নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ঐশী অবৈধ আয়ের পরিবারের দুস্ট জীবনের শিকার, মনে হচ্ছে

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

মনে হয়, যেই বিচারক ঐশীকে ফাঁসী দিয়েছেন, উনি অনেক বড় ফ্যাক্টর, হত্যার সময় ঐশীর মানসিক অবস্হাকে দাম দেননি; বাংলাদেশে 'পাগল' দেখলে ইউনিভার্সিটিতে-পড়া ছেলেরাও 'পাগল'কে ঢিল মারে; মানসিক রোগ বাংলাদেশে গুরুত্ব পায় না; হয়তো সেজন্য, দেশের শতকারা ২০ ভাগের বেশী মানুষের হালকা থেকে বড় মানসিক সমস্যা আছে।

ঐশীর ব্যয়, জীবন ধারণের মান, মাদক ক্রয়ের প্যাটার্ন, পড়ালেখার স্কুল ইতয়াদি ও ওর বাবার পারিবারিক অবস্হা দেখলে মনে হয়, পরিবারটির অবৈধ আয় ছিল অনেক; অবৈধ আয়ের টাকা যখন ভুল পথে খরচ হয়, অবৈধ আয়কারী বিচলিত হয় না; অবৈধ আয়কারীরা তাদের ছেলেমেয়েদের জীবনকে পাশে ঠেলে দিয়ে নিজদের নিয়ে ব্যস্ত থাকে।

বসুন্ধরার মালিক শাহ আলমের ছেলে মানুষ মেরেছিল; বিএনপি'র টেলিমন্ত্রী তরিকুলের ছেলেমেয়ে থাইল্যান্ড যেতো সেক্স ট্যুরিজমে; এগুলো হলো অবৈধ আয়ের পরিবারের ছেলেমেয়েদের জীবনের প্যাটার্ণ।

যাক, ঘটনার সময় ঐশী সুস্হ ছিল না, তার বয়সও কম ছিল, সে নিজের বিচার নিজে করতে চেয়ে নিজকে হত্মা করতে চেয়েছিল; সে হত্যা করেছে নিজ মা-বাবাকে, সমাজের কারো জন্য সে বিপদজনক নয়; এগুলো ফ্যাক্টর; এসব বিবেচনা করে, আমাদের প্রেসিডেন্টের উচিত, নিজ থেকে ঐশীর জীবন রক্ষা করে, ওকে পড়ালেখা করার সুযোগ দেয়া কঠিন পর্যবেক্ষণে রেখে; অকারণ, আপিল মাপিল করে, বিচারকদের ব্যস্ত করার দরকার নেই। ওর ফাঁসী থেকে কেহ কিছু শিখবে না; ফলে, এই মেয়েটাকে ঝুলায়ে কোন লাভ নেই, ওকে বাঁচতে দেয়া হোক।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সজিব হাওলাদার বলেছেন: খারাপ বলেন নি,

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


অবৈধ আয়ের পরিবারের ছেলেমেয়েরা ভুল পথে পা বাড়ায় সহজে।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

ধমনী বলেছেন: ফ্যাক্টর আরো আছে কিনা?
আফসোস .. বাবা মা খুন হলো, একমাত্র মেয়ের মৃত্যুদণ্ড হলো। পুরো পরিবারটাই শেষ!!!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:

কমপক্ষে মা-বাবার ভালোবাসার মেয়েকে জীবিত রাখার জন্য আমাদের অলস প্রেসিডেন্টকে এগিয়ে আসতে হবে।

আরো ফ্যাক্টর থাকা সম্ভব; তবে, ওকে ঝুলানোর মত বয়স ওর ছিলো না, পরিবার ওকে সঠিকভাবে মানুষ করার ইতিহাস নেই।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

ফেরদাউসুর রহমান বলেছেন: ফাঁসী দিয়ে দায়িত্ব শেষ করার চেষ্টা করছি। কিন্তু পারছি কি না জানি না।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


ফাঁসীর প্রশ্নই উঠে না, বেকুব বিচারক ওকে ফাঁসী দিয়েছে; খারাপ হবে যদি, জেল হয়ে যায়; প্রেসিডেন্ট আবদুল হামিদ সাহেবকে একটু কাজ কর্মে মন দিতে হবে, ওকে পড়াতে হবে।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "বাংলাদেশে 'পাগল' দেখলে ইউনিভার্সিটিতে-পড়া ছেলেরাও 'পাগল'কে ঢিল মারে; মানসিক রোগ বাংলাদেশে গুরুত্ব পায় না; হয়তো সেজন্য, দেশের শতকারা ২০ ভাগের বেশী মানুষের হালকা থেকে বড় মানসিক সমস্যা আছে।"
তৃতীয় বিশ্বের দেশগুলোতে মানসিক রোগকে রোগ হিসেবেই ধরা হয়না ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


এজন্যই তো খালেডা জিয়া ও শেখ হাসিনা ভোট পায়; ডক্টর কামাল পায় না। পাগলেরা কাকে ভোট দেয়, পাগলরাই জানে!

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

চলন বিল বলেছেন: জোড়া খুনের আসামীর মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আসামী অপ্রাপ্তবয়স্কও নয়। বিচারকের রায় ঠিকই আছে।
আপনার মামার ফাঁসির রায় হয় নি, চুপ মাইরা বইসা থাকেন।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


ওর অবস্হার জন্য ওর পরিবার দায়ী; জাতির দায়িত্ব আছে ওর প্রতি।

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

চলন বিল বলেছেন: আহা চাঁদগাযী সাহেব, কি চমৎকার কথা শুনাইলেন। "জাতি দায়িত্ব নেবে"
তো জনাব , প্রতিদিন দেশে এত খুন ধর্ষণ হচ্ছে, এদের দায়িত্ব কি জাতির পিতা নেবে?

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে যদি, শেখ সাহেব সঠিভাবে জাতির দায়িত্ব নিতেন, আমরা ভীনকে অতক্রম করে যেতে পারতাম; আমাদের লোকেরা পদ দখল করেছে, পদের দায়িত্ব নেয় না।

বাংলাদেেশ মানুষ যেভাবে অপরাধী হচ্ছে, তা সরকারগুলোর কারণে; কারণ, তারা জাতিকে গড়ছে না, শুধু সম্পদ দখল করছে।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

আজাদ মোল্লা বলেছেন: জাতি ওকে বলে ছিলো মা বাবা কে খুন করতে ?
জাতি বলে ছিলো ইয়াবা নিতে ?
জাতি বলে ছিলো ওর বাবাকে হারাম টাকা কামাতে ?
জাতি বলে ছিলো ওকে ডিজে পাটিতে যেতে ?
যাহার দোষ সে নিবে খালি পিলি মাথা খারাপ করার মানে আছে , মা বাবা মেয়ে কি করে দেখবেনা ,
বনে রাখবে ছেড়ে , আর জাতি বলবে যে আমারও কিছু দায়িত্ব আছে ?

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:


জাতি অবশ্যই বলেছে তাকে ইয়াবা খেতে; ইয়াবা যদি খারাপ হয়, এমপি ও পুলিশের স্ত্রী কেন ইয়াবা ব্যবসা করছে?

খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আইন ও আইন শৃংখলা বাহিনী আছে; আমাদের আইন শৃংখলা বাহিনী মানুষের হয়ে কাজ করছে বলে মনে হয় না।

ঐশীকে মেরে দৃস্টান্ত সৃস্টি হবে না; তাই, জীবনের মর্যদা দেয়ার দরকার; ওকে, আরকটা চান্স দেয়ার দরকার।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১০

আমি ০০০ বলেছেন: অবৈধ আয়ের টাকা যখন ভুল পথে খরচ হয়,

অবৈধ আয়ের টাকা .....
শুদ্ধ পথে খরচ করার উপায় আছে কি?

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


কালো টাকাকে 'সাদা' করতে দিয়ে সাইফুর রহমান ও মুহিত দেশকে ডাকাতের দেশ বানায়েছে।

অবৈধ আয়ার টাকায় মুলত জমি ও ফ্ল্যাট কিনছে, বিদেশ যাচ্ছে, বিদেশে ডলার নিচ্ছে।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

আজাদ মোল্লা বলেছেন: চান্স না উচিত শিক্ষা হয়া চাই ।
বাংলার পুলিশ আর ভিখারি সমান সমান নয় কি ?
কত বেতন পায় বলবেন আমায় ?
আবার আইন ওল্লা , পুলিশের বেতন কমছে কম পন্চাশ হাজার করতে হবে , খালি পেটে রামের পুজো হয়কি ?

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংলায় দরকার ৩ লাখ পুলিশ।

আর বেতন অনেক নবেশী দিটে হবে, যাটে বাজার দরের সাথে চলটে পারে, চুরিট দরকার না হয়; জীবনের সিকিউরিটির জন্য জাতি ব্যয় করতে রাজী; সরকারে মাথা নেই।

আমি সব সময় জীবনের পক্ষে, তাই চাই ঐশীকে যেন প্রেসিডেন্ট আরেকটা সুযোগ দেয়; শুধু মুক্তি নয়, পড়ালেখার শর্তে।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫

গেম চেঞ্জার বলেছেন: যাক, ঘটনার সময় ঐশী সুস্হ ছিল না, তার বয়সও কম ছিল, এবং হত্যা করেছে নিজ মা-বাবাকে; এগুলো ফ্যাক্টর; এসব বিবেচনা করে, আমাদের প্রেসিডেন্টের উচিত, নিজ থেকে ঐশীর জীবন রক্ষা করে, ওকে পড়ালেখা করার সুযোগ দেয়া কঠিন পর্যবেক্ষণে রেখে; অকারণ, আপিল মাপিল করে, বিচারকদের ব্যস্ত করার দরকার নেই। ওর ফাঁসী থেকে কেহ কিছু শিখবে না; ফলে, এই মেয়েটাকে ঝুলায়ে কোন লাভ নেই, ওকে বাঁচতে দাও;

এই পর্যন্ত সহমত। তবে নিচের লাইনে আপনি আদালত অবমাননা করেছেন। উইড্রো করলে ভাল হয়।

আর যে বিচারক ওকে ফাঁসী দিয়েছেন, উনাকে কেরানীর চাকুরীতে প্রমোশন দেয়া হোক।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


ওকে, নীচের লাইনটা মুছে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.