নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ছাত্র ও শিক্ষকদের মার খাওয়াতে চাচ্ছে কেহ কেহ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

সরকার বলেছে যে, ভ্যাট দিতে হবে না এই বছর; মুহিত পিছু সরেছে, নিজের মুখ রক্ষার জন্য বলছে সামনের বছর দিতে হবে; সামনের বছর উনার থাকার সম্ভাবনা কতটুকু, এবং সরকার কি একই ভুল আবার করবে? আসলে প্রাইভেট শিক্ষার নামে ডাকাতী করছে কিছু লোক, ছাত্রদের সেইদিকে খেয়াল নেই, তাদের আন্দোলন প্রাইভেটের ডাকাতদের সাহায্য করেছে মাত্র; অবশ্য ভ্যাট চাওয়াই ভুল ছিল; দরকার ছিল প্রাইভেটের ডাকাতদের থেকে মোটা ইনকাম ট্যাক্স চাওয়া।

যাক, ছাত্রদের আন্দোলন করার দরকার ছিলো, রাস্তায় নামার মাঝেও আনন্দ আছে; যেহেতু সরকার বলেছে এ বছর ভ্যাট নেবে না, আন্দোলন রাস্তা থেকে গুটায়ে নেয়া দরকার; কারণ, ছাত্রদের আন্দোলনে আরো অনেকে অছাত্র হয়ে ঢুকে যেতে পারে; সরকার তাই চিন্তিত আছে। আবার অনেকে ছাত্রদের আন্দোলন বড় করার চেস্টা করছে, তারা ছাত্রদের উস্কানী দিতে পারে; তখন সরকার মার দিতে পারে ছাত্র, অছাত্র সবাইকে মিলে।

শিক্ষকদের বেতনের দাবীর যৌক্তিকতা আছে, সরকারের উচিত শিক্ষকদের সাথে আলোচনা করে, উনাদের দাবীগুলো মেনে নেয়া। তবে, শিক্ষকদের উপর জাতির আস্হা কমে যাচ্ছে, উনারা নিজের বেতন বেশী চাচ্ছেন, কিন্তু জাতির ১০০% মানুষকে শিক্ষিত করার দাবী কোনদিনই করেননি, ইহা খুবই দু:খজনক, এবং প্রমাণ করেছে যে, উনারা প্রফেশানেল নন, সামান্য চাকুরীজীবি মাত্র।

শিক্ষদের আন্দোলন সব সময়েই শিক্ষাংগেন থাকা দরকার, উহাকে রাস্তায় আনা ভুল; কিন্তু লাল, নীল, সাদা, কালোরা ভুলে যান যে, উনারা শিক্ষক, প্রফেশানেল রাজনীতিবিদ নন; সরকার হয়তো এক সময় লাঠি নিয়ে বের হবে; উনাদের দিক উনারা করেছেন, এখন সরকার সমাধান নিয়ে এগিয়ে আসুক; দরকারের চেয়ে বেশী করলে, সরকার মার দেবে হয়তো; কারণ, সরকার শিক্ষকদের ভয় করে না, কিন্তু শিক্ষকদের পেছনে মিক্ষকেরাও আছে, তা সরকার দেখছে।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

স্বপ্নবাজ তরী বলেছেন: বুঝলাম না। আপনি ছাত্রদের পিছুহঠার কথা কেন বলছেন? ভ্যাট একবার যুক্ত হলে এটা সারা জীবনের জন্য আমি আপনি আমাদের সবাইকেই এর ফল ভোগ করতে হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:

মুহিত বলেছে যে, এ বছর ভ্যাট দিতে হবে না।
ভ্যাটের কথা বলাই ভুল ছিল; সরকার ভ্যাট থেকে সরে গেছে; এখন যদি ম্যাটের আন্দোলন শুরু হয়, সরকার শক্ত অবস্হানে যাবে; কারণ সরকার অনেক কিছুর ভয়ে আছে।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

স্বপ্নবাজ তরী বলেছেন: আগামী বছর তো দিতে হবেই, তো যে লাউ সেই কদুই তো রইলো। নাকি চাদগাজী ভাই

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


সরকার এবারের ভুল বুঝতে পেরেছে; আগামী বছর একই ভুল করবে না।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

বুলস আই বলেছেন: একজনকে মারুক খলি সরকারের লাশ ফালাই দিমু

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:

অনেকেই ২/১ টা লাশ চাচ্ছে; সরকার তাই ক্এপে যেতে পারে।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

স্বপ্নবাজ তরী বলেছেন: এটা সরকারে ভুল নহে বরং চালাকী!!!! কোন ভাবে আন্দোলনকে শিথিল করাই এর লক্ষ্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:

সরকার মুহিতের মুখ রক্ষার চেস্টা করছে; তদুপরি, শেখ হাসিনা সব সময় উনার মন্ত্রীদের মানুষের চেয়ে উপরে রাখতে চান; এটা শেখ হাসিনার দুর্বলতা।
সরকার ভ্যাট থেকে সরে না গেলে সামনের বছর আরও জোরালো আন্দোলন হবে; তবে, সরকার চাইবে না যে, প্রাইভেটের ছাত্রদের সাথে অছাত্ররা রাস্টায় নামুক।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: দুইদিন পরেই মুহিতের মুখ কই যায় দেখেন আঙ্কেল। হাসিনার ইজ্জতের বারোটা বাজাইয়া দিতেছেন মাল ব্যাটা।

আর কেউ মার খাওয়াইতে চেইতেছেনা। আন্দোলন সুস্থ্য আর স্বাভাবিক গতিতেই চলতেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


প্রাইভেটের ছাত্রা যা চেয়েছে তা পেয়েছে; এখন রাস্তায় নামা বন্ধ করতে হবে; না হয়, শেখ হাসিনা ক্ষেপে যাবেন; উনি চাইবেন না যে, এই সুযোগে কেহ উনার লেজের উপর নাচানাচি করুক।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন: প্রাইভেট ইউনিগুলো লাগামছাড়া ভাবে বছর বছর লাখ লাখ ফি বাড়িয়ে গেছে, এবার হয়ত সবার বোধদয় হবে।
আমার এই লেখটিও পড়বেন
http://www.somewhereinblog.net/blog/mmdhw/30070011

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:

সরকারের লোকেরা সামান্য ঘুষ খেয়ে দেশের মানুষের বিলিয়ন বিলিয়ন টাকা ডাকাতী করার ক্ষমতা দিয়েছে কিছু ডাকাতকে প্রাইভেট ইউনিভার্সিটির নামে; প্রাইভেট ইউনিভার্সিটির মালিক হবে ছাত্রদের পরিবার।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



আপনার পোস্ট পড়লাম।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট শিক্ষাব্যাবস্হা বাংলাদেশে, যেখানকার কুনু ভার্সিটি এশিয়ার সেরা ৩০০ টা ভার্সিটির মধ্যে নেই! টাকা পয়সা খরচ করানোর ব্যাপারে আমরা মোটামুটি উপরের দিকেই (মাথাপিছু আয় ধরে)।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশের গ্রাজুয়েটেরা নিউইয়র্কে টেক্সী চালাচ্ছে, আমাদের শিক্ষ ও সরকারের কারণে।

আমাদের শিক্ষকেরা সব চেয়ে কম বেতন পান; উনারা বেতন বৃদ্ধির জন্য ন্যায্য আন্দোলন করেন; কিন্তু জাতির সবাই পড়ানোর জনত কোনদিন আন্দোলন করেননি; উনাদের সবাইর চাকুরী অন্য ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার দরকার, কেরানী হোক সবাই, চুরি করুক।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০

চলন বিল বলেছেন: আপনি এত ফালতু লেখেন তারপরেও এত পাঠক কেন , মন্তব্যকারীর সংখ্যাটাও বেশি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


প্রয়োজনীয় ও উপকারী পোস্ট পড়া কস্টকর; ফালতু লেখা সব সময় সহজ হয় বুঝতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.