![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
জেনারেল জিয়ার হাতে সৃস্ট রাজনৈতিক(?) দল বিএনপি'কে ক্রমেই পতনমুখী করে তুলছিল জেনারেলের ছেলে তারেক জিয়া; ২০০৬ সালের ২৮ শে অক্টোবর ছিল পরাজয়ের শুরু; খালেদা জিয়া শুরুতে ছিলো না, শেষেও থাকবে না; খালেদা জিয়াকে আনা হয়েছে, আছে; সরালে সরে যাবে; তবে, সরানোর মতো কেহ এখন নেই।
২৮ শে অক্টোবর আসলে ছিল একটি ছোট সিভিল-ওয়ার; এই সিভিল-ওয়ারে, শেখ হাসিনার দল, 'লগি-বৈঠার দল' সহজে জয়ী হয়ে যাওয়ায় রক্ষা হয়েছে; যদি, তারেক জিয়ার দল, 'কাস্ত-লাঠির দল' সম-পরিমাণ বল নিয়ে দাঁড়াতে পারতো, তা'হলে আমরা মোটামুটি ২০০৭ সালের দিকে ছোট খাট আফগানিস্তান হওয়ার সম্ভাবনা ছিলো, কিছু সময়ের জন্য। তবে, ভয়ংকর ভয়ের কিছু ছিলো না, আমাদের মিলিটারী ক্ষমতায় এসে যেতো, আফগানিস্তানের সে ধরণর মিলিটারী ছিলো না।
সেদিন ও সেই সপ্তাহে কিছু নাগরিককে প্রাণ হারাতে হয়েছে; তবে, তাদের মাঝে কয়জন নিরপেক্ষ নাগরিক ছিল, পরবর্তী সরকার তা প্রকাশ করেনি। এটা সঠি যে, সেদিন জাতি ভয়ংকর সব হত্যাকান্ড দেখেছে জীবন্ত ক্যামেরায়।
২০০১ সালে ভোটে জিতার পর, বিএনপি ও জামাতের কোয়ালিশন আওয়ামী লীগের কর্মী ও ভোট দাতাদের উপর ভয়ংকর নির্যাতন চালায়: তারা মানুষ মেরেছে, ঘরবাড়ী পোড়ায়েছে, ব্যবসা দখল করেছে, গরু ছাগল নিয়ে গেছে, হিন্দু মেয়েদের উপর পাশবিক নির্যাতন চালায়েছে; লাখের বেশী আওয়ামী তৃণমুল কর্মীকে এলাকা ছাড়া করেছিল; তারা আওয়ামী লীগ অফিস পোড়ায়েছে ও ঢাকার অফিসের চারিদিকে কাঁটা তারের বেস্টনী দিয়েছিল; ঘটায়েছিল ২৪ শে আগস্টের গ্রেনড হত্যা।
সবকিছু মিলে, ২৮ অক্টোবর মোটামুটি এই রকম বা আরো অনেক ভয়ংকর হওয়ার কথা ছিল। যাক, অল্পে সেরে গেছ, কারণ বিএনপি জামাত দাঁড়াতে পারেনি; তারা যদি সঠিক মতে দাঁড়াতে পারতো, অনেক মৃত্যু ও সম্পদের ক্ষতির সম্ভাবনা ছিল। তারেক বসে ছিলো না, সে বিএনপি পন্হী সেনা বাহিনীকে ক্ষমতায় এনে, অবস্হা নিজের পক্ষে নেয়ার চেস্টা করছিলো।
কিন্তু তারেকের মা নিজের পন্হী সেনাদের ক্ষমতায় আসার পথ করে দেয়; ফলে, সহজেই তারেকের লোকেরা পরাজিত হয়ে যায়।
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
বুঝার চেস্টা করছি।
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯
প্রামানিক বলেছেন:
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
সময়ের সাথে বাংলাদেশ ক্রমেই নির্মম হয়ে উঠছে, যা সিভিল ওয়ারের কারণ হতে পারে।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
ধমনী বলেছেন: সময়ের সাথে বাংলাদেশ ক্রমেই নির্মম হয়ে উঠছে, যা সিভিল ওয়ারের কারণ হতে পারে। -
- উপায় কী জনাব?
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
উপায় মানুষের মৌলিক অধিকার প্রতিস্টা করা, মানুষকে সমান সুযোগ দেয়া; শিক্ষাকে ৭০% ভাগ মানউষের জন্য ফ্রি করা, চাকুরী সৃস্টি করা।
প্রশ্ন করবে কে?
মানুষকে ক্ষমতায় যেতে হবে নিজের দলের মাধ্যমে।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় কথা বলে.....
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
সময়ের সাথে চেংগিস খানও চলে গেছে।
সময়ের আগেই খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় দিতে পারেনি বাংগালীরা, তাই তাদেরকে আরবে ক্রীতদাস হতে হয়েছে; আগামী ৩০ বছর বাংগালীরা খালেদা জিয়ার অভিশপ্ত রাজনীতির জন্য ক্ষতিপুরণ দেবে।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭
কিরমানী লিটন বলেছেন:
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালে বাংলাদেশকে ভুল পথে নিয়ে গেছে জেনারেল জিয়া।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুইজনের বয়সের ব্যবধান মাত্র ২ বছর।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন:
জাতির অশিক্ষাকে কাজে লাগিয়ে ও দুস্টদের দলে এনে, ২ জনই জাতিকে বেকুব বানায়ে আজীবন ক্ষমতায় রয়ে গেলো; জাতি বুঝতেও পারলো না।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯
কিরমানী লিটন বলেছেন: আমার জন্ম ১৫ এপ্রিল,১৯৭৬,অনেককে জেনারেল না হয়েও ভয়ংকর হয়ে যেতে দেখলাম,শাসনে - ক্ষমতায় ..।
ভালো থাকবেন সত্য-সুন্দরের সাথে, শুভকামনা রইলো আপনার জন্য সুপ্রিয় গাজী ভাই ...
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
জেনারেলদের কথা বলতে হলে, শেখ হাসিনা এখন ফিল্ড মার্শাল; অবশ্য পেছেন কারণও আছে; জাতি এত কম বুঝে, যা এ সময়ের জন্য গ্রহনযোগ্য নয়।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮
সাাজ্জাাদ বলেছেন: সময়ের সাথে বাংলাদেশ ক্রমেই নির্মম হয়ে উঠছে, যা সিভিল ওয়ারের কারণ হতে পারে।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি, অর্থনীতি ও সাামাজিক অন্যায় বাংলাদেশকে ক্রমেই নির্মম করে তুলছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই আপনি তো অনেক বড় রাজনৈতিক বিশ্লেষক ! ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।