![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আহত মুক্তিযোদ্ধা, বিএনপি'র ভাইস-চেয়ারম্যান, শমশের মবিন বিএনপি থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নিয়েছেন; প্রথমিক কারণ, জিয়ার পথে নেই বিএনপি! জিয়ার মৃত্যুর পর, কত মিনিট, কত ঘন্টা, কত দিন বিএনপি জিয়ার পথে ছিল? উনি ৩৪ বছর পর টের পেয়েছেন যে, বিএনপি জিয়ার পথে নেই! জিয়ার মৃত্যুতে বিএনপি'র সবাই খুশী হয়েছে, কারণ বিএনপি আর জিয়ার পথে থাকার সম্ভাবনা নেই, এবং সেটাই আনন্দ!
আসলে ৩৪ বছর আগেই উনি জানতেন যে, জিয়ার পথে বিএনপি নেই; আসলে উনার আসল প্রাথমিক কারণটা এর থেকে অনেক বড়; সেটা হলো, যারা শেখ হত্যায় অংশ নিয়েছিল, সবাইকে উনি বিদেশে প্রতিস্ঠিত করেছেন, টাকা পয়সা দিয়ে, চাকুরী দিয়ে, ডিপ্লোমেটিক ও অন্য পরিচয়ে পাসপোর্ট দিয়ে; এখন বিএনপি দুর্বল, সেই সুযোগে কেঁছো খুঁড়তে সেইসব সাপেরা বেরিয়ে আসতে পারে; তাই গাভী ভুল পথে যাচ্ছে বলে, দুধ খাওয়া বন্ধ করার কথা ঘোষনা হচ্ছে।
জিয়ার সাথীরা বিএনপিতে ভাইস চেয়ারম্যান, জিায়র ছেলে বিএনপিতে 'সিনিয়র ভাইস চেয়ারম্যান'; এটা কি গতকাল হয়েছে? যেদিন তারেক ১২০ জন সিনিয়র নেতার মাথায় পা রেখে সিনিয়র সভাপতি হয়েছিল, সেদিন বিএনপি কোন পথে ছিল?
আওয়ামী লীগের উচিত, মুক্তিযোদ্ধা হিসেবে উনার পাসপোর্ট করার সুযোগ করে দেয়া; এদের টাকা পয়সা আছে, বিদেশে চলে যেতে চায় চলে যাক; এদের ১৪ গোস্ঠী এখন বিদেশে থাকে, টাকা পয়সাও হয়তো বিদেশে; যাক, একদিন এই বাংলার জন্য যুদ্ধ করেছিল; শেখ সাহেব বিদেশে পাঠায়ে চিকিৎসা করায়েছিল। এরা শেখ সাহেবের পরিবারের, জিয়ার পরিবারের, সালমান রহমানের পরিবারের বন্ধু বা আত্মীয় হন, এরা বাংলার এলিট; এদের চলে যেতে দিলেই ভালো; এরা বাংলাকে বসবাসের অযোগ্য করে ফেলেছেন; যাক, চলে যাক, এদের লোকজন থাকে লন্ডনে, দুবাইতে।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন:
যদি আপনি কোন কারণে বাকশাল না বুঝে থাকেন, আপনি অবশ্যই বাংলার মাটির জন্য দু:খ ছাড়া আর কিছুই নন। বাকশাল এত ভালো যে, স্বয়ং শেখ হাসিানা ও আওয়ামী লীগ বাকশালকে ভয় পায়!
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই পোস্টের অপেক্ষায় ছিলাম। উনাকে ধন্যবাদ। অলি কিংবা বি চৌধুরীর মত পংটামি করেননি।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
ওলি মুসলিম লীগ পরিবারের ছেলে ছিল; বেংগল রেজিমেন্টে থাকায় সৈনিকেরাই উনাকে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন; জিয়ার মৃতয়ুর পর, বিএনপি উনাকে সঠিকভাবে মুল্যায়ন করেনি; ছাত্রদল, শ্রমিলদল সবই উনি গঠন করে দিয়েছিলেন; খালেদা জিয়া ওসব বুঝতো না।
বদরুদ্দোজা আওয়ামী পরিবারের সন্তান ছিলেন, রাজনীতি জানতেন না, তাই উনার বাবা উনাকে রাজনীতিতে টানেননি।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১
বিপরীত বাক বলেছেন: শেখ হাসিনা বাপের ৬০-৭০% কভার করে ফেলেছে।।
বাট তারেক খালেদা (-) ৮০% উল্টো গেছে।। মানে পুরোই নেগেটিখ ভ্যালু।।
আর তাছাড়া ওদের বেসিক তো জিয়ার বেসিকের উল্টো।। জিয়া ছিল পরিবারতন্ত্রের বিরোধী।। আর বর্তমান বিএনপি বাংলাদেশের রাজণীতি তে পরিবারতন্ত্রের মূল ধারক বাহক।।
জিয়ার আর্থিক সততা সর্বজনবিদিত।। বাংলাদেশের রাজণীতিতে যে কয়জন ব্যক্তিত্ব আর্থিক কেলেঙ্কারি তে ক্লিন ইমেজের অধিকারী তন্মধ্যে জিয়া অন্যতম।।।
আর তারেক খালেদা হলো বাংলাদেশের দুর্ণীতি লুটপাটে সর্বোচ্চ রেকর্ডের অধিকারী।। আগে এই রেকর্ড টা এরশাদের দখলে ছিল।।
আর্থিক অসততার আইকন তারেক রহমান।। অনিয়ম লুটপাটের হেডকোয়ার্টার হলো," হাওয়া ভবন".!!
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬
চাঁদগাজী বলেছেন:
জিয়ার মাস্টার ডিগ্রি ছিল, সেনা বাহিনীতে ও বিদেশে অনেক ট্রেনিং ছিল; তারেক কোনভাবে ইন্টারমিডিয়েট পাশ করেছিল; আবার স্বভাবের দিক থেকে খালেডা জিয়ার মতো; যারা পড়ালেখা জানে না, তাদের আত্ম সন্মান থাকে না।
তারক বাংলাদেশে মাফিয়াকে রাস্ট্রীয় পর্যায়ে নিয়ে গিয়েছিল। একবার সুযোগ পেলে, মাফিয়ারা গণভবনে চলে যেতো।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩
বিপরীত বাক বলেছেন: তাই কিভাবে বিএনপি জিয়ার পথে থাকে??
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০০
চাঁদগাজী বলেছেন:
জিয়া যেভাবে দেশ চালায়েছে, উহাকে বলা হয় মিলিটারী ডিক্টেটরশীপ; এমাজুদ্দিন সাহেবরা উহাকে নাম দিয়েছে 'বহুদলীয় গণতন্ত্র', ইত্যাদি।
জিয়ার মৃত্যুর পর, ডিক্টেটরশীপ হারায়ে গেছে, সাত্তের সাহেব বাংগালী গণতন্ত্র চালু করেছিলেন; কিন্তু ফল দেখার আগেই, জিয়ার স্হানে এরশাদকে বসায়েছে পশ্চিম।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৩
সেয়ানা ০১ বলেছেন: আমলীগ আছে মুজিবের দেখানো পথে , খুন-গুম-ব্যংক লুট, নারী নির্যাতন !!
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩১
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ শেখ সাহেবের মৃতয়ুর পর, উনার পথে থ্বেকে সরে পরেছে; আপনি জানেন, উনার পথ কি ছিল!
আওয়ামী লীগ বিএনপি'র প্রশাসন চালিয়ে যাচ্ছে।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৭
সেয়ানা ০১ বলেছেন: তাইলে প্রতিদিন সকালে উইঠা বিএনপির গীবত পোস্ট না কইরা, আমলীগের লুট-পাট জিয়া পোস্ট দেন !
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনার কেন মনে হচ্ছে যে, আমি বিএনপি'র গীবত গাচ্ছি?
শমসের মবিন সরে দাঁড়াচ্ছে, আমি উনার মুখের বাণী প্রকাশ করছি; এতে বিএনপি'র বিপক্ষে লিখছি?
আপনাদের সমসয়া, আপনারা কোনকিছুই ঠিক মতো শিখেননি; কোন এনালাইসিস ক্ষমটা নেই।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫১
সেয়ানা ০১ বলেছেন: শমসের মোবিনের পক্ষে কথা বলার জন্য আপনারে নিয়োগ দিছে ??
৩০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
কেহ কাউকে নিয়োগ দেয় না; প্রত্যেক নাগরিকের কিছু দায়িত্ব থাকে; যা আপনি হয়তো বুঝার সুযোগ পাননি।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৭
বিপরীত বাক বলেছেন: হুমম।। প্রশাসন মানে আমলা।। এই সিস্টেম ব্রিটাশ আমলে তৈরি।। জিয়ার মত ডিক্টেটর আমলাতান্ত্রিক প্রশাসনের টিকিটিরও নাগাল পায় নি হাসিনা পাবে কিভাবে??
এরা কি পরিমাণ ঘাড়ত্যাড়া তা বর্তমানে আসন্ন পে-স্কেল নিয়ে মুহিত- হাসিনা দুজনকে একসাথে কিভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে তা দেখলে বোঝা যায়।।
৩০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমলারা পাকীদের চেয়েও ভয়ংকর।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ্বিমত সহমত যাই হইনা কেনো শেষের প্যারাটুকুন দারুন বলেছেন।কুলাকুলি করে সহমত পোষন করছি।
বিপরীত বাক বলেছেন: শেখ হাসিনা বাপের ৬০-৭০% কভার করে ফেলেছে।।
বাট তারেক খালেদা (-) ৮০% উল্টো গেছে।। মানে পুরোই নেগেটিখ ভ্যালু।।
আর তাছাড়া ওদের বেসিক তো জিয়ার বেসিকের উল্টো।। জিয়া ছিল পরিবারতন্ত্রের বিরোধী।। আর বর্তমান বিএনপি বাংলাদেশের রাজণীতি তে পরিবারতন্ত্রের মূল ধারক বাহক।।
জিয়ার আর্থিক সততা সর্বজনবিদিত।। বাংলাদেশের রাজণীতিতে যে কয়জন ব্যক্তিত্ব আর্থিক কেলেঙ্কারি তে ক্লিন ইমেজের অধিকারী তন্মধ্যে জিয়া অন্যতম।।।
আর তারেক খালেদা হলো বাংলাদেশের দুর্ণীতি লুটপাটে সর্বোচ্চ রেকর্ডের অধিকারী।। আগে এই রেকর্ড টা এরশাদের দখলে ছিল।।
আর্থিক অসততার আইকন তারেক রহমান।। অনিয়ম লুটপাটের হেডকোয়ার্টার হলো," হাওয়া ভবন".!!
ভাই বিপরীত বাক,শহীদ জিয়া সম্পর্কে আপনার মতামত জেনে মনটা ভরে গেলো।আপনার সম্পর্কেও ধারণা অনেক উঁচু হলো।অনেক অনেক ধন্যবাদ।
১০| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১
ইমদাদুল্লাহ বলেছেন: আ'লীগ বলেন আর বি এন পি বলেন সবাই তো একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, বাংলাদেশে এখন গণতন্ত্রের মোড়কে পরিবার তন্ত্রের রাজনীতি চলছে, যাকে একপ্রকার নিউ রাজতন্ত্র বলা চলে, শেষমেষ জনগণ হয় বলির পাঠা
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯
আমি আবুলের বাপ বলেছেন: গুড,আংকেল আপনারে মাগনা একটা সুপরামর্শ দেই,দেখলাম ফেসবুকে একদল পোলাপান বাকশালের অনুকরনে ফেকশাল খুলছে,আপনিও সামুতে আপনার মুরিদদের নিয়া সাকশাল খুইলা ফালান।