নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আধা-সেক্রেটারী মি: ফখরুলের মাথা ও ঘাঁড়ের চিকিৎসা হয়েছে; আর বোরখা লাগবে না

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৪

জেনারেল জিয়া এক চিড়িয়াখানা খুলে গেছেন, যেখানে আধা-সেক্রেটারী হয়ে মানুষ সেক্রেটারীর রাজনীতি করতে পারেন; যেখানে পুরুষ মানুষকে রোরখা পরতে হয়। যাক, মির্জা ফখরুল মাথা ও ঘাঁড়ের চিকিৎসা করায়েছেন সিংগাপুরে ও আমেরিকায়; চিকিৎসা সফল হলে, মাথায় বোরখা পরার মত অবুদ্ধি আর ফেরত আসবে না মাথায়; আর ঘাঁড় যদি ভালো হয়ে যায়, মাথাকে ধরে রাখবে শক্ত করে, গন্ডগোল হতে দেবে না।

মির্জা ফখরুল একজন শিক্ষিত মানুষ, উনার আর্থিক অবস্হাও বিরাট; উনাকে পিন্টু, বা লালু , কালুদের মত হওয়ার দরকার ছিলো না কখনো; তিনি জাতির জন্য ভালো কিছু করার জন্য রাজনীতি করতে পারতেন; খালেদা জিয়ার সমস্যা উনার সমস্যা হওয়ার কথা ছিলো না; বিেনপি করলে, তারেকের মতো, আমান উল্লাঃ আমানের মতো হওয়ার দরকার নেই; খালেদা জিয়া উনার রাজনীতি করছেন ৩২ বছর, এবং মানুষের কাছে উনার কোন মান সন্মান নেই; মির্জা খালেদা জিয়াকে রাজনীতির পথে নি্যে আসতে পারতেন; আর সেটা না হলে উনি সরে গেলেই ভালো হতো; খালেদার দোষ মাথায় নিয়ে, বোরখা পরা ছিল মহা বেকুবী।

উনাকে খোকার মতো চুরির দায়ে পালায়ে থাকতে হবে না; বা ফজলুল হক মিলনের মতো হাওয়া ভবনের অপারেটর হিসেবে গা ঢাকা দিতে হবে না; উনি জাতির সামনে দাঁড়া্যে রাজনীতির ক্ষমতা রাখেন। উনাকে শুধু বোমাবাজ, সন্ত্রাসী ও মাফিয়াদের থেকে দুরত্ব বজায় রাখতে হবে।

আর খালেদা জিয়ার সাথেও উনার বুঝাপড়া করার দরকার; উনি যদি সেক্রেটারীর পদ না পান, খালেদার দলে উনার থাকার কোন কারণ থাকতে পারে না; উনি সমমনাদের নিয়ে আরো ভালো রাজনীতি করতে পারবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২২

কিরমানী লিটন বলেছেন: শুভকামনা-সুন্দরের সাথেই আছি ...

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:২৪

চাঁদগাজী বলেছেন:

ওকে, দেখি ফখরুল সাহেব রাজনীতিবিদ হতে পারেন কিনা।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৭

চ্যাং বলেছেন: এই ক্যাচাল কি গর্তে শুইবার আগে বাদ দিবেন না ??? দেশটারে রসাতলে না নিলে মুনে কয় আপনাগোর শান্তি নাই । আহারেঃ

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:

ব্লগে স্বাগতম।

কম মগজ লোকদের জন্যও পোস্ট দেয়া হয়; আমি সময় পেলে আপনার জন্য লেখার চেস্টা করবো।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৪

ব্লগ সার্চম্যান বলেছেন: খালেদা জিয়া উনার রাজনীতি করছেন ৩২ বছর, এবং মানুষের কাছে উনার কোন মান সন্মান নেই; মির্জা খালেদা জিয়াকে রাজনীতির পথে নি্যে আসতে পারতেন;
চাঁদগাজী ভাই ভালো বলেছেন। উনি অর্থাৎ খালেদা জিয়া আসলে ভুল করেছেন উনাকেও ভালো রাজনীতি করা দরকার ছিল । তারেককে বাদ দিয়ে হাজারীদের মত এদেশের বড় বড় সন্ত্রাসদের সাথে নিয়ে রাজনীতি করা দরকার ছিল ।দেশের যত বড় বড় কিলার ছিল তাদের নিয়ে রাজনীতি করা দরকার ছিল ।ক্ষমতায় এসে জিয়া হ্ত্যা বিচার করার দরকার ছিল । যুদ্ধ বিরোধী মানবতা বিরোধী বিচার নামে দেশের সাধারন জনগণের রক্ত দিয়ে হলি খেলায় মেতে ওঠার দরকার ছিল । এ দেশে ইসলাম ধর্ম বাদ হিন্দুদের পুজা করার দরকার ছিল । মির্জা কে বাদ দিয়ে বেছে বেছে দেশের যত আধ মাথা মোটা পাগল ছিল ওগুলোরে মন্ত্রীত্ব পদে বসানোর দরকার ছিল । যাতে করে তারা জনগনের পুটুতে দেলি একবার দুইবার করে বাঁশ দিতে পারতেন ।
বড় ভুল করে ফেলেছে বিএনপি ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৯

চাঁদগাজী বলেছেন:

বিএনপি করেছিলেন জেনারেল জিয়া নিজের জন্য; বিএনপি উনার সাথে চলে গেছে; খালেদা জিয়া বিএনপি'র নামে যা করেছে, তা হলো ডাকাতী।
৩২ বছর বিশ্বে কেহ ক্ষমতায় থাকার ইতিহাস নেই/

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর খালেদা জিয়ার সাথেও উনার বুঝাপড়া করার দরকার; উনি যদি সেক্রেটারীর পদ না পান, খালেদার দলে উনার থাকার কোন কারণ থাকতে পারে না; উনি সমমনাদের নিয়ে আরো ভালো রাজনীতি করতে পারবেন।
এইটা বেশ বলেছেন.....
খালেদা জিয়া উনার রাজনীতি করছেন ৩২ বছর, এবং মানুষের কাছে উনার কোন মান সন্মান নেই;
একটু হার্শ হয়ে গেলোনা?
খোঁচাটা লাগেতো বাপু
আমিও আপনার পাঠক...... ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সবাই বলে যে, এই দুই মহিলার পতন হোক; এটা কি সন্মানের কথা?

বর্তমান বিশ্বে কেহ ৩২ বছর পার্টির সভাপতি থাকার কোন সম্ভাবনা আছে?

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইবারে কনভিন্স
লাখ টেকার দামী কথা
আমরা শালার পাব্লিকই খারাপ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


পাবলিককে ৪৪ বছরে ভেড়ার পালে পরিণত করেছে; পড়তে দেয়নি, চাকুরী দেয়নি, চিকিৎসাহীনভাবে ৬০ ভাগ মরেছে।
তথাকথিত নেতারা মরছে সিংগাপুরে; মানুষ এখনো তাবিজ কিনছে, জ্বীনের আসরে যাচ্ছে।

খালেদা জিয়া, খোকা, মির্জা সবাই চিকিৎসা করাচ্ছে নিউইয়র্কে; এগুলো জাতির মুখ লাথি মারার সমান।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

কানাই স্যার বলেছেন: কি যে কমু উস্তাদের কথা একদম খাটি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


ভালো

৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮

রানার ব্লগ বলেছেন: কিছু আহাম্মক আছে যখন কোন যুক্তি না পায় ঠিক তখনি ধর্ম কে সামনে এনে নাই নাই স্লোগান দেয়া শুরু করে। কাক যেমন সাবান চুরি করে চোখ বন্ধ করে ভাবে কেউ দেকছে না, তেমনি ওই সকল আহাম্মক ভাবে বড় একখান ধর্মের উপকার করে ফেল্লাম। @ ব্লগ সার্চম্যান @ ভাই জান আপনার উদ্দেশে বলছি।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



নানা গুণীর নানা মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.