![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গতকাল মগের মুল্লুকে ভোট হয়েছে; প্রায় ৫০ বছর পর, এই প্রথমবার মোটামুটি নিরপেক্ষভাবে ভোট হলো মগের মুল্লুকে; ৬০ বছরের অনেক মানুষ জীবনে এইবার প্রথম ভোট দিয়েছে; আজ থেকে ক্রমেই ভোটের ফলাফল জানা যাবে; সবাই আশা করছে, আং সুচি'র ডেমোক্রেটিক দল জয়ী হতে পারে। ভোটে অন্য দল হচ্ছে মিলিটারীদের দল।
মগের মুল্লুকের টুকিটাকি জেনারেলরা আমাদের জেনারেল জিয়া বা এরশাদ থেকেও খল নায়ক ছিল ও আছে।
৬ কোটী মানুষের দেশে ৩ কোটী ২০ লাখ ভোটার হয়েছে, ৮০% মানুষ ভোট দিয়েছে। ভোট দিতে পারেনি রোহিংগারা; ১৩ লাখ রোহিংগার মাঝে হয়তো ৭/৮ লাখ রোহিংগা ভোটার হতে পারতো।
ভোটাধিকার না থাকলেও রোহিংগারা সুচিকে 'মা' ডেকেছে, ও তাহার উপর বিরাট আশা করছে; কিন্তু সমস্যা আছে, সুচি জয়ী হলেও প্রেসিডেন্ট হতে পারবে না; সুচি সেই অধিকার বর্জন দেয়ার পরেই জেল থেকে বের হয়েছে; ফলে, রোহিংগাদের মা'য়ের কতটুকু ক্ষমতা থাকবে বলা মুশকিল।
বার্মার আয়তন ৬ লাখ ৭৭ হাজার বর্গমাইল, আমাদের থেকে সাড়ে ৪ গুণেরও বড়, লোক সংখ্যা মাত্র ৬ কোটীর কাছাকাছি; বার্মার মত আমাদের জনসংখ্যার ঘনত্ব হলে, আমাদের দেশে এখন থাকতো ৩ কোটী ৬০ লাখ মানুষ। আবার বার্মার প্রাকৃতিক সম্পদ আমাদের থেকে শতগুণ বেশী।
সেই দেশ থেকে রোহিংগাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে মিলিটারী; এই ভোটও রোহিংগাদের কিছু দেয়ার সম্ভাবনা নেই; ওখানকার সাধারণ মানুষ রোহিংগা বিরোধী। আসলে, আমাদের পুর্ব দিকের লোকেরা দয়ামায়াহীন।
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
বার্মা ভালোর দিকে যাবে দ্রুত গতিতে; রোহিংগাদের চলে যাবার দরকার মালয়েশিয়া, ই্দোনেশিয়াসহ সব মুসলিম দেশে।
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০২
অগ্নি সারথি বলেছেন: বাস্তবিক মগের মুল্লুক!!
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
ওগুলো মানুষের মাঝে তেমন পড়ে না।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬
আরণ্যক রাখাল বলেছেন: মগের মুল্লুকই বটে
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
১৯৮০ সালেই রোহিংগাদের উচিত ছিল মাহাথিরের সাহায্য নেয়া।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
কিরমানী লিটন বলেছেন: পূবের সূর্য পুবেই উঠে,পশ্চিমে যায় অস্ত
বিবেকের দ্বার বন্ধ হেথা-জুলুমের হাত সমস্ত।
এখানে পিচাস রক্ত পিপাসু,প্রসব করে উল্লুক
শান্তির নারী দস্যুর সখা-ওটাই মগের মুল্লুক !!!
অনেক শুভকামনা সুহৃদ প্রিয় গাজী ভাইকে,মগের মুল্লুকের রোহিংগাদের মা'(?)/মাছের মা(!) নিয়ে লিখা চমৎকার পোষ্টির জন্য অসংখ্য অভিবাদন...
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনার পদ্য ও ভাবনা মিলে গেছে, সুচি হয়তো মাছে মা; কোনদিন রোহিংগাদের পক্ষে কিছু বলেনি।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: দেখি কথাকার পানি কথায় গড়ায় ।
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
পানি চট্টগ্রামের দিকে গড়ায়
৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: দেখি সূ চি কতটা সূচি করতে পবিত্র করতে পারে
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
আসলে, নামটা সুকি, আমি করেছি সুচি।
সুচি জয়ী হয়েছে; তবে, তার হাত এখনো বাঁধা; দেখা যাক, ভালো কিছু করলে শুধু রোহিংগারা নয়, আমাদেরও ভালো হবে।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে তো নাকি প্রেসিডেন্টের চেয়ে বেশী ক্ষমতা থাকবে - এমন পোস্ট সৃষ্টি করবে। দেখি সামরিক জান্তা কতদূর কী করতে দেয়। আর রোহিঙ্গাদের উপর নির্যাতনের সময় তার নীরবতা অনেককে ভাবিয়েছিল। এখন শুধু অপেক্ষা কেমন চলে মায়ানমার তা দেখার।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
সেও একজন মগ।
যদি মিলিটারীর ভয়ে এতদিন চুপ থেকে থাকে, তা ভালো।
৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
তামান্না তাবাসসুম বলেছেন:
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
সুকির পার্টি জয়ী হয়েছে; হয়তো পরাজিত মানবতার গ্লানী থেকে রোহিংগারা মুক্তি পাবে
৯| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
তৌফিক মাসুদ বলেছেন: এই সুচিই সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য রোহিংা হত্যার প্ররোচনা দিয়েছে। যে ভিক্ষুরা তাকে জেল থকে বের করেছে তারাই রোহিনগাদের মারার খেলায় মেতেছিল। এখন বাশঁ দিয়ে সুচি মা হতে চলেছেন।
কী রাজনীতি রে বাবা!!!!
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদেরকে সব মুসলিম দেশ ৫০ হাজার করে নিলেই সমস্যা শেষ<
আফগান, বাংলাদেশ ও পাকী ব্যতিত সব মুসলিম দেশে মানুষ দরকার।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮
নাবিক সিনবাদ বলেছেন: অপেক্ষায় আছি দেখি কী হয়?