নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী সরকারের আকস্মিক পতন হওয়ার সম্ভাবনা আছে?

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

সম্ভাবনা অবশ্যই আছে; তবে, প্রোবাবিলিটি খুবই ছোট। আওয়ামী লীগ কি এটা নিয়ে ভাবছে না? আজকের আওয়ামী লীগ, ১৯৭৫ সালের মত অবস্হায় নেই; ফলে, মনে হচ্ছে, আওয়ামী লীগ এসব ব্যাপারে ভাবার ও পদক্ষেপ নেয়ার জন্য লোকজন রেখেছে। লোকজন রাখার পরও, ঘটতে পারে; সরকারের পতন হলে কি কি ঘটার সম্ভাবনা, ভালো হবে, নাকি খারাপ হবে?

১৯৭৫ সালে, শেখ সাহেবের সরকারের পতনের পর, আওয়ামী লীগের অবস্হা হয়েছিল, বিরাট ভেড়ার পালে একটা নেকড়ে পড়লে যে অবস্হার সৃস্টি হয়, অনেকটা সেই রকম। জেনারেল জিয়ার মৃত্যুর পর, বিএনপি'র অবস্হা সেই রকম হয়নি; কারণ, মিলিটারীই আসলে ক্ষমতায় ছিল; বিএনপি ক্ষমতা হারায়নি, এবং পেছনে এরশাদ ছিল, মোটামুটি পুরো বাহিনী নিয়ে। পরে, এরশাদ ক্ষমতা দখল করেছিল, ও বিএনপি'র একাংশও দখল করেছিল; এতেও বিএনপি'র ক্ষতি হয়নি তেমন; কারণ, মিলিটারীর একাংশ তখনো বিএনপি'কে শক্ত করে ধরে রেখেছিল; এবং যারা বিএনপি'কে শক্তি দিতো, তারাই আবার এরশাদের শক্তি ছিল।

যদি, সরকারের পতন ঘটে, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না; কিন্তু আওয়ামী লীগ আবারো ভেড়ার পালের মতো অবস্হানে যাবে কিছু সময়ের জন্য; এর পেছনে বড় কারণ হবে, সম্পদ রক্ষার কারণে; আওয়ামীদের অনেকের হাতে এখন অনেক সম্পদ; কিছু ঘটলে, এরা পার্টির জন্য না দৌড়ায়ে, নিজের সম্পদ রক্ষার জন্য ব্যস্ত হবে; এতে কিছু সময়ের জন্য আওয়ামী লীগ কন্ট্রোল হারাবে।

তৃণমুলের আওয়ামীরা বেশ শক্ত পজিশনে ফিরে যাবে ও ক্ষমতা পুনোরোদ্ধারে লেগে যাবে। বিএনপি ও জামাত মিলে ক্ষমতায় যাবার চেস্টা করতে পারে; কিন্তু তারা সফল হবে না। আওয়ামী লীগ কিছু সময়ের জন্য না থাকলেও, তারেকসহ প্রবাসে অবস্হিত বিএনপি'র লোকদের ফেরত আসতে দেয়া হবে না, মনে হয়।

মন্তব্য ৫১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আগাম বার্তা ভালো লাগল আপনার মনের ভাবনাগুলো ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:

ভাবছি, কি কি হওয়ার সম্ভাবনা

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

সচেতনহ্যাপী বলেছেন: তৃণমুলের আওয়ামীরাই আওয়ামী লীগের মূল ভরসা ও শক্তির কেন্দ্র।। বাকিদের তো মঈনদের সময় দেখাই আছে।।
বিএনপিতে এই শক্তিরই বড় অভাব।। তৃনমূলদের অবহেলা করে শুধু "ব্যবসায়ী নেতা" বাছলে যা হয়।।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:

বিএনপি করা হয়েছে আমেরিকার সাহায্য ক্যাপিটেলিস্ট গড়ার জন্য; দরিদ্র ইডিয়টদের পড়ালেখা নেই, তাই বুঝে না যে, বিএনপি কি!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

তামান্না তাবাসসুম বলেছেন: যথার্থ বলেছেন

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:


ওকে, ১৭ কোটীর মাঝে একজনের মতামত পেলাম

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

সজিব্90 বলেছেন: আওয়ামী লীগ হয়তো আরও কিছু দিন জোর করে আঁকড়ে ধরে রাখবে যতদিন শেখ হাছিনা জীবত্ আছে,ফাইনালী তারেক রাহমানের কাছে ফিরে যাবে দীর্ঘ সময়ের জন্য ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের পর, সাধারণ মানষের একটা সরকার হবে; তারেক আর আসতে পারবে না।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

nurul4amin বলেছেন: দুনিয়ার কেউ কিছু বোঝে না সব বোঝে পাদঁগাজী

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনি তো দুনিয়াতেও নেই

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কে এলো, অার কে গেলো; এ নিয়ে জনগণ মাথা ঘামায় না । কারণ, সবাইকে চেনা অাছে! তবে মনে হয়, অাওয়ামীলীগকে সহজে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:

বাংলায় কাউকে বিশ্বাস নেই, ষড়যন্ত্র করে ৪৪ বছর চলছে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

নতুন বাঙ্গাল বলেছেন: আপনি যেটা বলেছেন সেটা শেখ হাসিনার জিবদ্দশায় ঘটবে বলে মনে হয় না। যদি কিছু ঘটে তবে সেটা শেখ হাসিনা গত হলে। বাট ততদিনে মনে হয় রাজনীতির রসয়ান আমুল বদলে যাবে। খুব সম্ভবনা আছে শাহবাগের জাগরনের মত তরুন জাগরন শক্তি নির্ভর কোন দল বা গ্রুপের আভি্রভাব হওয়ার।অথবা আওয়ামী লীগ যদি খুব বাড়াবাড়ি রকমের খারাপ কিছুর সাথে জড়িয়ে যায় তবে সম্ভবনা আছে কোন নতুন মঈনুদ্দীনের , তবে খুব কম। তবে যা কিছুই ঘটুক মনে হয়না নিকট ভবিসত্যে তারকের জন্য কোন সুখবর আছে। কারন বাংলাদেশ সহ বিশ্ব মোড়লদের কারও কাছেই তার কোন গ্রহনযোগ্যতা নেই।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:

তারেকের গ্রহনযোগ্যতা শুধু বিএনপি'র মালিক হিসেবে ডাকাতদের কাছে, বাকী সবাই জানে যে, তার পড়ালেখা রাখাল বালকের সমান।

শেখ হাসিনার বয়স হে গেছে; মানুষের জন্য তেমন কিছু করেনি।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: Are you free? Come to email.

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:

আমি পথে।
এখান থেকে আপনার মেইল দেখা যাবে না।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: Oh sorry. Actually i have come to my friend house yesterday. It is far away from my village. I will go back home today.

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:

আপনার বন্ধু কি কম্পুটার জানে?

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:

রুপক, আপনার পিসিতে কোন উইনডোজ?

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সম্ভাবনা খুবই কম

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:

সম্ভাবনা খুবই কম; কিন্তু যেহেতু দেশ স্হিতিশীল নয়, ঘটতেও পারে।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: Windows 7. He knows.

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


OracleXEUniv.exe নামে ফাইলটি ডাইনলোড করেন অনলাইন থেকে

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

হাসান নাঈম বলেছেন: ভালই বলেছেন
তবে একটা কথা বলতে মনেহয় ভুলে গেছেন: আওয়ামী লীগ ক্ষমতা হারালে গনপিটুনির ভয়ে কত লোক বিদেশে পালিয়ে যাবে। সেই হিসেবটা কি করা হয়েছে?

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:

যারা দুর্নীতি করে টাকা আয় করেছে, তারা আমান উল্লাহ আমানের বাড়ীতে গিয়ে উঠবে; আমান উল্লাহ আমান এই ব্যবসা করে আসছে আজীবন।
তারপরও আওয়ামী লীগ ফেরত আসবে; তাই, ভালো মানুষদের নিয়ে একটা দল করেন।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

হাসান নাঈম বলেছেন: "যারা দুর্নীতি করে টাকা আয় করেছে" : এই সরকারের সময়ে টাকা কামায় নাই এমন বেকুব কি আওয়ামী লীগে আছে?

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:

মনে হচ্ছে, দুর্নীতি বিএনপি'র সমপরিমাণই হচ্ছে।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: আপাতত এমন সম্ভাবনা দেখছি ণা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:

১৭ কোটী মানুষকে স্হিতিশীলতার মাঝে আনার কোন চেস্টা আওয়ামী লীগ করছে না।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

সাদী ফেরদৌস বলেছেন: দেখা যাক কি হয় , জরিপ করলে দেখা যাবে এদেশের ৬০ থে ৭০ ভাগ মানুষ হয় আওয়ামীলীগের পক্ষে না হয় , এরা আওয়ামীলীগের বিপক্ষে দাঁড়াবে না । কারণ দেশ বেশ শান্তিতেই এগিয়ে যাচ্ছে । এদেশের ৩০ ভাগ মানুষ বিশ্বাস জিয়া নিজেই দেশ স্বাধীন কইরা ফেলছে এবং এরাই বি এন পি র পাঁড় ভক্ত । মজার বিষয় এদের অধিকাংশই থাকে মালয়শিয়া অথবা মধ্যপ্রাচ্ছে কর্মসূত্রে । বাকি কিছু দেশে চিল্লাইতেছে । আসলে বর্তমানে বি এন পির কোন ভবিষ্যৎ নাই ।

এত দিন বি এন পি বিদেশের আশায় বসে ছিল , শেষ ভরসা হিসাবে বিদেশিরাও এখন পুরোপুরি মুখ ফিরিয়ে নিছে । বেচারা ফখ্রুল , কতো দৌড় ঝাঁপ ই না করছিল সে কূটনৈতিক পাড়ায় ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি রাজনীতি থেকে সরে গেছে, ক্ষমতায় যাওয়াকে ওরা রাজনীতি মনে করে।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

আমি যাযাবর বলিছ বলেছেন: কি হবে এদের দিয়ে? চাই সত্যিকারেরে এক জন দেশপ্রেমিক নেতা,যার লোভ ক্ষমতার প্রতি নয়,যার নেশা থাকবে সত্যিকারের দেশপ্রেমের প্রতি।সালাম মাওলানা ভাসানী,সালাম একাত্তরের শহীদদের ,ধিক্কার জানাই ঐ সকল নোংরা রাজনীতী বিদদের যারা ক্ষমতার জন্য মানুষকে মানুষ মনে করে না

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:

" এক জন নেতা" নতুন করে দেখা যাচ্ছে না।

বুদ্ধিমান ২০/৩০ মিলে 'একজনের' অভাব পুরণ সম্ভব।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

মিতক্ষরা বলেছেন: শেখ হাসিনা ক্ষমতায় থাকতে অন্তত নির্বাচন হবার কোন সম্ভাবনা নেই। অগাধ দলীয়করন এবং ক্ষমতার অপব্যবহারের কারনে মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেয়। সেজন্যেই বিএনপি বার বার ক্ষমতায় ফিরে আসে। অন্যদিকে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের প্রয়োজন হয় জেনারেল মইন।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:

আওয়ামী লীগ মানুষের দল ছিল ১৯৭০ সালে, এখন তারা মানুষের দল নয়, নিজেরাই ক্ষমতা দখলের জন্য আধুনিক কলোনিয়েল একটা দল; তাদের পতন হবে; তবে, সেই সুযোগে বিএনপি-জামাত ইত্যাদি যদি ক্ষমতা দখল করে ফেলে সেটাই সমস্যা

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

মিতক্ষরা বলেছেন: "তাদের পতন হবে; তবে, সেই সুযোগে বিএনপি-জামাত ইত্যাদি যদি ক্ষমতা দখল করে ফেলে সেটাই সমস্যা"

আমার মনে হয় উল্টো। আওয়ামী লীগের পতনের পরে যদি বিএনপি ব্যতিরেকে অন্য কেউ ক্ষমতায় আসে তবে দেশ আরো দশ বছর পিছিয়ে যাবে।

আওয়ামী লীগের পতন কবে হবে সেটাও দেখার বিষয়। ১৯৭৫ আর ২০১৫ যে এক নয় সেটা আওয়ামী লীগ জানে। ১৯৭৫ সালে নির্বাচন বাতিল করে আওয়ামী লীগ টিকতে পারেনি। কিন্তু এখন ৫% এর তামাশার নির্বাচন করেও দুই বছর ক্ষমতায় রয়েছে। আজকের যুগে মানুষ আর আন্দোলনের দিকে কথায় কথায় ঝুকে পড়ে না। বিএনপির আন্দোলন যথেষ্ঠ বেগবান ছিল কিন্তু তাতে সরকারের পতন সফল হয় নি। সেজন্যেই আওয়ামী লীগ জোর দিয়ে বলছে ২০৪১ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় রয়েছি।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি জামাত মানেই পাকিস্তানী মিলিটারীর ক্ষমতা গ্রহন

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

সরলহীন বলেছেন:
তাল গাছ লোভী আওয়ামী লীগ এর জন্য নিয়ে ১৯৭১ এ ৩০,০০,০০০ মনুষকে মরতে হয়েছিল।

তাই আবার আওয়ামী লীগ তাল গাছ রেস্টারি করে নেবার চায়, যেকোন উপায়ে.......

তাল গাছে বইসা কতনা আরামে থাকা যায়।
সেখান থেকে কি সহজে নামতে ইচ্ছা করে ?

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ক্রমেই রাজনীতি ভুলে যাচ্ছে।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

বিজন শররমা বলেছেন: সরলহীন বলেছেন:
তাল গাছ লোভী আওয়ামী লীগ এর জন্য নিয়ে ১৯৭১ এ ৩০,০০,০০০ মনুষকে মরতে হয়েছিল।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:

মানুষ পাককিদের থেকে আলাদা হয়ে ভালো থাকতে চেয়েছিলো; কিন্তু আওয়ামী লীগ ১৯৭২ সাল থেকেই নিজকে অদক্ষ হিসেবে প্রমাণ করেছে।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

সরলহীন বলেছেন: যে স্বাধীনতায় বাপ কাছে নাই, সেই স্বাধীনতা কতটা দরকার ভাবার দরকার। ৩০,০০,০০০ ...........
আার.....................
১৯৭১ এ ভারত স্বাধীন হয়েছিল দুই পাশের পাকিস্থানের কাছ থেকে ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



এখানে আপনার ভুল ধরণা, স্বাধীনতা মানুষ চেয়েছিেলেন, মানুষই স্বাধীনতা এনেছেন।

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

ইমরান আশফাক বলেছেন: আওয়ামী লিগ যদি ক্ষমতা থেকে ছিটকেও পড়ে, তাহলেও বিএনপি ও অন্যান্য দল তার স্হান নিতে পারবে এই ভরসা কেউ করে না। হয়তো সম্পূর্ন নতুন একটা দল তৃনমূল থেকে উঠে আসবে। যাই হোক ভবিষ্যতে কি হবে তা নিয়ে এখন মাথার সার্কিট গরম না করে বর্তমানে কিভাবে নিজেরা টিকে থাকতে পারি সেই দিকে নজর দেয়াই ভাল। কারন বাংলাদেশের সকল রাজনৈতীক দলগুলির সাধারনত: চরিত্র একই হয়।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ জেনারেল জিয়ার প্রশাসনকে চালিয়ে যাচ্ছে; ফলে, তাদের অবস্হা বিএনপি'র মতোই হবে সময়ের সাথে; এবারের পতন কিভাবে আসবে তা এখন বলা ঠিক হবে না।

২৪| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২

মোঃ রবিউল্লাহ বলেছেন: আপনার ভবিষৎ বানী অনেক ভাল লাগল......।

২৫| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

আহা রুবন বলেছেন: একবার জিলাপির দোকানে গিয়েছি জিলাপি খেতে।শেখ হাসিনা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতদের নিয়ে মাত্র সরকার গঠন করেছে। তো সেখানে কয়জন বিএনপির সমর্থক কথা বলছিল। জিলাপিওয়ালা বলল--কোনও লাভই নাই, ভোট দেই নাই বইলা কি হাসিনার থেইকা সমর্থন উঠায়া নিছি? যত আন্দোলনই করো কাম হইব না। আমার ধারণা বিএনপি ভাবে এরশাদকে যেভাবে আন্দোলন করে সরিয়েছে, হাসিনাকেও তাই করবে। কিন্তু এরশাদের জনসমর্থন ছিল না, অন্যদিকে একটা বিরাট অংশ রয়েছে যে কোনও পরিস্থিতিতে এরা আওয়ামী লীগকে সমর্থন করবেই। বিএনপি এই ব্যাপারটা গুলিয়ে ফেলেছে।

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



বিএনপি রাজনীতি করার চেস্টা করেনি, দখল নিয়ে ব্যস্ত ছিলো।

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৫

নাজমুল ০৭ বলেছেন: ভালই বলেছেন

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ এটা বুঝতে পেরেছে, এজন্য তারা টাকা পয়সার জমানোর দিকে নজর দিয়েছে।

২৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৯

আমি তনুর ভাই বলেছেন:
কেও চিরকাল থাকতে পারেনি, Democracy জোয়ার ভাটার মতো, আমারা গরীব জনগণ, নদীর এই পার ওপার ঘুরি সুখের আবেশে

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


কেহ কেহ সামান্য কিছু সময় থেকেও জাতিকে কক্ষচ্যুত করতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.