![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমার ধারণা, তারেক জিয়ার সমস্ত দক্ষতা ও অভিজ্ঞতা 'মানি লন্ডারিং', অস্ত্র ব্যবসা ও ভোটের রেজাল্ট বদলানোতে সীমাবদ্ধ; আপনাদের যদি আরো কিছু জানা থাকে যোগ করতে পারেন। সেই তারেক জিয়া নাকি বিএনপি'র জন্য কি এক লন্ডনী-মাস্টার প্লান পাঠাচ্ছে! জেন: জিয়ার মাস্টার প্ল্যান, ১৯ দফার কি হলো?
তারেক জিয়ার প্রথম গুরু ছিল মাহী চৌধুরী; মাহী চৌধুরীর নীল নকসাতে স্হাপিত হয় হাওয়া ভবন; হাওয়া ভবনে যোগ দেন ৫০ জনের মতো দেশী বিদেশী বাংগালী মাফিয়া। এরা কনস্ট্রাকশন, ব্যাংক লোন, সরকারী জমি দখল, সরকারী প্লট বরাদ্ধ, ভিওআইপি, আদম ব্যাপারী, এলকোহল ও মাদক, বদলী বাণিজ্য, চাকুরীতে ঘুষ, পার্টির পদ বিক্রয় থেকে শুরু করে এমন কোন সেক্টর নেই যেখান থেকে বিলিয়ন বিলিয়ন টাকা আনেনি হাওয়া ভবনে। হাওয়া ভবন ছিল বাংগালী জাতির নার্ভ সেন্টার।
এরপর তারেক বড় গুরুর সন্ধানে দুবাই যান, সেখানে দফারফা হয় ভারত ও পাকী মাফিয়া প্রধান দাউদ ইব্রাহিমের সাথে; এ দিক থেকে তারেকের জন্য নতুন সেক্টর খোলা হয় উলফা ও তামিলদের সাথে অস্ত্র ব্যবসা; সাথে সাথে উলফা নেতাদের বাংলাদেশে বসতি স্হাপন। দাউদের লোকেরা বাংলাদেশে আসে, তারা এলকোহল ও মাদক ও স্বর্ণ চোরা চালানীর দায়িত্ব দখল করে।
তারেক কয়েক বিলিয়ন আমেরিকান ডলার বাইরে নিয়ে গেছে।
২০০১ সালে, পাকী আইএসআই'এর সহযোগীতায় বাংলাদেশের মিলিটারীকে তারেক হাতের মুঠায় নিয়ে আসে; এদের সাহায্য ২০০১ সালে ভোটের রেজাল্টও বদলী হয়।
এখন খালেদা জিয়াকে লন্ডনে পড়ালেখা করাচ্ছেন টারেক জিয়া, মা দেশে ফিরতে ব্যাগের ভেতরে মাস্টার প্ল্যানটাও দিয়ে দিবেন। উহাতে একটা লাইন লেখা আছে, " শেখ হাসিনার সাথে সন্ধি কর"।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
মনে হয়। এটাতে কাজ হবে; শেখ হাসিনা এমন কিছু করেনি যে, শিকড় শক্ত হবে; ২ পক্ষে মিলেমিশে থাকতে চাইছে এখন।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯
মুক্তিযুদ্ধার নাতি বলেছেন: সমতার রাজনীতি চাই
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
ডাকাতীর রাজনীতি যদি সমঝোতার মধ্য দিয়ে হয়; মানুষকে ওরা ইঁদুরে পরিণত করবে।
সমঝোতার রাজনীতি হতে হয় উন্নয়নের ও সততার রাজনীতি।
আপনি ভুল করছেন, এরা সবাই পর্তুগীজ
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২
আমি আবুলের বাপ বলেছেন: বিশিষ্ট খালেদা ও তারেক বিষয়ক গবেষক,আপনার কি সারা দিন কাটে এই দুই জনের বিষয়ে গবেষনা করে?আপনার লেখা পড়ে মনে হয়,হয় আপনি সারাদিন তারেক জিয়ার সাথে থাকেন অথবা ঊল্টা পাল্টা কিছু খেয়ে লেখেন।আপনাদের মত ব্লগারদের লেখার সুবিধার জন্যই মনে হয় মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি কমানোর যুগান্তকারী সিদ্ধান্ত নিছে।
মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি কমানোর যুগান্তকারী সিদ্ধান্তে সামু লীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন।
দয়া করে বুঝিয়ে বলবেন।আমি আবার কম মগজের লোক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২
চাঁদগাজী বলেছেন:
সুখবর; মদ, বিয়ার, আফিং, গাঁজা, ডাইল সবকিছুর লাইসেন্স আপনাকে দিক; আপনি ভালো মানুষ।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬
রাফা বলেছেন: হেড অফিস এখন লন্ডনে....বি টিম সব সময় এ টিম-কে অনুকরন করে।সেটিই দেখতেছি এখন বাংলাদেশের অপরাজনিতীতে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বিএনপি'র রাজনীতি করছে; জেনারেল জিয়ার এডমিনিস্ট্রেশন চালায়েছে এরশাদ, সেটাকে অনুসরণ করেছে খালেদা জিয়া, সেটাকে চালচ্ছে শেখ হাসিনা; বাবার বাকশাল, বা ৬ দফার নামও বলে না।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
চ্যাং বলেছেন: সমস্যা হইলো চান্দিতে বুইচ্চেন ভাইয়া ? চান্দির মাঝে খালি ঘুরতাসে চোর তারেকের কথা । চাক্কির নীচে যে ঘুষ রাক্কষ পলে আছে সেইতা চৌখে পড়বো ?? পববো না । কি ঠিক কই নাই? আঁতে ঘা লাগলে স্যরি ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন:
আমার আঁতে ঘাঁ নয়; মগজে লাগছে; আপনি বেঁচে গেছেন, মগজ না থাকাতে।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১১
ঢাকাবাসী বলেছেন: খালেদা তারেকের সাধ্য কি হাসিনার মসনদে আঁচড় বসায়! এখন এটা টু লেট মনে হয়!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
চাঁদগাজী বলেছেন:
তারেকের পক্ষে শত শত মানুষ চেস্টা করছে,শেখ হাসিনার সাথে সন্ধি করতে।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ওদেরকে এতবড় একটি খোঁচা না দিলেই পারতেন।
এমনিতেই আছে বিদেশে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
এটা খোঁচা নয়, জাতির বিরুদ্ধে নতুন পদক্ষেপ, আপমার ও আমার সমস্যা
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১২
মোঃ ইয়াসির রহমান বলেছেন: ভাই আমি বুঝি কম। বাঙ্গালি জাতির নার্ভ সেন্টার'টা গেলো কই,ঠিকানাটা একটু দিবেন? একবার ঘুইরা আইতাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
এখন সেন্টার গোপন যায়গায়; আমাকে ভাবতে হবে।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
মোঃ ইয়াসির রহমান বলেছেন: আর একটা কথা 'মাস্টার' প্ল্যান দিয়া কোনও কাম হইবনা, 'প্রফেসর' প্ল্যান লাগবো।পারলে কাওরে দিয়া খবরডা পৌঁছাইয়া দিতেন যদি...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
খবর আমরাই পাবো; তারেকের পক্ষে অনেক শক্তি কাজ করে যাচ্ছে; শেখ হাসিনার সাথে সন্ধির চেস্টা চলছে।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
সাাজ্জাাদ বলেছেন: BNP ekon sudu gopon meeting er name dia AL ke voi lagate parbe. Ar kicu-i korar nai. ja korar jonogon korbe.
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'কে শেখ হাসিনারই দরকার হয়ে পড়েছে।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
স্ট্রিঙ্গার বলেছেন: নতুন এবং পুরাতন ব্লগারদের জন্য আজকে বিশেষ নাটকের সুচনা পর্বে হাজির করবো একজন সিতারা-এ-ছাগু পদকপ্রাপ্ত বাল ক্যাটাগরীতে নিজেকে উন্নীত করতে সাফল্যের সাথে সক্ষম হওয়া সেলিব্রিটি বালগার পাদ্গাজী কে। যারঃ
প্রধান খাদ্যঃ কাঠালপাতা (পাকিস্তানী ঔরসজাত নামীদামী ছাগল বইলা কথা। প্রিয় না হইয়া যাবে কই?)
প্রধান শখঃ যেইখানে সেইখানে ল্যাদানো (ছাগলের যা কাজ, সর্বজনবিদিত)
প্রিয় ডাকঃ বকবক চকচক (ব্লগে এই ডাক না দিলে উনার পেটে গ্যাসের সমস্যা হয় )
প্রিয় সঙ্গীনিঃ জনৈকা মুরগী (তাই উনি কমেন্টে থাইকা থাইকাই মুরগী শব্দটি ব্যবহার করেন প্রেয়সী মুরগীকে মনে করার আপ্রান চেষ্টায়। পোস্টকারী সবাই উনার চোখে ধরা দেয় মুরগী রুপে)
প্রিয় শব্দঃ পায়খানা ( যেই জিনিসটা উনি মুখে নিয়া বইসা থাকেন, মুখ দিয়া উগড়ান এবং আরেকটা অন্যতম প্রিয় শব্দ। পায়খানা না হইলে উনার চলেই না । কথায় আছে, যার মনে যা, ফাল দিয়া উঠে তা। )
স্বেচ্ছাশ্রমের ভিত্তিকে নিরলসভাবে করা কাজঃ বানান ভুল ( এই বানান ভুল ধরার কাজেও উনি বিশেষ পারদর্শী, আর এইটা ধরানর কাজেও উনি একের পর এক ভুল বানান পশ্চাদদেশ দিয়া প্রসব করতেই থাকেন। )
প্রিয় পোষাকঃ বাল ছাল (বাল ছাল বলতে বলতে আর ছিড়তে ছিড়তে উনার সব বাল ছালই উঠাইয়া ফেলছেন। সেইটা দিয়া বানাইয়া ফেলছেন পোষাক। উনি খুব প্রকৃতিপ্রেমীও কিনা। )
প্রিয় যুগঃ বর্বর + প্রস্তর যুগ (উনার ধারনা ব্লগারেরা প্রায় সবাই বর্বর যুগে বাস করে। নিজে সেইযুগের মায়া কাটাইতে পারেন নাই তো, তাই বোধ হয় )
প্রিয় ধারনাঃ ব্লগের সবাই গর্ধব, মগজবিহীন। ( পাকী বীর্য্য পরিপুর্ন মগজ দিয়া অন্যের মগজের আন্দাজ লাভ করা উনার পক্ষে অসম্ভব কিনা )
মুক্তিযুদ্ধের কিছু ব্যাপার সম্পর্কে ঐতিহাসিক দাবীঃ ক্রেক প্লাটুন ম্লাটুন সম্প্রতি যুক্ত করা শব্দ, এইসব কিছু ছিলো না। (এবং রুমির মাথায়ও নাকি মগজ ছিলো না, তাই মারা গেছেন )
জেড ফোর্স বলে স্বাধীনতা যুদ্ধে কিছু ছিল না। উহা আগস্টেই বাতিল হয়। ( যা উনার মত নীলক্ষেত সার্টিফায়েড কিছু ছাগু ছাড়া আর কেউ জানতো না। কারন উনি নিজেরেও জেডের মুক্তিযোদ্ধা দাবী করেন। যেই ফোর্স ছিলই না উনার মতে, ওই ফোর্সের মুক্তিযোদ্ধা হয় কিভাবে? )
শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের অবদান বুঝতে পারেন নাই। (সবকিছু যেহেতু এই ছাগু বুইঝা বইসা ছিলো, অন্যরা বুঝবার মত কিছু বাদ রাখেন নাই তো উনি )
হ্যা ভাইলোগ, ইনি সেই বিখ্যাত ইস্টার কালাকার বলগার পাদগাজী, যার এক পোস্টের পর পর আমাদের জনপ্রিয় আরেক ব্লগার হাসান ভাই লিখেছিলেন শ্বাশত এক বানী যার বাইরে উনার ব্লগিঙ্গকে অন্য কোন উপমায় বিশেষিত করবার কথা আপাতত মাথায়ই আসতেছে না।
"
হাসান কালবৈশাখী বলেছেন:
মদ্যপান, ... বিষন্নতা ..... অবশেষে একটি 'বালপোষ্ট'
"
হ্যা ভাইয়েরা আমার, বোনেরা আপনার, আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করা হবে নাটকের পরবর্তী পর্ব সমুহ। সংক্ষিপ্ত পরিচিতির বাইরে যার মাধ্যমে আপনারা জানতে সক্ষম হবেন ধর্ম সম্পর্কে উনার বিখ্যাত উক্তিসমুহ। কিভাবে কবিতা পইড়া উনি বইলা দিতে পারেন কারো চেহারা গাধার মতন, আওয়ামীরা জানতে পারবেন উনি তাদের নেত্রী হাসিনা সম্পর্কে কি বলছেন, খালেদার ব্যাপারে আমার কোন বক্তব্য নাই, একটূ ঢু দিলেও এই ব্যাপারে ভালোই জানবেন। এই ব্যাপারে উনি ভালোই লিখেন, উপভোগ্য।
অপেক্ষায় থাকুন। স্টে টিউনড ফর দ্যা নেক্সট এপিসোড
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
প্রামানিক বলেছেন: প্লান টেলানে কাজ হবে না।