![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ঢাকার প্রক্তন মেয়র, মাফিয়া খোকার দুর্নীতির দায়ে ১৪ বছর জেল হয়েছে; এটা খুবই ভালো উদাহরণ; আজ বিএনপি ক্ষমতায় থাকলে আমরা জানতাম যে, খোকা জাতির সেবা করছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আমরা খোকার আসল চেহারার কিছুটা দেখতে পাচ্ছি; পরে অন্য কেহ ক্ষম্তায় আসলে, আমরা মেয়র মহিউদ্দিনসহ আওয়ামীদের আসল চেহারা বুঝতে পারবো। আমাদের খোকা বাবু এখন নিউইয়র্কে আছেন, চিকিৎসা করাচ্ছেন!
খোকার নামের সামনে মুক্তিযোদ্ধা লেখা উচিত নয়; মুক্তিযুদ্ধ চলাকালীন এরা সামান্য অস্ত্র হাতে পেয়েছিল কোন মুক্তিযোদ্ধার কারণে; এডভেন্চার করার জন্য এটা সেটা করে বেড়ায়েছে; আমি ঠিক জানিনা উনি কোন মুক্তিযোদ্ধার অধীনে কাজ করেছিলেন কিনা। খোকা মহল্লার দুস্ট ছেলে, সেই হিসেবে পাকীদের বিপক্ষে কিছুটা এডভেন্চার করতে চেয়েছিল, তাই করেছে; পরে, দখলবাজি করে, মুক্তিযোদ্ধাদের ঘাঁড়ে বদনামতুলে দিয়েছে।
জিয়া জীবিত থাকলে এরা এ ধরণের পুকুর চুরির সুযোগ পেতো না; উনারা ম্যাডামের, তারেকের যুগের লোক; বাংলায় মারাঠা স্টাইলে লুটতরাজ চালায়ে রাজনীতির নামে।
সে যখন মেয়র ছিল, ৪০ জনের মতো ওর নিজস্ব কমিশনার ছিল; এদের ৭ জন নিজেদের গোলাগুলিতে নিহত হয়েছিল; একটার আবার নাম ছিল বোধ হয় নিউটন। খোকা রিয়েলস্টেট দখল, প্লট বিক্রয়, খাসজমি দখল, অস্ত্র ও মাদক ব্যবসা কন্ট্রোল করে এখনো; খোকা মাফিয়ার লোক।
২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
খোকারা হয়তো আসলেই মারাঠা; এক সময় মারাঠারা বাংলায় লুটতরাজ করতে আসতো, তাদের কিছু লোক তো রয়ে গেছে!
২| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১
ঢাকাবাসী বলেছেন: এদেশে ভালটা কে সেটাই এক রহস্য!
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি ও প্রশাসনে কেহ ভালো নেই।
৩| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
ফ্লাইং সসার বলেছেন: অসৎ রাজনীতিবিদ দেশের জন্য সমস্যা, ওদের চাটুকার গুলা তারচেয়েও বড় সমস্যা।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
অবশ্যই সমস্যা; যাক, শাস্তি হওয়া শুরু হয়েছে।
৪| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
তৌফিক মাসুদ বলেছেন: হু তিনি যেদিন রাজাকারদের সাথে দাড়িয়েছেন সেদিন বুঝে গেছি এদেশের FREEDOM FIGHTER এরা দেশের Asset। তবে সবাই নয়। কেউ কেউ যেমন তেমন (পানি টেনে) FREEDOM FIGHTER। এমন খোকারা কলঙক। এদের পতন হউক।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
খোকা বেশ টাকা দুবাই ও নিউইয়র্ক নিয়েছে মনে হয়; বাকীগুলো চোর ডাকাতেরা খাবে।
৫| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
সেয়ানা ০১ বলেছেন: আপনার চোখে মুক্তিযোদ্বা হইলো শুধু কামাল-জামাল-রাসেল ও জয় !!
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমার চোখে মুক্তিযোদ্ধা ১ লাখ ২০ হাজার; ওখানে খোকার নাম ছিলো না; যদিও কোন কারণে উনার নাম যুক্ত করা হয়েছিল, উনি মাফিয়া হওয়ার পর, আমি কেটে দিয়েছি নাম।
৬| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১২
সেয়ানা ০১ বলেছেন: খোকার ১৪ বছরের সাজা হইছে, হাসিনার নামে মামলা ছিল ১৬ টা, সেই হাসিনারে যারা প্রধানমন্ত্রী মানে তাদের লজ্জা থাকা দরকার খোকাকে নিয়ে কথা বলা|
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমার মতে, শেখ হাসিনার উচিট ছিল কোর্টে গিয়ে সঠিকভাবে মোকাবিলা করা। এই নিয়ে পোস্ট দিয়ে আমি ব্যান খেয়েছি।
৭| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪
সেয়ানা ০১ বলেছেন: খোকার মামলা না বুইজা পোস্ট ল্যাদাইয়া ফালাইলেন ?? খোকার দাদার সম্পত্তির হিসাব দেয় নাই, তাই খোকার শাস্তি !! দাদার সম্প্তির মালিক সব নাতিই হয়, সেই হিসাব না দিলে ১৪ বছরের সাজা ??
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০২
চাঁদগাজী বলেছেন:
খোকার দাদা হইছে বাংলাদেশ সরকার, সম্পত্তি হয়েছে খাস জমি ও রাজুকের প্লট; খোকার সাথে আমার পরিচয় আছে।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: অামি যদ্দুর শুনেছিলাম, খোকা দুই নাম্বার সেক্টরের অধীনে সম্ভবত ক্রেক প্লাটুনের যোদ্ধা ছিলেন, যেটি কর্ণেল হায়দার কর্তৃক গঠিত অার খালেদ মোশাররফ কর্তৃক পরিচালিত হতো । উনি দুর্ধর্ষ কয়েকটা অপারেশন করেছেন । মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠার সুযোগ নেই ।
কোন মুক্তিযোদ্ধা যখন অর্থবিত্ত, ক্ষমতার জন্য নিজের নীতিনৈতিকতা বিসর্জন দেন, তখন সত্যিই দীর্ঘশ্বাস বেরিয়ে অাসে । অারো কয়েকজন মুক্তিযোদ্ধাকে দেখে অাজকাল দুঃখিত হতে হয় ।
এই ব্যাপারটা ভালো বলেছেন, অাজ খোকার কীর্তিকলাপ জাতি দেখেছে, একসময় মহিউদ্দীনের কীর্তিকলাপ দেখবে । জাতির দুর্ভাগ্য যে, একসাথে দেখতে পারেনা । এমন বিচার বিভাগ কবে হবে?
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
বিএনপি অফিসে বসে ১ লাখ মুক্তিযোদ্ধা প্রসব করেছে। ক্রেক প্লাটুন ম্লাটুন সম্প্রতি যুক্ত করা শব্দ। ঢাকায় কয়েকজন মুক্তিযোদ্ধাকে পাঠানো হয়েছিল, লোকেলদের থেকে রিক্রুট করে, ছোটখাট অপারেশন করার জন্য; ঢাকা অবধি অস্ত্র পাঠানো বেশ কস্টকর ছিলো। খোকা ওদের কেহ হতে পারে।
ঢাকায় যারা গিয়েছিল, টাডের অনেকেই ধরা পরে গিয়েছিল; কারণ যোগাযোগ ছিলো না, ও সামান্য ট্রেনিং ছিলো।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ক্রেক প্লাটুন একটা গেরিলা সংগঠন ছিলো । এই সংগঠন ঢাকা শহরে অনেকগুলো সফল অপারেশন চালিয়েছে । রুমী, বদি, জুয়েল কিংবা বাচ্চু এরা সবাই এই প্লাটুনের সদস্য ছিলেন । তাঁরা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন । পাকিবাহিনীর মূল কেন্দ্র ঢাকা শহরে অপারেশন চালানো নিশ্চয়ই সহজ ছিলো না? এঁদের বেশিরভাগ অবশ্য একসময় ধরা পড়েছিলেন । তাঁদের সম্পর্কে জানতে জাহানারা ইমামের "একাত্তের দিনগুলি" নামের বইটা দেখতে পারেন ।
২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
জাহানারা ইমাম লেখিকা ছিলেন, উনার ছেলে যুদ্ধে প্রাণ হারায়েছেন, সেটা উনার ভাষায় উঠে এসেছে; ইপিআর, বেংগল, পুলিশ, আনসার, চাষীর ছেলেরা প্রাণ দিয়েছেন, তাদের মায়েরা লিখতে পারেননি; এ হলো পার্থক্য।
রুমীর মত তেমন কেহ যুদ্ধে যায়নি; রুমীদের মত পরিবারেরা যুদ্ধে ছেলে পাঠানোর মত বেকুব ছিলো না
আমি রুমীর ঘটনা জানি, বেচারা গেরিলাযুদ্ধের নিয়ম মানেনি; নিয়ম মানলেও প্রাণ দিতে হয়; তবে, সে কোন নয়ম মানেনি।
খোকা ঐ গ্রুপের কেহ নন, পরে নিজেরা নাম যোগ করেছে; সে অন্যদের সাথে ছিল হয়তো।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৩
সূর্য্য আমি! বলেছেন: নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৩
সূর্য্য আমি! বলেছেন: নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৪
সূর্য্য আমি! বলেছেন: নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগে আছেন, নাকি কাপুত?
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০
প্রামানিক বলেছেন: জিয়া জীবিত থাকলে এরা এ ধরণের পুকুর চুরির সুযোগ পেতো না; উনারা ম্যাডামের, তারেকের যুগের লোক; বাংলায় মারাঠা স্টাইলে লুটতরাজ চালায় রাজনীতির নামে।