নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি\'র সন্ধি প্রস্তাব: জাতির বিরুদ্ধে লন্ডন ষড়যন্ত্র

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

বিএনপি সন্ধি প্রস্তাব পাঠায়েছে আওয়ামীদের কাছে; আওয়ামীরা প্রাথমিকভাবে আলাপ করার জন্য সেক্রেটারীকে লন্ডন পাঠায়েছে। শেখ হাসিনা যদি কোন প্রকার সন্ধি মেনে নেয়, ১৯৭০ সালের পর, এটাই হবে জাতির জন্য সবচেয়ে খারাপ খবর।

শেখ সাহেবকে হত্যার মধ্য দিয়ে জনসাধারণের খোঁড়া গণতান্ত্রিক সরকারের পতন ঘটায় বাংলােশ বিরোধীরা; আই্যুবের মানস-পুত্র জেনারেল জিয়া বিশ্ব ক্যাপিটেলিজমের হয়ে হাল ধরেন, পিছনে সামরিক বাহিনীকে পাকী স্টাইলে সংগঠিত করার চেস্টা করছিলেন; যাক, সেটাতে তিনি ক্রমাগতভাবে বাধার সন্মুখীন হন; এবং অবশেষ তিনি সামরিক বাহিনীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রাণ হারান; তাঁর উত্তরসুরী, জেন: এরশাদ সামরিক বাহিনীর এই অংশকে মোটামুটি ধ্বংস করতে সমর্থ হন।

পারিবারিক সুত্রে, শেখ হাসিনা আওয়ামী লীগের মালিকানা দখল করেন; তিনি আমাদের সামরিক বাহিনীর জেনারেলদের ক্রমেই দুর্বল করে, তাদের প্রতিনিধি খালেদা জিয়াকে এখন ক্ষমতার বাহিরে রাখতে সমর্থ হয়েছেন। বর্তমানে খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যত, যা আসলেই মিথ্যা রাজনীতির ফসল, নির্ভর করছে শেখ হাসিনার উপর। জাতির স্বার্থে শেখ হাসিনার উচিত, খালেদা জিয়ার লজ্জাস্কর রাজনৈতিক ইতিহাস মুছে দেওয়া।

কিন্তু তা সহজে ঘটছে না, মনে হচ্ছে; কিছু কিছু কারণে, শেখ হাসিনার রাজনীতির সম্পুরক হিসেবে, খালেদা জিয়াকে এখনো দরকারী মনে করছে আওয়ামী লীগ; খালেদা জিয়ার পক্ষে যারা সন্ধির ডাক দিয়েছে, আওয়ামী লীগ তাদের আহ্বানে সারা দিচ্ছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

মোহাম্মদ জামিল বলেছেন: আপনারা যারা খালেদা...হাসিনা করেন..তারাই দেশের ১২ টা বাজান...বাংলাদেশ আবার স্বাধীন হওয়া দরকার এ ২ জন এর কাছ থেকে।!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:


আমরা হেরে যাচ্ছি প্রতিদিন।

আপনিই শেষ ভরসা; আশাকরি, মুরগীর মত মগজ-হারা হবেন না।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭

মোহাম্মদ জামিল বলেছেন: আশা নাই, ভরসা নাই..ভবিষ্যত পুরাই লোডশেডিং এ ভরা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:

আমি ভেবেছিলাম, আপনি আমাডের সক্রেটিস, দরকার হলে বিষ পান করে হলেও আমাডের জন্য আশার প্রতীক হবেন; আর আপমি বলছেন, " আশা নাই, ভরসা নাই..ভবিষ্যত পুরাই লোডশেডিং এ ভরা। "?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭

মোহাম্মদ জামিল বলেছেন: সাধারন মানুষ হিসাবে আমি/আমার মতামত/ভোট এর কোন দাম নাই। এটাই চরম বাস্তবতা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:


ভোট যাকে দেবেন, সেই ক্ষতি করবে; কারণ, এরা রাজনীতিবিদ নন, এবং গণতন্ত্র বুঝার মত মগজ এদের নেই।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০১

প্রবাসী পাঠক বলেছেন: শেখ হাসিনা খুব ভালো করেই জানেন রাজনীতিতে তার টিকে থাকার জন্য খালেদা জিয়াকে দরকার। খালেদা জিয়া কিংবা বিএনপি রাজনীতি থেকে বিতারিত হলে হাসিনার ডিভাইড এন্ড রুল রাজনীতি চলবে না। হাসিনা কিংবা খালেদা দুই জনের একজন রাজনীতির অঙ্গন থেকে বিদায় নিলে সেই শুন্য স্থানে জনগনের প্রতিনিধি আসবে। যা বর্তমান আওয়ামী লীগ কিংবা বিএনপি কেউ চায় না। তাই অসৎ রাজনীতি চালিয়ে যাবার জন্য হাসিনা খালেদা একে অপরের পরিপূরক। এদের একজন না থাকা মানেই দুই জনের অস্তিত্ব সংকটের মুখে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:



যাক, বাংলাদেশে রাজনীতি বুঝেন এই রকম মানুষ কমপক্ষে সামান্য কিছু হলেও আছেন।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫

সেয়ানা ০১ বলেছেন: আই্যুবের মানস-পুত্র জেনারেল জিয়া.......???

===========<< নাপাক পানি পান কইরা ব্লগিং করা নিষেধ !!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:


আমাদের সব জেনারেল, পাকীদের সব জেনারেল, রাজনৈতিকভাবে আইয়ুব পন্হী।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

প্রামানিক বলেছেন: আপনি আপনার বক্তব্য এবং উপরের পাল্টাপাল্টি মন্তব্য পড়ে জ্ঞান আহরণ করছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষ বিএনপি ও আওয়ামী লীগকে ভুলভাবে বুঝে নিজের পায়ে কুড়াল মারছে, মানুষকে নিজের অঢিকার সম্পর্কে জানানোর চেস্টা মাত্র।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

সেয়ানা ০১ বলেছেন: ব্রুকলিনে বইসা বইসা ক্যাপিটালিজমরে গালি দিতে লজ্জা করে না ? আমেরিকা যদি লাথি মাইরা বাইর কইরা দেয় তাহলে বাংলাদেশে আইসা আমলীগের খাতায় নাম লেখাইয়া লুট-পাট না করলে ২ বেলা ভাতের যোগার করার মুরোদ আছে ??

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:


আমি কাজ করে খাই, আমার জন্য ঢাকা, ওয়াশিংটন, লন্ডন, কক্সবাজার, তেতুলিা সবই সমান।

বাংলার মানুষ, সবল্প সংখ্যক মানুষের হাতে নির্যাতীত হচ্ছে, সেটাকে তুলে ধরার চেস্টা করছি।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

আমি আবুলের বাপ বলেছেন: আপনার মগজ সাধারন মানুষের তুলনায় অনেক বেশি,কিন্তু মগজের বেশীর ভাগ ব্যবহার হয় জিয়া-খালেদা-তারেক নিয়া।বাকী অংশ ব্যবহার হয় না।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:

কারো মগজ বেশী থাকে না।

আমি দেশের বর্তমান অবস্হা বুঝার চেস্টা করছি; প্রতিদিন জাতি হিসেবে আমরা যেসব কাজ করছি, শেখ হাসিনা, খালেদা জিয়া যা করছে, তার ফলাফল সবাই ভোগ করছেন; সেটাকে প্রতিফলিত করার দরকার আছে।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

আমিনেই বলেছেন: আপনার লেখায় এত বানান / বাক্য ভুল কেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


বই পড়ি না ১৯৭১ সাল থেকে; সেটার ফলাফল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনার পোস্টে মন্তব্য মুছে যায় কেন?

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: আওয়ামিলিগের পাপের বোঝা এখনও পূর্ণ হয়নি আর বিয়ানপির পাপের শাস্তি এখনও শেষ হয়নি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


পাপীদের রাজত্ব বাংলাদেশে!

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

সেয়ানা ০১ বলেছেন: কাজ কইরা খান ? আমি চার্চ-ম্যকডোনাল্ড আর ডাহিল রোড এলাকার সবার খবর জানি !! আপনি কত সালে, কিভাবে আামেরিকায় গেছেন বলে দিলে লজ্জা পাবেন !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:

আমেরিকায় আসার জন্য ওবামা, ক্লিনটনের দাওয়াত পায়না কেহ, মানুষ নিজের চেস্টায় আমেরিকা আসছে কলম্বাের পর থেকে।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

সেয়ানা ০১ বলেছেন: আমেরিকারটা খাইবেন, পড়বেন আবার গালি দিবেন ক্যাপিটালিজমরে , ভন্ডামি হয়ে গেল না ?? আপনি কিউবা গিয়া বসতি গাড়েন তার পর ক্যাপিটালিজমরে গালি দেন|

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:

আমি কিউবার বাবার দেশের লোক। আমি আমেরিকার ঘাঁড়ে বসিনি, আমি বাংলাদেশের খাচ্ছি।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৯

সেয়ানা ০১ বলেছেন: আমেরিকায় বইসা বাংলাদেশের খাওয়া মানে লুট-পাটের টাকা......!! ভাগিনা জয় আমেরিকায় বইসা বাংলাদেশেরটা খায় !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:

আমেরিকায় বসেও বাংলাদেশের থেকে অনেক মানুষ বেতন পায়; সামন্য এ ব্যাপারটুকু মাথায় না ঢুকলে কেমনে হবে?

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০৮

নীল আকাঁশ বলেছেন: সন্ধির প্রস্তাব করেছে কিসের ভিত্তিতে বললেন আপনি?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


খােদা জিয়া চাচ্ছে, আগামী ভোটের আগে তারেক জিয়াকে দেশে আনার ব্যাপারে শেখ হাসিনার অনুমতি।

বাংলাদেশ বিরোধীদের জন্য এটি খুবই দরকারী সন্ধি।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

সেয়ানা ০১ বলেছেন: লেখক বলেছেন:

আমেরিকায় বসেও বাংলাদেশের থেকে অনেক মানুষ বেতন পায়; সামন্য এ ব্যাপারটুকু মাথায় না ঢুকলে কেমনে হবে?


============< কেমনে .....?? ব্যাখ্যা করেন, আমিও আপনার মত আমেরিকায় বসে বাংলাদেশী বেতন পেতে চাই !!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


শোনেন, আপনার সাধারণ ধারণা খুবই দুর্বল; সোনালী এক্সচেন্জের লোকদের বেতন কোথা থেকে আসে? দুতাবাসের লোকদের বেতন কওটাহ থেকে আসে?

আপনি প্রাইমারী স্কুলও শেষ করতে পারেননি।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

সেয়ানা ০১ বলেছেন: তাহলে আপনি আমলীগ সরকারের হয়ে চাকুরী করছেন ? হয় সোনালী এক্সচেন্জে নয়তো দূতাবাসে !! না-কি আমলীগ টাকা দেয় ব্লগ লেখার জন্য ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমার লেখার দাম আওয়ামী লীগ, আপনি বা অন্য কেহ দিবে না; কিছু সংখ্যক সন্মানী ব্লগার দেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনার ধারণার পরিধি নেই বললেই চলে।

আপনি পোস্ট লেখেন, তখন আনন্দ বুঝবেন; তখন আমাকে বুঝতে পারবেন; এখন আমি আপনার কাছে এলিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.