নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি যখন শেখ হাসিনার পদক পাবার যোগ্যতা নিয়ে প্রশ্ন করে

০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৫:০১

খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার মাহবুব প্রশ্ন তুলেছে, "চ্যামপিয়ন অব দ্যা আর্থ" পুরস্কার পাবার যোগ্যতা শেখ হাসিনার আছে কিনা? আমার ধরণা, শেখ হাসিনা উনার প্রশ্নের উত্তর কখনো দেবেন না; দিলে, উত্তরটা হতো, "হ্যাঁ যোগ্যতা আছে"; জাতিসংঘের পুরস্কার কি যোগ্যতার ভিত্তিতে দেয়, সেটা জাতিসংঘই জানে; এবং জাতিসংঘ জেনেশুনেই পুরস্কারটা দিয়েছে।

এই প্রশ্নটা বিএনপি'র অপরাজনীতি সম্পর্কে অনেক কিছুই বলে; এদের রাজনীতি বলতে কিছুই ছিলো না কোনদিন; এদের রাজনৈতিক সংস্কৃতিও ছিল না। দেশের প্রধানমন্ত্রীকে জাতি সংঘ পুরস্কার দিয়েছে, সেটাকে স্বাগত জানাতে পারতো, বা চুপ করে থাকতে পারতো; রাজনীতিতে অভদ্রতাকে এসব লোক চরম পর্যায়ে নিয়ে গেছে; শেখ হাসিনাই এদের জন্য সঠিক মুগরের ব্যবস্হা করেছে।

আমার ধারণা, শেখ হাসিনা পরিবেশ নিয়ে বারবার জাতি সংঘে কথা বলায়, বাংলাদেশ পরিবেশ বিপর্যের শীর্ষ দেশ হওয়া সত্বেও, শেখ হাসিনাকে তারা পুরস্কৃত করেছে; ইউরোপের কোন রাজনীতিবিদ পরিবেশ নিয়ে নতুন করে কথা বলছেন না; কারণ, উনারা সেই লেবেল অতিক্রম করেছেন গত শতাব্দীতে; ইউরোপের প্রাইমারী স্কুলের বাচ্ছারা বাংলাদেশের বুয়েটের শিক্ষক থেকেও পরিবেশ বান্ধব।

আফ্রিকানরা জাতি সংঘের পুরস্কার পায় অনেক বিষয়ে; কারণ, আফ্রিকায় ভালো কিছু সহজে ঘটে না; ঘটলেই সবাই হতবাক হয়ে, তাদের পুরস্কার দেয়।

শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে, তা সঠিক হচ্ছে না; এসব পুরস্কার, মুরস্কার উনাকে সাহায্য করবে না; ক্ষমতা থেকে সরার সাথে সাথে উনার নাম হারিয়ে যাবে; তবে, বিএনপি'কে যেভাবে ক্ষমতা থেকে দুরে রেখেছে, এটা সঠিক থেকেও বেশী ভালো হচ্ছে; কারণ, বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতো, এখন শেখ হাসিনা সেই তত্ব নিজের হাতে নিয়েছে; বিএনপি'র জেনারেল জিয়া ও জেনারেল শওকত আলী ব্যতিত কেহ বাংলাদেশ চায়নি; বিএনপি'র নতুন জেনারেশন কোনদিন জানতে চায়নি যে, ডা: বদরুদ্দোজা, বিচারপতি সাত্তার, এমাজুদ্দিনরা বাংলাদেশ চেয়েছিল কিনা।

শেখ হাসিনা দীর্ঘদিন রাজনীতিতে আছেন; তবে, এখন জাতির জন্য বড় কিছু না করলে, উনার অবদান বাতাসে উবে যাবে; যেটার দরকার, সেটা হলো, ৭০ ভাগ ছাত্রকে ফ্রি পড়ানো, চাকুরীর সৃস্টি করা। এটা না করতে পারলে, যা করেছেন, সবই বৃথা হয়ে যাবে।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৩

রাফা বলেছেন: বি,এন,পি নামক দলটিও বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলো বহু বছর। কোন অর্জনটা আছে তাদের আমলে আন্তর্জাতিক পর্যায়ে ?
দূরবিন দিয়ে খুজলেও জঙ্গীর উত্থান ব্যাতিত কিছুই দেখাতে পারবেনা।

ব্যারিস্টার মাহাবুব তার আত্মাকে বিক্রি করে দিয়েছে অনেক আগেই।যে লো সরকারি প্রসিকিউটর ছিলো রাজাকার ও যুদ্ধাপরাধিদের বিচারে।সেই মাহাবুবই রাজাকার ,আলবদর,আল-শামস রক্ষার মিশনে নেমেছে।

কাজেই এইসন ভিমরতি ধরা লোকদের কথায় গুরুত্ব দেওয়ার কিছুই নেই।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:

মাহবুবদের জন্য দরকার মুগুরের; শেখ হাসিনা এদের বেলায় ঠিক আছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৬

চাঁদগাজী বলেছেন:

"কাজেই এইসন ভিমরতি ধরা লোকদের কথায় গুরুত্ব দেওয়ার কিছুই নেই। "

এরাই বিএনপি'র তথাকথিত "থিংক ট্যাংক "

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৮

সেয়ানা ০১ বলেছেন: হাসিনা কি কি কইরা এই পুরস্কার পাইছে ? আাগের বার সে চুরির টাকা দিয়া পিএইচডি কিনছে ডজনে ডজন !!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:

উনি ভুল করেছেন অনারারি পিএইচডি একটার বেশী নিয়ে; এসব ব্যাপারে উনার বুদ্ধি কম; তবে, বাংগালী সব রাজনীতিবিদকে পায়ের তলায় রাখার বুদ্ধি উনার আছে, সে হোক আওয়ামী, বিএনপি, জাপা কি জামাত।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে, তা সঠিক হচ্ছে না; তবে, যেভাবে বিএনপি'কে মুগুরপেটা করছে, এটা সঠিক থেকেও বেশী ভালো হচ্ছে; কারণ, বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতো, এখন শেখ হাসিনা সেই তত্ব নিজের হাতে নিয়েছে;
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ভীষন আপত্তিকর মশাই
আপনার কাছ থেকে এতটা ওজনহীন অগণতান্ত্রিক কথা আশা করিনি
আশা করবো আপনার পরবর্তী পোষ্টে আপনি এই কথাটি উইথড্র করবেন কিংবা দুঃখ প্রকাশ করবেন
বিএনপি কিংবা সরকার বিরোধী রাজপথের নিবেদিত প্রাণ কর্মী এবং সমর্থকরাও ব্লগে আছেন।শ্রদ্ধা না করুন কিন্তু আপনি তাদের অসম্মান করতে পারেন্না।
খুব কষ্ট পেয়েছি

০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


স্যরি, যদি এতে আপনি মনোকস্ট পান।

নিবেদিত রাজনৈতিক কর্মী থাকতে পারে বাংলাদেশে, এটা আমি প্রায ভুলেই গেছিলাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:

সামনে হয়তো জেনারালাইজেশন করবো না; আপনাকে, বা কোন ব্লগারকে দু:খ দেয়া আমার ইচ্ছা নয়

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩২

সেয়ানা ০১ বলেছেন: মাফিয়াদের কাছ থেকে পয়সা খাইয়া সুন্দর বন ধ্বংস করতেছে বিদ্যু কেন্দ্র বানাইয়া!
জাহাজ মালিকদের কাছ থেকে টাকা খেয়ে বনের ভিতর দিয়ে জাহাজ চলতে সুন্দর বন ধ্বংস করতেছে !
আমলীগের দখলদার সব নদি দখল করে নিয়েছে!
ছাত্রলীগ আর যুব লীগ নিয়ে গেছে সরকারী রাস্তার পাশের সব গাছ কেটে!

এখন পরিবেশ পুরস্কার হাসিনার পাওয়ারই কথা !!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


পরিবেশের কথা তুলনা করলে, বাংলাদেশকে জরিমানা করা উচিত; তবে, শেখ হাসিনার বক্তৃতার ভিত্তিতে মনে হয়, উনাকে পুরস্কার দিয়েছে জাতি সংঘের পরিবেশ বিষয়ক প্রতিস্টান; এতে কারো হাত নেই।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪২

সেয়ানা ০১ বলেছেন: বিএনপিকে মুগুর পেটা করলে খুব মজা ?? সময় বিএনপিরও আসবো তখন বাকশাল পশ্চাতদেশ দিয়া ঢুকানো হবে আর আমেরিকায় বইসা বাংলদেশের টাকা লুইটা নিয়া দিন রাত ব্লগে বইসা আমলীগের দালালী বন্ধ হবে !!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:

আপনি রাজনীতির ইতিহাস ও রাজনৈতিক তত্ব বুঝেন না; আওয়ামী লীগ জেনারেল জিয়াকে অনুসরণ করছে; ওরা বাকশাল বিরোধী।

আমার জনা মতে, আমি একজন 'বাকশালের' সাপোর্টার।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৬

সেয়ানা ০১ বলেছেন: বিএনপিকে মুগুর পেটা করলে খুব মজা লাগে ?? আমলীগ ও তার সমর্থকরা যে জংগী তা আরেকবার প্রমান হইলো !!

ইতিহাস চরম শিক্ষা দিছিল ৭৫ সালে, ক্ষমতার দম্ভে আমলীগ ভুইলা গেছে !!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:

আোয়ামী লীগ ভুললেও, মনেহয়, শেখ হাসিনা ভুলে নাই।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৮

সেয়ানা ০১ বলেছেন: আমি কি বুজি আর কি বুজি না সেইটা ব্রুকলিনের চার্চ ম্যকদোনাল্ডের কেউ না বুজলেও চলবে !!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:


অবশ্য আমার একার কথায় তেমন কিছু আসে যায় না; লাখ ব্লগার আপনার ভাবনাকে সাপোর্টও করতে পারে।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৪

কলাবাগান১ বলেছেন: বি,এন,পি নামক দলটিও বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলো বহু বছর। কোন অর্জনটা আছে তাদের আমলে আন্তর্জাতিক পর্যায়ে ?
দূরবিন দিয়ে খুজলেও জঙ্গীর উত্থান ব্যাতিত কিছুই দেখাতে পারবেনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


আসল কথা, বিএনপ'কে কোনদিন রাজনীতি করতে হয়নি।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কনভিন্সড্‌
ধন্যবাদ :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, আমরা ব্লগার, আমাদের স্হান শুধু নিজেদের কাছে; খালেদা জিয়া আমাদের নাস্তিকের সীল মেরেছে, শেখ হাসিনা আপদ মনে করে ৫৭ ধারা চালু করেছে।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:১১

জুলহাস খান বলেছেন: শেখ হাসিনার যথেষ্ঠ পরিমাণ অর্থ আছে এই পুরুষ্কার ক্রয়ের জন্য।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয় না, জাতিসংঘের কেহ পুরস্কার বিক্রয় করতে পারবে।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৮

কলাবাগান১ বলেছেন: @জুলহাস খান,

আজকাল জাতি সংঘ ও টাকা খেয়ে পদক দেয়। ক্লাশ এইট পাশ করা যে কোন ছাত্র কে জিজ্ঞেস করুন, সে ও বলবে যে এটা সম্ভব না

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:

আসলে, শেখ হাসিনাকে এমন কিছু করতে হবে, যা উনাকে স্মরণীয় করে রাখতে পারে; পুরস্কার, মুরস্কার উনাকে কিছু দেবে না; উনি জাতির জন্য বিরাট কিছু না করলে, উনার নাম ক্ষমতা থেকে সরার সাথে সাথে মুছে যাবে।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৩

জল ও ছবি বলেছেন: আমাদের সমস্যা কোথায় জানেন আমরা যে দল করি তার বিপক্ষ দলকে সব সময় শত্রু মনে করি, আমরা যা করব এবং বলব তা সব সঠিক ওরা যা করবে এবং বলবে তা ভূল। সবসময় যারা সন্মানিত ব্যক্তি পক্ষের, বিপক্ষের প্রিয় অপ্রিয় যাই হোক না কেন সন্মান দিয়ে কথা বলাটটাই সমিচিন।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:

আমাদের দেশের বিপক্ষদল ২টি ১৯৭১ সালে বাংগালীদের হতয়া করেছে ও বাংলাদেশ চায়নি; ওদের শত্রু মনে করেই রাজনীতি হওয়া উচিত।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

চাঁন মিঞা সরদার বলেছেন: ্পুরুস্কার কত দিয়া কিনছে? সস্তায় পাইলে আমিও কয়েক ডজন কিনুম।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


দেখেন, শেষ আপনাকে কিনে মালয়েশিয়া বা আরবে পাঠায়ে দেয় কিনা!

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৫

মোগল সম্রাট বলেছেন: আওমিলীগ যদি ডঃ ইউনুসের পদকটা তো তিনি কিনে আনছেন বলতে পারে তাইলে হাসিনার এই পদক জাতিসংঘের কাছ থেকে কিনে আনছে বলা যাইতেই পারে। আর জোর প্রচেষ্টা চালানো উচিৎ কেমনে ইউনুস সাহেবের পদকটা আমগো প্রধানমন্ত্রী পাইতে পারে।!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


ড: ইউনুসের শান্তিতে নোবেল বাংলাদেশের মুখ উজ্বল করেছিল; তবে, পরিবর্তন আনেনি বড় ধরণের।

শেখ হাসিনার লোকেরা চেস্টা করছে, যাতে উনি নোবেল পান, সেইজন্য উনার জাতিসংঘের বক্তৃতা পরিবেশ ইত্যাদির উপর হচ্ছে।

উনি নোবেল পেলেও দেশের তেমন উপকার হবে না।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোগল সম্রাট বলেছেন: আওমিলীগ যদি ডঃ ইউনুসের পদকটা তো তিনি কিনে আনছেন বলতে পারে তাইলে হাসিনার এই পদক জাতিসংঘের কাছ থেকে কিনে আনছে বলা যাইতেই পারে। আর জোর প্রচেষ্টা চালানো উচিৎ কেমনে ইউনুস সাহেবের পদকটা আমগো প্রধানমন্ত্রী পাইতে পারে।!!!!!!!!!!!!!!!!!!!!!!!! =p~ =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:

হানিফ, ড: হাছান, শাহজাহান খান, নাছিমেরা ও খন্দকার মাহবুব সবই একই মগজের।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৭

কলাবাগান১ বলেছেন: @গিয়াসলিটন,

আপনাকে দেখি বাংগালী অনেকের অর্জন কে হাই লাইটস করতে আর এখন দেখি জামাতি-বিনপির পক্ষ হয়ে দেশের পক্ষের একটা অর্জন কে নিয়ে কটাক্ষ করতে। তার মানে কি যাদের কে হাইলাইটস করেন তারা যদি সরকার পক্ষের হত, তাহলে হাইলাটস না করে কটাক্ষ করতেন??

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আমরা এমন এক সময়ের মাঝে প্রবেশ করেছি যখন বাংগালীর জন্য হাইলাইট হবে, "কত চাকুরীর সৃস্ট হলো, কি পরিমাণ এনার্জি আমরা উৎপন্ন করছি, কতজন গ্রাজুয়েট বের হচ্ছে, কত বাচ্ছা ড্রপ আউট হলো, কত শিক্ষক ও ছাত্র গবেষণায় কাজ করছে, কত জনকে স্কলারশীপ দেয়া হয়েছে" এগুলোর কথা বলবেন প্রাইম মিনিস্টার, অর্থমন্ত্রী; বাকীগুলো হাইলাইটের মাঝে পড়ে না।

জামাত বিএনপি থেকে যাবে সব সময়ে; পৃথিবীর সর্বশেষ প্রাণী হবে তেলেপোকা।

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২

কাউন্টার নিশাচর বলেছেন: চাঁদগাযী, কি পরিমান অর্থ পেয়ে থাকেন হাম্বাদের দালালি করে?

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনাকে কেহ কি লেখার জন্য কানাকড়ি দিয়েছিল?

আপনি কেন ভাবতে পারেন যে, আও্যামী লীগ আমাকে পয়সা দেবে, ওরা কি কাউকে পয়সা দেয়, নাকি নেয়? আপনাদের বানানোর সময় খোদা সব দিয়েছেন, শুধু মগজটুটু দেননি।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:১৮

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ শতভাগ সহীহ কথা বলার জন্য,

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপিবী তুলে ধরছে। বুঝে না বুঝে কথা বলেই যাচ্ছে, আে নিজদের বেকু

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

অর্ধ চন্দ্র বলেছেন: হাহাহাহাহা বিএনপির ফেইসবুক পেইজ এ ঢুকলেই সকল জ্ঞানীদের পরিচয় মিলবে :P

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপিতে কোন রাজনীতিবিদ ছিলো না কোন দিন; সবগুলোই ক্রমিনাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.