![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ হাসিনা গিয়েছেন জাতি সংঘে; আপনি সুযোগ পেলে, উনাকে কি নিউইয়র্ক শহরে জুতা দেখাবেন, বিশ্রী ভাষায় প্লাকার্ড লিখে প্রতিবাদের যায়গায় অপমান করবেন? আমেরিকা হলো সমস্যা সমাধানের দেশ; যারা জুতা দেখাচ্ছে, বিশ্রী প্লাকার্ড দেখাচ্ছে, তারা কখনো শেখ হাসিনার সাথে বসতে চায়নি নিউইয়র্কে; এদের বিরাট অংশ নিউইয়র্কের রাখাল বালক, মোটামুটি ট্যাক্সী চালায়, বউ বাচ্ছারা সরকারী সাহায্য নেয়; এরা বিএনপি ও আওয়ামী লীগ করে এখানে; মিটিং'এর নামে প্রায়ই মারামারি করে নিজেদের মাঝে, পদের জন্য।
এই রাখাল বালকদের প্রতিবাদে গতকাল যোগ দিলেন আমাদের নোবেল বিজয়ী ড: ইউনুস; উনি চাইলে বানকি মুন, বা হিলারী উনার সাথে বসে কথা বলতে রাজী; সেখানে তিনি শেখ হাসিনার সাথে কোথায়ও বসে কথা বলতে পারলেন না; যোগ দিলেন রাখাল বালকদের সাথে!
ড: ইউনুস অবশ্যই বড় মাথার লোক, আমাদের চেয়ে কোটীগুণ ভাবনা ও এনালাইসিস ক্ষমতার অধিকারী; তবে, বাংলাদেশে বাস করে শেখ হাসিনার বিপক্ষে নিউইয়র্ক শহরে, বিএনপি'র রাখালদের প্রতিবাদ সভায় যোগ দেয়ার লজিক আমি বুঝতে পারছি না। উনি হয়তো এমন কিছু জানেনে, যা আমরা অনুমান করতে পারছি না; হয়তো তিনি ধরে নিয়েছেন যে, শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না আর; অথবা তিনি আর বাংলাদেশে কিছু করবেন না।
কিং ডেভিড, রাখাল বালক থেকে রাজা হয়েছিলেন; ড: ইউনুস কি নোবেল বিজয়ী থেকে রাখাল বালকে পরিণত হলো?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
উনি বোধ হয় ভয়ংকরভাবে পেছেনে সরে গেছেন; কি করছেন, উনি ব্যতিত কারো পক্ষে বুঝা মুশকিল হবে!
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১
এই আমি সেই আমি বলেছেন: দেশে এসে জনগণের কাতারে দাড়িয়ে জনগণের কোন দাবীর জন্য তো উনি কখনও বাংলাদেশের রাস্তায় দাঁড়ায় না ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
জলে বাস করে তিমি মাছের সাথে রাজনীতি করছেন উনি; শেখ হাসিনা এসব ভুলে না
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
SohanX বলেছেন: নোবেলটা আপনাকে দেওয়া উচিত ছিল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
চাঁদগাজী বলেছেন:
নোবেক কেন, কিভাবে দেয়, শিক্ষিত বাংগালীদের ৯০% জানে না; বাকীদের কথা কি বলবো!
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪
অতৃপ্ত আত্মা ঁ বলেছেন: আপনার মত আওয়ামি এজেন্টদের জন্য অল্প দিনের মধ্যে আরো কিছু দুঃসংবাদ অপেক্ষা করছে।
আশাকরি আগামি মধ্য অক্টোবরের মধ্যে সবকিছু পরিস্কার হয়ে যাবে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
সেটাই ভালো হবে, অপরিস্কার মানে অনিশ্চয়তা
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১
ইমরান আশফাক বলেছেন: ইউনুস সাহেব একটা সম্মেলনে যোগ দেয়ার জন্যে ঐ বিক্ষোভের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছিলেন, এটিকে বিক্ষোভকারীরা একটা অপপ্রচারের সুযোগ হিসাবে নিয়েছে আর আপনারাও কম নাচন দেখাচ্ছেন না।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
এটা যদি সত্য হয়, উনার মগজ ব্যবহার করার দরকার ছিল; উনার উচিত ছিল রাখাল বালকদের এলাকা থেকে দুরে থাকার।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
সেয়ানা ০১ বলেছেন: ইউনুস কেন যে চান গাজীর মত আওয়ামী দালাল হলো না, দু:খ একটাই ..
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
আওয়ামীরা আমাকে বিএনপি'র লোক ডাকে; আপনি বলেন আওয়ামী এজেন্ট; আসলে, কি যে অবস্হা!
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
সেয়ানা ০১ বলেছেন: আমেরিকায় বসে বাংলাদেশী বেতন নেয়া আর চলবে না, চিন্তায় পইরা গেছেন ??
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২
চাঁদগাজী বলেছেন:
সময়ের সাথে বুঝতে পারবেন যে, আমি কিছুর জন্য চিন্তিত নই; শুধু চিন্তিত ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের জন্য।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০
সেয়ানা ০১ বলেছেন: আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিলারী, বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট ইউনুস, প্রঢানমন্ত্রী খালেদা............ হাসিনার স্হান হবে জেল খানায় বআ লন্ডনের তারেকের ছেড়ে দেয়া বাসায় !!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
সেটা ভালো হবে অনেকের জন্য; জাতির জন্য খারাপ হবে; আপনাদের লেখাপড়া না থাকায়, আপনারা ভালো আছেন, ভাবতে হয় না।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২
সেয়ানা ০১ বলেছেন: লেখক বলেছেন: জলে বাস করে তিমি মাছের সাথে রাজনীতি করছেন উনি; শেখ হাসিনা এসব ভুলে না....।
=== হাসিনা ভুলে না, কি করবো? যুদ্বাপরাধের মামলা দিব ??
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
ড: ইুনুস সাহেব অনেক গোজামিল দিয়েছেন; সেগুলো নিয়ে টান দিলে উনার অবস্হা খারাপ হয়ে যাবে।
উনি "গ্রুপ লোন" দিয়েছিলেন; গ্রুপের ১ জন টাকা না দিলে, বাকীরা দিয়েছে সেই টাকা; ইহা সংবিধান অনুসারে বে-আইনী; উনাকে আদালতে দৌড়ে জীবনের বাকী সময় কাটাতে হবে। শেখ হাসিনা এটা এখনো টের পায়নি।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮
সেয়ানা ০১ বলেছেন: উনি "গ্রুপ লোন" দিয়েছিলেন; গ্রুপের ১ জন টাকা না দিলে, বাকীরা দিয়েছে সেই টাকা; ইহা সংবিধান অনুসারে বে-আইনী;?????????!!
হাসিনা সংবিধান মানে ??
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার আমলে কোর্ট থেকে সংবিধান বদল হয়েছে, সংযোজন হয়েছে; কোর্টের মাধ্যমে 'তত্বাবদঃায়কের' কবর হয়েছে।
শেখ হাসিনা যদি বুঝে যে, গ্রুপ লোন বে-আইনী, ড: ইউনুসের খবর আছে।
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২
সেয়ানা ০১ বলেছেন: হাসিনার জেলে যাওয়াটা খারাপ হবে ? কেন ? আপনার কেন খারাপ লাগবে ? আপনার লুট-পাট ইনকাম বন্ধ হয়ে যাবে বলে ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংলাদশের মানুষকে ৩৪ বছর পেছনে টেনে রেখেছে; আবার ২ জনের মাঝে পার্থক্য আছে; শেখ হাসিনা খালেদাকে জেলে নিটে পারবে; এটা দরকার।
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২
সেয়ানা ০১ বলেছেন: হাসিনা জেলে যাবে, আপনি যতই পিছলান না কেন !!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
যাক, সেটাও জাতির জন্য একটা ভালো ইতিহাস হবে।
আর খালেদা জিয়া যদি ডাকাতীর জন্য জেলে না যায়, গ্রেনেড মারার জন্য জেলে না যয়, সেটা হবে জাতির জন্য খারাপ ইতিহাস।
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৮
সেয়ানা ০১ বলেছেন: জেলে নয় আমি চাই হাসিনাকে গুলিস্হানের মোড়ে নিয়ে ১৬ কোটি মানুষের কাছে বিচারের ভার দেয়া হোক!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
৬ কোটী তো নামও লিখতে পারে না; ওরা কিভাবে ঠিক করবে যে, কোনটা ঠিক?
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫১
muftisiraji বলেছেন: কেমন কাটছে আমোদপ্রমোদ!! @গাজী সাব।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
ভালো।
আপনার কেমন াচ্ছে?
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৮
এ কে এম রেজাউল করিম বলেছেন:
কিং ডেভিড, রাখাল বালক থেকে রাজা হয়েছিলেন; ড: ইউনুস কি নোবেল বিজয়ী থেকে রাখাল বালকে পরিণত হলো?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
উনার উচিত ছিল বিদেশে শেখ হাসিনাকে সন্মান করা; উনি তো রাখালদের সমান নন।
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আওয়ামীরা আমাকে বিএনপি'র লোক ডাকে; আপনি বলেন আওয়ামী এজেন্ট; আসলে, কি যে অবস্হা!
আমি বলবো বিএনপি বিদ্বেষী,ঠিক বলেছি..........হা হা হা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
বিএনপি বাংগালীদের স্বপ্ন ডাকাতী করেছে।
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
muftisiraji বলেছেন: বেশ তো জমছে!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
জামার কিছু নেই।
এসব ঘটনা প্রবাহ দেশের মানুষের জীবনের উপর প্রভাব রাখছে।
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার। চাঁদগাজী ভাই শুভকামনা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
মানুষের ভাবনা ও পর্যবেক্ষণই 'নলেজ"।
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
রুদ্র জাহেদ বলেছেন: কিং ডেভিড, রাখাল বালক থেকে রাজা
হয়েছিলেন; ড: ইউনুস কি নোবেল বিজয়ী
থেকে রাখাল বালকে পরিণত হলো?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
শুনছি, উনি নাকি ওদিক দিয়ে যাবার সমসয়, রাখাল বালকেরা সেই সুযোগ নিয়েছে; তা উনার জন্য ভালো হলো।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১
প্রামানিক বলেছেন: কিং ডেভিড, রাখাল বালক থেকে রাজা হয়েছিলেন; ড: ইউনুস কি নোবেল বিজয়ী থেকে রাখাল বালকে পরিণত হলো?
হওয়াটা বিচিত্র কিছু না।