নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বিশ্বের জন্য উন্নয়নের মডেল

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭

১) বাংলাদেশে ৪৪ বছরে লোক সংখ্যা বেড়েছে ১৪৫%; সাড়ে ৭ কোটী থেকে ১৭ কোটী; এই ফর্মুলার পেটেন্ট বিক্রয় করা যাবে রাশিয়া, সুইডেন, ডেনমার্কের কাছে।

২) বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৪ বছরের মাঝে, আওয়ামী লীগের সভাপতি ৩৪ বছর আছেন একজন, বিএনপি'র একজন ৩২ বছর ও জাপার সভাপতি আছে ৩৩ বছর, আরো থাকবে; গণতন্ত্রের এই ফর্মুলা আমেরিকা ও ভারতে রপ্তানী করা সম্ভব।

৩) দেশে এখনো ৪০ ভাগ মানুষ নাম লিখতে পারে না; সেই দেশে ৬৫% ছাত্র পড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে; গড়ে ১০ লাখ বা বেশী টাকার দরকার ১ জন ছাত্রের ৪ বছরের ডিগ্রি শেষ করতে; সেখানে, গার্মেন্টস এর মিনিমাম বেতন ৫ হাজার টাকা; ১০ লাখ টাকা ২০০ মাসের বেতন। এটা সোমালিয়া ও আফগানিস্তানের দরকার।

৪) ৪৪ বছরে দেশে ৪০% চাষের জমিতে বাড়ীঘর ও কলকারখানা হয়েছে; এটা কার জন্য মডেল? গাজার জন্য।

৫) বিশ্বের সবচেয়ে দামী পার্লামেন্ট বাংলাদেশের, ২০০ একরের উপর অবস্হিত এই পার্লামেন্ট কোনদিন কোন নতুন বিল আসেনি; এখানে পিন্টু থেকে হাজারীরা এসে খেয়েদেয়ে পায়খানা করে গেছে। এটা লন্ডনের জন্য দরকার।

৬) প্রায় ১০০ একরের বেশী জমি ব্যবহৃত হয়েছে, ১ জনকে কবর দিতে, ইহা জেনারেল জিয়ার কবর; এই জমির দাম আমেরিকান টাকায় ১০০ বিলিয়ন ডলারের মতো; ইহা দরকার সিংগাপুরের জন্য।

৭) ঢাকার লোকেরা লোকেরা পায়খানা করে একটা নদী ভরায়ে ফেলেছে, বুড়িগংগা; এই মডেল দরকার জর্ডানের জন্য; ওদের নদী মনে হয় একটা।

উন্নয়নের মডেল নিয়ে আরও বলবো? দরকার নেই, মনে হয়!

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

শাহাদাত হোসেন বলেছেন: উন্নায়নের অগ্রগতি দেখে বাকরুদ্ধ

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


"বাংলাদেশ নাকি বিশ্বের উন্নয়নের মডেল"? কিছু বলার আগে ভাবতে হয়; সোমালিয়া ও আফগানিস্তানের চেয়ে ভালো থাকা মানে মডেল নয়।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

blackant বলেছেন: After THE DEMISE of bongobondhu , the military ruler makes it UNBALANCE .CAUSE THEY WERE NOT TO PICK UP A COUNTRY BUT TO GRAB POWER. INSHALLA ONE DAY WE WILL BE AMEND.

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেন কোন কিছু শুরু করেনি ১৯৭২ সালে; উনি শুরু করলে, হয়তো আশা করা যেতো! উনি ১৯৭২ সালে, সব বচ্ছাকে স্কুলে পাঠালে, সেটা একটা নিয়ম হয়ে যেতো।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

চলতি নিয়ম বলেছেন: সেরাম হয়েছে বস।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনা সব সময় বলে আসছে, দেশ উন্নয়নের মডেল!

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

কল্লোল পথিক বলেছেন: এক অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


আজও সময় আছে শুরু করার, আজও মানুষকে সমান সুযোগ দিলে মানুষ কাজ করে, মডেল হতে পারতো; সব সুযোগ কিছু মানুষ লুটে নিচ্ছে, লাইসেন্স ফাইসেন্স নিয়ে।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

প্রবাসী ভাবুক বলেছেন: বাংলাদেশের অগ্রগতি তো সত্যিই অবাক করে দেওয়ার মত!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


ভিক্ষার জন্য দুয়ারে দুয়ারে দৌড়ে, আর বলে, আমরা নাকি মডেল!

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: থ হয়ে গেলাম

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীকে সুযোগ না দিয়ে, শুধু কথা শুনায়ে যাচ্ছেন সবাই।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

মাকড়সাঁ বলেছেন: বিশ্ব যখন উঠছে জেগে আমরা যাচ্ছি পিছে,
তারার আলোয় আলোকিত পৃথিবী আমরা মিছে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


মানুষের সুযোগ কেড়ে নেয়া হয়েছে; অশিক্ষিত মানুষ কারো জন্য মডেল নয়, বোঝা মাত্র।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশে এখনো ৪০ ভাগ মানুষ নাম লিখতে পারে না;
সেখানে, ৯০% এর মিনিমাম উপার্জন ৫ -৯ হাজার টাকা মাত্র (নাগরিকদের পার ক্যাপিটা উপার্জন বছরে ১০০০ ডলারের মত)
এরপরও 'ঘোড়ারোগ' ..!!
সেই দেশে ৬৫% ছাত্র পড়তে হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে;
টিউশান ফি গড়ে ১০ লাখ বা বেশী ৪ বছরের ডিগ্রি শেষ করতে;
এই 'ঘোড়ারোগ' রপ্তানী করবেন?

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

চাঁদগাজী বলেছেন:

কথায় কথায় বলে, আমরা নাকি উন্নয়নের মডেল! এগুলো না বলে, সমস্যাকে তুলে ধরে, সমাধান করার দরকার; মানুষকে সঠিক সমস্যা সম্পর্কে জানালে মানুষ সমাধান খুঁজবেন।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

সাাজ্জাাদ বলেছেন: ২০০ একরের উপর অবস্হিত এই পার্লামেন্ট কোনদিন কোন নতুন বিল আসেনি; এখানে পিন্টু থেকে হাজারীরা এসে খেয়েদেয়ে পায়খানা করে গেছে। =p~

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


৪৪ বছরে কোন একজন এমপি, জাতির কল্যাণে কোন অর্থবহ বিল আনতে পারেনি

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

উল্টা দূরবীন বলেছেন: হাজার সীমাবদ্ধতারর পরেও দেশ এগিয়ে যাচ্ছে ধুমকেতুর গতিতে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


১৯৯০ সালে দেশ যেখানে থাকার কথা সেখানে এসেছে; কিন্ত ৯ কোটী লোক বেশী ধরণ করছে।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

নিমগ্ন বলেছেন: সংযত চিন্তাভাবনা দরকার। অপ্রত্যাশিত ঢের কিছু আসতেই পারে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী ও বিএনপি জানে না জাতির সমসয়া; ওরা কলোনী চালাচ্ছে।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

প্রামানিক বলেছেন: সব বিরোধী দলেরই এক বুলি, দেশে কোন উন্নয়ন হয় নাই। অথচ ৭ কোটি থেকে বাংলাদেশের মানুষ ১৭ কোটিতে পৌঁছেছে তারপরেও তারা উন্নয়ন চোখে দেখে না।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:

এই ১৭ কোটীকে যদি শিক্ষিত করতো আমরা হতাম জাপান, মানুষকে শিক্ষিত করেনি, তবুও সোমালিয়া থেকে সামান্য ভালো

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :(

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সমস্যাগুলো সমাধান করা দরকার, এগুলো মডেল নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.