নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ পুলিশ যখন অপরাধীকে খোঁজে, তাদের তথ্য কেন মিডিয়ায় দেয়?

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬

ঢাকাতে পুলিশ এস আই নিহত হয়েছে যাত্রীদের মালামাল চেক করার সময়; মনে হয়, গ্রুপে ৩ জন অপরাধী ছিল; তাদের একজন পুলিশ অফিসারকে চুরি দ্বারা মারাত্মকভাবে আহত করে; পুলিশ অফিসার প্রাণ হারায়েছেন; অপরাধীদের একজন ধরা পড়েছে, ২ জন পলাতক। পুলিশ ধৃত অপরাধীর নাম প্রকাশ করেছে; তার দেয়া স্টেইটমেন্ট প্রকাশ করেছে; যেজনের চুরিতে পুলিশ অফিসার নিহত হয়েছে, সেই অপরাধীর নাম প্রকাশ করেছে; সেই অপরাধী কোথায় থাকতো সেই স্হানের নাম প্রকাশ করেছে; সেই স্হান থেকে কিছু সন্দেহভাজনকে গ্রেফতার করেছে; এবং বলেছে যে, তারা আসল অপরাধীকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে।

এভাবে মিডিয়াতে সবকিছু প্রকাশ করে দেয়াতে অপরাধীকে খোঁজা কি সহজ হয়, নাকি অপরাধীরা দরকারী তথ্য পেয়ে পুলিশ থেকে নিজেদের রক্ষার সঠিক ব্যবস্হা নিতে সক্ষম হয়? আমার মনে হয়, ৫ম শ্রেণীর একটা বাচ্ছা বুঝতে পারবে যে, অপরাধীর কোন তথ্য প্রকাশ করলেই অপরাধী ও তার সাথের লোকেরা সেসব তথ্য ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্হা নেবে; তা'হলে পুলিশের সব লোকের প্রফেশানেল বুদ্ধিমত্তা কি ৫ম শ্রেণীর বাচ্ছার থেকে কম, নাকি এরা কোন এক ধরণের জিনিয়াস, যা আমি ও আমার মতো অনেকেই বুঝতে পারছি না!

পুলিশ যদি বলতো যে, এসআই হত্যার সাথে জড়িতদের ব্যাপারে পুলিস বিভাগ ব্যবস্হা নিচ্ছে; চলমান পদক্ষেপের কারণে, অপরাধীদের ব্যাপারে কোন তথ্য দেয়া সম্ভব হবে না; তা'হলে কি হয়?

তারপর, পুলিশ যখন সন্দেহজনক সবাইকে গ্রেফতার করার পর, ও যাদের আর এ মহুর্তে ধরা সম্ভব নয় বলে, ডিপার্টমেন্ট মনে করে, তখন সীমিত তথ্য প্রকাশ করে, তা'হলে কেমন হয়? অপরাধীরা গ্রেফতার হলে, তাদের নিকটবর্তী পরিবারকে জানানো হবে, যাতে তারা কোর্টে উপস্হিত হয়ে আইনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে।

প্রতিটি ঘটনায়, শুরু থেকে পুলিশ ও র‌্যাব কি কারণে অপরাধী ও তাদের অবস্হান ইত্যাদি সম্পর্কে সব তথ্য প্রকাশ করে? সাথে সাথে পুলিশ ও র‌্যাব জানায় যে, তারা কি করতে যাচ্ছে! এটা আপনারা কিভাবে বুঝেন?



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: এদের কার্যপদ্ধতি এমন যে আপনার মতো অনেকেই বুঝতে পারে না! ভালো হয় আপনি কোন পুলিশ অফিসার কিংবা র‍্যাবের অফিসারকে প্রশ্ন করুন।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:

আমি অবশ্যই বুঝি না; আপনি কি বুঝেন?

আমার মনে হয়, পুলিশে চাকুরী পাওয়ার পর, এরা গাধায় পরিণত হয়

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৯

সেয়ানা ০১ বলেছেন: পুলিশ হইতে ব্রেন লাগে না, হাসিনারে কমিশন আর গোপাল গন্জে বাড়ী হইলেই চাকুরী কনফার্ম !!

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:

টাকা যে পাক, বিনা টাকায় কেহ অন্তত পুলিশের চাকুরী পাচ্ছে না।

বিনা টাকায় হয়তো গার্মেন্টস শ্রমিক চাকুরী পাচ্ছে; সেখানেও অনেক মেয়েকে কারো সাথে ঘুমাতে হচ্ছে।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: না ভাই আমি বুঝি না!
আমি তো ক্ষুদ্র জ্ঞানের অধিকারী তাই এইসব নিয়ে আমি কখনও ভাবি না।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী হয়ে থাকনে, যেই ৫০% ভাগ স্কুলে যেতে পারেনি তাদের অবস্হা কি?

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৯

বর্নিল বলেছেন: সময়োপযোগী পোস্ট

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


পুলিশের লোক মারছে, তারপরও গবুদের মগজ কাজ করছে না।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪২

নতুন বলেছেন: এই জন্য বাংলা সিনেমায় পুলিশ আসামী ধরার জন্য দৌড় দেয়ার আগে দুর থেকে বাশি ফু দিতে দিতে আশে।

তাদের ধারনা পুলিশের বাশি শুনে সন্ত্রাসী হিপনোটাইজ্ড হয়ে বসে থাকবে।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


দেশকে অপরাধীদের দেশে পরিণত করেছে পুলিশ

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪

ঢাকাবাসী বলেছেন: উপ্রে দুইজন কইসে -- পুলিশ হইতে ব্রেন লাগে না, হাসিনারে কমিশন আর গোপাল গন্জে বাড়ী হইলেই চাকুরী কনফার্ম !
--এই জন্য বাংলা সিনেমায় পুলিশ আসামী ধরার জন্য দৌড় দেয়ার আগে দুর থেকে বাশি ফু দিতে দিতে আশে।

তাদের ধারনা পুলিশের বাশি শুনে সন্ত্রাসী হিপনোটাইজ্ড হয়ে বসে থাকবে।

হা হা হা আমি আর কি কমু! তবে দুনিয়াতে সবচাইতে অকর্মন্য অপদার্থ অযোগ্য অদক্ষ আনট্রেইনড চাপাবাজ পু... অইলো বাংলা...

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশে অপরাধ বাড়তে পুলিশ সাফল্যের সাথে সাহায্য করছে।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭

আমি আবুলের বাপ বলেছেন: আসলে সব কাজ করে বিএনপি-জামাত আর পুলিশ শুধু কাটে।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


পুলিশ সব সময় সরকারের, সে হোক আলীগ, বা বিএনপি।

তবে, তারা অপধারীদের দেশে পরিণত করেছে বাংলাদেশকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.