নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অগ্রগতি , উন্নয়ন ঠেকাতে নয়, আপনার গদি নিয়ে টানাটানি

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

বিদেশী হত্যা, ব্লগার-প্রকাশক হত্যা, পুলিশ হত্যার বিপরিতে শেখ হাসিনার এক বক্তব্য, "কোন ষড়যন্ত্রই অগ্রগতি ঠেকাতে পারবে না"; যেই অগ্রগতি হচ্ছে, এটাকে ঠেকানো সম্ভব নয়, এটা সঠিক; বসুন্ধরার ভুমি দখল, খুলনা পাওয়ারের রেন্টাল বিদ্যুৎ, ছাত্রলীগ ও যুবলীগের টেন্ডার দখল, ফালুর ব্যবসা, নোমানের ব্যবসা, প্রাইভেট ইউনিভারসিটির ফি'এর অগ্রগতি কেহ ঠেকাতে পারবে না।

কিন্তু চাকুরীর বাজার, পড়ালেখার মান, নতুন বিনিয়োগ সবই ঠেকে যাচ্ছে; প্রকাশক দীপন, বা জাপানী নাগরিক যদি গাড়ী চাপা পড়ে মরতো, ২/১ শত লোক খেয়াল করতো; কিন্তু মরেছে ৪/৫ জন, ১৭ কোটী ভয়ে কাঁপছে, জাতি সংঘ থেকে চিঠি আসছে, সিএনএন থেকে জাপানী ও ইটালিয়ান মিডিয়ায় মানুষ দেখছে, ইউ দেশ-সমুহের দুতেরা ইউরোপে গিয়ে মিটিং করছে নিরপত্তার জন্য; অগ্রগতি ঠেকছে না?

প্রাইম মিনিস্টার বোধ হয় লজ্জা পায় নিজের গদির কথা বলতে! ওরা কিছু ঠেকেতে চাচ্ছে না, ওরা আপনার গদি চায় মাত্র। যেই অগ্রগতির কথা আপনি বলছেন, সেই অগ্রগতি খালেদা জিয়াও চায়; ওরা ক্ষমতায় না থাকলেও ওদেরও অগ্রগতি আছে, খোকা ঠিকই নিউইর্কে চিকিৎসা নেয়, খালেদা জিয়া চোখ দেখায় নিউইয়র্কে, মির্জা ফখরুল ডাক্তার দেখায় নিউইর্কে; কিন্তু জাহাংগীর নগরের প্রফেসরের প্রোস্টেট ক্যানসার হলে ঠিকই পত্রিকায় ভিক্ষা চেতে হয়।

এসব আবোল তাবোল না বলে, সঠিক কথা বলেন; সাপের মতো একেবেঁকে না চলে সোজা হয়ে চলেন; বলেন যে, মানুষ মেরে, এনার্খী সৃস্টি করে ক্ষমতা দখল করা যাবে না; এবং মানুষের জন্য কাজ করেন, যাতে মানুষ ষড়যন্ত্রকারীদের থেকে সরে আপনার কাছে আসতে পারে।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

গেম চেঞ্জার বলেছেন: ওরা আপনার কথা শুনবে কেন?

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমি কখনো ভাবিনি যে, কেহ আমার কথা শুনবে; পোস্টিং করা মানে, কোন বিষয়ে এটাই আমার ধরণা, অন্য ব্লগারেরা কি মনে করেন!

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

তাল পাখা বলেছেন: 'কোন ষড়যন্ত্রই আমায় গদি থেকে সরাতে পারবে না' এক কথা কি বলা যায়? তাইতো বলতে হয় 'কোন ষড়যন্ত্রঈ অগ্রগতি ঠেকাতে পারবেন।'

দেশ নাগরিক শূন্য হয়ে গেলেও অগ্রগতি অব্যাহত থাকবে।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:

সেদিন দেখলাম দেশে মাত্র ৩ কোটী মানুষ 'মধ্যবিত্ত'; এটা অগ্রগতি?

শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে পারবে না; ছাড়লে উনাকে মেরে ফেলতে পারে।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

ঢাকাবাসী বলেছেন: মানুষ নিজে যেমন তাদের নেতারাও ওরকমই হয়! দুনিয়াতে সবচাইতে করাপটেড দেশ (জাতি), সবচাইতে অশিক্ষিত (করে রাখা হয়েছে) মানুষের কুনু আশা নাই! এরকমই থাকবে মনে অয়!

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:

শেখ সাহেব, জিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, প্রশাসন জাতিকে শিক্ষা থেকে দুরে রেখে জাতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সবার অাগে মানুষের নিরাপত্তা প্রয়োজন । সরকার যতই অগ্রগতির নাম জঁপুক না কেন, মানুষের জান-মালের নিরাপত্তা না দিতে পারলে তাদের সব অর্জন ব্যাহত হবে । দুর্নীতি নির্মূলের কথা না হয় বাদ-ই লাম ।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সময়ে আমেরিকান ডলারে কয়েকজন বিলিওনিয়ার ও কয়েক হাজার মিলিওনিয়ার বেড়েছে; এটাই অগ্রগতি।

'দুর্নীতি'ই প্রশাসন চালানোর মুলমন্ত্র হিসেবে কাজ করছে।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

তাল পাখা বলেছেন: শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে পারবে না; ছাড়লে উনাকে মেরে ফেলতে পারে

বাহ চমতকার! নিজের মৃত্যু ঠেকাতে দেশ রসাতলে যাক, দেশ জনশূন্য হয়ে যাক।তাতে কিছু আসে যায় না।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


উনার পজিশন বড়, আওয়ামী লীগ উনার; ফলে, উনার মৃত্যু ঠেকানোর শক্তি উনার আছে, সেটা প্রয়োগ করছেন।

দেশ রসাতলে একদিনে যাচ্ছে না, এতে অনেকের অবদান আছে।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

তাল পাখা বলেছেন: ঠিক বলেছেন এতে অনেকের অবদান আছে।

তবে উনি যদি সেই পথই মাড়ালেন তাহলে উনার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? বরং আক্রমণের ভাবটা আরো বেশী দেখা যাচ্ছে।

০৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:

উনি জিয়ার তত্বে দেশ চালাচ্ছেন মিলিটারী কায়দায়; ফলে, উনি বিরাট কিছু করছেন না; উনার অবডান হলো, পাকীদের নিযুক্ত খালেদা জিয়াকে ১ টার্ম ক্ষমতার বাইরে রেখেছেন।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

তাল পাখা বলেছেন: চমতকার উনার নিজের মৃত্যু ঠেকানোর পদ্ধতি। নিজের মৃত্য ঠেকাতে নিরীহ জনগণের জীবনকে ঢাল হিসেবে ব্যবহার করেন।

০৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


উনি আঢুনিক রাজনীতির লোক নন; উনার কৌশল সমসসাময়িক নয়।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

কিরমানী লিটন বলেছেন: দেশের মানুষ নিরাপত্তাহিনতায় ভুগছে-চারদিকে চাপা আতঙ্ক,শাসক দল ভুলে যাচ্ছে-মানুষ যাকে ভয় পায়,তাকে ভালোবাসেনা-ঘৃণা করে ...

অনেক শুভকামনা প্রিয় গাজী ভাই...

০৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিরপত্তায় টাকা খরচ না করে, পড়ালেখায় টাকা খরচ না করে রিজার্ভ হাতে রাখছে, উদ্দেশ্য ভালো বলে মনে হচ্ছে না।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

বিপরীত বাক বলেছেন: ওরা ক্ষমতায় না
থাকলেও ওদেরও অগ্রগতি আছে, খোকা
ঠিকই নিউইর্কে চিকিৎসা নেয়,
খালেদা জিয়া চোখ দেখায়
নিউইয়র্কে, মির্জা ফখরুল ডাক্তার
দেখায় নিউইর্কে; কিন্তু জাহাংগীর
নগরের প্রফেসরের প্রোস্টেট ক্যানসার হলে ঠিকই পত্রিকায় ভিক্ষা চেতে হয়।




দেশ রসাতলে একদিনে যাচ্ছে না, এতে অনেকের অবদান আছে।

০৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:

আমরা অনেকেই একই ধরণের লজিক্যাল ধারাবাহিকতা দেখছি।

০৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনি লিখুন।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৭

কলাবাগান১ বলেছেন: এক ব্যাপারে আমি খুশী যে অনেকদিন হল রাজাকারদের গাড়ীতে রক্তস্নাত বাংলাদএশের পতাকা দেখা যায় না

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

চাঁদগাজী বলেছেন:

৩৪ বছর সময় লেগেছে সেই অবস্হায় যেতে; এবং এ অবস্হা কতদিন থাকবে, বলা কঠিন।

শেখ হাসিনা যদি মানুষের জন্য সঠিভাবে কাজ করতো, ১৯৯৬ সালের পর, কখনো বিএনপি গং ক্ষমতায় আসতে পারতো না।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

অগ্নি সারথি বলেছেন: নাহ। কোন মন্তব্য করব না।

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

চাঁদগাজী বলেছেন:

ওকে

১২| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

তাল পাখা বলেছেন: বিকৃত চিন্তার ফলাফল কখনো ভাল হয়না। অতীত তার সাক্ষী।

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার রাজনীতৈক ভাবনার উপর প্রভাব রাখছে উনার পরিবার হত্যা, উনাকে হত্যার প্রচেস্টা; ফলে, উনার রাজনীতি ঠিক ইন্দিরার মতো হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.