![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মির্জা ফখরুল প্রস্তাব দিয়েছিল যে, বর্তমান পরিস্হিতি থেকে বের হওয়ার জন্য 'সর্বদলীয় বৈঠকের দরকার'; এটা একটা বড় সুযোগ ছিল, কমপক্ষে মির্জা সামনের সারিতে আসতে পারতো, মির্জা বিএনপি'তে ফোকাস হতো; এতে খালেদা জিয়া ও তারেক পেছনে সারিতে চলে যেতো। মির্জা অস্হায়ী সেক্রে হিসেবে ৯১ দিনের তান্ডবের জন্য দায়ী ছিল; কিন্তু নিজ হাতে নিশ্চয় পেট্রোল বোমা মারেনি; এবং খোকা, মিলনদের মতো দেশ ছেড়ে পালানোর লোক নন; সুতারাং, উনাকে জেলের বাহিরে রেখে, উনার কথানুযায়ী বৈঠক করার দরকার ছিল।
দেশের সবাই চায় যে, খালেদা জিয়া রাজনীতি থেকে বের হয়ে যাক; কিন্তু বিএনপি'র লোকদের ভুল ধরণা, খালেদা জিয়া না থাকলে বিএনপি ঠিকবে না; মির্জাকে বৈঠক করতে দিলে, মির্জার ভালো দিক দেখতে পেতো বিএনপি; তখন বিএনপি'র লোকেরা খালেদা জিয়ার বাইরে ভাবতে পারতো।
যদিও ধারণা করা হয়েছিল যে, পরপর ২ বার ক্ষমতায় না থাকলে, বিএনপি থাকবে না; আসলে, বিএনপি, বা বিএনপি'র মতো দল বাংলাদেশে থাকবে আরো অনেকদিন।
বাংলাদেশের মানুষের শিক্ষাহীনতা, অন্যের অধিকার হরণের মনোভাব, ভারত বিদ্বেষ, বাকশাল বিদ্বেষ, অন্য ধর্মের লোকদের প্রতি বিদ্বেষ, সামাজিক অনাচার করার স্পৃহা বিএনপি বা বিএনপি'র মতো পার্টি চালানোর জন্য খুবই উর্বর।
মির্জাকে জামিনে বের করে, তাকে বৈঠক করার সুযোগ দেয়া হোক; সে বিএনপি'র মানুষের সাপোর্ট পেয়ে সামনে আসুক; সে খালেদা জিয়া, তারেক, হানিফ, মায়া বা ড: হাছানদের চেয়ে ভালো লোক।
০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালী চরিত্র পরিস্কার এখন।
২| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
নতুন বাঙ্গাল বলেছেন: কথা হলো আপনার মির্জা সাহেব উনার নিজের ব্রেনে আজ পর্যন্ত কিছু করছে কিনা। উনাকে বাইরে রাখলেই উনি যুবরাজের অনুমতি ছাড়া সরকারের সাথে বৈঠক করবে এবং সেই বৈঠকে উনি সরকার কে সুপরামর্শ দিবেন বা বিএনপির নেতৃত্ব দিবেন এসব আপনি কিভাবে চিন্তা করেন আমার মাথায় আসছে না।
০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
সরকারকে সুপরামর্শ দেয়ার মতো বুদ্ধি মির্জার নেই; আবার, শেখ হাসিনা কারো কথা শোনে না, শেখ সাহেব বেঁচে থাকলে, শেখ হাসিনা উনার কথারও মুল্য দিতেন না; খালেদা ও তারেক বিএনপি'তে সবাইকে চাকর হিসেবে গণ্য করে আসছে; এবার সুযোগ ছিল মির্জাকে সামনে আনার।
শেখ হাসিনা চায় যে, বিএনপি ২য় স্হানে থাকুক।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
সজিব হাওলাদার বলেছেন: সে হানিফ, মায়া বা ড: হাছানদের চেয়ে ভালো লোক।একমত।
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের দলগুলোটে ভালো লোক নেই বললেই চলে, সেখানে ফখরুলকে চান্স দেয়ার দরকার আছে।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
প্রামানিক বলেছেন: মির্জাকে জামিনে বের করে, তাকে বৈঠক করার সুযোগ দেয়া হোক; সে বিএনপি'র মানুষের সাপোর্ট পেয়ে সামনে আসুক; সে খালেদা জিয়া, তারেক, হানিফ, মায়া বা ড: হাছানদের চেয়ে ভালো লোক।
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
বাংলায় ভালো মানুষ নেই; ২/১ জন যা আছে, তাদেরকে দলের জন্য শাস্তি দেয়া ঠিক হবে না।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
অগ্নি সারথি বলেছেন: মির্জা লোকটারে আমার বেশ ভদ্রলোক লাগে।
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
আমার ধারণা, বিএনপি বাতাসে মিলায়ে যাবে না; সুতরাং, তারিক বাহিরে থাকার সময়, মির্জাকে সামনে আনলে, তারেকের মত মাফিয়া পেছনের সারিটে চলে যাবে।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেশের সবাই চায় যে, খালেদা জিয়া রাজনীতি থেকে বের হয়ে যাক;
সবাই না হলেও আপনি যে চান তা জানি.............আফসোস সাধ অধরাই রয়ে যাবে
মির্জাকে জামিনে বের করে, তাকে বৈঠক করার সুযোগ দেয়া হোক; সে বিএনপি'র মানুষের সাপোর্ট পেয়ে সামনে আসুক; সে খালেদা জিয়া, তারেক, হানিফ, মায়া বা ড: হাছানদের চেয়ে ভালো লোক।
শেখ হাসিনা/এরশাদ নাম দুটি কি মিস করলেন???
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
এরশাদ শব্দটা আমার কি-বোর্ডে লেখা যায় না; 'শয়তান' লিখলে উহা নিজে নিজে এরশাদ হয়ে যায়।
শেখ হাসিনা মনে হয়, সবচেয়ে ক্ষমতাশালী বাংগালী।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৬
কানা কুদ্দুছ বলেছেন: দেশের সবাই চায় যে, খালেদা জিয়া রাজনীতি থেকে বের হয়ে যাক;
সবাই না হলেও আপনি যে চান তা জানি.............আফসোস সাধ অধরাই রয়ে যাবে
বক্তব্য কেমুন কেমুন যেন লাগে? যাহা সত্য তাহা কেহই বলিতে চাহি না।
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
পাথর যুগের মানুষ ব্যতিত উনাকে রাজনীতিতে কেহ চাহেনি।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৫
সেয়ানা ০১ বলেছেন: দেশের সবাই চায় যে, খালেদা জিয়া রাজনীতি থেকে বের হয়ে যাক ???
থাকুক শুধু হাসিনা-ইনু-মেনন !!!
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা জাতির জন্য যতটুকু ভালো কইছু করতে পারতেন, সেটার কিছুই করছেন না; তবে, জাতিকে পাকিস্তানের প্রভাব মুক্ত রাখছেন।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১১
সেয়ানা ০১ বলেছেন: পাকিস্তানের প্রভাব মুক্ত রাখছে.......?? ভারতের গোলাম বানায় নাই ??
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৬
চাঁদগাজী বলেছেন:
ভারত সম্পর্কে আমার ভালো ধারণা।
ওদের সাথে আমাদের পানি, বর্ডারে মানুষ মারা ও চোরাকারবারী নিয়ে সমস্যা আছে; তবে, সেগুলো সমাধানযোগ্য; পাকীরা আমাদের দেশকে পেছনে টানার জন্য জংগীবাদের ফাইন্যান্স করে আসছে।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন:
পাথর যুগের মানুষ ব্যতিত উনাকে রাজনীতিতে কেহ চাহেনি।
প্রস্তর যুগে পাঠিয়ে দিলেন!!!
মনে রাখলুম মশাই..............একদিন আমিও
০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
চাঁদগাজী বলেছেন:
যারা মনে করেছেন যে, খালেদা জিয়া রাজনীতি করেছেন, তারা ডুবেছেন
১১| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন:
যারা মনে করেছেন যে, খালেদা জিয়া রাজনীতি করেছেন, তারা ডুবেছেন
ঘোলা পানিতে ডুবে ডুবে জল খাওয়ার চাইতে একবারে ডুবে যাওয়া ভালো
০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়াকে পুতুল সাজিয়ে দেশ চালায়েছে পাকী আইএসআই।
১২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন:
খালেদা জিয়াকে পুতুল সাজিয়ে দেশ চালায়েছে পাকী আইএসআই।
আর হাসিনার ব্যপারটা কি?
র ?
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
চাঁদগাজী বলেছেন:
আছে বলে মনে হয়
১৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুযোগ বারবার আসে না। ফখরুদ্দিন, মঈনুদ্দিনের সুযোগ ছিল দুই পরিবার থেকে দেশকে রক্ষা করার। কিন্তু তারাও ব্যর্থ হয়েছিল। এই দেশে আরো অনেক বছর দুই পরিবার দেশ শাসন করবে। যত বড় নেতাই হোক। দুই পরিবারের প্রধান ছাড়া চলতে পারবেনা । দুই দলেরই একই অবস্থা।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার হাতে চাবি; সে যদি ভুল করে খালেদা জিয়া ও তারেককে পরাজিত করে; ২ পরিবার আউট; আর যদি তারেককে রক্ষা করে, ২ পরিবার টিকে যাবে।
১৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন:
আছে বলে মনে হয়
সত্যবচনে ধন্যবাদ
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
দেশ আমাদের, আওয়ামী লীগ ও বিএনপি মারাঠাদের মতো। টাকা পয়সা বাইরে নিয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের মানুষের শিক্ষাহীনতা, ভারত বিদ্বেষ, বাকশাল বিদ্বেষ, ধর্মের কারণে অন্য ধর্মের লোকদের প্রতি বিদ্বেষ, সামাজিক অনাচার করার স্পৃহা বিএনপি বা বিএনপি'র মতো পার্টি চালানোর জন্য খুবই উর্বর।