নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ঐশীর ফাঁসীর ঘটনায় প্রমাণিত, ব্লগারেরা সবচেয়ে চিন্তাশীল বাংগালী

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

প্রায় সব ব্লগারেই মত প্রকাশ করেছেন যে, ঐশীকে ফাঁসী দেয়া ঠিক হয়নি, সে সামাজিক, পারিবারিক সমস্যার শিকার হয়ে মানসিক সমস্যায় ভুগছিল; একটি ছোট মেয়ে ভয়ানক ভুল করেছে; তার আত্মহত্যার প্রচেস্টা ছিল নিজকে শাস্তি দেয়ার সমান। আমাদের সমাজ ঐশীকে মাফ করবে না সহজে, সে হয়তো সেকেন্ড চান্স পাবে না; তাকে সেকেন্ড চান্স দিতে পারে আমাদের প্রেসিডেন্ট বিশেষ ক্ষমতা বলে; কিন্তু তিনি এখনো পাথরের যুগে বাস করছেন; সেদিন চট্টগ্রাম গিয়ে তিনি এমন যানজটের সৃস্টি করেছিলেন যে, পুরো চট্টগ্রামবাসী উনাকে গালি দিয়েছে।

বাংলা ব্লগে যদি ১৭,০০০ হাজার একটিভ ব্লগার থাকে, তা'হলে গড়ে প্রতি ১০,০০০ বাংগাললির মাঝে একজন একটিভ ব্লগার আছেন; সংখ্যাটা খুবই ছোট, হতাশ হওয়ার মতো; তবে, আগামী ২/৩ বছরের মাঝে সংখ্যাটি কয়েকগুণ বেড়ে যাবে। ইতিমধ্যেই কয়েক লাখ নাকি রেজিস্ট্রেশন করেছেন ব্লগে; কিন্তু বেশীর ভাগই লিখেন না, বা কয়েকটা পোস্ট দেয়ার পর, চুপ হয়ে যান।

ব্লগের বাহিরে, আমি যাদের সাথে ঐশীর শাস্তি নিয়ে আলাপ করেছি, প্রায় সবাই বলেছেন যে, সমুচিত শাস্তি হয়েছে; এসব মানুষ পেছনে পড়ে আছে; বাংলাদেশে এদের সংখ্যা এত বড় যে, জাতির ভালো ভবিষ্যত কল্পনা করাই কঠিন।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐশী ছেলে হলে ব্লগারদের এত সহানুভূতি পেত?

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:

ছেলে হলে, হয়তো পেতো না; এটা খারাপ নয় যে, বাংগালীরা মেয়েদের প্রতি বেশী সহানুভুতিশীল, প্রকৃতি কিন্তু এটাকেই সাপোর্ট করে।
আবার দেখেন, আফগানিস্তান, আরব ও ভারত মেয়েদের প্রতি সহানুভুতিশীল নয়; এটা ভয়ংকর খারাপ, মানুষ প্রকৃতির বিপক্ষে আচরণ করছে।

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: আমাদের সমাজ ঐশীকে মাফ করবে না সহজে, সে হয়তো সেকেন্ড চান্স পাবে না; তাকে সেকেন্ড চান্স দিতে পারে আমাদের প্রেসিডেন্ট বিশেষ ক্ষমতা বলে; কিন্তু তিনি এখনো পাথরের যুগে বাস করছেন; সেদিন চট্টগ্রাম গিয়ে তিনি এমন যানজটের সৃস্টি করেছিলেন যে, পুরো চট্টগ্রামবাসী উনাকে গালি দিয়েছে।

কথা ঠিক।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:

সভ্যতা এখন অনেক উঁচু স্তরে; কিন্তু আমাদের চেয়ারগুলো দখল করে রেখেছে পেছনে পড়ে থাকা কিছু মানুষ।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

নাবিক সিনবাদ বলেছেন: আমি ঐশীর দেশের বাড়ির মানুষ, এখানকার মানুষরাও বলছে ওর উচিত শাস্তি হয়েছে।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


সম্ভব, যেখানে ডাক্তার, ইন্জিনিয়ারেরা পাথরের যুগে বাসবাস করছে, সেখানে সাধারণ মানুষ গুহাবাসী হবেই।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

দিশেহারা আমি বলেছেন: এত বিচলিত হবার কিছু নেই। ফাসির রায় হওয়া মানেই ফাঁসি হওয়া নয়।আমি অনেক ফাসির আসামিকে দেখেছি উচ্চ আদালতে আপিল করে বেকুসুর খালাশ পেয়েছে। তবে ঐশীর ক্ষেত্রে তা হবে না। তাকে ১০/১২ বছর জেল খাটতে হবে।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনার ধারণাই সঠিকের কাছাকাছি।

তবে, ব্লগারদের ভাবনা ও দৃস্টিভংগি ছিল খুবই আধুনিক

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

গেম চেঞ্জার বলেছেন: কথা একটাই, ঐশী'র সংশোধনের সূযোগ দেওয়া হোক। ও'র মেধাকে ব্যবহার করতে দেওয়া উচিত।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:

কোন একটা সংগঠনকে এই কাজটা করতে হবে; আমাদের তো সংগঠন নেই এখন; দেখা যাক, আপীল হোক, কেহ যদি এগিয়ে না আসে, তখন হয়তো কোন একটা সংগঠনকে অনুরোধ করতে হবে।

আমি উৎসাহিত যে, ব্লগারেরা সঠিভাবে ভাবতে পারছেন; ফলে, অনেক কিছু জাতির জন্য সহজ হবে।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

দ্যা লায়ন বলেছেন: এই দেশে নেশার টাকার জন্য মাদকাশক্ত ছেলে সন্তান তার পিতা মাতাকে হত্যা ঘটনা একেবারে বিরল নয়, এবং সেসব অপরাধি সন্তানের শাস্তি ফাঁশির ঘটনাও ঘটেছে, তখন তাকে নিয়ে মাতামাতি নজর কাড়েনি, আজ কেন ঐশির জন্য এত দরদ উথলে উঠলো বাঙালীর? কারণ কি সে সুন্দরী মেয়ে বলে?

একটা মানুষ পরিকল্পনা করে নিজের হাতে মা বাবাকে ছুরি মেরে হত্যা করেছে। সেটা সে করেছে অনেক গুলো সময় মিলিয়ে। এই সময়ে যার মধ্যে মা বাবার জন্য একবারো মায়া কাজ করেনি।একবারো তার মনে পড়েনি এই মা তাকে জীবনে কত লক্ষবার মামনি বলে ডেকেছে।যার হৃদয় এতটা কঠিন তার এই দুনিয়াতে সুস্থ্য অথবা অসুস্থ্য কোন অবস্থা্য বেচে থাকার কোন অধিকার নেই,

বলবেন পরিবেশ? মাদকের সহজলভ্যতা? তাহলে আপনার কি খবর? খান? না খেলে জীবনে কি মাদক দেখেনী? দেখে থাকলে খাননি কেন? মাদকে মধ্যে খানে বসবাস ককরেছি জীবনের ভয়ংকর সময় গুলো,আমাকে ছুতে পারেনি,আমার পরিবারে আশেপাশে সারাদিন খোজ করেও একজন মাদকাশক্ত পাওয়া যাবেনা।এমন কোটি কোটি মানউষ আছে এই দেশে ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সময় ও সচেনতা বাড়ছে।
ঐশীর পরিবারের অবস্হানও বড় ভুমিকা পালন করছে; এই হত্যা মিডিয়াতে এসেছে সঠিক সময়ে।

ঐশীর কি হবে, মানুষ হয়তো জানে না এখনো; মানুষ ব্যস্ত হয়ে যাবে নিজকে নিয়ে; ব্লগারেরা যেভাবে দেখেছে, যেভাবে ভেবেছে, সেটা প্রগ্রেসিভ।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার সাথে এক মত আপনি প্রতিটি পোস্ট খুব সুন্দর ভাবে গুছিয়ে লেখেন ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:



আসলে, আমি ভালো ব্লগার নই; আমি কোন একটা অবজারবেশনকে তুলে ধরার চেস্টা করি; বুঝতে চেস্টা করি, অন্যেরা কি ভাবছেন।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

সুলতানা রহমান বলেছেন: এর চে‌য়ে ঠান্ডা মাথার খুনীকে ও মাফ করা হ‌য়েছে ৷ ঐশী তো আস‌লে সমস্যার শিকার

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:

মাফ যথেস্ট নয় ওর জন্য, ওর তো কেহ রইলো না; ওকে জীবনের পথে দেখেনোর দরকার।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ঐশিকে ফাঁসি দিক তাতে সমস্যা নেই। তবে হাজার হাজার ঐশি তৈরির গোডাউন---হিন্দি সিরিয়াল কিন্তু অক্ষত!! নো প্রবলেম ভবিষ্যতে আরও তৈরি হবে! তখন কয়জনকে ফাঁসি দিবে??? যতসব মাথা মোটা বিচারক................।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


বিচারকও ইয়াবা খায় হয়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.