![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
তুরস্ক কি কারণে রাশিয়ান যুদ্ধ বিমান ভুপাতিত করেছে, হয়তো তারাই জানে, পেছনে সঠিক কোন কারণ আছে বলে মনে হয় না; আরব ভুখন্ডে, সিরিয়া, আমেরিকা ও রাশিয়ার বর্তমান কর্মকান্ডকে কোনভাবে সহজ করে ভাবার উপায় নেই, এবং সেখানে তুরস্ক নিজকে অকারণে জড়িত করা অনেকটা সাদ্দামের কুয়েত সমস্যায় জড়িত হওয়ার মতো ব্যাপার।
একটি রাশিয়ান বিমান ভুপাতিত করা, ২ জন পাইলটের প্রাণহানী ঘটানোর জন্য তুরস্ককে হয়তো চরম মুল্য দিতে হতে পারে। তুরস্ক নেটোর সদস্য মানে, তার জন্য আমেরিকা বা ইউরোপ যুদ্ধ করতে যাবে না; যদি রাশিয়া তুরস্কের সামরিক ঘাটির উপর দুরপাল্লার আক্রমণ চালায়, তাতে বাধা দেয়ার কোন ক্ষমতা তুরস্কের নেই; ইউরোপ ও আমেরিকা হয়তো আক্রমণ থামাতে সাহায্য করবে; কিন্তু ক্ষতি যা হবার তা হয়ে যাবে।
তুরস্কের সমস্যা হচ্ছে কুর্দী সমস্যা, কুর্দীরা অস্ত্র পেয়ে ও আমেরিকান সাহায্য পেয়ে সবাই সৈনিক হয়ে গেছে; তারা ইরাক, সিরিয়ায় যুদ্ধ করছে, ও তুরস্কে গরিলা ততপরতা চালচ্ছে; তুরস্কে অবস্হিত কুর্দীদের সরকারে যেন অংশ নিতে পারে, ও তাদের এলাকা স্বায়ত্ব শাসন দিয়ে কু্র্দী সমস্যার সমাধান করা সম্ভব।
তুরস্কের আকাশে যদি রাশিয়ান উড়ে ২/১ মিনিটের জন্য, তাতে ভয়ংকর কিছু ঘটার সম্ভাবনা নেই; ২/১ মিনিটের আকাশ সীমা লংঘন মানে যুদ্ধ নয়; তুরস্ককে বুঝতে হবে যে, রাশিয়া বড় শক্তি এবং তারা তুরস্কের ভয়ংকর ক্ষতি করতে পারে; গায়ে পড়ে ঝগড়া করার মতো অবস্হায় তুরস্ক নেই।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৫
চাঁদগাজী বলেছেন:
সিরিয়া সমস্যায় মাথা ঘামাতে গিয়ে, রাশিয়ার গায়ে হাত তোলা হবে তুরস্কের জন্য আত্মঘাতী।
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৮
আটলান্টিকের প্রবাল বলেছেন: এটা ঠিক বলেছেন
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১২
চাঁদগাজী বলেছেন:
মুসলিম দেশগুলো মাঝে, একমাত্র আলজিরিয়া ও তুরস্ক ভালো অবস্হায় আছে; বেকুবী করলে তো ভালো থাকা হবে না।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৫
আটলান্টিকের প্রবাল বলেছেন: ৫৭ টা মুসলিম দেশের মধ্যে কেবল আলজেরিয়া আর তুরস্ক ভালো অবস্থায়, বাকিগুলো খারাপ? কি বলেন এইগুলা?
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২০
চাঁদগাজী বলেছেন:
বাকীরা কেহ গরীব, কেহ আভ্যন্তরীন, কেহ বিদেশী শক্তির সাথে যুদ্ধ করছে; কেহ মিলিটারী শাসন চালাচ্ছে, কেহ স্বৈরতন্ত্র দিয়ে মানুষের ক্ষতি করছে।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৩
সচেতনহ্যাপী বলেছেন: দুইজন না একজন।। আর এখন তুরস্কের আকাশে কোন রাশিয়ান বিমান বা মিসাইলও দেখা যাবে না।। আন্দোলনের দেশকে দেয়া হলো ঢোলের বাড়ি!! বুঝেছেন তো??
আজকাল কিন্তু জয়ের মহীমা শেষ কাজ শ্লিপার সেলদের।।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৫
চাঁদগাজী বলেছেন:
রাশিয়ানদের হাতে বিমান থেকে বড় অস্ত্র আছে; অকারণে সাদ্দাম হলে, মানুষ সব হারাবে।
সিরিয়ার মানুস সব হারালো চোখের উপর।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৩
আটলান্টিকের প্রবাল বলেছেন: বাংলাদেশ কি মুসলিম দেশ? আপনার দৃষ্টিতে এদেশটা কি গরিব নাকি আভ্যন্তরীণ নাকি স্বৈরতন্ত্র চলছে চাঁদগাযি সাহেব
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ কুশাসনের কারণে ভয়ংকর গরীব দেশ।
বাংলাদেশে ৪৪ বছর বৃটিশ কলোনী থেকেও অনিয়ম হচ্ছে।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩০
ফেরদৌসা রুহী বলেছেন: তুরস্কের আকাশে যদি রাশিয়ান উড়ে ২/১ মিনিটের জন্য, তাতে ভয়ংকর কিছু ঘটার সম্ভাবনা নেই; ২/১ মিনিটের আকাশ সীমা লংঘন মানে যুদ্ধ নয়; তুরস্ককে বুঝতে হবে যে, রাশিয়া বড় শক্তি এবং তারা তুরস্কের ভয়ংকর ক্ষতি করতে পারে; গায়ে পড়ে ঝগড়া করার মতো অবস্হায় তুরস্ক নেই।
আসলেই। এসব আর ভাল লাগেনা। একটার পর একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
দেশ চালাতে হলে মাথায় মগজ ও শিক্ষা থাকতে হবে, ইতিহাস বুঝতে হবে; বুঝতে হবে সমসাময়িক অবস্হা।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩১
বাংলার ফেসবুক বলেছেন: লেখক বলেছেন:
সিরিয়া সমস্যায় মাথা ঘামাতে গিয়ে, রাশিয়ার গায়ে হাত তোলা হবে তুরস্কের জন্য আত্মঘাতী।@ভাই নিজ দেশের অফুরান্ত সমস্য রেখে অন্যের সমস্য কি ভাবে ভাবতে পারি।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭
চাঁদগাজী বলেছেন:
তা ঠিক, নিজেরাই সমস্যায় ডুবে আছি; তবে, বিশ্ব এত ছোট হয়ে গেছে যে, সবাই মিলে মিশে থাকার জন্য সবার জন্য ভাবতে হবে।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭
আটলান্টিকের প্রবাল বলেছেন: চাদ্গাযি সাহেব, আপনার কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ করেছি
১) রাজনীতি বিষয়ে সিংহভাগ পোস্ট দেন
২) মাথা গরম করে উত্তর দেন না, বেশ ঠাণ্ডা স্বভাবের প্রাণী
৩) কারো ব্লগ পড়লে বা মন্তব্যের উত্তর দিলে উক্ত ব্লগারের ব্লগ একাউন্ট ভালভাবে চেক করে দেখেন
৪) অপ্রাসঙ্গিক মন্তব্য দেখলেও আপনি আপনার নিজের মত করে উত্তর দিয়ে যান
৫) নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, আদৌ ৭১ সালে জন্ম কিনা সন্দেহ আছে
৬) আপনার মাথায় সর্বক্ষণ আওয়ামী লিগ, বিএনপি, জামায়াত এসব চিন্তাই ঘুরপাক খায়।
আপনি বরং বিএনপির পক্ষে লিখুন, আপনার মত লোক বিএনপিতে দরকার।
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনার অবজারভেশন ভালো, বেশ সঠিক; ১৯৭১ নিয়ে সঠিক হয়নি।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমি নিজকে কখনো মুক্তিযোদ্ধা হিসেবে ব্লগে পরিচয় দিইনি; অবস্হার পরিপ্রেক্ষতিে অন্য একজন মুক্তিযোদ্ধা ব্লগার আমার পরিচয় সামনে নিয়ে এসেছিলেন ভুলক্রমে।
আমি আপনার সামনে একটা প্রশ্ন রাখছি, প্রশ্নটার উত্তর আমি জানি, জীবিত অফিসারদের মাঝে ক্যা: এনাম সাহেব, মেজর রফিক, ক্যা: ওলি জানতে পারেন; হয়তো ক্যা: হারুন, লে: খালিদও জানটে পারেন; বেঁচে থাকলে ক্যা: হামিদ জানবেন:
প্রশ্নটা হলো, " ১নং সেক্টরে মোট কয়টি ফোর্স যুদ্ধ করেছিলেন (বাংলাদেশী ফোর্স)?
১ নং এর ২২ হাজার মুক্তিযো্দ্ধার ভেতর হয়তো, উপরে বর্ণিত অফিসারগণ ব্যতিত কেহ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেনা না; আমি ২২ হাজারের অংশ হিসেবে উত্তরটা জানি।
ব্লগে ৪ জন মুক্তিযোদ্ধা ব্লগার ছিলেন; ৩ জন এখন আর লেখেন না।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪২
গোলক ধাঁধা বলেছেন: কিছুই হইব না।
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
রাশিয়া হঠাৎ করে কিছু করবে না; তবে, ভুলেও যাবে না; পুতিন মোটামুটি একগুঁয়ে
১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুই হবে না। ওবামা বলে দিয়েছে তুরস্কের অধিকার আছে নিজেদের সেফ রাখার। রাশিয়া সত্য কথা বলছে তাও ভাবার দরকার নেই।
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
চাঁদগাজী বলেছেন:
নেটোর সদস্য হিসেবেআমেরিকা সাহায্য করবে; সাহায্য করতে গিয়ে, ওবামা রাশিয়া আক্রমণ করবে না।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
বাংলার ফেসবুক বলেছেন: আসুন না আমরা আম জনতারা একবার চেষ্টা করি এই সুন্দর ধরণীকে পরবত্তী প্রজন্মের জন্য সুন্দর একটা বসবাস যুগ্যে পৃথিবী গড়ে তুলি। যেখানে থাকবে না হানা হানি রাস্তায় বের হয়ে হতে হবে না লাশ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমরা সেইদিকে এগুচ্ছি; ক্রমে সবাই এসে যোগ দেবেন।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
গেম চেঞ্জার বলেছেন: শিরোনামে ভেবেছিলাম গল্প!! পরে দেখি নাহঃ এটা দুনিয়ার খেলা। খারাপ না। কেবল নিজের চিন্তা করলেই কি হয়? হয় না।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
শিরোনামটা একটু বিদগুটে হয়ে গেছে!
কোন একদিন একটা গল্প লিখবো হয়তো।
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
আজাদ মোল্লা বলেছেন: কি আর হবে সাধারন মানুষ মরবে ,
এই আর কি ।
আজ এ মারবে ,
কাল ও মারবে ,
মোরবো আমি সাধারন মানুষ যে ।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
রাশিয়া যদি কোন কারণে দুরপাল্লা থেকে আক্রমণ করে, অসাধরণও মরবে; তবে, অকারণ, বৃহৎ শক্তির সাথে পাগলামী করা বেকুবীর কাজ।
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১২
এই আমি সেই আমি বলেছেন: রাশান বিমান তুরস্কের আকাশে উড়ায় তুরস্কের সতিত্ব নস্ট হয়ে যায়নি। প্রকৃত পক্ষে তুরস্ক হচ্ছে আমেরিকার ঢাকের কাঠি।
২৮ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
তুরস্ক ভালো আছে; কিন্তু বিপদ ডাকার চেস্টার করছে।
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৪০
অদ্ভুত সেই_ছেলেটি বলেছেন: যতটুকু মনে হচ্ছে, পশ্চিমা দেশগুলো ঘুটি হিসেবে তুরুস্ককে ব্যবহার করেছে। টার্কি নেতারা ঘাস খায় না, নিশ্চয়ই ব্যাকআপ সিগন্যাল পেয়েই ফায়ার ওপেন করেছে। তা না হলে, যেখানে রাশিয়ান প্লেনে গুলি করার আগে চিন-আমেরিকাও শখানেকবার ভেবে নিবে, সেখানে তুরুস্কের তো নিজের একটা নিউক ও নাই। যে কয়টা আছে, ন্যাটো পাসওয়ার্ড না দিলে ওগুলো গুদামেই পড়ে থাকবে। তারা ইচ্ছা করলেই রুশ প্লেনকে এস্কোরট করে সেইফ ওয়ে দেখাতে পারত, কিন্তু সরাসরি ভূপাতিত ! সবদিক থেকেই মনে হচ্ছে শুধুমাত্র রুশ কে উস্কে দিতেই ন্যাটোর হয়ে কাজ করেছে তুর্কী। অবশ্য পুতিন এর মাথা বেশ ঠাণ্ডাই মনে হয়, এই সময়ে সে পাল্টা হামলা করবে না। তবে এরইমধ্যে সমঝোতায় না আসতে পারলে, সামনের বছরগুলোতে তুর্কীর জন্য খারাপ সংবাদ আছে।
২৮ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
রাশিয়া বা আমেরিকাকে শত্রু বানানো মানে আত্মহত্যা করা; তুরস্ক ভয়ানক ভুল করে ফেলেছে।
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪০
শাহাদাত হোসেন বলেছেন: সুখে থাকতে ভূতে কিলাই অবস্থা
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
সোাজাসুজি সেটাই করেছে তুরস্ক; এখন বাঁচার পথ বের করতে হবে তাকে।
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪০
শাহাদাত হোসেন বলেছেন: সুখে থাকতে ভূতে কিলাই অবস্থা
১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৪
প্রামানিক বলেছেন: রাশিয়ার সাথে যুদ্ধ করাটা তুরষ্কের উচিৎ হবে না।
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধের প্রশ্নই উঠতে পারে না; কোন মতে মাফ চেয়ে কেটে পড়া দরকার।
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
অগ্নি সারথি বলেছেন: দেখা যাক কি হয়।
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
পুতিন ভালো লোক নয়, ওর ল্যাজে পা দেয়া ঠিক হয়নি
২০| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি যে হচ্ছে দুনিয়ায়! আল্লাহ্ সবার হেদায়েত করুন!
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
মানুষকে আরও বুদ্ধিমান হতে হবে, ভাবতে হবে, যুদ্ধ এড়াতে হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০০
বাংলার ফেসবুক বলেছেন: তুরস্কের সমস্যা হচ্ছে কুর্দী সমস্যা, কুর্দীরা অস্ত্র পেয়ে ও আমেরিকান সাহায্য পেয়ে সবাই সৈনিক হয়ে গেছে; তারা ইরাক, সিরিয়ায় যুদ্ধ করছে, ও তুরস্কে গরিলা ততপরতা চালচ্ছে; তুরস্কে অবস্হিত কুর্দীদের সরকারে যেন অংশ নিতে পারে, ও তাদের এলাকা স্বায়ত্ব শাসন দিয়ে কু্র্দী সমস্যার সমাধান করা সম্ভব।