নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন; দরকার সামুতে ব্লগিং করা

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

সামুতে স্টিফেন হকিং নেই; কিংবা আমেরিকান ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেনেট ইয়েলেন নেই; কিন্তু বেশ কিছু বাংগালী ছেলেমেয়ে আছেন, যারা পরস্পরের লেখা, আলোচনা, এনালাইসিস ও পর্যবেক্ষণ থেকে বাংলাদেশের বাস্তব অবস্হাকে বুঝার চেস্টা করছে, ও তুলে ধরছেন; শেখ হাসিনা এ ধরণের নিরপেক্ষ বাস্তবতা আর কোথায়ও পাবেন না। উনি যাদের এডভাইজার হিসেবে নিযুক্ত করেছেন, সেসব লোকজন হচ্ছেন পাথরের যুগের লোকজন; ওরা শেখ হাসিনাকে দেশ ও মানুষ সম্পর্কে ভুল ধারণা দিচ্ছেন।

যেমন ভ্যাটের কথা ধরুণ; ২/৩ টা পোস্ট পড়লে উনি বুঝতে পারতেন যে, ভ্যাট সঠিক নয়; সঠিক হচ্ছে ইনকাম ট্যাক্স। টেকনোলোজীর সাহায্যে, , প্রশ্নপত্র আউট করা যে সরকার কন্ট্রোল করতে পারে, তা ব্লগে ছিল; উনি ভয়ংকর কিছু মিস করছেন, সামুতে না এসে।

উনি "চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ" পুরস্কার পেয়েছেন; উনাকে সংবর্ধনা দেয়ার জন্য আওয়ামী লীগ মানুষ রাস্তায় নামাচ্ছে; এটে মানুষ খুশী না হয়ে বিরক্ত হবে; ১০০ টাকার নোট পকেটে ঢুকায়ে গালি দিতে দিতে বাড়ী ফিরবে।

উনি যদি গার্মেন্টস শ্রমিকদের জন্য কাজ করে, ওদের থেকে একটা পুরস্কার পেতেন ৫০/৬০ লাখ শ্রমিক উনাকে সংবর্ধনা দিতেন নিজের মন থেকে; কাউকে ধরে এনে রাস্তায় দাঁড়া করানোর দরকার হতো না।

উনি যদি এ বছর ১০০০/২০০০ সীট বাড়াতেন মেডিক্যালের জন্য, মানুষ উনার ক্রিয়েটিভ ক্ষমটা দেখতেন; সেজন্য যদি, বাচ্ছারা একটা ফুলের তোঁড়া দিতো, সেটা হতো "চ্যামপিয়ন অব বাংলাদেশ"।

উনার দরকার বাস্তবতা বুঝা, বাস্তবাতা বুঝতে হলে ব্লগিংই একমাত্র উপায়; পত্রিকা ইত্যাদিতে যারা লিখছেন, তাদের ধরণা পুরানো হয়ে গেছে।

সামুতে আছে সর্বাধুনিক কবি, পল্প লেখক, রোমান্টিক কবি, রাজনীতির পর্যবেক্ষক, সায়েন্স ও টেকনোলোজীর লেখক।

মন্তব্য ৫৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

কমরেড ফারুক বলেছেন: জটিল টিপস দিলেন মেডাম কে.... আশা করি কর্তৃপক্ষ বিষয় টা নজরে দিবেন..

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:

উনি এইচটি ইমাম, গহর রিজভী, ফিজভীদের উপদেশ থেকে বুঝার চেস্টা করছেন; ওসব লোক অনেকটা পাথরের যুগের মানুষ।

২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

sunny09 বলেছেন: হা হা হা....পুরা এমবিএ :) তবে আবদারটা মন্দ নয়। পছন্দ হয়েছে।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:

এটা আবদার নয়; উনাকে সাহায্য করা; সামুতে এলে উনি নতুন প্রজন্মের ভাবনার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন; উনি গুহা মানবদের সাথে আছেন এখন।

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

মোহাম্মদ জামিল বলেছেন: ১০০% কার্যকরী উপদেশ।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:

আধুনিক মানুষের ইউনিভার্সিটি হলো ব্লগ

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: জয়কে এই ব্যাপারে নির্দেশ দিতে বলেন এ টু আই প্রকল্পের অধীনে সরকারের নিয়ন্ত্রনাধীন একটা ব্লগ খুলে দিতে, এরপর একজন টিউটোর রাখতে যিনি উনাকে বাংলা টাইপ করা শেখাবেন। এরপর ব্লগিং এ উনি হয়ে উঠবেন অপ্রতিদ্বন্দী, সকল সরকারী কর্মচারী উনার ব্লগ পড়তে বাধ্য থাকবেন এই ব্যাপারে নির্দেসনা জারী করা যেতে পারে।

এই প্রাথমিক ব্যাপারগুলো আগে নিশ্চিত করতে হবে। সামু আরো উচ্চতর লেভেলের প্লাটফর্ম। ;)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:

জয়ের সাথে যোগাযোগ সঠিক হবে কিনা কে জানে; হিতের বদল বিপরিত কিছু হয় কিনা।

লন্ডনের সুশান্তর "আমার ব্লগ", মনে হয় জয়ের আশির্বাদ প্রাপ্ত।

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২

গেম চেঞ্জার বলেছেন: মেডামের কানে কি পৌছাবে?? আমার একটা আইডিয়া ছিল অবশ্য। সামুর এই পোস্টেই - যুগান্তকারী শিক্ষানীতি নিচ্ছে সরকার ?

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার লিংক পরে দেখবো।

সামুতে ষহেখ হাসিনার , বা প্রশাসনের বাদুর কয়েকটা আছে; সব সময় তো দুধ আর মধুর নদীর গল্প লেখে

৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১

নতুন বলেছেন: বাস্তবতা থেকে দুরে আর চাটুকারের মাঝেই এদের বসবাস।

এই জন্যই খলিফা ওমর. বাদশা হারুনার রসিদ ছদ্দবেশে মানুষের কাছে গিয়ে বাস্তবতা দেখতেন।

এমনকি মালোয়েশিয়ার মাহাথির মোহাম্মাদ... প্রায়ই সারপ্রাইজ ভিজিটে যেতেন সরকারী ওফিসে। তিনি নিজে সকালে অফিসে থাকতেন এবং মাঝে মধ্যেই সারপ্রাইজ ভিজিটে যেতেন।

দুবাইতে এখানের প্রধান মন্ত্রী রাসেদ আল মাখদুম ও হুটহাট অনেক স্হানে চলে যান। নিজেই গাড়ী ড্রাইভ করেন ( ডুবাই নং-১) পাশে সিকিউরিটির বহর থাকেনা।

আমাদের প্রতিস্ঠানেও বছরে কয়েকবার এসেছেন।

ইউরোপের এক জনের টেক্সিড্রাইভার হবার ভিডিও ইউটিউবে আছে।

তারা যে সারপ্রাইজ ভিজিট করেন তাতেই অনেক কিছুই ঠিক করে রাখতে হয় সব সময়.. কারন কখন এরা এসে উপস্হিত হয়।

এখন ব্লগ এবং ফেসবুক অনেক বড় একটা মাধ্যম আমাদের দেশের প্রক্ষিতে এটার সাথে অব্যশ্যই নেতাদের এবং প্রধানমন্ত্রী/প্রসিডেন্টের সম্পক` থাকা দরকার।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


সঠিক বলেছেন।

আধুনিক রাস্ট্র পরিচালনা করতে হলে মানুষের সাথে থাকতে হয়, সেটাই সঠিক; এখন মানুষের কন্ঠস্বর হচ্ছেন ব্লগারগণ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

নতুন বলেছেন: সেটাই সঠিক; এখন মানুষের কন্ঠস্বর হচ্ছেন ব্লগারগণ।

তবে সব ব্লগার না। এখানোও অনেক বাগী আছে...

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:

নয়েজ সহজেই আলাদা করা সম্ভব।

৮| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

অগ্নি সারথি বলেছেন: সহমত।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



অন্যত্র থেকে উনি আসল ফিডব্যাক পাচ্ছেন না।

৯| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

সেয়ানা ০১ বলেছেন: হাসিনা ব্লগিং করলে আমলীগের চামচা ছারা সবাইকে ব্যান করবে !!

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের চামচারা ব্লগে আছে?

১০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬

SohanX বলেছেন: হাজার হাজার চামচা আছে।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


ব্লগে ৩/৪ জন সরকারী চামচার লেখা আসে; সামুও সেটা মেনে নিয়েছে বলে মনে হয়।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৬

চলন বিল বলেছেন: চাঁদগাযী আপনি কি হিন্দু নাকি নাস্তিক?

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমি মুসলিম ও আমি আস্তিক।

---আপনি নিশ্চয় মানুষ?

১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: কথা একেবারে ঠিকি কইছেন ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশের ব্যাপারে সঠিক মানুষ থেকে সঠিক ডাটা পেতে হলে, ব্লগে আসতে হবে।
শেখ হাসিনার জন্য সঠিক ডাটা খুবই দরকার; উনার নিজের পজিশনও বুঝা দরকার ব্লগ থেকে।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:২৯

চাঁনপুইরা বলেছেন: এর আগে পোস্ট দিলেন - হাসিনা , খালেদা ও এরশাদ মুক্ত ভবিষ্যৎ বাংলাদেশ, এখন আবার হাসু বিবিরে ব্লগে আমন্ত্রন করছেন ।
ব্লগে এসে খুব অল্প সময়ে অনেক পোস্ট দিলেন- আসলে কথাটা তাহলে ঠিকই- নিম্ন প্রজাতির উৎপাদন ক্ষমতা অনেক বেশী।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:

ভালোই মন্তব্য করেছেন; কিছু কিছু স্টিফেন হকিংস ডিম দিচ্ছেন না এখনো; তাই শুন্য স্হান পুরণ করছি।

শেখ হাসিনা ব্লগে আসলেই বুঝতে পারবেন যে, আমরা অনেকই "হাসিনা , খালেদা ও এরশাদ মুক্ত ভবিষ্যৎ বাংলাদেশ " চাচ্ছি

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:০১

সেয়ানা ০১ বলেছেন: আপনি কি লিখেন, কি বলেন , সকালে যা বলেন বিকালে তার উল্টা .....!! চরম স্ব-বিরোধী মানুষ আপনি !!

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:৩০

চাঁদগাজী বলেছেন:

বাংগালী হিসেবে এ ধরণের আচরণ স্বাভাবিক, তাই না?

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:৩২

অন্ধকারে একজন বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত ব্লগ পড়েন সেটা আপনি কি জানেন না !?

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


বসে বসে সুশান্তর "আমার ব্লগ" পড়লে তো হবে না; ওটা পড়ে অনেক মানুষ রিভার্স বিবর্তনে বানর হয়ে গেছে।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৮

অন্ধকারে একজন বলেছেন: আমি ভাই সুশান্তকে নিয়ে কিছু বলতে চাই না যদি আবার ৫৭ ধারায় আটকে যাই :/

০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:

সুশান্ত আওয়ামী লীকে বিক্রয় করে ব্যবসা করছে; ৫৭০ ধারায় ধরা খাবে একদিন

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:০২

SohanX বলেছেন: চাঁদগাজী ভাই, ৫৭ ধারা নিয়ে একদিন লিখিয়েন, আমি আপনার অনেক গুলা লেখা পড়েছি - সবগুলাই ভাল লাগসে প্রায়।

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে; আমি অবশ্য ৫৭ ধারার পুরোটা জানি না।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২০

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:

উনি দেশকে ছলেবলে কৌশলে হাতে নিয়েছেন, বা দখল করেছেন; কিন্তু সঠিক মতে না চালালে ফলাফল হবে ভয়ংকর।

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১১

রাফা বলেছেন: হাসিনা ভালো করেই জানে সামুর কথা...।বাংলা ব্লগ লিখে সার্চ দিলেই বুঝতে পারবেন।প্রথম যে নামটা আসে সেটা হলো...সামহোয়ার ইন ব্লগ।তবে ব্লগ দেখে দেশ চালালে সেটা আরেকটা সামুই হবে।আমি সামুকে খাটো করার জন্য কথাটা বলছিনা।

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগ দেখে কেহ দেশ চালানোর কথা নয়; ব্লগ দেখে উনি তরুণ প্রজন্মকে বুঝতে পারবেন; তরুণ প্রজন্মকে বুঝতে হয়, তাদেরকে দিক নির্দেশনা দিতে হয়, তাদের জন্য 'বিননিয়োগ' করতে হয়।

বাংলাদেশ তরুণদের জন্য 'বিনিয়োগ' করছে না ।

২০| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: চাটুকাররা উনার বাবাকে খেয়েছে, এখন উনাকে খাচ্ছে । উনি কিছুই বুঝতে পারছেন না, যেমনটা বুঝেননি উনার বাবা । আপনার প্রস্তাবগুলো ভালো লেগেছে । একটা ব্যাপারে অবশ্য দ্বিমত আছে । আপনি বলেছেন, 'ভ্যাট সঠিক নয়; সঠিক হচ্ছে ইনকাম ট্যাক্স।' বাঙালিরা যে ট্যাক্স দিতে চায় না, সেটা নিশ্চয়ই জানেন । ট্যাক্স দিলে আঁতে ঘা লাগে । ভ্যাট যেহেতু পরোক্ষভাবে যায়, এটা মানুষ টের পায় না ।
নতুন এর মন্তব্যটা ভালো লেগেছে, সাথে সাথে আবার প্রশ্ন জাগছেঃ বাংলাদেশে কি তেমনটা সম্ভব?

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


ইনকাম না দেয়াটা ধনীদের স্বভাব; আদায় কারাটা সরকারের দক্ষতা।

ভ্যাট, বা পরোক্ষ কোন ট্যাক্সই আয়কারীকে দিতে হয় না, মানুসকে দিতে হয়।

২১| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনার প্রস্তাবটা অবশ্যই সরকারের বিবেচনার বিষয়বস্তু হওয়া উচিত। তবে শুধু সামু নয় বরং শেখ হাসিনার সরকারের কর্মকান্ডের সমালোচনামূলক যেকোনো লেখাই উনার পড়া উচিত। আর একজন প্রধানকে অবশ্যই প্রচুর পড়তে হয়। তবে জামায়াতি সমালোচনা পাত্তা না দেয়াই ভাল...

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


এগুলো সাধারণত প্রেস সেক্রেটারীরা করে থাকে; উনাকে এসব ব্যাপারে জানানোর কথা।

মনে হয়, উনার প্রেস সেক্রেটারী নেই, থাকলেও কোথায় টেন্ডারবাজী করছে কে জানে!

২২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার প্রতিটি লেখা খুব সুন্দর এবং সরকার ও নতুন প্রজম্মকে নিয়ে খুব ভালই লেখেন ।

২৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উনি যদি গার্মেন্টস শ্রমিকদের জন্য কাজ করে, ওদের থেকে একটা পুরস্কার পেতেন ৫০/৬০ লাখ শ্রমিক উনাকে সংবর্ধনা দিতেন নিজের মন থেকে; কাউকে ধরে এনে রাস্তায় দাঁড়া করানোর দরকার হতো না
+++
উনার দরকার বাস্তবতা বুঝা, বাস্তবাতা বুঝতে হলে ব্লগিংই একমাত্র উপায়; পত্রিকা ইত্যাদিতে যারা লিখছেন, তাদের ধরণা পুরানো হয়ে গেছে।
হা হা হা বলেছেন বেশ তবে তিনি সামুতে এলে সামুর পরিবেশ কতটুকু সুস্থ থাকবে???

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


শুনেছি, উনি নাকি হিউমারাস।

২৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানে কানে বলছি,ভেরি পুউর সেন্স অব হিউমার(সেটা আপনিও ভালো জানেন)
সিরিয়াস কথায় সস্তা হিউমার আর হিউমারের সময় ননসেন্স সব......
আরে মশাই আমার কথা বলছি
হা হা হা

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: সামুতে আছে সর্বাধুনিক কবি, পল্প লেখক, রোমান্টিক কবি, রাজনীতির পর্যবেক্ষক, সায়েন্স ও টেকনোলোজীর লেখক।

এই কথাগুলার সাথে আমি একমত। ধন্যবাদ ভাই চাঁদগাজী।

২৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

প্রবাসী ভাবুক বলেছেন: এটা চমৎকার একটি আইডিয়া৷ সেটা সেটা হয়ত কোনদিনই কার্যকর হবে না৷

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। সরকারের কারো নজরে পড়লে বেশ ভাল হবে। এই লেখা রাষ্ট্রযন্ত্রকে সঠিক পথে নিতে সাহায্য করবে।

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৯

চাঁদগাজী বলেছেন:

রাস্ট্রকে ওরা রাজ্য বানায়ে ফেলেছে।

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫০

ভ্রমরের ডানা বলেছেন: হুম এই বিষয়ে বহুমত থাকতে পারে গাজি ভাই। তবে যাই হউক। আমরা অগ্রগতি চাই। চলুক অগ্রণী ধারা।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:

আধুনিক ষময়ে আমরা সবার মতো ভালো থাকতে চাই।

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

স্ট্রিঙ্গার বলেছেন: নতুন এবং পুরাতন ব্লগারদের জন্য আজকে বিশেষ নাটকের সুচনা পর্বে হাজির করবো একজন সিতারা-এ-ছাগু পদকপ্রাপ্ত বাল ক্যাটাগরীতে নিজেকে উন্নীত করতে সাফল্যের সাথে সক্ষম হওয়া সেলিব্রিটি বালগার পাদ্গাজী কে। যারঃ

প্রধান খাদ্যঃ কাঠালপাতা (পাকিস্তানী ঔরসজাত নামীদামী ছাগল বইলা কথা। প্রিয় না হইয়া যাবে কই?) =p~

প্রধান শখঃ যেইখানে সেইখানে ল্যাদানো (ছাগলের যা কাজ, সর্বজনবিদিত) :-P

প্রিয় ডাকঃ
বকবক চকচক (ব্লগে এই ডাক না দিলে উনার পেটে গ্যাসের সমস্যা হয় ;) ) :-B

প্রিয় সঙ্গীনিঃ জনৈকা মুরগী (তাই উনি কমেন্টে থাইকা থাইকাই মুরগী শব্দটি ব্যবহার করেন প্রেয়সী মুরগীকে মনে করার আপ্রান চেষ্টায়। পোস্টকারী সবাই উনার চোখে ধরা দেয় মুরগী রুপে) :``>>

প্রিয় শব্দঃ পায়খানা ( যেই জিনিসটা উনি মুখে নিয়া বইসা থাকেন, মুখ দিয়া উগড়ান এবং আরেকটা অন্যতম প্রিয় শব্দ। পায়খানা না হইলে উনার চলেই না ;)। কথায় আছে, যার মনে যা, ফাল দিয়া উঠে তা। ) :>

স্বেচ্ছাশ্রমের ভিত্তিকে নিরলসভাবে করা কাজঃ
বানান ভুল ( এই বানান ভুল ধরার কাজেও উনি বিশেষ পারদর্শী, আর এইটা ধরানর কাজেও উনি একের পর এক ভুল বানান পশ্চাদদেশ দিয়া প্রসব করতেই থাকেন। ) :-P

প্রিয় পোষাকঃ বাল ছাল (বাল ছাল বলতে বলতে আর ছিড়তে ছিড়তে উনার সব বাল ছালই উঠাইয়া ফেলছেন। সেইটা দিয়া বানাইয়া ফেলছেন পোষাক। উনি খুব প্রকৃতিপ্রেমীও কিনা। ;) ) :-P

প্রিয় যুগঃ বর্বর + প্রস্তর যুগ (উনার ধারনা ব্লগারেরা প্রায় সবাই বর্বর যুগে বাস করে। নিজে সেইযুগের মায়া কাটাইতে পারেন নাই তো, তাই বোধ হয় ;) )

প্রিয় ধারনাঃ ব্লগের সবাই গর্ধব, মগজবিহীন। ( পাকী বীর্য্য পরিপুর্ন মগজ দিয়া অন্যের মগজের আন্দাজ লাভ করা উনার পক্ষে অসম্ভব কিনা ;) )

মুক্তিযুদ্ধের কিছু ব্যাপার সম্পর্কে ঐতিহাসিক দাবীঃ
ক্রেক প্লাটুন ম্লাটুন সম্প্রতি যুক্ত করা শব্দ, এইসব কিছু ছিলো না। (এবং রুমির মাথায়ও নাকি মগজ ছিলো না, তাই মারা গেছেন )

জেড ফোর্স বলে স্বাধীনতা যুদ্ধে কিছু ছিল না। উহা আগস্টেই বাতিল হয়। ( যা উনার মত নীলক্ষেত সার্টিফায়েড কিছু ছাগু ছাড়া আর কেউ জানতো না। কারন উনি নিজেরেও জেডের মুক্তিযোদ্ধা দাবী করেন। যেই ফোর্স ছিলই না উনার মতে, ওই ফোর্সের মুক্তিযোদ্ধা হয় কিভাবে? )

শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের অবদান বুঝতে পারেন নাই। (সবকিছু যেহেতু এই ছাগু বুইঝা বইসা ছিলো, অন্যরা বুঝবার মত কিছু বাদ রাখেন নাই তো উনি ) =p~ =p~

হ্যা ভাইলোগ, ইনি সেই বিখ্যাত ইস্টার কালাকার বলগার পাদগাজী, যার এক পোস্টের পর পর আমাদের জনপ্রিয় আরেক ব্লগার হাসান ভাই লিখেছিলেন শ্বাশত এক বানী যার বাইরে উনার ব্লগিঙ্গকে অন্য কোন উপমায় বিশেষিত করবার কথা আপাতত মাথায়ই আসতেছে না।

"
হাসান কালবৈশাখী বলেছেন:
মদ্যপান, ... বিষন্নতা ..... অবশেষে একটি 'বালপোষ্ট'
"

=p~ =p~

হ্যা ভাইয়েরা আমার, বোনেরা আপনার, আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করা হবে নাটকের পরবর্তী পর্ব সমুহ। সংক্ষিপ্ত পরিচিতির বাইরে যার মাধ্যমে আপনারা জানতে সক্ষম হবেন ধর্ম সম্পর্কে উনার বিখ্যাত উক্তিসমুহ। কিভাবে কবিতা পইড়া উনি বইলা দিতে পারেন কারো চেহারা গাধার মতন, আওয়ামীরা জানতে পারবেন উনি তাদের নেত্রী হাসিনা সম্পর্কে কি বলছেন, খালেদার ব্যাপারে আমার কোন বক্তব্য নাই, একটূ ঢু দিলেও এই ব্যাপারে ভালোই জানবেন। এই ব্যাপারে উনি ভালোই লিখেন, উপভোগ্য। ;)

অপেক্ষায় থাকুন। স্টে টিউনড ফর দ্যা নেক্সট এপিসোড ;) !:#P !:#P

আইডি ইন একশন (৩/৭০), দুইটা ব্লক খাইছে। ১০ টা পাইপলাইনে। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.