নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের হাসপাতাল ম্যানেজমেন্টে ও ইমারজেন্সীতে সাদা চামড়ার দরকার

২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৬

যেখানে জীবন মৃত্যুর ব্যাপার আছে, সেই ধরণের ব্যবস্হাপনায় বাংগালীকে রাখা ঠিক নয়; সেই অনুযায়ী দেশের হাসপাতালগুলোর ম্যানেজমেন্টে ও ইমারজেন্সীতে পশ্চিম ইউরোপ বা আমেরিকান সাদা চামড়ার ডাক্তার দরকার; এতে চিকিৎসার খরচ বাড়বে, কিন্তু মানুষ এদের উপর আস্হা রাখতে পারবে; ভারত, সিংগাপুর ও থাইল্যান্ডে গিয়ে হার্ড-কারেন্সী পোড়ানো কমে আসবে।

কিশোরী গায়িকা খেয়ালী কর্মকারকে ১৬ই ডিসেম্বর রাতে ভয়ানক অসুস্হ অবস্হায় হোলি ফ্যামেলী হাসপাতালে নেয়া হয়; ১৮ই ডিসেম্বর খেয়ালীর মৃত্যু হয়; মৃত্যু হওয়া অবধি, অর্থাৎ ১৮ই ডিসেম্বর অবধি ওর কোন টেস্টের রেজাল্ট পাওয়া যায়নি; একজন ডাক্তার বলেছে যে, খেয়ালীর মাথায় হয়তো ভাইরাস বা ভেক্টেরিয়া আক্রমণের ফলে তার মৃত্যু হয়েছে।

এ ধরণের রোগীকে, সামান্যতম সময়ের মাঝে চিকিৎসা দেয়া শুরু করার দরকার ছিল; ডাক্তারেরা সিম্পটম দেখে সঠিক, বা কাছাকাছি একটা ধারণায় উপনীত হন, এবং সেই ধারণাকে কেন্দ্র করে টেস্ট করানো হয়; একেবারে শুন্য ধারণা নিয়ে কোন টেস্ট করানো ঠিক নয়; যাক, ডাক্তারদের প্রফেশান ডাক্তারেরা ভালো বুঝে।

ইমারজেন্সীতে আনা রোগীর টেস্ট রেজাল্ট পেতে যদি ৪০ ঘন্টা বা তার বেশী সময় লাগে, সেই হাসপাতালের ম্যানেজমেন্ট ও ডাক্তারদের প্রফেশানেলিজমে ও দক্ষতায় ভয়ংকর হেরফের আছে। খেয়ালীর ঘটনা মিডিয়ায় এসেছে, এ রকম শতশত ঘটনা সামনে আসার সুযোগ পাচ্ছে না।

বাংলাদেশের মেডিক্যাল স্কুলগুলোতে সঠিভাবে প্রফেশানেল ডাক্তারী পড়ানো হচ্ছে না, এটা মোটামুটি পরিস্কার; এরা অদক্ষ ডাক্তার প্রস্তুত করছে; এ ডাক্তারগুলো সময়ের সাথে হয়তো দক্ষ হবে; কিন্তু রোগীর প্রতি দায়িত্ববোধ সময়ের সাথে বাড়বে না, বরং কমবে; দায়িত্ববোধ গড়ে তোলায় জন্য এদের সামনে উদাহরণ দরকার ও দায়িত্বশীল ম্যানেজমেন্টের অধীনে রেখে এদের শিখানো দরকার; এতে আমেরিকান ও ইউরোপের সাদাদের বিকল্প নেই।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: এখানে এমন অবস্থা রোগ ধরার আগেই রোগী শেষ। আর কতকাল এসব চলবে। কষ্ট লাগে কলকাতায় গেলে, দেখি হাজার হাজার বাংলাদেশী চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছে, কেউ কেউ তো কেবলমাত্র কিছু টেস্ট করাতেও ইন্ডিয়া যাচ্ছে, দেশের চিকিৎসার উপর কতটুকু অনাস্থা থাকলে এমনটা হয়। অনেক ভাল লিখেছেন, সহমত আপনার সাথে।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


কিছু জাতি কোন কোন কাজের জন্য যোগ্য নয়; এদের গড়ে তোলার দরকার।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

পাজল্‌ড ডক বলেছেন: :-&

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:

এটা সমস্যায় পরিণত হয়েছে, সমাধান দরকার।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

আরজু পনি বলেছেন:
দুঃখজনক হলেও খুব সত্যি ।
ভুক্তভোগী হিসেবে আমি এবছর এসব খুব ভেবেছি...
ধন্যবাদ, ভাবনা শেয়ার করার জন্যে ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


এসব ডাক্তারদের বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে; এরা ডাক্তারী প্রফেশানেল এর স্টানডার্ড রক্ষা করেনি।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২

ঢাকাবাসী বলেছেন: এখনকার তরুণ ডাক্তাররা তো ৩০ লাখ টাকা দিয়ে এইচএসসি থেকে এসমবিবিএস পর্যন্ত সব ডিগ্রী নেয়। ফলে এরা ডাক্তারীর ড ও জানেনা! ৮০% ডাক্তারের বেলায় কথাটি সত্য। আর মানবতা? এসব বায়বীয় দ্রব্য দেশ থেকে কবেই উবে গেছে! পৃথিবীর নিকৃস্টতম ডাক্তারী সেবা হল বাংলাদেশের!

২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:

এটার অবসান হওয়ার দরকার; এরা ডাক্তারী সার্টিফিকেট নিচ্ছে, তবে এরা মানুষের জীবনের দায়িত্ব নেয়ার জন্য উপযুক্ত কেহ নন।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

সান্তুইয়া বলেছেন: আপনার পোষ্টটি লাইক দেয়ার মতো, আপনার সাথে আমি ১০০ পারসেন্ট একমত। মতামত দিতে ভয় লাগে যদি আবারও অবরুদ্ধ হয়ে পড়ি।

২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:

ভয়ের কিছু নেই, স্বাভাবিকভাবে লিখুন।

খারাপ লাগছে যে, আপনাকে দীর্ঘ সময় লেখা প্রকাশের সুযোগ দেয়া হয়নি; আমাকেও কিছু ব্লগ বারবার ব্যান করেছে।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০

রাজীব বলেছেন: আমাদের দেশের ডাক্তাররা এমন কেন?

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতি মোটামুটি নির্দয়; নির্দয় মানুষ ডাক্তারীর জন্য ভালো নয়।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: একমত

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


অকালে মানুষ প্রাণ হারাচ্ছে; ভয়ে মানুষ যাচ্ছে ভারত, টাকা যাচ্ছে সাথে

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭

নিমগ্ন বলেছেন: আমিও সহমত। কিন্তু সাদারা আশা করা যায়?

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


কাজ উপলক্ষে বিভিন্ন দেশে যেতে হয়েছে আমাকে; বিভিন্ন ডাক্তারদের চিকিৎসা নিয়েছি; সাদা সব ডাক্তারও নিবেদিত নন, তবে, সাদা ডাক্তারেরা রোগীর প্রতি দায়িত্বের পালন করেন, নিজে না পারলে অন্যকে হলেও ডেকে নিয়ে আসে।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: ডাক্তারগুলো সময়ের সাথে হয়তো দক্ষ হবে; আমার প্রশ্নঃ তার আগে কত জনের বিশ্বাসসহ তাদেরকে হত্যা করবে??
গিনিপিগ জাতিটা মরবেও গিনিপিগের মতই।।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


জাতি প্রাণের মুল্য বুঝে না, তাই কিছু বলছে না; ৪০ ঘন্টা পরে কেন ইমারজেন্সী রোগীর টেস্ট রেজাল্ট নেই; ৪০ ঘন্টায় চিকিৎসা শুরু হয়নি; এরা কেন ডাক্তার হিসেবে কাজ করবে?

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:

ফালু, খালেদা জিয়া, তারেক, বসুন্ধরার শাহ আলম, ওরিয়নের করিম, মেজর মান্নান, আল-বদর মীর কাশেম আলী, হুমম্ম কাদের, মেয়র খোকা, মেয়র মহি উদ্দিন চৌধুরীকে থেকে জেনে নিন স্বাধীনটা অর্থহীন কিনা? অথবা ফেলানী, লিমন, সিলেটের রাজিব, বা যেই মেয়েটি ক্লাশ সিক্স থেকে পড়ালেখা ছেড়ে চাকরাণী হয়ে, ইফতারী বানাতে না পারায় খুন্তীর আঘাত পেয়েছিল, তাদের থেকে জেনে নিন স্বাধীনতা অর্থহীন কিনা?

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

খোঁচা বাবা বলেছেন: নীলক্ষেত সার্টীফায়েড মুক্তিযোদ্ধা পাকী জারজ বেজন্মা ছাগু গাজী, তোর লাইগা কাঁঠালপাতা। প্রান ভইরা খা। ;) =p~



১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

ভীমরুলের হুল বলেছেন: আঙ্কেল,আপনার চরিত্রের আসল রূপ বুঝার জন্য উত্তরগুলো দরকার ।

আপনার নিকট আমার প্রশ্ন, সঠিক উত্তর দিবেন ।

১। আঙ্কেল, আপনি কি যৌন ক্ষুধা মেটানোর জন্য বেশ্যার কাছে যান ?
২। আপনি কি এখনো হস্ত মৈথুন করেন ?
৩। আপনার অলস সময় কাটে কিভাবে? ব্লগিং করাকালীন আপনি কি মাল খান ?

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

ভীমরুলের হুল বলেছেন: আঙ্কেল,আপনার চরিত্রের আসল রূপ বুঝার জন্য উত্তরগুলো দরকার ।

আপনার নিকট আমার প্রশ্ন, সঠিক উত্তর দিবেন ।

১। আঙ্কেল, আপনি কি যৌন ক্ষুধা মেটানোর জন্য বেশ্যার কাছে যান ?
২। আপনি কি এখনো হস্ত মৈথুন করেন ?
৩। আপনার অলস সময় কাটে কিভাবে? ব্লগিং করাকালীন আপনি কি মাল খান ?

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

ভীমরুলের হুল বলেছেন: আঙ্কেল,আপনার চরিত্রের আসল রূপ বুঝার জন্য উত্তরগুলো দরকার ।

আপনার নিকট আমার প্রশ্ন, সঠিক উত্তর দিবেন ।

১। আঙ্কেল, আপনি কি যৌন ক্ষুধা মেটানোর জন্য বেশ্যার কাছে যান ?
২। আপনি কি এখনো হস্ত মৈথুন করেন ?
৩। আপনার অলস সময় কাটে কিভাবে? ব্লগিং করাকালীন আপনি কি মাল খান ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.