![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
এই মাসে ২ জন পুলিশকে চেক পোস্টে হত্যা করা হয়েছে গেরিলা স্টাইলে, ব্লগার ফ্লগার বা প্রকাশকের কথা আর কি বলবেন! পুলিশ নিজকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে, সেই পুলিশ নাকি বাকীদের রক্ষা করবে?
আমাদের পুলিশের ভয়ংকর বদনাম আছে; বদনাম থাকলে, তাকে কেহ সমীহ করে না; পুলিশ কি ট্রেনিং পাচ্ছে, কিভাবে তাদের ইমেইজ গড়ে উঠছে, তারা দুস্ট দমনে কতটুকু দক্ষ, সব কিছু নির্ভর করে উপরের র্যাংকের অফিসার ও তাদের নীতির উপর। উপরে ভয়ংকর দুর্বলতা বিরাজ করছে।
কোন এক টক শো'তে, র্যাবের ডাইরেক্টর'এর সাথে ইমরান সরকারের তর্কের সময়, ডাইরেক্টর ইমরাণের সিকিউরিটির কিছু তথ্য প্রকাশ করেছেন; এতে র্যাবের কিছু কৌশল প্রকাশিত হয়েছে; কোন প্রফেশানেল নিজেদের কৌশল প্রকাশের কথা নয়।
দেশে রাজনৈতিক দ্বন্দ্ব বিরাজ করছে, জনসংখ্যার আধিক্যের চাপ আছে, দেশে '৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রতিপক্ষ আছে, দেশে বেকার সমস্যা, অর্থনৈতক বৈসম্য বিরাজ করছে; এগুলোর মিলিত ফলাফল বিশৃংখলা ও এনার্খি; এনার্খির প্রথম লক্ষণ হচ্ছে, জনমনে ভয় ও অনিশ্চয়তা।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
দেশ ভয়ংকর সমস্যায় আছে, দেশের অনেক মানুষ চাহে না যে, জাতি ভালো করুক।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
কলাবাগান১ বলেছেন: 'ডা:' মারজানের হাসির ইমো দেখেই বুঝা যায় এই এর্নাখি তে উনার খুশী আর ধরে না
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:২১
চাঁদগাজী বলেছেন:
৩৪ বছর পর, শেখ হাসিনা দুস্টদের বাক্সে ঢুকায়েছে; এখন মানুষের জন্য কাজ করার দরকার; আমি সেই লক্ষন দেখছি না।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
Tas DE Sun বলেছেন: ২০০ কিমি গতিতে দেশ এগিয়ে যাচ্ছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
দেশের অনেক মানুষই নিজ পায়ে কুড়াল মারছে, এটা ঠেকানো সহজ হচ্ছে না।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
সেয়ানা ০১ বলেছেন: শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ !!
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
আর কোন পার্টি তো মাঠে নেই, ভোটে নেই; দেশ ভয়ংকর সমসয়ায়।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
মুদ্দাকির বলেছেন: ট্রেনিং না যোগ্যতা আর আন্তরিকতার সমস্যা!!
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
র্যাব প্রধান যেভাবে মিডিয়ায় নিজদের কৌশলের কথা বলেছে, তা উনার দক্ষটার কারণে।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
ঢাকাবাসী বলেছেন: অদক্ষতা, প্রশিক্ষনের অভাব, যোগ্যতার অভাব শিক্ষার অভাব কাজের প্রতি নিষ্ঠার অভাব প্রকট।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
ইুনিভার্সিটিগুলো গার্বেজ তৈরির কারখানা।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
সেয়ানা ০১ বলেছেন: দেশ সমস্যায় ???
বলেন কি?
আপনি না বলেন হাসিনা দেশকে "সোনার বাংলা" বানািয়া ফালাইবো?
০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
আমি বলেছি যে, শেখ হাসিনার স্বপ্ন ছিল বিএনপি'কে ক্ষমতার বাইরে রাখা
৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪০
কিরমানী লিটন বলেছেন: এখানে সত্যের দুর্বোধ্য আকাল-চেতনার বীজে তাই কীটের দখল... ঠিক বলেছেন গাজী ভাই, দেশজুড়ে চাপা আতঙ্কের কথা-ক্ষমতার হেরেমে কিছুতেই পৌঁছে না...রোমের উত্তাপ দহনও,থামাতে পারে না নিরুদের সে ডাকাতিয়া বাঁশি ...
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন,মুগ্ধ ভালোবাসায়...
০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:২০
চাঁদগাজী বলেছেন:
এই হত্যাগুলো এমন যায়গায় হচ্ছে , সরকার তেমন বিচলিত নয়।
৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৬
উর্বি বলেছেন: সত্য সুন্দর
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
তাই?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
ডাঃ মারজান বলেছেন: ভাই দেশ এগিয়ে যাচ্ছে!