![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
না, আন্দোলনের ডাক দিবে না; প্রথমে সে কিছু সময় কাটাবে, দল গুছানোর নাম দিয়ে; এতে কিছু নেতার হাতে কিছু টাকা পয়সা আসবে; তাতে দল কিছুটা চাংগা হবে। পরবর্তী কিছু সময় আন্দোলনের নামে কিছু বিক্ষোভ, জমায়েত করে তৃণমুলকে একটিভ রাখবে; তবে, সমসয়া হলো, ভোট বেশ দুরে। ভোটকে কাছে আনানোর জন্য আওয়ামী লীগের সাথে হয়তো কিছু আপোস করতে হবে; কারণ, ভোট বেশী দুরে হলে, তৃণমুল ঝিমিয়ে পড়ে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়তে পারে।
মনে হচ্ছে, খালেদা জিয়াকে বিরোধী দলের প্রধান করার ব্যাপারে ২ দলের মাঝে একটা বুঝাপড়া হচ্ছে; খালেদা জিয়া এর থেকে বেশী চাওয়ার অবস্হানে নেই; যদিও শেখ হাসিনার বিপক্ষে অনেকে কথা বলছেন, কিন্তু তাতে খালেদা জিয়ার অবস্হার উন্নতি হচ্ছে না; এবং মনে হচ্ছে, খালেদা জিয়ার সাপোর্টারেরা শেখ হাসিনাকে যতটুকু দুর্বল ভাবছে, খালেদা জিয়ার ধারণা সেই রকম নয়।
ভোট যদি ২০১৯ সালে হয়, তাতে বিএনপি'র ব্যাপক ক্ষতি হবে; খালেদা জিয়া সম্ভব হলে, এখনই বিরোধীদলের নেত্রী হতে চায়; কিন্তু আওয়ামী লীগ এখানে প্রস্তুতি ইত্যাদির নামে সময় ক্ষেপন করতে চাইবে; আওয়ামী লীগের তৃণমুল সহজে ভোট চাইবে না; তারা সবচেয়ে ভালো অবস্হানে আছে এখন। তৃণমুলকে ভোটমুখী করতে আওয়ামী লীগের সময় লাগবে।
অনেক বুঝাপড়ার পরও, ২ দলই সুযোগ খুঁজবে যাতে কোন সুযোগ এসে গেলে বুঝাপড়া থেকে বেরিয়ে গিয়ে ক্ষমতাকে শক্ত করে কুক্ষিগত করা যায় কিনা; আসলে ওরা যতই বুঝপড়া করুক না কেন, পেছন চুরি ধার দিতে থাকবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, এইটুকুই।
গবেষণার জন্য বাংগালী জাতি ১ টাকাও খরচ করে না; আপনি নিশ্চয়ই বাংগালী।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
প্রামানিক বলেছেন: খালেদা কি যে করবে বোঝাই মুশকিল।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
যাতে বুঝতে মুশকিল কম হয়, সেজন্যই আমার পোস্ট।
তবে, জাতিেক প্রশ্ন করার দরকার, একটা বাংগালী মহিলা "কত বছর" এ ধরণের বড় কাজ করতে সমর্থ?
এবং খালেদা জিয়ার মতো একজন মহিলার কত সময় বাংলাদেশ চালানো উচিত?
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২
আল-শাহ্রিয়ার বলেছেন: প্রকিত সত্য হল এই মুহূর্তে নিরপেক্ষ নির্বাচন হলে যদি জাতীয় পার্টি আর আওয়ামিলিগ অংশগ্রহণ করে তবেও হারবে তারা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
হ্য়তো; তবে, বিএনপি আর জয়ী হচ্ছে না শীঘ্রই; খালেদা জিয়ার বিচার হওয়ার দরকার ছিল; কিন্তু শেখ হাসিনার ভুলের জন্য বেঁচে যাচ্ছে খালেদা জিয়া।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১
সেয়ানা ০১ বলেছেন: নিরপেক্ষ নির্বাচন হলে গোপালগন্জও ফেল মারবে..।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
আগামী নির্বাচন নিরপেক্ষ হবে না; আগেও কখনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। ফলে, নির্বাচনের ফল সঠিকভাবে বলা সম্ভব হবে না।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে যে হুলস্থুল কান্ড হলো, তখনই ক্ষমতা ছাড়েনি অাওয়ামীলীগ; অার এখন তো ছাড়ার কথাই না! ভবিষ্যতের জন্য দলকে চাঙা রাখা কঠিন । কারণ, সবাই নগদ পেতে চায় (সেটা অাওয়ামীলীগ, বিএনপি যেই হোক) । খালেদা জিয়া যদি ত্যাগী নেতাদের নেতৃত্বে অানেন, দলের জন্য মঙ্গল হবে । অপেক্ষা করতে হবে অনেকদিন । জিয়াপ্রেমিক ছাড়া দল টেকানো সম্ভব না! তারেকের হাতে দিলে ভরাডুবি হবে । দলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য জনগনের পক্ষে কথা বলতে হবে, সরকারের দোষ-ত্রুটি সামনে অানতে হবে । সরকারের দুর্বলতার সুযোগ নিতে হবে ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়া ৩২ বছর বাংলাদেশ চালায়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে; এটা বড় ধরণের অপরাধ।
তবে, উনার দিন শেষ; এখন জয়ের জন্য উনাকে ডিমে টা দিটে হবে।
জিয়া নিহত হওয়ার পর, প্রতিটি বিএনপি নেতা দাসত্ব থেকে মুক্তি পেয়েছে, এরা জিয়াকে ভয় ও ঘৃনা করতো; ভালোবাসতো না।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আওয়ামী লীগের তৃণমুল সহজে ভোট চাইবে না; তারা সবচেয়ে ভালো অবস্হানে আছে এখন।
আসলেই তাই কি?প্রশাসনের আশির্বাদপুষ্ট ছায়াবলয় থেকে বেড়িয়ে এক পা দেয়াও কি সম্ভব তাদের পক্ষে?
তৃণমুলকে ভোটমুখী করতে আওয়ামী লীগের সময় লাগবে।
তৃণমূলকে প্রাধাণ্য দিয়ে ভোটের আয়োজনকে সঠিক পদক্ষেপ বলে মনে করেন?
অনেক বুঝাপড়ার পরও, ২ দলই সুযোগ খুঁজবে যাতে কোন সুযোগ এসে গেলে বুঝাপড়া থেকে বেরিয়ে গিয়ে ক্ষমতাকে শক্ত করে কুক্ষিগত করা যায় কিনা; আসলে ওরা যতই বুঝপড়া করুক না কেন, পেছন ছুরি ধার দিতে থাকবে।
সহমত
ছুরির ধার যার যেমনই হোকনা কেনো,রক্তাক্ত হচ্ছে জনগনই ...........এটাই বাস্তবতা
পর্যবেক্ষন চমৎকার তবে মাঝে মাঝে দাদা আপনাকে কেন যেন বড্ড বেশি একচোখা মনে হয়।
পীড়া দেয়............বুঝেন্না কেনো
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমি ডান চোখে কম দেখি।
আওয়ামী লীগ বিএনপি'র ছাত্র; এরা এখন প্রশাসন, মিলিটারী ও পুলিশকে নিজের কাছে টেনে নিয়েছে।
এ ধরণের দেশ পরিচালনা করা হয় নিজর দলের মানুষের জন্য, জনগনের জন্য নয়; জনগণ এখানে দাস মাত্র।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
আল-শাহ্রিয়ার বলেছেন: বিএনপি তে যত দিন মউদুদদের মতন নেতা থাকবেন তত দিন তাদের ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না।
আর নাগরিক সমস্যা নিয়ে আন্দোলন না করে শুধু ক্ষমতার জন্য আন্দোলন করলে জনগন সমর্থন দেবেনা।
আর বর্তমান সরকার আর যাই করুক প্রশাসন শতভাগ তাদের নিয়ন্ত্রনে রেখেছে যা তাদের শক্ত ভীতের ওপর দাড় করিয়ে রেখেছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
আোওয়ামীরা অশ্যই বিএনপি'র নীতি অনুসরণের জন্য বিএনপি'কে রয়েলটি দেয়া উচিত; প্রশাসন, পুলিশ ও মিলিটারী হলো ক্ষমতায় থাকার যন্ত্র (টুলস)।
বিএনপি মানুষ মনে করে তারেক, ককো, ফালু, শামীম ইসকান্দারকে। বিএনপি'তে সবাই মওদুদ, চেহারা আলাদা।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
সেয়ানা ০১ বলেছেন: লেখক বলেছেন: জিয়া নিহত হওয়ার পর, প্রতিটি বিএনপি নেতা দাসত্ব থেকে মুক্তি পেয়েছে, এরা জিয়াকে ভয় ও ঘৃনা করতো; ভালোবাসতো না।
========<< মুজিবের মরার পর আমলীগের নেতারা বলেছিল "ফেরাউনের পতন হয়েছে"| জিয়ার মৃত্যুর পর কি এমন কথা কেউ বলেছিল ??
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
জিয়ার মৃত্যুর পরও জিয়ার জেনারেলরা ও ডিজিএফআই ক্ষমতায় ছিল; ফলে, ডা: বদরুদ্দোজা, মওদুদরা সোজাপথে হেঁটেছে।
শেখ সাহেব, একই সময়ে আও্যামী লীগের সভাপতি ও দেশের প্রধান হওয়ায়, অনেককে রাগান্বিত ছি; ফলে, ফেরাউন ডাকা অসম্ভব ছিলো না; এবং তাতে শেখ সাহেবের ভুল ধরা পড়েছে; কিন্তু শেখ ডুবে যাননি; যারা উনাকে ফেরাউন ডেকেছিল, তাডের নাম ওদের বউরাও ভুলে গেছে।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০
সেয়ানা ০১ বলেছেন: ওহে মহা গেয়ানি, প্রশাসন, পুলিশ ও মিলিটারী হলো ক্ষমতায় থাকার যন্ত্র (টুলস)......??
মুজিব-মার্কোস-চসেস্কুর নাম শুনছেন, তাদের পরিণতি ? তাদেরও এই সব টুলস ছিল, কোনই কাজে আসে নাই !! মুজিবের তো রক্ষীবাহিনী-মুজিব বাহিনী-লাল বাহিনী-লীগ বাহিনী-জামাল বাহিনী-কামাল বাহিনী ছিল !!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
শেখ মুজিব ও রুমানিয়ার চচোস্কিকে সামনা সামনি দেখেছি।
শেখ সাহেবকে সিআইএ হত্যা করে, জাতিকে সৌদীর দাস ও আমাদের মেয়েদের গার্মেন্ট কর্মী বানায়েছে; আপনি খুশী হয়েছেন তো?
রুমানিয়ার মানুষ হলো 'জিপসী' ওরা চায় সবাই দরকারে কাজ করবে, জিপসী জীবন যাপন করবে; এখন তাই করছে!
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
সেয়ানা ০১ বলেছেন: শেখ সাহেব ....?? সাড়ে ৭ কোটি বাংগালী ছিল কৃষক ওরা পিটিয়ে আই্য়ুব-ইয়াহিয়াকে দেশ ছাড়া করেছে এরিনমোোর পাইপ টানা কোন "সাহেবের" কাছে দেশ বর্গা দেয়ার জন্য না|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
কোন ২ বাংগালী 'একমত' হতে পারেনি ইতিহাসে; একবার হয়েছিল শেখ সাহেবের কারণে, ১৯৭১ সালে; আর সহসা হবে না।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
সেয়ানা ০১ বলেছেন: মুজিবকে হত্যা করা মহাভুল ছিল, প্লান ছিল গুলিস্হানের মোড়ে এনে তার বিচার করবে সাড়ে ৭ কোটি মানুস| কামাল মাস্তানি করে আগে গুলি চালায়, টার পরই ঘতে আসল ঘটনা !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
অনেকই ইতিহাস লেখার চেস্টা করছেন, ভালো।
সিআইএ'এ কাউকে ইতিহাস লেখার মতো তথ্য কখনো দেয় না; সিআইএ ২ পয়সা দিয়ে ঘাতকদের কিনেছিল ইতিহাস গড়ার জন্য নয়।
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২
সেয়ানা ০১ বলেছেন: শেখের সঠিক বিচার হয় নাই, লুট-পাট,হত্যা আর নারী নির্যাতনের দায়ে টার বিচার হওয়ার দরকার ছিল গুলিস্হানের মোড়ে !!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন:
শেখ দেশ কিভাবে চালাবেন, সেটা সঠিকভাবে জানতেন না; তবে, লুটপাট, চুরি দারী উনার জগতে ছিল না; ছিল ভুল পদক্ষেপ, তিনি অর্থনীতি বুঝতেন না, ও অদক্ষদের হাতে বড় কাজের ভার দিয়েছিলেন।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯
সেয়ানা ০১ বলেছেন: আপনি বলতেছেন ৭২-৭৫ দেশে কোন লুট-পাট,হত্যা আর নারী নির্যাতন হয় নাই ?? আপনি বিড়াট বড় ব্রেন ওয়াশড আমলীগার!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১
চাঁদগাজী বলেছেন:
'৭২ -৭৫' সালগুলোতে অনেক লুটপাট করেছে আওয়ামী লীগের লোকেরা; তার ফলাফল ছিলো শেখ সাহেবের জনপ্রিয়তার হ্রাস; শেখ সাহেব লুটপাটের বিপক্ষে কড়া পদক্ষেপ নেননি; কয়েকজনকে পদ থেকে বরখাস্ত করেছিলনা মাত্র, যা ছিল অপ্রতুল।
কিন্তু ঐ সময়ে বাংগালীরা নারী নির্যাতন শিখেনি; নারী নির্যাতন করেছিল পাকী ও রাজাকারেরা প্রথম; এরপর শুরু হয় ২০০১ সালের দিকে, এখ তুংগে। ২০০১ সালে প্রথমবার হিন্দু মেয়েদের উপর নির্যাতন চালায় বিএনপি'র তৃণমুল।
নারী নির্যাতন আওয়ামী বিএনপি সমসয়া নয়, ইহা এখন জাতীয় সমস্যা।
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬
সেয়ানা ০১ বলেছেন: ৭২-৭৫ এ কোোন নারী নির্যাতন হয় নাই ??
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
চাঁদগাজী বলেছেন:
সমাজ তখন শক্ত ছিল; আও্য়ামী লীগ, ছাত্র লীগকে কেহ ভয় পেতো না; চাত্রলীগ ভয়ের কারণ হয়েছে ২০০৯ সাল থেকে।
১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯
সেয়ানা ০১ বলেছেন: ৭২-৭৫ সালে আমলীগের পোলাপানের নজরে পড়লে কোোন নারীর আর রক্ষা ছিল না, ঐ সময় ফাইভ পাশ আমলীগের সন্ত্রাসীরা কলেজ পড়ুয়া মেয়েদের জোর করে বিয়ে করেছে....... হাজার হাজার ঘটনা আছে|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১
চাঁদগাজী বলেছেন:
জোর করে বিয়ে করা পাকিস্তান আমল থেকে চলে আসছে; ইহাকে বাংগালীরা কখনো নারী নির্যাতন বলেনি; আজও বলে না।
বাংগালীরা রেইপকে নারী নির্যাতন বলে।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১
সেয়ানা ০১ বলেছেন: গত ৭ বছরে আমলীগ কত নারীর ইজ্জত লুটেছে .......??
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪
চাঁদগাজী বলেছেন:
সমাজে দলের প্রতিপত্তি খাটিয়ে মহিলা নির্যাতন হয় কিনা, আমার জানা নেই; তবে, পার্টির পোষা ক্যাডাররা মেয়েদের উপর অত্যাচার করে এটা স্পস্ট; তবে, এসব ক্যাডেরা সব সময় ক্ষমটাশীল সরকারের হয়ে কাজ করে থাকে।
যেহেতু এখন বিএনপ ক্ষমটায় নেই, এরা এখন আওয়ামী লীগে।
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩২
সেয়ানা ০১ বলেছেন: বাহ বাহ কি সুশিলীয় উত্তর !! বিএনপির শাসনামলে নারী নির্যাতন হইলে সব দোষ বিএনপির, আর আমলীগের আমলে নারী নির্যাতন হইলে...........???
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'কে আমি দোষারূপ করিনি; আপনি আমার সাথে ব্লগিং করার সময় অন্যদের দেয়া 'বক্তব্য'কে নিয়ে এলে কিভাবে হবে?
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৩
সেয়ানা ০১ বলেছেন: ১৩ নম্বর কমেন্টের উত্তরে আপনিু লিখেছেন:
এরপর শুরু হয় ২০০১ সালের দিকে, এখ তুংগে। ২০০১ সালে প্রথমবার হিন্দু মেয়েদের উপর নির্যাতন চালায় বিএনপি'র তৃণমুল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
এটাই ছিল বাংলাদেশে প্রথম বড় ধরণের নির্যাতন; যার বিচার হওয়ার দরকার আছে।
১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসলে, আমি ডান চোখে কম দেখি।
হা হা হা.........বেশ বলেছেন
আমি বলবো ডান চোখে আপনি দেখেনই না মশাই
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমি মনেপ্রাণে বানপন্হী।
২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩
সেয়ানা ০১ বলেছেন: দলকানা আমলীগার বলে কী ?? গত ৭ বছর আমলীগ-ছাত্রলীগের নারী নির্যাতনের খবর ইনি জানেন না !!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
নারী নির্যাতন কাকে বলে রাজাকারদের থেকে ও জামাত থেকে জেনে নেবেন; ওদেরকে বলবেন ১৯৭১ সালের গল্প বলতে।
ছাত্রলীগ খারাপ, তবে ওরা নারী নির্যাতন করতে পারার কথা নয় এদেশে।
২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬
সেয়ানা ০১ বলেছেন: শুধু জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয়ে ১০০ মেয়েকে ধর্ষন শেষে ছাত্রলীগের নেতা মানিক কেকে কেটে সেলিব্রেশন করেছিলেন, সেই ধর্ষকের কোন বিচার হয় নাই, হাসিনা সেই ছাত্রলীগের ধর্ষককে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরী দিয়ে পুরস্কৃত করেন !!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
সরই ছেলে কি করেছিল আমার জানা নেই; তবে, হাসিনা এসব জানলে কাউকে কাছে আসতে দেবে না
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সরই ছেলে কি করেছিল আমার জানা নেই; তবে, হাসিনা এসব জানলে কাউকে কাছে আসতে দেবে না
একি!!!
এসব আবার কি বলছেন মশাই!!!
ভুলে গেছেন মোফাজ্জল হোসেন মায়া চৌধূরীর ছেলে শীর্ষ সন্ত্রাসী দীপু সম্পর্কে তিনি বলেছিলেন দীপু আমার সোনার ছেলে!!!
২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২১
সেয়ানা ০১ বলেছেন: হাসিনা কাছে আসতে দেবে না ......?? গুন্ডা শামিম ওসমানকে রক্ষা করবো বলে সংসদে বক্তব্য রেখেছে হাসিনা, আপনি কি টখন কানে ডান্ডা লাগিয়ে বসে ছিলেন ??
পহেলা বৈশাখে ঢাকায় হাজার হাজার নারীকে ধর্ষন করেছে ছাত্রলীগ, হাসিনার নির্দেশে পুলিশ গ্রেফতার করেও ছেড়ে দিয়েছে ছাত্রলীগের ধর্ষনকারীদের !!
আপনে হাসিনার দালাল!!
২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
সেয়ানা ০১ বলেছেন: লেখক বলেছেন: ছাত্রলীগ খারাপ, তবে ওরা নারী নির্যাতন করতে পারার কথা নয় এদেশে।
========<< কত বড় নির্লজ্জ , আওয়ামী দালাল হলে এই কথা বলতে পারে ??
জবিতে ছাত্রলীগের নেতা এক শিক্ষিকাকে যৌন নির্যাতন করেছে, শহিদুল্লা হলের পুকুর পাড়ে মামার সাথে থাকা কানাডা প্রবাসী ২ ভাগ্নিকে ছিনিয়ে নিয়ে ছাত্রলীগ ধর্সন করেছে|
২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
অেসন বলেছেন: @ সেয়ানা, "পহেলা বৈশাখে ঢাকায় হাজার হাজার নারীকে ধর্ষন করেছে ছাত্রলীগ, হাসিনার নির্দেশে পুলিশ গ্রেফতার করেও ছেড়ে দিয়েছে ছাত্রলীগের ধর্ষনকারীদের !!" - অন্তত দশটি র প্রমান দিন। না পারলে আপনার পরিচয় পরিস্কার হবে।
"গুলিস্হানের মোড়ে এনে তার বিচার করবে সাড়ে ৭ কোটি মানুস" - অপরাধ কি? দেশ স্বাধীন করা।
২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩
সেয়ানা ০১ বলেছেন: @আমলীগের লুটেরা: কোন নারী ধর্ষিত হলে প্রকাশ্যে এসে বলবে যে ছাত্রলীগের গুন্ডারা আমাকে ধর্ষন করেছে, সেই সাহস কার আছে ?
সেই সময়ের পেপার, পত্রিকা, টিভি ও ইউ টিউবে নারী নির্যাতন ও পুলিশ যে লীগের গুন্ডাদের ধরেও ছেড়ে দিয়েছে সব আছে, দয়া করে খুজে নিন|
@"গুলিস্হানের মোড়ে এনে তার বিচার করবে সাড়ে ৭ কোটি মানুস" কারন সে ছিল ফেরাউন, টার আমলে ৩০ হাজার মুক্তিযোদ্বা খুন হয়েছে রক্ষী বাহিনী দিয়ে, নারী নির্যাতন হয়েছে, বীর মুক্তিযোদ্বা সেনা ওফিসারারা চাকুরি হারিয়েছে| লাখ মানুষ মরেছে না খেয়ে|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
১৯৭২ সাল থেকে ১৯৭৪ সাল অবধি শেখ সাহেব সঠিকভাবে মানুষের আশার সাথে মিল রেখে পদক্ষেপ নেননি। সেটাকে শোধরাটে তিনি বাকশাল নামে পদক্ষেপ নিটে শুরু করে সিআইএ'এর শত্রু হন; সিআইএ'র প্রোপাগান্ডাগুলো আপনি নতুন করে তুলে ধরছেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
সেয়ানা ০১ বলেছেন: বিরাট গবেষনা !! এই গবেষনার জন্যই কি আমেরিকায় বসে বাংলাদেশ থেকে বেতন পান ?