নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিদেশীদের হত্যার বিরুদ্ধে সরকার দেশের মানুষকে \'মোবিলাইজ\' করেনি

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০২

আজকে ইতালী ও জাপানের ২টি পরিবার বাংলাদেশকে ঘৃনা করে; পরিবার ২টির ঘনিস্ট পরিবারগুলো বাংলাদেশকে ঘৃণা করে; এই দুই দেশের মানুষ আজকে বাংলাদেশ পছন্দ করছে না; অথচ, এই ২টি দেশ বাংগালীদের জন্য স্বপ্নের দেশ; বাংলাদেশকে সবচেয়ে বেশী দান করেছে জাপান। যেসব বাংগালী ইউরোপে ভাগ্যান্নষণে যায়, ইতালীই তাদের লিস্টের প্রথমে।

জাপান ও ইতালীর নাগরিক নিহত হওয়াতে, পরিকল্পনায় ও হত্যার সাথে জড়িত ১৫/২০ জন ব্যতিত সবাই ব্যথিত, চিন্তিত, শংকিত হয়েছেন। কিন্তু জাতি তা প্রকাশ করেনি কোনভাবে; বা প্রকাশের সুযোগ পাননি, বা বা সুযোগ আসেনি; এতে জাপানীরা ও ইতালিয়ানরা পুরো জাতির উপর মন খারাপ করতে পারে।

জাতি মোটামুটি তেমন দু:খ প্রকাশ করেনি; হত্যাকারীদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ায়নি; এটা আমাদে জাতি সম্পর্কে খারাপ ধারণা দেবে।

পুরো জাতির সকল মিডিয়া বিদেশী মৃত ২ জনের ছবি বেঠিকভাবে প্রদর্শন করেছে; এই ব্যাপারটা আমি ফেলানী ও রাজেনের বেলায় লিখেছিলাম; আমাদের জার্নালিজম এখনো পাথরের যুগের; জাপানী পরিবার এতে মর্মাহত হয়েছে, ও শেষে অুরোধ করতে বাধ্য হয়েছে।

ইতালীর ৯৫% লোক হয়তো শেখ হাসিনার নাম জানে না, বা কোন ধরণের সরকার ক্ষমতায় আছে জানে না; ওরা আমাদের এখন ঠেকে পাকী বা ঐ ধরণের জাতি হিসেবে গণ্য করবে।

ইতিমধ্যে জাপানীরা আমাদের দেশ সম্পর্কে জানতে চেয়েছে; তারা দেশের সরকার ও সরকারের পদক্ষেপের কথা জানতে চেয়েছে; মনে হচ্ছে, জাপানীজ নাগরিকদের তরফ থেকে বাংলাদেশের প্রতি সহানুভুতি কমে আসবে।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪০

সেয়ানা ০১ বলেছেন: হাসিনা জংগী জংগী খেলা খেইলা গদি দখলে রাখতে চায়, লাভ হবে না, বিদেশীরা সব বুজে গেছে | লাথি মেরে ফেলে দিবে, তার বিচার হবে গুলিস্হানের মোড়ে !!!

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হলো, শেখ হাসিনা ক্ষমতা দিবে কাকে; শেখ হাসিনা অনেক কিছুই কম জানেন, বাকীগুলো ক্রিমিনাল

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৮

কলাবাগান১ বলেছেন: পাগলের সুখ মনে মনে....। গত বছর থেকে ই শুনতেছি হাসিনার বিচার হবে গুলিস্হানের মোড়ে..... বিদেশীরা কি আবার গাড়ীতে পতাকা তুলে দিবে?

৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৮

বিপরীত বাক বলেছেন: লেখক বলেছেন:
সমস্যা হলো, শেখ হাসিনা
ক্ষমতা দিবে কাকে; শেখ
হাসিনা অনেক কিছুই কম জানেন,
বাকীগুলো ক্রিমিনাল।।।।


Right :
আমাদের কোন বিকল্প নেই।।। শেখ হাসিনা এই সুযোগ টাই পাচ্ছে ভাগ্যের জোরে।।।।

আর যারা বলে হাসিনার বিচার হবে গুলিস্থানের মোড়ে তারা অজ্ঞ অসচেতন আর হিংসাত্মক।।।। কেননা এরশাদের বিচার হওয়ার কথা ছিল রাস্তায়।।। প্রকাশ্যে।। দেশের এত বড় ক্ষতি আর কোন রাজনৈতিক দল বা নেতা করেনি।।।

যে দেশ বা জাতি এরশাদের বিচার করেনি সে দেশ বা জাতি হাসিনার বিচারের কথা বলে কোন মুখে।।।।

শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র ইতিহাস সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব।।। এজন্যে উনি অবশ্যই সম্মানের দাবীদার।।

এদেশ বা জাতি বা জনগণের চরিত্রের মূর্ত প্রতিক হয়ে লোকপ্রকাশ্যে স্বমহিমায় জ্বাজ্জল্যমান হুসেইন মুহম্মদ এরশাদ।।।

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনার হাতে এখন বিরাট সুযোগ, জাতিকে ১০ বছরে ব্রাজিল থেকে ভালো করতে পারবেন, উনি চাইলে।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫১

সেয়ানা ০১ বলেছেন: আহা কিছু দলদাসের কাছে হাসিনার বিকল্প আর কেহ নাই !! দেশে ১৬ কোটি মানুষের মধ্যে হাসিনার মত সৎ, শিক্ষিত, ভদ্র, দেশ প্রেমিক আার কেউ নাই .....!! হাসিনার আমলে চুরি-চান্দাবাজী-লুটপাট-দখলবাজ পরিবারের লোক না হলে এমন কথা আর কে বলতে পারে ??

ফেয়ার ইলেকশন হলে দেশের ১৬ কোটি মানুষ খুজে নিবে কে তাদের দেশ শাসনের যোগ্য নেতা !!!

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার শক্তি আওয়ামী লীগ। বুদ্ধির দিকে থেকে সব বিএনপি ও সব জামাতের থেকে শক্তিশালী; সমস্যা হলো, দুস্ট দমন করতে করতে সময় গেছে; জাতির জন্য কিছু করার সময় থাকবে না।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৯

সেয়ানা ০১ বলেছেন: হাসিনার দলের মানুষ শিশুদের গুলি করছে আর আপনি বলছেন দুষ্ট দমন করছে ? এতো দালালী কেন ? লাজ শরম কি শিকায় তুলেছেন ?

১২ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


ছাত্রলীগের বিপক্ষে আমার অবস্হান।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জাতি মোটামুটি তেমন দু:খ প্রকাশ করেনি; হত্যাকারীদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ায়নি; এটা আমাদে জাতি সম্পর্কে খারাপ ধারণা দেবে।
আমারও একি মত
অন্তত কূটনৈতিকভাবেও এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অসীম.........কিন্তু কার ঠেকা?

১২ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


জাতি রাজনৈতিকভাবে বিকল হয়ে পড়ছে।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪

অগ্নি সারথি বলেছেন: আমার জানা মতে বিশ্বের ধনী বিশ্বের দেশ গুলোর মধ্যে বাংলাদেশে সব থেকে বেশি ডোনেট করে জাপান সরকার। জাপানী নাগরিক খুন হবার পর সরকার বাহাদুর জামাত বিএনপি-র উপর দোষ চাপিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করছে, তারা এক ভাবে সফল। কিন্তু আমি ভাবছি প্রতি বছর এত্ত এত্ত পুলিশ নিয়োগের পরও দেশের আইন শৃংখলা পরিস্থিতি আজ কোথায় গিয়ে ঠেকেছে?

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:

সরকার সুস্ঠুভাবে দেশ চালাতে অক্ষম

৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৭

নীল আকাশ বলেছেন: শেখ হাসিনা ক্ষমতা দিবে কাকে ?
শেখ হাসিনা ক্ষমতা দেবার কে ?
নির্বাচন দিতে বলুন।
জনগনই বেছে নেবে ক্ষমতায় যাবে কে?

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশে প্রা্য ২০% ভাগের বেশী ভোট বিক্রয় হয়; ফলে, ভোট তেমন কোন ভালো পরিবর্তন আনতে পারবে না।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৮

বিপরীত বাক বলেছেন: সেয়ানা বলেছেন:
হাসিনার দলের মানুষ
শিশুদের গুলি করছে আর
আপনি বলছেন দুষ্ট দমন
করছে ? এতো দালালী
কেন ? লাজ শরম কি শিকায় তুলেছেন ?

ওটা তো দুর্ঘটনাবশত।।। এমন তো না যে ওই শিশু টাই ছাত্র (?) লীগের টার্গেট ছিল।।। হাসিনা কে অনেকেই পছন্দ করে না।। তবে অযৌক্তিক বিরোধিতা করবেন না।। এটা বাঙালি দের টিপিক্যাল স্বভাব।।

বিএনপি আমলেও তো নওশীন নামের এক শিশু মায়ের কোলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছিল।।
বুয়েটেও ছাত্র দলের DU গ্রুপ আর বুয়েট গ্রুপের মধ্যকার ববন্দুক যুদ্ধে সনি ননামের এক মেয়ে মারা গিয়েছিল।। সসবাই বিচার দদাবী করেছিল। কিন্ত বুয়েটের মেধাবী আর সুবিচারক প্রশাসন বলেছিল কেউ তো ইচ্ছাকৃত ভাবে মেয়েটাকে মারে নি।।। দৌড়াদৌড়ি র এক পর্যায়ে ক্রসফায়ারের মাঝে পড়ে গিয়েছিল।।। এজন্যেই আজীবন বহিস্কারের বদলে তাদের চার বছর বহিস্কার করা হয়েছিল।।।

শেখ হাসিনা যত খারাপই হোক বাংলাদেশে এখন উনার বিকল্প নেই।।

উনার সবচেয়ে ভালগুণ হচ্ছে ক্ষমতা কে এক কেন্দ্রিক রাখা।। বোন ছেলে কাউকেই ক্ষমতার ভাগ দেয়নি।।। উনার কথাই শেষ কথা।।।

আজকে যদি বিএনপি থাকত তবে ক্ষমতার দুইটা কেন্দ্র থাকত।। একদিকে কুলাঙার অযোগ্য দুর্ণীতিবাজ পোলা আর একদিকে মা।। দল দেশ দুইটাই দিশেহারা বিভ্রান্ত হত।। এই করেই তো দেশ দলের বারোটা বাজিয়েছে ওই ঘটি খালেদা।।।

আর এরশাদ থাকলে হত একদিকে এরশাদ আরেকদিকে রওশন।।।

বরং হাসিনা ডান্ডা শুধু নিজের হাতে রেখেছে।।
আর বাঙালির জাত এমনই যে মাথার উপর ডান্ডা ধরা না থাকলে এরা সোজা পথে থাকে না।।।।

০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:
"আজকে যদি বিএনপি থাকত তবে ক্ষমতার দুইটা কেন্দ্র থাকত।। "

-আরেকটা ছিল মিলিটারী

১০| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১

মিথুন আহমেদ বলেছেন: আর বাঙালির জাত এমনই যে মাথার উপর ডান্ডা ধরা না থাকলে এরা সোজা পথে থাকে না।।।।

চমৎকার ......... শেষ পর্যন্ত স্বীকার করলেন হাসিনা স্বৈরতন্এী। উনার হাজারো উপাধীর মাঝে কি একটা উপাধী ছিল না ... ও আচ্ছা "গণতন্ত্রের মানসকন্যা" ... দয়া করে উপাধীটা আর ব্যবহার করবেন না।

০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



"গণতন্ত্রের মানসকন্যা" .উপাধীটা কে দিয়েছিল? এসব উপাধী দেয়ার মত সংগঠন বাংলাদেশে নেই।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে গুলির বিষয়বস্তু পোস্টের সাথে যাচ্ছেনা ।
X((

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:

পোস্ট ছিল মোটামুটি একটি দরকারী বিষয়ের উপর, কিন্তু পাঠকেরা অন্য দিকে চলে গেছেন।

১২| ১২ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:

যাঁরা পদার্থ বিদ্যা জানেন, তাঁরা যেভাবেই নিউটনের দ্বিতীয় সুত্রকে প্রমাণ, বা প্রয়োগ করুক না কেন, ফলাফল একই থাকবে; কিন্তু দর্শন ও ধর্মের বেলায় একই বিষয়ে বিবিধ মতামত থাকবে; শুদ্ধগুলো কাছাকাছি হবে, অশুদ্ধগুলো বিপরিতমুখী হওয়াও সম্ভব। এ অবস্হার কারণ কি?
কারণ হলো, যেকোন সত্যকে সত্য বলে প্রমাণ করতে, প্রমাণের জন্য কিছু 'স্টেইমেন্টকে' সত্য বলে ধরে নিতে হতে পারে; পদার্থ বিদ্যার বেলায়, প্রমাণিত সত্যই নতুন সত্যের প্রতিস্ঠায় ব্যবহৃত হয়; কিন্তু দর্শনের বেলায়, কিছু প্রতিস্ঠিত 'বিশ্বাসও' ব্যবহৃত হয়;

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.