![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ সাহেবকে হত্যা করা হয়েছে বাংলাদেশকে ক্যাপিটেলিস্ট ব্লকে রাখার জন্য; কিন্তু আওয়ামী লীগ সেটা তখন অনুধাবন করেনি; এখন অনুধাবন করে, হত্যাকারীদের তত্বকে নিজেরা গ্রহন করেছে; আসলে, একা শেখ সাহেব ব্যতিত, পুরো আওয়ামী লীগ ক্যাপিটেলিজমে বিশ্বাসী ছিল ও আছে। শেখ সাহেবও প্রথমদিকে ক্যাপিটেলিজমে বিশ্বাসী ছিলেন।
শেখ সাহেবকে হত্যার পর, যাদের ক্ষমতায় আনার প্রক্রিয়া চলছিল, সেখানে বড় বাধা ছিল তাজুদ্দিন আহমেদ; যেহেতু, তাজুদ্দিন সাহেবকে ক্ষমতাচ্যুত করেছিলেন শেখ সাহেব, হত্যাকারীরা ভাবছিল যে, তাজুদ্দিন হয়তো ভুল করে তাদের দলে চলে আসবে। তারা ২/১ দিনের ভেতর বুঝেছিল যে, আসলে তা ঘটবে না; তখন হত্যাকারীরা তাজুদ্দিনকে সরায়ে দেয়ার প্ল্যান করেছিল।
তাজুদ্দিন সাহেবের হাতে হয়তো ১/২ দিন সময় ছিল আত্মগোপনে চলে যাবার; সেই সময়টুকু উনি ব্যবহার করতে পারতেন যদি তিনি সঠিক পরিস্হিতি বুঝতে পারতেন। সবচেয়ে ভালো সময় ছিল ১৫ই আগস্ট সকালে, যখনো ভাড়াটিয়া সেনারা ব্যস্ত ছিল। মনে হয়, উনি ভেবেছিলেন যে, এটা মিলিটারী ক্যু, আসলে এটা ছিল তার চেয়ে অনেক বড়; শেখ সাহেবের হত্যাকান্ড বাংলাদেশ মিলিটারীর ক্যু ছিল না, ছিল সিআইএ'র বড় পদক্ষেপ।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
উনাকে বলাও হয়েছিল, উনি ভেবেছিলেন যে, সামান্য মিলিটারী ক্যু; খুবই বড় ভুল ছিলো।
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু ভুল এমন যে , জীবন দিয়ে প্রাশ্চিত্ত করতে হয় । আফসোস !!!
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের ভুলের কারণে আমাদের আত্মদান অনেকটা বৃথা হয়ে যাচ্ছিল; তাজুদ্দিন সাহেবের ভুলে আমরা আমাদের আত্মদান পুরোপুর বৃথা হয়ে গেলো।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
প্রামানিক বলেছেন: তাজুদ্দিনদের আত্মগোপনে যাওয়া উচিৎ ছিল।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
উনারা মানুষের বিরাট দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেইভাবে নিজকে দেখেননি, ঘটনা প্রবাহকে এনালাইসিস করেনি।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেখ সাহেবকে হত্যা করা হয়েছে বাংলাদেশকে ক্যাপিটেলিস্ট ব্লকে রাখার জন্য; কিন্তু আওয়ামী লীগ সেটা তখন অনুধাবন করেনি; এখন অনুধাবন করে, হত্যাকারীদের তত্বকে নিজেরা গ্রহন করেছে; আসলে, একা শেখ সাহেব ব্যতিত, পুরো আওয়ামী লীগ ক্যাপিটেলিজমে বিশ্বাসী ছিল ও আছে।
কিন্তু এই সত্য ঢাকতে কত প্যাচালই না পারে নিত্য!!!!
+++
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
এটা নতুন আওয়ামী লীগ; এরা হোসনী মোবারকের মতো
৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩
অগ্নি সারথি বলেছেন: সহমত।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩
চাঁদগাজী বলেছেন:
তাজুদ্দিন সাহেব বেঁচে গেলে, আমাদের ইতিহাস ভিন্ন হতো।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:০৭
হতাশার আলো বলেছেন: তাজউদ্দিনের দুরদৃস্টি কম ছিল। শেখ সাহেবের তারচেয়েও কম ছিল ।
এই দুইজনের দুরদৃস্টির এরকম বেহাল দশা না থাকলে , আজ আমরা আরও অনেক ভালো অবস্থায় থাকতাম ।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:১০
চাঁদগাজী বলেছেন:
পজিশন হিসেবে, ২ জনই কম সঠিক পদক্ষেপ নেননি।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৬
কিরমানী লিটন বলেছেন: পোষ্টের বক্তব্যের সাথে সহমত পোষণ করছি,বিশুদ্ধ সত্যকে চোখের সামনে তুলে ধরার জন্য আপনাকে হাজারো সালাম!!!এখন সত্য এবং সত্য বলার মানুষের করুন আকাল,অনেক শুভকামনা ...
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
এগুলো বুঝলে, আমরা সহজেই নিজেদের কর্তব্য বুঝতে পারবো।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
জে: জিয়ার মৃত্যুর সাথে বিএনপি'র মৃত্যু হয়েছিল চট্টগ্রামের সার্কিট হাউসে; সেই মৃত বিএনপি'র ভুতকে ফেরত আনা হয়েছে বেগম জিয়ার আত্মা ভন্ধক দিয়ে। এই নতুন বিএনপি'কে খাঁচায় ভরতে শেখ হাসিনার ৩৪ বছর সময় লেগেছে; এটাই বিজয়, এখানেই শেখ হাসিনার সব চাওয়া পাওয়া; নাকি বিএনপি'র পথ থেকে সরে গিয়ে জাতি গঠনের কাজ হবে?
শেখ হাসিনা উত্তারধিকার সুত্রে আওয়ামী লীগ পেয়েছেন; এটা বিরাট পাওয়া; এই মহাশক্তিকে অনেকভাবে ব্যবহার করা সম্ভব
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
ঢাকাবাসী বলেছেন: তাজউদ্দিনের দুরদৃস্টি কম ছিল। তখন আত্মগোপনে যাওয়াটাই স্ট্র্যাটেজিকালী সঠিক হত।