নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সেলফোন হাতে বাচ্ছা জন্ম নেবে ঢাকা শহরে, মাকে বলবে \'হ্যালো\'

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮

আমাদের প্রাইম ২টি পুরস্কার পেয়েছেন জাতি সংঘে; টেলিকম্যুনিকেশনে পাওয়া একেবারেই উচিত; কারণ, ১৭ কোটীর মাঝে ১৪ কোটীই 'ওয়ারলেস গ্রাহক'; আরেকটু চেস্টা করলে, বাংগালীদের বাচ্ছা, মায়ের পেট থেকেই সেলফোন হাতেই বের হবে; মাকে বলবে 'হ্যালো'। নরওয়ে, ভারত ও অন্য দেশের টেলিফোন কোম্পানীরা বাংগালীদের ভালোবাসে।

এার জাতি সংঘে ৩ জনের বক্তৃতা শুনেছে বিশ্বের প্রতিনিধিরা: পুতিনের বক্তৃতা শুনেছে সব দেশের প্রতিনিধিরা, কারণ পুতিনের বাহিনী সিরিয়ায় ঢুকেছে, এবং ইউক্রেন নিয়ে পুতিনের কি ভাবনা, কি প্ল্যান, সবাই জানতে চায়; ওবামার বক্তব্য শুনতে চেয়েছে সিরিয়ায় পুতিনের বাহিনী প্রবেশের পর, আমেরিকান পদক্ষেপ কি হবে, সেটা বুঝার জন্য; এরপর, জার্মানীর বক্তব্য, সেটা সিরিয়ার শরণার্থী সম্পর্কিত। এই ৩ জন শক্তিশালী নেতা কখন এসে কথা বলে আবার নিজেদের কাজে চলে গেছে কেহ জানে না।

জংগী ফংগী নিয়ে কথা বলেছেন আমাদের প্রাইম; উনি বলেছেন যে, সারা বিশ্বের মতো বাংলাদেশেও জংগী তৎপরতা বাড়ছে; ভালো বলেছেন। মানুষ বাড়লে সমস্যা বারবে, এটা সাধারণ ব্যাপার।

প্রাইম মিনিস্টার ঢাকায় ফেরত আসার সময় দেশ কাঁপায়ে দিয়েছেন; ১৪ রাস্তা বন্ধ করে মানুষ দাঁড়া করায়েছেন নেতারা; উনারা বলছেন, ১ লাখ মানুষকে রাস্তায় নামানো হয়েছে; শেখ হাসিনা নেতাদের এমন চাপে রেখেছেন, অথবা এমন লাভে রেখেছেন যে, লিস্ট করে মানুষকে টাকা দিয়ে রাস্তায় আনছে; এগুলো শেখ হাসিনাকে অপমান করা ছাড়া কিছুই নয়।

এগুলো হরিপুরী আর গৌরীপুরি রাজনীতি; এগুলোর অবসান হওয়া দরকার; আমরা কিছুটা শিক্ষিত হয়েছি; আমরা দেখছি, ওমাবা কিভাবে আসে যায়, পুতিন ও মার্কেল কিভাবে আসে যায়; আমরা বুরুন্ডি ফুরুন্ডির লোকজন নই, আমরা বাংগালী।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

আমি আবুলের বাপ বলেছেন: হা হা হা।মরা বুরুন্ডি ফুরুন্ডির লোকজন নই, আমরা বাংগালী।ভালো বলেছেন।

পরিবেশবিদ ও গবেষক ড. আতিক রহমান এবং (বেলা)'র সৈয়দা রিজওয়ানা হাসান মিটিমিটি হাসছেন!!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালী প্রধাননম্ত্রীর সন্মান থাকার দরকার; এটা আফ্রিকা নয় যে, মানুষকে রাস্টায় দাঁড়ায়ে সংবর্ধনা দিতে হবে।

সংবর্ধনা হলে বড় হলঘরে।

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এগুলো হরিপুরী আর গৌরীপুরি রাজনীতি; এগুলোর অবসান হওয়া দরকার; আমরা কিছুটা শিক্ষিত হয়েছি; আমরা দেখছি, ওমাবা কিভাবে আসে যায়, পুতিন ও মার্কেল কিভাবে আসে যায়; আমরা বুরুন্ডি ফুরুন্ডির লোকজন নই, আমরা বাংগালী।

টুংগীপাড়া,বগুরার লেভেলই তো এখনো বজ্রআঁটুনীর মতো বেঁধে রেখেছে,বাঙ্গালী হওয়া দুর কি বাত।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:

টুংগিপাড়া ও বগুড়ায় শিক্ষিতের হার খুবই কম।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০

ঢাকাবাসী বলেছেন: মাগার তিনি এসব তোষামুদি দারুণ পছন্দ করেন!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:


উনার বাবা বুঝতে পেরে উনাকে রাজনীতিতে আনার কথা ভাবেননি; কিন্তু শেখ সাহেবকে হতয়া করায়, শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংগালীকে ৩৪ বছর পেছনে টেনে রেখেছেন।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

অগ্নি সারথি বলেছেন: খিক।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:

সন্মান হতো, যদি দেশের মানুষ উনাকে একটা হলঘরে ডেকে উনাকে পুরস্কারের জন্য ধন্যবাদ দিতেন।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্যান্য জাতির সাথে অামাদের মূল পার্থক্য এখানেই । অন্যান্য জাতি যেখানে কাজে বিশ্বাসী, অামরা চাটুকারিতা আর ফাঁকা বুলিতে বিশ্বাসী ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:

কনে হচ্ছে, উনার অবদানগুলো হারিয়র যাবে, উনার এ ধরণের ভুলের জন্য

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

বিপরীত বাক বলেছেন: কোথায় ড্যান ডব্লিউ মজিনা

আর কোথায় কাজের মেয়ে মর্জিনা।।

কোথায় রাশিয়া আমেরিকা আর পুতিন ওবামা

আর কোথায় _-----------------------?? ! !

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


সম্পদের দিক থেকে আমরা ছোট; রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বড় হতে পারতাম।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:৩৫

গেম চেঞ্জার বলেছেন: অর্থনীতিতে আমরা ৩৭ না? তাহলে নিজেদের এত ছোট ভাব কেন?

সমস্যা আত্মোপলদ্ধি না থাকাটায়।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:

৩৭/৩৮ গননা হয় অর্থনীতির আয়তনে অনুসারে, ডিস্ট্রিভিশন অনুসারে নয়। আত্মোপলদ্ধী ঢাকা ইউনিভার্সিটির পিএইচডিদের থেকে ফালুর বেশী।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:

পার-কেপিটা ইনকামে বাংলাদেশ ১৪২ স্হানে; এটা হয়েছে এরশাদ,খালেদা জিয়া ও শেখ হাসিনার কারণে; আমাদের থাকার সম্ভাবনা ছিল ৭০/৮০ কাছাকাছি।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টুংগিপাড়া ও বগুড়ায় শিক্ষিতের হার খুবই কম।
হা হা হা ভালো পয়েন্ট দাদা
তাই বুঝি মগো এই হালত

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:

তবে, জেনারেল জিয়া সঠিক ট্রেনিং পেয়েছিলেন; আর শেখ সাহেবও ইতিহাস গড়ে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.