নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আরবদের সমস্যা বাংলাদেশ, পাকিস্তান সমাধান করতে পারবে না

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

আরবদের প্রতি বিশ্ব সবচেয়ে কার সাপোর্ট বেশী? বাংলাদেশী ও পাকিস্তানী লোকদের! আরবেরা বাংগালী পিএইডিকেও 'মিসকিন' হিসেবে ডাকে ও সেই অনুসারে বাংগালীদের সাথে ব্যব হার করে।

আরবেরাা কাকে সন্মান করে? আমেরিকানদের। একজন আমেরিকানকে সম পর্যায়ের বাংগালী থেকে ৫ গুণ বেতন বেশী দেয়; এয়ারপোর্টগুলতে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বাংগালী দুতাবাসের লোকদেরও হিমশিম খেতে হয়; আর আমেরিকান ইলেকট্রিশিয়ান ভিআইপি।

আরবেরা আমেরিকানদের মত বিলাসী জীবন যাপন করতে চায়, কিন্তু কাজ করতে চায় না; ওরা চায়, তেল থেকে পয়সা আসুক, তারা বিলাসীতায় সময় কাটাক, বাংলাদেশী, পাকিস্তানীরা, থাইয়েরা ওদের কাজগুলো করুক।

যেসব বাংগালীকে পেটের দায়ে আরবে কাজ করতে হয়নি, তারা ফেসবুকে ও ব্লগে আরবদের জন্য প্রাণ দিতে চেস্টা করছেন; যেসব শ্রমিকেরা একবার আরবে কাজ করেছে, তাদের পোস্ট লিখতে দেন; তখন বুঝবেন যে, ওরা বাংগালী ও পাকিস্তানীদের কি ভাবে সেটা বেরিয়ে আসবে।

আরবদের সাথে আমেরিকা ও ইউরোপের যে অবস্হার সৃস্টি হয়েছে, সেটা অনেক আরব চেয়েছিলো।

ইুরোপ সব সময় আরবদের সাপোর্ট করে আসছিলো; প্যালেস্টাইনের ব্যাপারে, বাংগালীরা চীৎকার দিলেও, বাংগালীরা সাহায্য করতে পারবে না; সাহায্য করেছে ইউরোপ; চুক্তি নরওয়েতে হয়েছে।

আরবেরা মারামরি, কাটাকাটি পছন্দ করে; সব কুর্দ কোন না কোনভাবে যুদ্ধে লিপ্ত আছে এখন।

আরবদের সমস্যা আরবদেরই সমাধান করতে হবে, আমেরিকা, ইউরোপ ও রাশিয়ার সাহায্য নিয়ে; আরবেরা আসলে সমস্যা সমাধান করার মতো শিক্ষিত নয়; ওরা ভয়ংকর প্রতিশোধ পরায়ন জাতি।


মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সজিব হাওলাদার বলেছেন: ঠিকই বলেছেন।

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:

আরবদেরই গোত্র সমস্যা, সম্পদ সমস্যা, শিয়া, সুন্নী, কুর্দ ও ওয়াহাবী সমস্যা বাংগালীরা বুঝবে না।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

ছাসা ডোনার বলেছেন: ওরা আসলেই জংলী। আমি নিজের চোক্ষে দেখেছি , ইউরোপে একসাথে পড়াশুনা করেছি। যখন দরকার পা চাটে এসে। সব সময় মদ মেয়ে নিয়ে আমদ ফুর্তি করতে পছন্দ করে। যারা মুসলমান বলে আরবদের সন্মান করে তারা ভূল করে। যাইহোক আল্লাহ ওদের এই জগতে ফুর্তি করার সুযোগ দিয়েছে করুক। মনে রাখবেন আমরা গরীব হতে পারি , কিন্তু ওদের চেয়ে হাজার গুনে ভাল।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:

বাংগালীরা প্যালেস্টািন সমস্যা বুঝে না।
প্যালেস্টাইন সমস্যার সমাধান এখন ফিলিস্তিনীদের হাতে। তারা সমাধান না করে, প্রতিশোধে ব্যস্ত

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

গেম চেঞ্জার বলেছেন: বাংলার কে এখন ওদের ঝামেলা মেটাতে গেছে?

ওরা আমাদের ছোটলোক ভাবে বটে আমরা কি ওদের ওখানে যাওয়া বাদ দিতে পারবো?

১৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৬

চাঁদগাজী বলেছেন:

১৯৭২ সালেই আমাদের সম্পদ ছিলো সবার জন্য চাকুরী সৃস্টি করার; সেই সুযোগ চলে গেছে; আজও আরবে লোক না পাঠায়ে দেশে সবাকে রাখা সম্ভব।

১৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমি মনে করছি, ব্লগারেরা সমাধান করার চেস্টা করছে।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরবরা না থাকলে কী আমাদের দেশে যে লেবারের ৫ হাজার টাকা কামানোর মুরোদ নাই, সে কামাই করে ২০ হাজার টাকা? যে গ্র্যাজুয়েট দেশে চাকুরি পায় ৭/৮ হাজার টাকা, সে ওখানে পায় ৩০/৪০ হাজার টাকা। যে ইঞ্জিনিয়ার পায় দেশে ৩০/৪০ হাজার টাকা, সে ওখানে গিয়ে পায় ৫০-৬০ হাজার টাকা। ইউরোর, আমেরিকায় কয়টা বাংলাদেশী মেইনস্ট্রিম জব পায়? তার তূলনায় অনেক বেশী স্মার্ট জব করে আরব দেশগুলোতে। তাদের দেশে নীচু কাজগুলোতে বেশীর ভাগ বাংলাদেশী কাজ করাতে তাদের ধারণা বাংলাদেশে মনে হয় উচ্চ শিক্ষিত নাই। কিন্তু তাদের দেশেরই বড় বড় হাসপাতাল, প্রজেক্টে বাংলাদেশীরা সম্মান নিয়েই কাজ করে। যে আরবরা বাংলাদেশীদের দেখতে পারে না তাদের সংখ্যা দিন দিন কমে আসছে....

১৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮

চাঁদগাজী বলেছেন:

৪০ লাখ বাংগালী আরব দেশে; কয়জন প্রফেশানেল?

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

ইমরান আশফাক বলেছেন: আপনার পোস্টটি আংশিক সত্য।

১৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:

ওকে, আংশিক

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১১

আরণ্যক রাখাল বলেছেন: বাঙালি আরবকে সাপোর্ট করে মুসলমান হিসেবে| আর কোন কারণে নয়|
আরবেরা অশিক্ষিত, তারা বাঙালিদের যা ইচ্ছে ভাবুক যায় আসে না কিন্তু আপনি আরবপ্রবাসীদের ছোট করাটা ঠিক করলেন না| কাজ তো কাজই| আর উচ্চ পর্যায়ে যে নেই তা তো নয়| সামুর ব্লগার সানড্যান্স ডাক্তারি করতে আরবের কোন এক দেশে গিয়েছিলেন| এমন অনেক আছে

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আমি নিজেদের ছোট করতে চাইনি; অবস্হা বুঝানোর জন্য বলতে হয়েছে।

আরবদের অশান্তি, আরবদেরই সৃস্টি; তবে, সেটা তারা সমাধান করতে পারবে না নিজে।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯

রাফা বলেছেন: আমরা ওদের সমস্যার সমাধান না করতে পারলেও ওদের কৃতকর্মের ফল পক্ষান্তরে আমাদেরকেই ভোগ করতে হয়।
ঐ জংলিরা পৃথিবীর কোথাও কাজ না করেই রজকিয় জিবন যাপন করতে পারে।আমাদেরকে সারা পৃথিবী চষে বেড়াতে হয় জিবিকার সন্ধানে।তাই তাদের সৃষ্ট সকল সমস্যার মোকাবেলা করতে হয় আমাদের।আমরাই সাফারার -এই জংলী জাতির জন্য।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:

আসলে তেলের প্রবাহ যাতে সাদ্দামদের হাতে না থাকে, গাদাফির হাতে না থাকে, সেটা করার জন্য আমেরিকা এসেছিল; এক সমস্যা সমাধান হয়েছে। নতুন সমস্যা দেখা দিয়েছে, তেলের পয়সা শিয়ারা, বা সুন্নীরা, বা কুর্দরা একা দখল করতে গিয়ে ভয়ংকর যুদ্ধ শুরু করেছে।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

জনাব মাহাবুব বলেছেন: বকওয়াজ :-< |-)

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


জাতির খাদ্য ও অক্সিজেন ধ্বংস করছেন?

৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

সাাজ্জাাদ বলেছেন: আপনার পোস্ট টা দেখে লগ ইন করলাম।
আরবে আছি। ফার্মাসিস্ট হিসেবে। অনেকদিন ধরে। দাম যা পাওয়ার যোগ্যতা হিসেবে পাই।
বাঙালি হিসেবে ধরলে দুই পয়সা দাম নাই।
অথচ বাঙালি জাতি খুব-ই ট্যালেন্ট। খুব অল্প সময়ে কাজ বুঝে নিতে পারে।

অনেক কিছু বলার ছিল। কিন্তু ইচ্ছে করছে না। তবে শুধু একটা কথা বলি, আরব দের ভবিষ্যৎ খুবই খারাপ।
আপনার কল্পনাশক্তি অনেক ভাল।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



আরবেরা নিজের মানুষের ক্ষতি করছে, তারা অন্য জাতিকে সন্মান করে না; হয়তো ভয় করে।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী ভাই,

আরব দেশে বসে কমেন্টটা করছি । আরব দেশ ফিলিপিন্স, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপালের জন্য শ্রম বাজার । ইউরোপ, আমেরিকা, জাপান, কোরিয়ার জন্য শুধু বাজার বা ব্যাবসায় পার্টনার । আমেরিকায় মিনিমাম ওয়েজ পার আওয়ার কত, আর আমাদের কত? আম্রিকানদের বেতন তো বেশি হবেই । তারপরও আমাদের দেশের মানুষেরা মোটের উপর মধ্যপ্রাচে ভাল আছে, অন্তত দেশের চাইতে ভাল। দেশের চেয়ে ভাল বেতন, নিরাপত্তা, ফরমালিন বিহীন খাবার, কিছুটা সঞ্চয় - এই নিয়ে ভাল থাকা ।

মানুষ হিসেবে আমদের দাম নিজের দেশেই নেই, আরবরা আমাদের কি দাম দেবে ? আর তার উপর আরবরা অধিকাংশই অশিক্ষিত ধনী, তাদের আচরণ আমাদের দেশের অশিক্ষিত ধনীদের মতই । তারপরও ওরা আমাদের চেয়ে এগিয়ে , ওরা অলস বা ভাগ্যগুনে ধনী হলেও, আমাদের মত চুরি করে ধনী হওয়া নয় । আর ওদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠিটা কিন্তু দেশে ফিরে আসছে, বিদেশের মাটিতে সেটেল করছেনা ।

আমদের পাসপোর্টের দাম পৃথিবীর কোন দেশেই নেই, এজন্য আরবদের দোষ দেইনা ।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


সঠিক বলেছেন।

শেখ হাসিনা বা খালেদা জিয়াকে যদি ষড়যন্ত্ না করে, পার্টি প্রধান না রা হতো, উনাদের মুল্যও ২ পয়সা হতো, যেভাবে উনারা মানুষের মুল্য ২ পয়সায় নিয়ে এসেছেন।

আমাদের দেশে যারা ধনী হয়েছে, ৯০ জন ডাকাতী করেছে সরকারের অংশ হিসেবে।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

মিন্টুর নগর সংবাদ বলেছেন: হাসিনা আপাকে আর খালেদা খালাকে দেশ থেকে বের করে দিয়ে নির্বাসনে পাঠানো হোক :-<

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:

১৭ কোটী লোক সেটা চায়, যদি ২ জনকে একত্রে বের করা যেতো; কিন্তু ওরা সব বাহিনীকে কিনে ফলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.