নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ, বিএনপি, জাপা, জামাত যা পারেনি, ও যা পারবে না

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮

১। নাগরিকদের শিক্ষিত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না
২। শিক্ষাংগনে শিক্ষার পরিবেশ বজায় রাখা; আধুনিক বিশ্বের সাথে তাল মিলায়ে 'রিচার্চ' চালু করা।
৩। শিক্ষাংগনকে রাজনীতি মুক্ত রাখা

৪। চাকুরী সৃস্টি করা, বেকারত্ব কমায়ে আনা; দক্ষ প্রফেশালেন গড়ে তোলা
৫। জনসংখ্যা, শিক্ষার হারের সাথে তাল মিলিয়ে পরিকল্পনা মাফিক চাকুরী সৃস্টি করা।
৬। দেশের অর্থনীতির সাথে বেতন কাঠামোর সমন্নয় সাধন

৭। পরিবেশকে দুষণমুক্ত রাখা: পানি, নদী, পাহাড়, খালবিল, হ্রদ রক্ষণ
৮। নিজস্ব পরিবেশের মাছ, পশু পাখী, গাছ পালা, ফলমুল সংরক্ষণ।

৯। নিজদের সংস্কৃতি, ভাষা, সাহিত্য, ট্রেডিশন, উৎসব, আচার সংরক্ষণ।

১০। জাতীয় অর্থনীতিে সব শ্রেণীর মানুষের স্বার্থ সংরক্ষণ।
১১। ভুমি সংরক্ষণ, ভুমির পানির স্তর সংরক্ষণ, ভুমির উর্বরতা সংরক্ষণ।
১২। মানুষ যাতে নিজের আবাসের ভুমি না হারায়।
১৩। মানুষ যাতে জীবিকার জন্য মাত্ভুমি ছাড়তে বাধ্য না হয়।

১৪। নারী ও শিসু পাচার বন্ধ করা
১৫। সংবিধান ও পার্লামেন্ট যেন মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করে।

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮

চ্যাং বলেছেন: কেয়ামত পর্যন্তই পচিবল না।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:


এখন দায়িত্ব আপনার উপর।

সামান্য মগজ থাকলে, ঠিকমত পড়ালেখা থাকলে, এগুলো সম্ভব: মাহাথির করেছে, লি করেছে, লুলু করেছে সম্পত্রতি

২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৫

এজজিলারেটেড উইন্ড বলেছেন: জামাত পারা না পারাদের মধ্যে ঢোকে কি করে?জামাতিদের ক্ষমতায় না আসার ওপর এদেশের মানুষের মান-সম্মান নির্ভর করে।কে ক্ষমতায় আসল কিংবা আসল না ভবিষ্যতে আসবে তাদের মধ্যে সুযোগ বুঝে জামাতের নাম ঢুকিয়ে দেওয়া উদ্দেশ্যমূলক।জামাত ক্ষমতায় আসবে এটা চিন্তা করাও জয় বাংলা স্লোগান,মুক্তিযুদ্ধ,৩০ লাখ শহীদকে অবজ্ঞা ও কটাক্ষ করা।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:




রাজাকার মাতা খালেদা জিয়া জামাতকে ক্ষমটায় এনেছিল, সামনে যে আনবে না, তার নিশ্চয়তা কোথায়?

৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৭

স্টেনটোরিয়ান বলেছেন: বাংগালী জাতটা খারাপ। কেয়ামতের পর দোজখের আগুনে না পোড়া পর্যন্ত এরা কোন কিছুই শিখবে না।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


যারা পারেনি, যারা পারবেনা, তাদের বাদ দিয়ে, নিজেরা চেস্টা করার কথা ভাবুন।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৩

স্টেনটোরিয়ান বলেছেন: আপনি সত্য করে বলেন তো, দেশের কয়টা আঈন মানেন আপনি? কতদিন রাস্তা সরাসরি পার না হয়ে ফুট্ওভার ব্রিজ ব্যবহার করে পার হইছেন? কতদিন আপনে থুতু কিংবা টিস্যু রাস্তায় না ফেলে বিন এ ফেলছেন? বুকে হাত দিয়ে সত্যি কথাটা বলবেন।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:



আমি সাধারণ বাংগালী, মোটামুটি আইন মেনে চলি, চলার চেস্টা করি।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৯

স্টেনটোরিয়ান বলেছেন: আপনার মত চেষ্টা আমিও করি, আর সবাই করে। তাই আজ বাংলাদেশের েএই অবস্হা। পাবলিক ঠিক থাকলে এইসব রাজনীতিবিদদের সাধ্য আছে বদমাইশী করার?

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের মাঝে যারা পড়ালেখা করেনি, তারাই সুযোগ বুঝে, দল করে, রাজনীতি দখল করেছে; এটার সমাধান দরকার।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯

স্টেনটোরিয়ান বলেছেন: চামবাজ হবার ক্ষেত্রে শিক্ষা কোন ভূমিকা রাখেনা।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



শিক্ষা সবকিছুতেই ভুমিকা রাখে; হয়তো বুঝা কঠিন হতে পারে।

শিক্ষিত চোরকে ধার কঠিন; এটাও শিক্ষার গউণের কারণে

৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করতে বলছেন কেন? রাজনীতি কি খারাপ কিছু? আরেকটা কথা আপনার লেখার ধরণ সম্বন্ধে আমি কিছুই বুঝি না। আগের একটা লেখায় পড়লাম সোশ্যালিজমের গুণগান, চীন-রাশিয়ার গুণগান আর এখানে মন্তব্যে মহান পুঁজিবাদী মাহাথিরের গুণগান করছেন।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:

যে ছাত্ররা সামান্য নিউটনের ২য় সুত্র প্রমাণ করতে নকল করে, বা গণতন্ত্রের ডেফিনেশন লিখতে নকল করে, টারা কিসের রাজনীতি শিখবে পড়ার সময়? রাজনীতি হলো অনেক সাবজেক্টের সমস্টি।

মাহাথির মালয়েশিয়ার লোক সংখ্যা, ভুমি, আয়ের সাথে মিল রেখে ক্যাপিটেলিজমে মানুষের উন্নয়ন করেছে একটা লেভেল অবধি, আমরা সেখানে যেতে পারিনি বলে, সোস্যালিজমই একমাত্র অপশান হয়ে যাচ্ছে।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৭

রাফা বলেছেন: জামাতকে বিএনপি ক্ষমতায় আনেনি.....।
বারবার বিএনপি ক্ষমতায় এসেছে জামাতের সহায়তায়।
সরাসরি গো.আজমের পুত্র চ্যালেন্জ করেছে,বিএনপির কোন পাতি নেতাও এর প্রতিবাদ করেনি।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:

ভোটে জয়ী হওয়া ও ক্ষমতায় আসা এক নয়। জামাতের সাহায্য নিয়ে বিএনপি জয়ী হয়ে, জামাতকর সাথে সরকারী ক্ষমতা ভাগাভাগি করেছে।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৫

সেয়ানা ০১ বলেছেন: আমলীগকে ক্ষমতায় এনেছে নাস্তিক আর জংগী ইনু-মেনন....!

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


জাসদ মানে আরেক আওয়ামী লীগ, এটা তো বুঝতে সহজ হওয়ার কথা!

১০| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৬

সেয়ানা ০১ বলেছেন: আমেরিকায় বইসা বইসা দেশের পয়সা লুইটা নিয়া সারদিন ঘুরাইয়া পেচাইয়া কখনো আমলীগ, কখনো বাকশাল আর কখনো হাসিনার তোষামোদ করনে ওয়ালা আসছে দেশ উদ্বারের লিস্টি লইয়া !!

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনার ধরণা শক্তি খুবই কম; এবং আপনি পাথের যুগে বাস করছেন।

১১| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: যে ছাত্ররা সামান্য নিউটনের ২য় সুত্র প্রমাণ করতে নকল করে, বা গণতন্ত্রের ডেফিনেশন লিখতে নকল করে, টারা কিসের রাজনীতি শিখবে পড়ার সময়? রাজনীতি হলো অনেক সাবজেক্টের সমস্টি।

সব ছাত্ররাই কি নকল করে? আর সব ছাত্ররাও তো রাজনীতি করবে না। যাদের অনেক বিষয়ের সমষ্টি অর্থাৎ রাজনীতি বোঝার ক্ষমতা আছে তারা করবে। তাই বলে রাজনীতিকেই বাদ দিতে হবে শিক্ষাঙ্গন থেকে?

মাহাথির মালয়েশিয়ার লোক সংখ্যা, ভুমি, আয়ের সাথে মিল রেখে ক্যাপিটেলিজমে মানুষের উন্নয়ন করেছে একটা লেভেল অবধি, আমরা সেখানে যেতে পারিনি বলে, সোস্যালিজমই একমাত্র অপশান হয়ে যাচ্ছে।

কি বললেন ভাই? :-B আমি মখা, সাকা, রাকা সব হয়ে গেলাম। আপনার একটা লেখায় বললেন (হুবহু তুলে ধরছি),
গততন্ত্র ও ক্যাপিটেলিজমের মিলিত পরিচালনা ব্যবস্হায়, কিছু বড় ধরণের দোষ ধরা পড়েছে মানুষের চোখে, এবং এ দোষগুলো বেশ বড় ধরণের মানবতা-বিরোধী দোষ; গত ৪০০ বছরে, ক্রমে গণতন্ত্র ও ক্যাপিটেলিজম বিশ্বে বেশ স্হবিরতার সৃস্টি করেছে; মানুষ নতুন তত্বের মাধ্যমে মানবতাকে ফিরায়ে আনতে চাচ্ছে ও স্হবিরতা কাটাতে চাচ্ছে।

হাসালেন আমাকে। :-B আমি এই প্রথম দেখলাম যে কোন সোশ্যালিস্ট পুঁজিবাদীদের সুনাম করছে।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:

কমপক্ষে আপনাকে হাসালাম।
আজকাল ক্যাপিটেলিজম ও সমাজতণ্ত্রের "সিনথেসিস" হচ্ছে; লেনিন, স্টালিন ও মাওয়ের সময় থেকে বিশ্ব অনেক বদলে গেছে।

চীনের ১৯৪৮-১৯৬২ সালের সোস্যালিজম ছিল না ১৯৯০ সালে; বিশ্ব বদলাচ্ছে, সাথে সাথে আপনাকে মডার্ণ ও প্রগ্রেসিভ হতে হবে।

ছাত্রা পড়বে, রিচার্চ করবে; প্রফেশানেল জীবনে রাজনীতি করবে।

১২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৮

সেয়ানা ০১ বলেছেন: আপনে ভাল ডাক্তার দেখান, মাউণ্ট সিনাইতে যেতে পারেন.। ;)

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


এ ধরনের ব্লগিং কি এখন আছে; ডাক্তারের কাছে যেতে বলা, পড়তে বলা?

এগুলো ছিলো লিলিপুটিয়ান যুগে ১৯৯৬/৯৭ সালে!

আপনি ২০১৫ সালে বাস করছেন; আরবদের মতো বেকুব হলে চলবে নাকি?

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০৯

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: :-B :-B :-B !
আমি কিন্তু এখনও বুঝছি না আপনি সোশ্যালিজম বলতে কি বুঝাচ্ছেন। দয়া করে আপনার সেই মডার্ণ ও প্রগ্রেসিভ 'নিও-সোশ্যালিজম' তত্ত্বের সম্বন্ধে একটা বিস্তারিত পোষ্টের সিরিজ দেবেন। সেখান থেকেই না হয় আপনার তত্ত্বটা বুঝে নেব। আমি ভাবছি তাত্ত্বিক লেনিন-মাওয়ের মত বাংলা থেকেও 'চাঁদগাজী' নামক বিপ্লবী তাত্ত্বিক বের হবে কিনা!

"ছাত্ররা পড়বে, রিসার্চ করবে; প্রফেশনাল জীবনে রাজনীতি করবে।"

B:-/ আপনি অনেক প্রগ্রেস করেছেন তা বোঝা যাচ্ছে।

১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, একটা পোস্ট দেবো।

সংক্ষেপে, যেই রাস্ট্র ব্যবস্হায় প্রতিটি নাগরিক সামর্থনুসারে অবদান রাখতে পারবেন, ও প্র‌য়োজন অনুসারে জীবনকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে সাজাতে পারবেন, সেটাই সোস্যালিজম।

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১৫। সংবিধান ও পার্লামেন্ট যেন মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করে।
যে টি সবচাইতে গুরুত্বপূর্ণ।

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:

এটাকে বাংগালীরা বুঝে না বলে, সব সময় "দফার" রাজনীতি করে।

১৫| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩০

চাঁনপুইরা বলেছেন: সকালে বোখারী শরীফের তর্জমা সহ বয়ান আবার বিকালে মার্কসবাদ আর লেনিন বাদ কপচানো, আপনি মিয়াঁ অনেক জ্ঞানী, বুজছি।

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:

আমি আমার ভাবনা তুলে ধরছি, আশাকরি আপানারও ভাবনা আছে; দেখেন, মিল খুঁজে পান কিনা।

১৬| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জাতির শিক্ষিত হওয়া দরকার । কুশিক্ষিত নয়, সুশিক্ষিত । জাতি সুশিক্ষিত হলে রাজনীতিকেরা এমনিতেই সোজা হয়ে যাবে । উপর্যোক্ত দাবিগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কি বুঝতেছে না যে, প্রাইভেট ও ছাত্র রাজনীতি মিলে, বাংগালীকে সোামলিয়ান ও আফগানী বানাচ্ছেন?

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯

আমি মিন্টু বলেছেন: মনে হয় মিয়া ভাই আপনি পারবেন তাই আপনাকে আগামীতে নির্বাচনে দাড়করিয়ে দিমু চিন্তা কইরেন না ।
:)

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:

সমস্যাগুলোকে সঠিভাবে বুঝা দরকার; কেন, কিভাবে, কারা এগুলোর সৃস্টি করছে, বুঝা দরকার।

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪০

প্রামানিক বলেছেন: বাঙালী শিক্ষিত হলেও বিপদ বর্তমানে যারা শিক্ষিত তারাই চোর।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:

শিক্ষা ব্যবস্হাকে এমন যায়গায় নিয়েছে যে, সবাই চোর হয়ে বের হচ্ছে।

১৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫১

চাঁনপুইরা বলেছেন: আমার ভাবনা কি এখন ও বোঝেন নাই ? তা হলে বলি - ছেড়া খোঁড়া তাড় গুলি আগে জোড়া লাগান বুঝতে পারবেন। আর আপনার ভাবনা (নিশ্চয়তা দিয়ে বলছি )- বেশীর ভাগ পাঠকের কাছে জলের মত পরিষ্কার।

১৭ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


১০ লাইন লেখেন, তখন বুঝতে পারবো আপনাকে।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.