নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া লন্ডন থেকে নতুন কি শিখে আসলেন?

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

লন্ডন পার্লামেন্ট হলো আধুনিক গণতন্ত্রের চর্চাকেন্দ্র; বৃটিশ এমপি'রা গণতন্ত্রে এতই দীক্ষিত যে, লিখিত কোন 'সংবিধানের'ও দরকার হয়নি এ যুগেও। বৃটিশ দখল করেছিল রাজতান্ত্রিক ভারত, ফিরিয়ে দিয়েছে গণতান্ত্রিক ভারত; ২০০ বছর শোষণ করার পর, শোষণ বিরোধী সিস্টেম রেখে গেছে মানুষের জন্য।

বাংলাদেশ জন্ম থেকে প্রজাতন্ত্র; অর্থাৎ, সরকার পরিচালিত হবে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে; সেই অনুসারে, শাসনতন্ত্র শুধু গণতান্ত্রিক রাজনৈতিক দলকে রাজনৈতিক কার্যক্রম চালু করতে অনুমতি দেয়।

বাংলাদেশে রাজনীতি করতে হলে দলকে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে; দলের সব পদই নির্বাচনের মাধ্যমে হতে হবে। দেশের বড় ৩টি দলের সভাপতির পদে একই ব্যক্তি আছে যথাক্রমে ৩৪, ৩৩ ও ৩২ বছর; পদটিতে নির্বাচন হয়; কিন্তু দলের নেতারা এখানে গণতন্ত্রের প্রয়োগ করেনি ৮০ দশকের পর। সেইদিক থেকে, বড় ৩টি দল আসলে দেশে রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে।

বেগম খালেদা জিয়া বিএনপি'র চেয়ার পারসনের পদে ৩৩ বছর থাকায়, আসলে দলটি গণতান্ত্রিক পদ্ধতি থেকে পুরোপুরি সরে গেছে; দেশের মানুষের সিংহভাগ অশিক্ষিত হওয়ায়, এ ব্যাপারে দলটিকে চ্যালেন্জের সন্মুখীন হতে হয়নি আজও।

বেগম খালেদা জিয়া দেশের গত সংসদ নির্বাচনে যাননি; এ বছর চেস্টা করেছিলেন আন্ন্দোলনের মাধ্যমে নতুন নির্বাচন আদায় করতে আওয়ামী লীগ সরকার থেকে; সোজা ভাষায়, সরকার উনাকে এমনভাবে কোণথাঁসা করেছে যে, উনার দল টিকানোই মুশকিল হওয়ার কথা। ৯১ দিনের আন্দোলনে মানুষ চরম মুল্য দিয়েছে; সঠিকভাবে বিচার হলে, অনেকের ফাঁসী হওয়ার কথা; ১৫০ জন নিহত, ২০০ জন পংগু, ৪০ বিলিয়ন ডলারের সম্পদ ও সময় বিনস্ট।

আন্দোলনের সময় উনার ছোট ছেলের মৃত্যু হয়; মনে হয়, এটা আন্দোলনের প্রভাব। ২ মাস আগে তিনি লন্ডন যান অপর নির্বাসিত ছেলের সাথে দেখা করতে; দলকে বলেছে চিকিৎসা করাতে যাচ্ছেন। এখন ফিরে এসেছেন; মনে হচ্ছে, লন্ডন থেকে গণতন্ত্র শিখে এসেছেন; ৩৩ বছর পর, দলের শীর্ষ পদ থেকে সরে গিয়ে, দলে গণতন্ত্র আনবেন। যদি সেটা না করেন, কি করে তিনি গণতান্ত্রিক নির্বাচন চাইবেন?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আমরা কেহই কিন্তু লন্ডন,ওয়াশিংটনের বৃত্তের বাহিরে যেতে পারি নাই।। যদিও ভারতেরও অংশ আছে।।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



লন্ডন বিশ্বের সব গুণী ও ক্রিমিনালদের থাকতে দেয় টাকার বিনিময়ে; গণতন্ত্র ওরা বজায় রাখে নিজেদের জন্য; ওরা জানে, অনেকের মগজ এখনো বানরের পর্যায়ে!

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

আরণ্যক রাখাল বলেছেন: তিনি কিছুই শেখেন নি| ৩৩ বছরে যা শেখেননি এই কমাসে তা শিখবেন, তা কীকরে হয়?

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


উনি ৫ বার চেস্টা করে, সংখ্যায় ১ বিলিয়ন লিখতে পারবেন না; আমাদের এবারের বাজেট আনুমানিক ৩৮ বিলিয়ন ডলার; ুনি শোনেন, কিন্তু অনুভব করতে পারেন না।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

নতুন বলেছেন: দেশে এখন ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেনা আইন করা দরকার।

দলে যারা গনতন্ত্র নাই তারা কিভাবে দেশে গনতন্ত্র কায়েম করে?

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


এটুকু লজিক তো সাধারণ মানুষও বুঝেন; উনারা কি করে জাতির ক্ষতি করে যাচ্ছেন বছরের পর বছর, বুঝা মুশকিল; আরো লড়ছেন জাতির জন্য গণতন্ত্র আনটে!

৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে কি আমরাও.........।।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


ইুরোপ আমাদের নিয়ে হতাশ; ওরা ধরে নিয়েছে যে, কিছু কিছু ব্যাপার আমাদের মগজের ক্ষমতার বাহিরে!

৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

গেম চেঞ্জার বলেছেন: দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেনা এমন আইন করা দরকার।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


বেগম রওশন এরশাদ বিল আনুক; সমস্যা হবে, যদি উনি বিল বলতে রেস্টুরেন্টের বিল বুঝলে।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব দেশে একই ফর্মূলা চলে না। ইংল্যান্ডের সেন্টিমেন্ট আর বাংলাদেশের সেন্টিমেন্ট এক নয়। উনারা(বিগ থ্রি) এতদিন ধরে দলীয় প্রধান হওয়ার পরও বিপুল সংখ্যক সমর্থক উনাদের সাথে আছে। উনাদের (এরশাদ বাদে) পরবর্তী প্রজন্মের জন্য সবাই অপেক্ষা করছে। তবে উনারা থেকে যদি নীচের লেভেলে অন্তত সাধারণ সম্পাদক, সভাপতি, জেলা প্রধান গুলোতে গণতন্ত্র আনতেন তাহলে অনেক ভালো হতো। আর উনারা লোক দেখানো সভাপতি নির্বাচন করলেও কেউ দাঁড়ায় না উনাদের বিপক্ষে। নিজ থেকে কেউ কী এত সম্মান ছাড়তে চায়?

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:

কৌশলে মানুষকে ছাগল বানায়েছে ব্যুরোক্রেটরা, তাই সন্মানের সাথে আছে; দেখবেন, কিভাবে দেশ ছেড়ে পালায় সামনের দিন গুলোতে।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

তিক্তভাষী বলেছেন: খালেদা জিয়া লন্ডনে কী শিখেছেন জানি না। তবে যতোদিন আওয়ামী লীগ রয়েছে ততোদিন এদেশে গণতন্ত্রের দেখা পাওয়া যাবে না সেটা নিশ্চিত। ইন ফ্যাক্ট গণতন্ত্র ও আওয়ামী লীগ পরষ্পরবিরোধী শব্দ। কখনোই সহাবস্থান করেনি। ইতিহাস সাক্ষী। তবে হ্যা, বাকশাল আর বাকশালীরা থাকতে পারবে।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ ও বিএনপি'র সবাইকে একদিন দেশ ছেড়ে পালাতে হবে।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

বাংলার ফেসবুক বলেছেন: শেখার শেষ নেই। তবে আমার মনে হয় কিছুই শিখেনি। তানাহলে পৌর নির্বাচন মনোনয়নের জন্য শাহাজাহান খানকে দায়ীত্ব দেয় এখানই দায়ীত্বহীনতার পরিচয় বহন করে।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


আগের দিনের মিলিটারী অফিসারেরা সুন্দরী দেখে বিয়ে করতেন; জিয়াও সেই ভুল করেছিলেন; ততকালীন মেট্রিক পাশ পাশ ছোট খাট কেরানী হতেন

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন। এর সাথে নিরাপত্তা। এগুলো না থাকলে জনগণের কাছে কোন তন্ত্রই তন্ত্র নয়। আগে চাই এই সবের নিশ্চয়তা।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


মানব সভ্যতার সব চেস্টা মৌলিক অধিকার'কে (অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ) উপরের স্তরে নেয়ার জন্য; বাংগালী রাজনৈতিক দলগুলোতে এগুলো বুঝার মতো, করার মতো লোক আমার চোখে ১ জনও পড়েনি।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

স্ট্রিঙ্গার বলেছেন: বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা ;) ;)

বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.