![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পোস্টটি প্রথম পৃস্ঠা থেকে সরায়ে দেয়া হয়েছে
খালেদা জিয়া যদি লন্ডন থেকে ফিরে না আসে, কি কি ঘটবে? সবচয়ে বড় ঘটনা হবে, না আসাটাই হবে খালেদা জিয়ার পক্ষ থেকে জাতির জন্য একমাত্র ও প্রথম অবদান; এর আগে উনি যা যা করেছেন, সবকিছুই জাতির বড় অংশের বিপক্ষে গেছে, জাতিকে অশিক্ষিত, দরিদ্র ও অনৈক্য করে রেখেছেন উনি।
উনি ফিরে না এলে, বিএনপি সামান্য কিছু সময়ের জন্য ২ ভাগ হতে পারে; ড: এমাজুদ্দিনের বুদ্ধিতে তরুণরা হাওয়া ভবনের অনুকুলে বিএনপি'তে সমবেত হবে; বাকীরা হান্নান শাহ ও বাকী আর্মি অফিসারদের অধীনে যাবে; এরপর, সকল সরকার বিরোধীরা মিলে শক্ত বিএনপি হবে, বিএনপি হয়তো রাজনীতি করা শুরু করবে।
উনি ফিরে না এলে শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় বিপদ হবে, সব উদোর পিন্ডি ঘাঁড়ে চাপানোর জন্য বুদোর খূঁজে পাবেন না; তখন বারবার ইন্টারপোলের ভয় দেখাবে; ইন্টারপোল জানে লন্ডনে কে কোন দোকান থেকে গ্রসারী করে, উহাদের মাথায় সহজে ব্যথা হয় না।
খালেদা জিয়ার অবর্তমানে কোন বিচার হয়তো সম্পন্ন করা হবে না; কারণ, তাতে খালেদা জিয়ার জেল হয়ে যেতে পারে; বর্তমান সরকার খালেদা জিয়াকে বিরোধী দলে রাখতে আগ্রহী।
বেশী হতাশ হয়ে যাবে জামাত ও পাকিস্তান।
বিএনপি'র বেশীর ভাগ নেতারা জেল থেকে বেরিয়ে যাবে, কারো কারো বিচার হবে, বেশীর ভাগ রাজনীতিতে ফিরে আসবে সহজে ও ভোট করবে।
বাংগালীরা প্রথমবার আওয়ামী লীগের কর্মকান্ডকে নিরপেক্ষভাবে বুঝার চেস্টা করবে, এবং তার প্রতিফলন শুরু হবে।
এরশাদের জাপা বলতে কিছু থাকবে না; এরশাদ চেস্টা করেও শেখ হাসিনার সাথে দেখা করতে পারবে না; রওশন আওয়ামী লীগে যোগদান করবেন।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
টাইপোগুলো আজকাল টেরও পাচ্ছি না; খালেদা জিয়াকে চেয়ারে বসায়ে দেশ বিরোধীরা পুরোদেশকে একেবারেই উল্টোপথে নিয়ে গেছে।
৩২ বছর পর, উনার সরে যাওয়া উচিত; বাংগালীরা উনাকে সরাতে পারেনি; জাতি উনার কাছে পরাজিত হয়েছে।
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: গোটা আলোচনাটাকেই খুব হাইপথেটিক মনে হলো।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি ঠিকই বলেছেন; এগুলো ধারণা, হয়তো ঘটতে পারে
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
আরণ্যক রাখাল বলেছেন: ও নিজেই পরাজিত| কেউ ওর কথা শুনছে না| ক্যারিশমা হারিয়েছে| হামা ভাই ওর নামের চরম একটা সংক্ষিপ্ত রুপ বানিয়েছে| বেজি= বেগম জিয়া
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
পরাজিত হলেও জয়ী; নিজে বিলিওনিয়ার, চৌদ্দ গোস্টী মিলিওনিয়ার, সাহাড়ন মানুষ পাকিস্তানের মতোই বসবাস করছে।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭
সেয়ানা ০১ বলেছেন: আওয়ামী বলদরা খালি ল্যাদায় .........!!
২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০০
চাঁদগাজী বলেছেন:
আপনার সমস্যা স্বয়ং আল্লাঃও সমাধান করতে পারবে না।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮
সেয়ানা ০১ বলেছেন: আর হাসিনার ওবদান কি ??
২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার অবদান হয়তো বিএনপি-জামাতকে ক্ষমতার বাহিরে রাখা, এর বাহিরে কিছু নয়।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
তিক্তভাষী বলেছেন: "রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে রাজনীতিকে নিশ্চিন্ন করা হয়েছে" পোস্টটি সরিয়ে ফেলেছেন কেনো?
২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
জানি না তো, উহা নেই?
এটাও ১ম পৃস্টা থেকে সরানো হয়েছে।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৩
সেয়ানা ০১ বলেছেন: আমলীগের দালালী পাবলিক ব্লগে চলবে না, আমলীগ লুট-পাট-খুন-ধর্ষন করবে আর দালালরা ব্লগে বসে বসে হাসিনা আর আমলীগের গুন কীর্তন করবে তা হবে না|
হাসিনার দালাল মুক্ত ব্লগ চাই !!
২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
আমি যদি বিএনপি'র বিরোধীতা করি, সেটাই আওয়ামী লীগ সহ্য করবে না; আপনাকে নিয়ে সমস্যা, এখনো ১ম শ্রেণীতে আছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯
আরণ্যক রাখাল বলেছেন: শিরোনাম পড়ে হেসে ফেলেছি|
আপনি লেখার পড় প্লিজ একবার চোখ বুলিয়ে নেবেন| টাইপোগুলো খুব চোখে লাগে