![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
২৩৪ পৌর সভায়, ২৩৪ জন উচ্চ-শিক্ষিত, দক্ষ, সত ব্যক্তিকে নমিনেশন দিয়ে শেখ হাসিনা নিজের ইমেজকে ক্লিন করতে পারতেন; এলাকার সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দিলে, সেই ব্যক্তি নিজ গুণে ভোট পেয়ে যেতেন; যদি ২৩৪ জনের মাঝে ৩৪ জন জয়ী হলেও মানুষ শেখ হাসিনার সুনাম করতেন; এমন কি, যদি সবাই পরাজিত হলেও, মানুষ শেখ হাসিনার সুনাম করতেন, দুর্নাম হতো ভোটারদের; এবং মানুষ নিজেই বলতো যে, ভোটারদের কারণে বাংলাদেশে সঠিকভাবে ভোট করা সম্ভব নয়।
যদি ২৩৪ পদেই জামাত-বিএনপি জয়ী হতো, তাতে কিছু আসতো যেতো না; জামাত-বিএনপি'র সবাই কোন না কোন কারণে, ২ বছরের মাঝে জেলে চলে যেতো; কারণ, জামাত ও বিএনপি' যাদের নমিনেশন দেবে, তাদের নামে ইতিমধ্যই গড়ে ২/৪ টা করে মামলা আছে; এসব অপরাধীরা আগামীতেও অপরাধ করবে।
শেখ হাসিনার রাজনীতির ৩৪ বছর চলছে; এ ধরণের সুযোগ আর তৃণ মুলে আসবে বলে মনে হয় না; সুতরাং উনার শেষ সুযোগ চলে গেলো।
উনি টাকা পয়সা-ওয়ালা মাসলম্যানদের নমিনেশন দিচ্ছেন বলে শোনা যাচ্ছে; এখানে, উনি খালেদা জিয়াকে অনুসরণ করছেন; উনার ভুল ধরণা, বাংলায় মাসলম্যান ছাড়া, টাকা ছাড়া কেহ জয়ী হতে পারবে না। দু:খের বিষয়, উনি উনার বাবাকে অনুসরণ করছেন না।
উনি ১ জন মাসলম্যানকে নমিনেশন দিয়ে, হয়তো ১ লাখ মানুষকে দুরে সরায়ে দিলেন, বদনাম কিনলেন; মনে হচ্ছে, যারা ৭ বছর বয়সে শিখে না, ৭০ বছর বয়সেও শিখে না; সেজন্যই শেখ সাহেব উনাকে রাজনীতিতে আনতে চাননি; দু:খের বিষয় জেনারেল জিয়া ও দেশ বিরোধীদের সন্মিলিত কার্যকলাপ উনাকে রাজনীতিতে এনেছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
নমিনেশনের ব্যাপারে উনি খাললেদা জিয়ার ছাত্রী
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৮
গোধুলী রঙ বলেছেন: আপনি যতদিন শেখ সাহেবার জায়গায় না আসতেছেন ততদিন এই সংস্কৃতির পরিবর্তন দেখছিনা, যিনি খোদ সংসদে দাড়াইয়া কইতে পারেন শা ও কে আমিই হেফাজত করবো সেখানে আর কি বলার থাকে।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
"যিনি খোদ সংসদে দাড়াইয়া কইতে পারেন শা ও কে আমিই হেফাজত করবো সেখানে আর কি বলার থাকে। "
-বুঝিনি কি লিখেছেন
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৯
কারাবন্দি বলেছেন: উনি মনে হয় খুব ক্লিন ইমেজের ? সারা বাংলার অশান্তির মূলেই তো শেখ হাসিনা
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনি বাংলাকে বুঝেন না, উনার তো রাজনীতিতেই আসার কথা না।
তাস খেলেন? খেলা একজনের উপর নির্ভর করে না, খেলাকে সবাই মিলে নিদ্দিস্ট পরিণতির দিকে নিয়ে যায়।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১১
গোধুলী রঙ বলেছেন: Click This Link target='_blank' >এইটা দেখেন কে কার রক্ষক আর ভাইঙ্গা কইতে পারুম না, ভয় পাই ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
লিংক কাজ করেনি।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০
মাকড়সাঁ বলেছেন: Kichu koitam na.
Asob Kom bujhe ami
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
চাঁদগাজী বলেছেন:
১৭ কোটী সবাই কথা বলে; কিন্তু সবাই সঠিক কথা জানে না।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১
ঢংপাটি বলেছেন: আপনার মাথায় এত ব্রেন কেন?
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
দেশ আমাদের, আমাদেরকেই ভাবতে হবে।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
ধঅনের শীষ বলেছেন: ভাইডি, ক্ষ্যেপলেন ক্যান !! কুত্তালীগের নমিনেশন আপনার ছোট মামায় পায় নি বুঝি
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
মামার কথা বাদ দেন, আমিও পাইনি; জাতির কথা ভাবেন, আমাদের মানুষ অন্যদের ক্রীতদাস হয়ে বাঁচার চেস্টা করছে।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাসিনা , খালেদার কাছে আর কিছু আশা করা যায় না। তারা মেয়াদোত্তীর্ণ ওষুধ...
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
ইতিহাস হয়ে রলো, বাংগালীরা এদের সরাতে পাটলো না।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
রাসেল বলেছেন: who cares, who dares.
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
মেঘ ভাসমান, তার কোন ভাবনা নেই!
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
শক্র হতে চাই বলেছেন: আপনি পারলেন হাসু আপনার এতো গুনাকিত্তন গাইতে। দেখবেন পা যেনো ছিলিপ না করে। ফেসবুক বন্ধ হয়েছে কবে গতকাল ফেসবুকে এক মন্তব্যকারীকে আটক করেছেন। আর আপনি সেখানে পোষ্ট দিচ্ছেন। আমি ভাই রাজণীতির মন্তব্যের মধ্যে নাই। তবে বিদায় ঘন্টা বাজতে শুধু সময়ের ব্যবধান।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ৩৪ বছর, খালেদা জিয়া ৩২ বছর, এরশাদ ৩৩ বছর; বাংলা মানুষ বেড়ে হয়েছে ১৭ কোটী, এরা ভালো কোন কিছুই করেনি
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
গোধুলী রঙ বলেছেন: Click This Link
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
দেখলাম।
সেটাই তো বলছি, শেখ হাসিনা মাসলম্যানদের আমাদের মাথার উপর বসালো; খালেদা রাজাকারদের আমাদের মাথার উপর বসালো; আমরা ২ জনকে সরায়ে নিজেদের ভালো করতে পারলাম না; পরাজিত হলাম।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৪
আমি মিন্টু বলেছেন: আপনার যা ব্রেন্ড প্রধান মন্ত্রী বড় ভুল করছে আপনাদের মত লোকদের দলে ঠাই না দিয়ে