![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
অনেকেই ভোট চাচ্ছেন; তাদের ধারণা, গত ভোট সঠিকভাবে হয়নি; তাই আবার ভোট হওয়ার দরকার। এটাই যদি একমাত্র কারণ হয়ে থাকে, তা'হলে বলতে হয়, বাংলাদেশ হওয়ার পর, সব ভোটেই গন্ডগোল হয়েছে, সঠিভাবে হয়নি; এবং আগামী সঠিকভাবে হবে, সেটার নিশ্চয়তা কোথায়? বরং, প্যটার্ণ বলছে, আগামী ভোটও সঠিকভাবে হবে না।
কতটুকু গন্ডগোল হলে, ভোটকে সঠিক বলা যাবে?
১৯৯৬ সালে ভোটে গন্ডগোল হয়েছিল, আওয়ামী লীগ ভোট বর্জন করে; এরপর, আওয়ামী লীগ মোটামুটি পুরোদেশকে অচল করে দিয়ে, আবার ভোট করতে খালেদা জিয়াকে বাধ্য করে; আওয়ামী লীগ জয়ী হয়।
২০১৪ সালের ভোটে গন্ডগোল হয়েছে, বিএনপি ভোটে অংশ নেয়নি; আবার ভোটের জন্য খালেদা জিয়া ২০১৫ সালে ৯১ দিন দেশকে অচল করে দেয়; ২০০ শতের বেশী মানুষ মারা যায়, তার মাঝে ১৫০ জন আগুনে বোমায় পুড়ে মরে; , ৫০০ যানবাহন পুড়ে যায়, ১০০ জনের বেশী পুড়ে পংগু হয়; ৩০ বিলিয়ন ডলারের সম্পদ বিনস্ট হয়; কিন্তু ভোট তো দুরের কথা, আসলে খালেদা জিয়া রাজনীতি থেকে আউট হয়ে গেছেন। এখন উনি ভোট ভোট করে মরে গেলেও, উনার কারণে আর ভোট দেয়ার সম্ভাবনা নেই।
কিন্তু দেশে এক সময় ভোট হতেই হবে, যেভাবেই হোক; সেই ভোটে, আপাতত বুঝা যাচ্ছে, আও্যামী লীগই জিতবে; তা'হলে, এখন যারা ভোট চায়, তারা ভোটের মাধ্যমে কি পরিবর্তন চায়? মনে হচ্ছে, আও্যামী লীগের বিপক্ষে জয়ী হতে হলে, আসল রাজনৈতিক দলের দরকার হবে; বিএনপি, জামাত, জাপা আর দাঁড়াতে পারবে না।
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৬
চাঁদগাজী বলেছেন:
আও্যামী লীগ হয়তো মাঝখানে সহজে ভোট দেবে না; দিলেও অন্য কেহ জয়ী হওয়ার মত পজিশনে নেই।
তবে, দেশ যেভাবে চলছে, কখন কি অঘটন ঘটে, অনুমান করা কঠিন।
মানুষ দেখছে প্রশাসন ও সরকারের অদক্ষটা ও অনিয়ম।
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩
সেয়ানা ০১ বলেছেন: মুজিবও ভোটের ঝামেলা বাদ দিয়ে আরামসে এরিনমোর পাইপ টানতেছিল .......!!
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২২
চাঁদগাজী বলেছেন:
শেখ মুজিব সম্পর্কে হয়তো জানতেন না; বা আপনার অন্য কোন এজেন্ডা আছে; শেখ মুজিবের বহু সমস্যা ছিল, কিন্তু ভোট সমস্যা ছিল না।
ভোট ব্যতিত ক্ষমতায় এসেছিল আইয়ুব, ও উনার ২ মানসপুত্র: জিয়া ও এরশাদ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪
সেয়ানা ০১ বলেছেন: লেখক বলেছেন:
দেশে এক সময় ভোট হতেই হবে, যেভাবেই হোক; সেই ভোটে, আপাতত বুঝা যাচ্ছে, আও্যামী লীগই জিতবে........!!
এত বড় পীর-দরবেশ ব্রুকলীনে কি করে ??
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
বার আওলিয়ার দেশ চট্টগ্রামে; বরুকলীন, মস্কো পড়ালেখার ঠিকানা।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন:
এখন জিততে দল দরকার হবে; মিলিটারী আর সাহায্য করতে পারবে না।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২২
সেয়ানা ০১ বলেছেন: জিয়া এরশাদ ভোট ব্যাতিত গদিতে বসেছে আর মুজিব একবার ভোটে গদিতে বসে সারা জীবনের জন্য ভোট বন্ধ করে দিয়েছে !!
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনাদের বুঝার, বা জানার ভুল আছে, শেখ সাহেব ভোট বন্ধ করেননি; তিনি কিছু সময় ভুল করার পর, বুঝতে পেরেছিলেন যে, আমরা সবাই আজীবনের দরিদ্র; তিনি সবার ভালো করার চেস্টা করছিলেন, যা পশ্চিমা বিশ্ব চায়নি।
আপনারা ভুল লোকদের কাছে উনার ইতিহাস শুনেছেন।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৪
সেয়ানা ০১ বলেছেন: মুজিব কি নিজেকে সারা জীবনের জন্য প্রেসিডেন্ট ঘোষনা করেন নাই ? এক দল, এক নেতা ? ভুল বললাম ??
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৮
চাঁদগাজী বলেছেন:
ভুল বলেছেন; স্বাধীনতার পর, সব দল চেয়েছিল যে, দেশে একটা সর্বদলীয় সরকার হোক; শেখ সাহেব, সেটা করেননি।
পরে, উনি বুঝতে পেরেছিলেন যে, মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে; তখন তিনি সর্বদলীয় সরকার গঠনের জন্য প্রাথমিকভাবে 'বাকশাল' করেন; বাকশালের বিপক্ষে প্রচারণা চালায় আমেরিকা।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪১
সেয়ানা ০১ বলেছেন: বাকশাল গঠন করে নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষনা করেন মুজিব, আমি তখন রাজনিতী করি এবং বুজি, আপনি এখানে মিথ্যা বলছেন!!
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি একা নন, সেইদিনের ৮ কোটীর মাঝে ৩ কোটী এখনো জীবিত আছেন; আপনার ধরনার লেভেল কি রকম ছিল, সেটাই চিন্তার বিষয়।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেই ভোটে, আপাতত বুঝা যাচ্ছে, আও্যামী লীগই জিতবে;
কি করে বুঝলেন???
চারপাশের পাব্লিক পারসেপশনস্ যা বুঝি,নির্বাচন কালকে হলে কলাগাছ দাঁড়ালে সেও পাশ।
আপনার তত্বের বেইজটা কি?
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
এখানে মনে হয় তত্বের কিছু নেই; বিএনপি মোটামুটি ডিস-অর্গেনাইড; এবং আও্য়ামী লীগ কইছু করার চেস্টা করছে; বিএনপি দেশকে জংগীবাদের দিকে নিয়ে যাবে।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: জনাব সেয়ানা, ঐ সময় মুজিব ছাড়া অার যোগ্য কেউ কি ছিলেন, যিনি মুজিবকে ছাপিয়ে রাষ্ট্রপতি হতে পারতেন (রাষ্ট্রচলানোর অভিজ্ঞতা না থাকায় তিনিও হয়ত দক্ষভাবে চালাতে পারেননি)? অাপনি বলছেন, ঐ সময় অাপনি রাজনীতি করতেন । মুজিবের কিছু দোষ-ত্রুটি ছিলো, তাঁর অবদানও তো কম নয় । অাপনার কোন মন্তব্যে তাঁর সম্পর্কে ভালো কিছু পাইনি । অার বাকশাল কেন করা হয়েছিল, এর মধ্যে কটা দল ছিল সব তো অাপনার জানার কথা । সমালোচনা অার বিরোধীতা কিন্তু সম্পুর্ণ অালাদা বিষয় ।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
বেচারা সেয়ানা রাজনীতির কিছু বুঝে বলে মনে হয় না।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
ঢাকাবাসী বলেছেন: মোটামুটি ২০৫০ পর্যন্ত আর কেউ ক্ষমতায় আসতে পারবেনা বা আসতে দেয়া হচ্ছেনা এটা নিশ্চিত।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
আগামী ভোটের আগেই হ্য়তো আও্যামী লীগ নিজেই হয়রাণ হয়ে যাবে; মুশকিল হলো, এতে যেন দেশ-বিরোধীরা ক্ষমটায় চলে না আসে।
হাসিনার পর, আওয়ামী লীগ বলতে মুসলীম লীগ থাকবে।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১
অেসন বলেছেন: গনতন্র বলেন আর যাই বলেন না কেন একমাত্র ২০০১ সাল ছাড়া কোন সময়ে সুষ্ঠু ভাবে ক্ষমতা হস্থান্তর হইনি। খালেদা ১৯৯৬
এবং ২০০৬ এ যা পারেনি হাসিনা ২০১৪ তে তা করেছে। গনতান্ত্রিক মনমানসিকতা দুই দলের কারুর নেই। আর জনগন গনতন্ত্র
বলতে ভোট দেওয়াকেই বুঝে।
@সেয়ানা, ৭৫ পূর্ববর্তী রাজনীতি করে আর বুঝে আপনার এই জ্ঞান ? দেখা যাক জনগণ কবে গুলিস্তানে হাসিনার বিচার করে?
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
ইংরেজেরা পাক-ভারতকে গণতন্ত্র দিয়েছিল।
আমাদের শিক্ষিতদের ৯০ ভাগের ধারণা, গণতণ্ত্র মানে ভোট দেয়া; এমন কি সন্ত্রাসী জল্লাদকে ভোট দিলেও সেটাই গণতণ্ত্র।
১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫১
সেয়ানা ০১ বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: জনাব সেয়ানা, ঐ সময় মুজিব ছাড়া অার যোগ্য কেউ কি ছিলেন, যিনি মুজিবকে ছাপিয়ে রাষ্ট্রপতি হতে পারতেন......... ???
বলেন কী এই সব ? তাজউদ্দিন, ওসমানী, নজরুল ইসলাম, ড: কামাল, ভাসানী.............. ৭ কোটি মানুষের মধ্যে মুজিব ছাড়া আর কেউ যোগ্য ছিল কি ছিল না সেইটা বিচার করবে দেশের মানুস এবং সেই বিচারের দিন হলো ৫ বছর পর পর ইলেকশনের দিন|
মুজিব বাকশাল কায়েম করে সেই "ইলেকশনের দিন" চির জীবনের জন্য কবর দিয়েছিলেন|
আরেক কথা, এলাকায় আপাতত বিয়ের উপযুক্ত কোন পাত্র নাই , তাই বলে কি গ্রামের মোড়ল বলবেন, গৃহস্তের সুন্দরী মাইয়াটা সেই বিয়ে করে সারাজীবন ভোগ করবে ???!!!!!
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
পার্টি ছিল, পার্টইে পদ ছিলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮
গেম চেঞ্জার বলেছেন: পরিবর্তন হবে না সম্ভবত ২০৩০ সাল পর্যন্ত।