নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া সংলাপে বসতে চায়, কথা কিন্তু সন্দেহজনক।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০০

আওয়ামী লীগ বিএনপি'র আর সংলাপ হওয়ার সম্ভাবনা নেই; হয়তো আর দরকারও নেই, বিশেষ করে খালেদা জিয়ার সাথে বসার কোন দরকার থাকার কথা নয়। খালেদা জিয়া দেশের বাইরে থেকে বলছে, দেশের অবস্হা এতটা খারাপ যে, সরকারের উচিত বিএনপি'র সাথে সংলাপে বসা; কথার স্টাইলে মনে হচ্ছে যে, অবস্হা এ পর্যায়ে এনে, উনি সংলাপ চাচ্ছে; এদিকে উনার থিংক ট্যাংক ড: এমাজুদ্দিনও বলছেন যে, দেশ ভয়ংকর খারাপ অবস্হায়, এবং এখনি সংলাপ দরকার।

ড: এমাজুদ্দিন ও খালেদার কথা মনে হচ্ছে যে, আসলে বিএনপি সকল সন্ত্রাসীদের কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে দেশে সন্ত্রাস চালাতে; সরকার বেসামাল হয়ে সংলাপে বসতে রাজী হবে। দেশের মানুষের আর্থ সামজিক দিক ও অসন্তুস্টি দেখলে বুঝা যায় যে, দেশ সন্ত্রাসের চারণভুমিতে পরিণত হচ্ছে দ্রুত।

খালেদা জিয়া কখনো সংলাপ চাহেনি অতীতে, এখন চাচ্ছে, ভালো; তবে, এই ধরণের সংলাপ থেকে কিছু আসবে না; সরকারকে চেস্টা করতে হবে, মানুষের হয়ে সন্ত্রাসের মোকাবিলা করা।

সরকার যদি চায়, বিএনপি থেকে শুধু মাত্র মির্জা ফখরুলের সাথে বসে দেখতে পারে; এতে যদি বিনপি'র মানুষেরা রাজনীতিতে উৎসাহিত হয়। বিএনপি'র লোকেরা কোনদিন রাজনীতি করার কথা ভাবেনি, তারা ক্ষমতা থেকে পার্টি করা শুরু করেছিল, এবং ক্ষমতায় থাকাকে রাজনীতি মনে করে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

অন্ধকারের আলোর দিশারী বলেছেন: বিএনপি কোনদিন রাজনীতি করার কথা ভাবেনি, তারা ক্ষমতায় থেকে পার্টি করা শুরু করেছিল, এবং ক্ষমতায় থাকাকে রাজনীতি মনে করে। শতভাগ সহমত ।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:

উনাকে হয়তো দেশে ফিরতে না দেয়াই মানুষ ও দেশের জন্য ভালো হবে; উনার টাকা পয়সাও দেশের বাহিরে।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

ঢাকাবাসী বলেছেন: একমত।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

চাঁদগাজী বলেছেন:


উনার বদলে, মির্জা ফখরুলের সাথে বসলে মানুষ বেশী উপকৃত হবে, উনার মনে শয়তান পোষণ করছে পাকীরা।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

ফ্রিটক বলেছেন: হাসিনা খালেদা এক জিনিস, এরা কোনদিন জনগনের কল্যান এর জন্য রাজনীতি করে বলে আমি বিশ্বাস করি না। আর এরা করে রাজতন্ত্র।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


অবস্হার পরিপ্রেক্ষিতে ২ জন একই পথ অনুসরণ করেছে, ক্ষমতা দখল করে, রাজতন্ত্র চালায়েছে; আমাদের ২ রাণী কেন দরকার? ১ টা করে কমে আসুক।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২১

আধারে আমি৪২০ বলেছেন: ভালো বলেছেন।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


উনার দরকার রিটায়ারমেন্ট,

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

আরণ্যক রাখাল বলেছেন: সংলাপ চাওয়াটা রহস্যময়

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


উনাকে দেশে ফিরতে না দিলে বিএনপি হয়তো রাজনীতি করা শুরু করবে, ফখরুল কমপক্ষে ভালো বাংগালী।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

প্রামানিক বলেছেন: যত সংলাপই হোক লাভ হবে না।

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


সংলাপের জন্য পন্ডিত লোকের দরকার হয়, এগুলো সব চোর ডাকাত

৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: এতো বড় ইউটার্ন আশা করি নি!! অবশ্য আমাদের দেশে সবই সম্ভব!! শুধু আমরাই অবাক হতে হতে আর হই না।।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫১

চাঁদগাজী বলেছেন:

মুখে যা আসে বলে, আসলে খালেদা জিয়া ও শেখ হাসিনা সংলাপ ইতয়াদির মগজ নিয়ে জন্মেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.