সাম্যের বাণী নিঃসৃত না হয়ে কথার তুবড়ি চলতো। ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়া অন্যায় বলে তিনি যেন মার চেয়ে মাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনার এনালাইসিস ঠিক আছে।
উনি যদি শিক্ষক হিসেবে ছাত্রদের জন্য মহানুভবতা দেখান সেটাও গ্রহনযোগ্য।
যারা শিবির দেখেছেন, তারা হয়তো ছাত্রলীগের পান্ডামী মেনে নিতে প্রস্তুত।
২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন লিখেছেন , ''জাফর মাষ্টর''
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
ভালো বাংগালী হলেও সমস্যা
২৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
জেকলেট বলেছেন: ঘোড়া যদি গাধার মত আচরন করে তাহলে ঘোড়া আর গাধার মধ্যে পার্থক্য করা যায়না। আর প্রকৃত ঘোড়া কখন গাধার মত আচরন করেনা। বরং গাধাই ঘোড়া হতে চায়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনার ফরমুলা ঠিক আছে।
২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Hello. How are you?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
আমি ভালো আছি।
আপনি কেমন? ক্লশ শুরু হয়েছে? সবকিছু ঠিক মতো চলছে?
৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Yes. Second week of class is starting on Tuesday. Everything is going well. I have been awarded two scholarships. Hyped!
The administrators of this website are biased. I need to leave this website soon.
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
সামু ছাড়বেন না; বাকীগুলোর অবস্হা ভালো নয়।
আপনার অনেক টাকা, খরচের প্ল্যান দরকার। সেমিস্টারের প্রথমেই পরীক্ষের জন্য তৈরি হোন, পরে ঝামেলা থাকবে না।
৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
No, I have loans.
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
চাঁদগাজী বলেছেন:
তা'হলে পাশা করার সাথে সাথে ভালো চাকুরী করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৭
ফাহাদ মুরতাযা বলেছেন:
Fuzzy logic !!!!!!!!!