![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মৃত মন্ত্রী মহসীন আলীর সাংসদীয় এলাকায় ভোট হওয়ার কথা ছিল, ভোট হয়ে গেছে, রেজাল্ট পাওয়া গেছে; উনার স্ত্রী শুদ্ধভাবে "ফরম পুরণ' করতে সমর্থ হওয়ায়, উনি নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দীতায়; বাকী ৪ জন নাকি "ফরম পুরণ" করতে গিয়ে ভুল করেছে, ডিস-কোয়ালিফাইড হয়ে গেছে!
নির্বাচন কমিশনে কি 'বানান ভুল' ধরা শুরু করেছে, নাকি অন্য কিছু? এগুলো তো মাফিয়ার কাজ বলে মনে হচ্ছে! ২০০৭ সালে, এভাবে তারেক পারেক মিলে ১৪ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছিল; এখন লন্ডনের ভাত খাচ্ছে; এগুলো তো ভালো কাজ নয়।
ফরম পুরণ করতে কি বাংলায় পিএইচডি থাকতে হবে?
সরকার এভাবে টিকতে পারবে না; মহসীন আলীর স্ত্রী সরকার টিকাতে পারবে না; এগুলো সরকার পতনের লক্ষণ। পার্লামেন্ট ভবনটাকে সন্মান করা উচিত; এ ধরণের মাফিয়াগিরি করে, নাগরিকদের ফরম বাদ দিয়ে, সাংসদ বানায়ে কোন লাভ হবে না; এ ধরণের সাংসদেরা ঐ ভবনে গিয়ে ঠিকমত খেতেও জানবে না।
নির্বাচন কমিশনকে এগুলোর জন্য জনতার সামনে নিশ্চয় জওয়াবদিহি করতে হবে; সবাই তারেকের মতো লন্ডন গিয়ে পালাতে পারবে না; আইন একদিন এদেরকে কোর্টে আনবে। নির্বাচন কমিশনকে যদি কেহ ঠিকমত কাজ করতে না দেয়, চাকুরী ফেলে চলে যাওয়া ঠিক হবে; জাতির ক্ষতি করার চেয়ে নিজের সামান্য ক্ষতি মানা উচিত হবে।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১১
চাঁদগাজী বলেছেন:
জাতি এখন প্রস্তুত নয়, এদের পতন হলে, চোর ডাকাতেরা এসে যাবে; কয়েক বছর যাক, জাতি প্রস্তুত হোক; চোর ডাকাতেরা পালায়ে অন্য দেশে চলে যাবে।
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৪
ধমনী বলেছেন: জাতি প্রস্তুত হোক।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
এই সরকার থেকে ক্ষমতা নেয়ার জন্য কেহ প্রস্তুত নেই আজকে।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: যে যায় লঙ্কায় সেই হয় রাবণ । নির্বাচন কমিশন স্বাধীন নয় । দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, অাইন বিভাগ এগুলোকে শতভাগ স্বাধীনতা দেয়া উচিত ।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
আোয়ামী লীগই স্বাধীন নয়
৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬
আব্দুল্যাহ বলেছেন: জাতি সয়ে যাচ্ছে, একদিন রেগে গিয়ে আবারও তারেক চোরাকেই আনবে।
আবারও সইবে
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
জাতির সর্বশেষ ভুল হবে সেটি; আগে এসেছিল উলফা, এবার আসবে আরব ও পাকীরা।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১২
সজিব হাওলাদার বলেছেন: আমরা জনগণ কি এতই নির্বোধ আর বোকা যে এইসব কথা ও বিশ্বাস করব যে মন্ত্রী মহসীন আলীর স্ত্রী'ই সিলেটের একমাত্র শিক্ষিত লোক?
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
এসব মহিলা কি ১৭ কোটী মানুষকে সাহাযয় করার মতো দক্ষ?
৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫
আব্দুল্লাহ রিফাত বলেছেন: ভাই এগুলা ত আপনি আমি বুঝব না।
কারণ এরা হল ডিজিটাল (!) শিক্ষিত!!!!
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
সমস্যা আমরা বুঝতেছি; সমাধান আমাদিগকেই বের করতে হবে।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
কবি এবং হিমু বলেছেন: আসলে আমাদের সামনে রাস্তা ২টাই।খালেদা নয় হাসিনা।স্বাধীনতার এতো বছর পর ও প্রায় ১৭ কোটি মানুষ থেকে আমরা যোগ্য একজন নেতার জন্ম দিতে পারলাম না।হয়তো বা নেতার জন্ম হয়েছে কিন্তু এই নোংরা রাজনীতিতে নেতা আসতে চান না,না হয় আমরা নেতাকে সম্মান জানাতে বা চিনতে পারি নাই।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
নেতা একজন থাকে না; সেজন্য পার্লামেন্ট
৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আরো কত কী দেখবেন!
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
সীমা অতিক্রম করেছে আওয়ামী লীগ
৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফালতু একটা সংস্কৃতি। জামাই মারা গেলে বউ/সন্তানকে রাজনীতিতে আসতে হবে। ঐ এলাকার নেতা কর্মীরা প্রতিবাদও তো করতে পারে। হয়তো আর রাজনীতি করতে পারবে না। কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করলে তো আস্তে আস্তে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারতাম আমরা..
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
পার্লামেন্টাকে হোটেল বানায়েছে আও্য়ামী লীগ
১০| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: আসলেই মহাসেন আলীর স্ত্রী প্রকৃত শিক্ষিত।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
বুঝা যাচ্ছে, সিলেটে একজনই ফরম পুরণ করতে জানে!
১১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
আস্তিক এলিয়েন বলেছেন: ১৫৪টাই যেখানে সিলেকশন হয়ে গেছে, সেখানে এই একটার জন্য ইলেকশন কেনো??? পাগল নাকি??
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
তখন দরকার ছিলো 'ক্ষমতা দখলের' জন্য; এখন কেন?
১২| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
ঢাকাবাসী বলেছেন: নাকি বিভিন্ন কাজে কেনা কাটায় ম্রালা ঘাপলা করে ম্যালা টাকা বানিয়েছে! টিআইবি তো তাই বলল! জানে কিচুই হবেনা।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
জাতির পার্লামেন্টে অদক্ষ মানুষ, এটার থেকে ক্ষতিকর কইছু হতে পারে না।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
আস্তিক এলিয়েন বলেছেন: তখন করেছে ক্ষমতা দখলের জন্য, এখন করতেছে একদলীয় বাকশাল কায়েমের জন্য।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫১
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ বানশালকে আপনার থেকে বেশী ভয় পায়; আপনি বাকশাল বুঝেন না।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫
ফ্রিটক বলেছেন: এদেশ হাসিনা ও তার আওয়ামিলিগ এর( মুজিব সূত্রে পাওয়া)। আর বাদবাকি যারা এরা পরগাছা। এই লেখা বাংলাদেশ সংসদে বিল পাশ করুন ও সাইনবোর্ড টাঙিয়ে দিন
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব পারেনি সারে ৭ কোটীকে ভালো রাখার পথ বের করতে, শেখ হাসিনার মাথায় ১৭ কোটী; উনি কিছু করতে পারবেন না।
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
সচেতনহ্যাপী বলেছেন: আসল কথা বিশ্বাস আর পুরষ্কার।। দ্বিতীয় টার্মে বিএনপির মাথা থেকে পুরোটাই পচে যাওয়াতে লীগের এই বাড়-বাড়ন্ত।।এই টার্মে লীগেরও...।তাহলে এবার কে?? কিন্তু আমরা চোরাগলির এই গোলকধাধা থেকে বর হতে পারবো না।। ব্লগই তার প্রমান।। আজ পর্যন্ত পেয়েছেন তৃতীয়ধারার সন্ধান??!!
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে রাজনৈতিক ধারণার মানুষ খুবই কম, শিক্ষায় আমরা পেছনে; রাজনীতি অনকের মতই কঠিন
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১০
আখেনাটেন বলেছেন: পচন এখন সবখানেই। আর কত নিচে নামলে জাতি হিসেবে আমাদের নামা শেষ হবে, এর কোন সদুত্তর কারও জানা নেই। তাই অপেক্ষা করা ছাড়া আর কিইবা করার আছে আমজনতার। সবাই আমরা ভাবছি এক অলৌকিক দৈত্য এসে আমাদের দেশকে এই অরাজক অবস্থা থেকে উদ্ধার করবে। তবে এটাও ঠিক জলন্ত উনুন থেকে আবার গরম তেলের কড়াইয়ে পড়ব নাতো(কারণ অতীতের স্মৃতি ভালো নয় এ জাতির)। কার যেন কথা--'রাত যত গভীর হয়, ভোর তত নিকটে'। সেই ভোরের আলোর দেখা পেতে নিশ্চয় অনন্তকাল অপেক্ষা করতে হবে না।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪২
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতদের দায়িত্ব হবে, জাতিকে দুস্ট মুক্ত করা
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৯
গেম চেঞ্জার বলেছেন: আমাদের পতন গ্রাফটা আরো নিচে নামার পরে বোধহয় সূচক উপরের দিকে মাথা ঘুরে তাকাবে।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
সেখানে কোন ভুল নেই, সমস্যা শুধু 'সময়', কত সময়ে তা ঘটবে!
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
বাংলার ফেসবুক বলেছেন: নির্বাচন কমিশনকে এগুলোর জন্য জনতার সামনে নিশ্চয় জওয়াবদিহি করতে হবে; সবাই তারেকের মতো লন্ডন গিয়ে পালাতে পারবে না; আইন একদিন এদেরকে কোর্টে আনবে।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
যারা মানুষকে তাঁদের মৈলিক অধিকার থেকে বন্চিত করছে, তারা ভয়ংকর ক্রিমিনাল; সময়ের সাথে এদের সাজা হবে।
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
স্ট্রিঙ্গার বলেছেন: বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়
২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
ভীমরুলের হুল বলেছেন: আঙ্কেল,আপনার চরিত্রের আসল রূপ বুঝার জন্য উত্তরগুলো দরকার ।
আপনার নিকট আমার প্রশ্ন, সঠিক উত্তর দিবেন ।
১। আঙ্কেল, আপনি কি যৌন ক্ষুধা মেটানোর জন্য বেশ্যার কাছে যান ?
২। আপনি কি এখনো হস্ত মৈথুন করেন ?
৩। আপনার অলস সময় কাটে কিভাবে? ব্লগিং করাকালীন আপনি কি মাল খান ?
২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৫
ভীমরুলের হুল বলেছেন: পদ্মাসেতু ১৯৭২ সালেই শুরু করা যেতো
২. ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯ ০
শাহ আজিজ বলেছেন: দারুন কৌতুক ! হেভি মোজা পাইলাম। তা গাজীর বেটা----- কয় ছিলিম ------???
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০ ০
লেখক বলেছেন:
মজা তো পাবেন, ব্লগে নিজের পায়খানা নিজে খেয়ে ফেলেছেন দেখলাম; কি হিজিবিজি লিখেছিলেন ২/৩ বছর, তারপর উহা খেয়ে ফেলেছেন দেখলাম।
৳৳ রে কুজাত চাদ্গাজি , তোর ভাষা এমন কেন রে ? তুই না মুক্তিযোদ্ধা ?
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৮
গোধুলী রঙ বলেছেন: আসলে আমরা জাতটাই এমন, নদী ভাঙতে ভাঙতে ঘরের দরজায় না এলে আমরা টের পাইনা, নদী ভাঙছে, তারেক চোরায় যেমন পায় নি। বর্তমান সরকারী দলের লোকজন যা শুরু করছে, তাতে মনে হচ্ছে এদেরও একই দশা হবে, যদিও এরা ভাবছে কে এমন আছে এদের ক্ষমতা থেকে নামাবে!!

আসলে কেউ আছে কিনা আমিও ভেবে পাই না।