নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আর কতদিন সাদা হাতি পুষবেন? একজন রমনীকে বিয়ে করুন!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

যাদের স্ত্রী ঘুম থেকে উঠতে চায়না, স্বামীকে চা বানায়ে খাওয়াতে পারে না, স্বামীর আন্ডার ওয়ারটা ধুয়ে দেয় না, স্বামী কার হাতের কি রান্না খাচ্ছে জানে না, তাদের স্ত্রী থেকেও নেই; এসব লোকজন সাদা হাতি পুষছেন; সময় হয়েছে, এসব সাদা হাতীকে বনে ছেড়ে দেয়ার, সময় হয়েছে একজন রমনীকে বিয়ে করার।

যেসব বাচ্ছা ছেলেমেয়ে মা-বাবার আদরে মানুষ না হয়ে, সম বয়স্ক, বা আরো কম বয়ষের কিশোর কিশোরীর আদরে বড় হয়, খাওয়া দাওয়া করে, স্কুলে যেতে সম বয়স্ক বা তার থেকেও কম বয়স্ক কিশোরীর সাহায্য নিতে হয়, এগুলো সাদা হাতি, এগুলো পালন করার ক্ষমতা হারাচ্ছে এদেশের ১৭ কোটী মানুষ; এগুলো আসলে সমাজের জন্য বোঝা; নতুন করে সাদা হাতি বানাবেন না।

গত ৪৪ বছরে, হয়তো দেড় কোটীরও বেশী গরীবের মেয়েকে দাসী বানায়েছে আমাদের জাতি; এই মেয়েদের বিরাট অংশ জীবনে কিছুই পায়নি; যা পেয়েছে, তা শুধু অবহেলা, দারিদ্রতা; এদের একাংশ খাবারের বদলে মার খেয়েছে নিয়মিত, ঠিক মতো বিয়ে করতে পারেনি; এদের অনেকেই যৌন নির্যাতনের শিকার হয়েছে, বিরাট অংশকে অবিবাহিত অবস্হায় মা হতে হয়েছে। এদের একাংশ অবশেষে যৌন কর্মীও হয়েছে। আজ ঢাকা চট্রগ্রামের বস্তিতে প্রধানত এরাই মুল বাসিন্দা।

৬ দফায় যে সোনার বাংলার ছবি আঁকা হয়েছিল, সেখানে সব বাংগালীর জন্য সুন্দর জীবনের হাতছানী ছিল; সেই ৬ দফার লোকেরা আজ বলছে ১৪ বছরের কিশোরীকে ঘরের চাকরাণী বা দাসী বানানো যাবে! হায়রে তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী এই আপনাদের জীবন দর্শন? ১৪ বছরের মেয়ের তো মায়ের বুকে থাকার কথা, স্কুলে যাবার কথা, খেলাধুলা করার কথা, বাবার সাথে মেলায় যাবার কথা; তাদেরকে কিভাবে চাকরাণী করার জন্য খসড়া আপনারা পাশ করছেন।

জাতির সম্পদ অলস পড়ে আছে, ব্যাংকগুলোতে টাকা পড়ে আছে, ৩০০ জনের জন্য ক্যাডেট কলেজ বানিয়ে টাকা নস্ট করছেন; এসব সম্পদ থেকে আগামী ১০ বছরে ৩০ লাখ মেয়েকে পড়তে দিন, তাদেরকে ও তাদের পরিবারকে সাহায্য করেন, ওরা যেন ড: কামালের মেয়ের মতো নিজ পায়ে দাঁড়াতে পারে, তারা যেন ফালুর বাচ্ছার মতো স্কুলে যেতে পারে, তারা যেন কোকোর বচ্ছার মতো পরীক্ষা দিতে পারে; তাদেরকে আপনাদের সাদা হাতির হেরেমে দাসী বানাবেন না।


মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

প্রামানিক বলেছেন: গত ৪৪ বছরে, হয়তো দেড় কোটীরও বেশী গরীবের মেয়েকে দাসী বানায়েছে আমাদের জাতি; এই মেয়েদের বিরাট অংশ জীবনে কিছুই পায়নি; যা পেয়েছে, তা শুধু অবহেলা, দারিদ্রতা;

সত্য কথাই বলেছেন। ধন্যবাদ

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:

আজকে আবার ৬ দফার তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুরা ১৪ বছরের কিশোরীকে দাসী বানানোর জন্য খসড়া বানাচ্ছে! এদের সাদা হাতির হেরেমে আজও দাসী দরকার?

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

লেখোয়াড়. বলেছেন:
শিরোণাম দেখে মনে হলো আপনার পোস্ট।
ঢুকেই দেখি সত্যি।

কিছু বলতে হবে??

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


মন ভালো হলো!

দেশকে বলেন, আমাদের মেয়েগুলোকে পড়াতে।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

লেখোয়াড়. বলেছেন:
মন ভালো হতে কেমতে??

আর মেয়েগুলো পড়ালে হুজুররা ৪ বিয়ে করবে কেমতে??
শিক্ষিত মেয়েরা কি ৪ বিয়ে মাইনা লইবে??

প্রপিকটা!!!!!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ১০ বছর ব্লগিং'এর অভিন্দন; অনেকের জন্য উৎসাহ হয়ে থাকবেন!

ভুলে গেছিলাম প্রপিকের কথা; নতুন একটা বের করবো।

হুজুরেরা যদি স্কুলে যাবার সুযোগ পেতো, জীবনেও হুজুর হতো না; বেচারাদেরকে শৈশবে ভুল যায়গায় নেয়া হয়েছিল ও হচ্ছে।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: প্রথম প্যারাটায় আপনার ক্ষোভ যথার্থ।

বাকী লেখায় যা বলেছেন ঠিক এই বিষয় গুলোই হায়দার হোসেন বলেছেন তার গানে "কি দেখার কথা কি দেখছি" ।
পরিণতিতে তাকে স্বাধীনতা বিরোধী হিসাবে চিহ্নিত করেছেন কেউ কেউ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:




আমি আমার কথা শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা যদি বুঝেন যে, জাতিকে মানুষের মত বাঁচটে হলে, আমরা কাউকে জোর করে দাসী বানাতে পারি না; এগুলো অপরাধ।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আগে কৃতদাস প্রথা ছিল। পরে সভ্যতার প্রয়জনে কৃতদাস প্রথা বাতিল করে বেতন মারফত দাস-দাসির প্রচলন হয়।
কিন্তু আইন ছিল না, পিটুনি দেয়া যেত। সাপ্তাহিক ছুটি ছিলনা।
এখন আরো সভ্যতার প্রয়জনে দাসিদের জন্য শ্রমআইন করা হয়েছে, নির্জাতন বন্ধ, বয়স, ভাতা, বেতন, সাপ্তাহিক ছু্টির ব্যবস্থা, আইন হয়েছে। আইন মাত্র হল, সুফল পেতে সময় লাগবে।

৬ দফায় যে সোনার বাংলার ছবি মিথ্যা নয়, বহুলাংশে সত্য হচ্ছে। এত বিরুপ পজিশনে থেকেও শিক্ষার হার, শিশু মৃত্যুর নিম্নগামি হার, গড় আয়ু সব সুচকই বিচ্ছিন্ন হওয়া পাকিস্তান ও প্রতিবেশী দেশগুলো থেকে অপেক্ষাকৃত ভাল অবস্থা।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


৬ দফার অর্থনৈতিক মডেলকে আওয়ামী লীগ খেয়ে পায়খানা করে দিুয়েছে; আোয়ামী লীগ ৪৪ বছর পর, বলতে পারে না যে, ১৪ বছরের বাচ্ছাকে চাকর চাকরাণী বানাতে পারে; ওদের খসড়ায় লাথি মারার দরকার।

এসব বাচ্ছাদের পড়ানোর মতো সম্পদ জাতির আছে।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

সাহসী সন্তান বলেছেন: চাঁদগাজী ভাই, কিছু মনে করবেন না! আসলে রাজনীতি পছন্দ করিনা বলেই হয়তো আপনার পোস্টে আমার মন্তব্য করা হয়ে উঠে না! তবে সত্যি বলতে আমি প্রায় আপনার সবগুলো পোস্টই পড়ি! কিছু কিছু পোস্ট আমার কাছে অনেক ভাল লাগে!


যাহোক, তবে আপনার আজকের পোস্টটা পড়ে আর মন্তব্য না করে থাকতে পারলাম না!

যারা সামান্য ১৪ বছরের একটা বাচ্চাকে নিয়ে এমন কিছু তৈরি করার প্লান করতে পারে তারা আর যাই হোক অন্তত স্বাভাবিক মানুষ বলে আমি মনে করি না! এই আইনের মধ্যে তো আমার আদরের বোনটাও পড়ে......? তাহলে সরকার কিভাবে মেয়েদেরকে নিয়ে ভাল চিন্তা করছে?

আমার মনে হয় ঐ সমস্থ লোক গুলো প্রিয় কবি নজরুলের 'নারী' কবিতার এই দুই লাইন কখনই পড়েনি!
'কোনদিনও একা হতোনাতো জয়ী পুরুষের তরবারী,
সাহস দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষী নারী!'

পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



খুশী হলাম জেনে যে, আমার কথাগুলো পড়ে দেখছেন।

রাজনীতি করা দরকার; কারণ, আমাদের জাতির পেছনে পড়ে যাওয়া অংশকে টানার দায়িত্ব শিক্ষিতদের উপর। দরিদ্র ঘরের ১৪ বছরের মেয়ে জানবে না যে, তার প্রতি জাতির দায়িত্ব আছে।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

গেম চেঞ্জার বলেছেন: আপনার মূলভাবের সাথে বোধহয় ঠিকঠাক যায় না-

যাদের স্ত্রী ঘুম থেকে উঠতে চায়না, স্বামীকে চা বানায়ে খাওয়াতে পারে না, স্বামীর আন্ডার ওয়ারটা ধুয়ে দেয় না, স্বামী কার হাতের কি রান্না খাচ্ছে জানে না, তাদের স্ত্রী থেকেও নেই; এসব লোকজন সাদা হাতি পুষছেন; সময় হয়েছে, এসব সাদা হাতীকে বনে ছেড়ে দেয়ার, সময় হয়েছে একজন রমনীকে বিয়ে করার।

এখানে পুরুষতান্ত্রিক মানসিকতার ব্যাপারটা ফুটে ওঠেছে। মানুষতান্ত্রিক মানসিকতা দরকার আমাদের।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:

লাখ লাখ স্ত্রীরা ঘর চালাতে চায় না; তারা দরিদ্রদের ৮ বছরের মেয়েকে ঘর চালানোর জন্য দাসী বানায়।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

নতুন বলেছেন: ভাই আমাদের দেশের সংসারে ছেলেরা কতটুকু ঘরের কাজে সাহাজ্য করে? মোটেও না...

তাই নারীদের সাহাজ্যের দরকার হয়.... তাই তারা দরিদ্র মেয়েদের কাজের মেয়ে হিসেবে রাখে :(

দেশের ছেলেদের এগিয়ে আসতে হবে এবং ঘরের কাজে স্ত্রীকে সাহাজ্য করতে হবে.. তবেই এই দাসপ্রথা বন্ধকরা সম্ভভ...

বাইরের দেশে স্বামী+স্ত্রী মিলেই খাবার রান্নাকরে...পরিস্কার করে... খুব বেশি বড়লোক যারা তারাই কেবল গৃহভৃত্ত রাখতে পারে...

কারন সেটাও একজন র্পনবয়স্ক মানুষকে চাকুরী দেওয়া... বেতন/বিমানভাড়া/খাওয়া/চিকিতসা.. সব মিলিয়ে অনেক...

পরিবত`ন দরকার।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



সঠিক কথা বলেছেন।

পুরুষ যদি স্ত্রীকে, মাকে ভালোবাসে, সেই পুরুষকে ঘরের কাজে সাহায্য করতে হবে।

মন্ত্রীসভা ৪৪ বছর কিছুই বলেনি; যেটা বলেছে সেটাই ভুল বলেছে।
সরকারগুলো দরিদ্র বিমোচনের পুরো টাকাটা খেয়ে ফেলেছে।
তারপরও, আমাদের সম্পদ আছে সব বাচ্ছাকে পড়ানোর মতো।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

নতুন বলেছেন: ভাই জনগন বেশি পড়লে প্রশ্নকরা শুরু করবে....

প্রধানমন্ত্রী/বিরোধিনেতাকে প্রশ্ন করবে তোমার ছেলেরা ছাত্ররাজিনিতি করে না কেন? কেন জনগনের ছেলেরা গুলি খেয়ে মরে??

কেন আপনি দেশের বাইরে চিতিকসায় যাচ্ছেন<< যখন আপনি বলছেন যে দেশের চিকিতসার অনেক উন্নতি হয়েছে...

এমন অনেক প্রশ্ন করবে তাই তারাও চায়না জনগন বেশি শিক্ষিত হউক.. :)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, মিশর, লিবিয়াসহ অনেক আফ্রিকান দেশের সরকার, প্রশাসন, ব্যুরোক্রেসী পড়ালেখায় সরাসরি বাধার সৃস্টি করেছে দীর্ঘ সময় ধরে; আমাদেরকে ষেই বাধা অতিক্রম করতে হবে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩০

আরণ্যক রাখাল বলেছেন: প্রথম প্যারার সাথে একমত না| বাকিটা ঠিকাছে

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:

সবকিছু ঠিক মত বলতে পারলে তো লেনিন হয়ে যেতাম।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৩

রাফা বলেছেন: স্ববিরোধী পোষ্ট....আপনি কেনো সাদা হাতির উপর নির্ভরশীল?মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হইবে।সবাইকে দিয়ে সব কিছু হয়না।এটা আল্লাহই সৃষ্টি করে দিয়েছেন।আপনাকে পূণ্য কামানোর সুযোগ দিয়েছে দরিদ্রদের সাহায্য করে।আপনি অন্যায় করলে তার দ্বায় শুধুই আপনার।সরকার সব করে দিবে এই দিন গত হয়েছে আপনি আমি কি করছি সেটা কি চিন্তা করেছেন।সরকার ৬ দফা বাস্তবায়নের চেষ্টা করে যাইতেছে।তাদের ন্যুনতম অধিকার দেওয়ার চেষ্টা করতেছে এটাতেও যদি রাজনীতি ডুকিয়ে দেন এরপরে আর কেউ কোন পদক্ষেপ নিবে কি?

অলীক কল্পনা না করে বাস্তবতায় নেমে আসুন।বলা খুব সহজ করে দেখিয়ে দিন।যেভাবে মুক্তিযুদ্ধ করেছেন প্রাণের তাগিদে সেভাবেই রাস্তায় নেমে আসুন।

আরো অনেক কিছুই বলতে পারি /কিন্তু করতে পারি খুব কম তাই আর বললামনা।
ধন্যবাদ,চাদগাঁজী।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


আমাদিগকে রাস্তা থেকেই তাড়ায়ে দিয়েছেন কেউ কেউ ভুল করে। সেই ভুলের ক্ষতিপুরণ দিচ্ছেন জাতি। আমরা গরীব ও অশিক্ষিতদের থেকে এসেছিলাম সামনে, আবার পেছনে ঠেলে দেয়া হয়েছে আমাদের; এখন শুধু আলোচনা সমালোচনা করেই সময় কাটানো।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৩

রাফা বলেছেন: জানেনতো অধিকার কেউ কাউকে দেয়না-আদায় করে নিতে হয়।সর্বাধিক সংখ্যক মুক্তিযোদ্ধা ছিলো কৃষক, শ্রমিক ,মজুর, কুলি তারা লেখা পড়া জানা ছিলোনা বলে তাদের কথা কেউ লিখে রাখেনি।তাই বলে ভাববেননা নতুন প্রজন্ম এগুলো কিছুই জানেনা।সত্যিকারের ইতিহাস যারা জানতে চায় তারা নিজেরাই খুজে নেয় পথ।আমি যতটুকু জেনেছি বুঝেছি ও শুনেছি সব নিজের চেষ্টায়।প্রতিটি মুক্তিযোদ্ধার বুকের ভেতরে লুকিয়ে আছে এক একটি ১৯৭১ সাল।
সত্যকে কেউ চাপা দিয়ে রাখতে পারেনা/সবাই একদিন একসাথে জেগে উঠবে।এত শহিদ যে মাটির নিচে ঘুমিয়ে আছে সেই মাটিই স্বাক্ষি দিবে আসল বীরদের পক্ষে।শুধু আমাদের যার যতটুকু সাধ্য আছে তাই নিয়ে এগিয়ে আসতে হবে।আপনারা এই দেশের সবচাইতে গৌরবের অধিকার রাখেন ।সেটা আজ অথবা কাল পাবেন ইনশাহ-আল্লাহ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২০

চাঁদগাজী বলেছেন:


আমরা চাইনা যে, পাকীদের মিলিশিয়া জামাত ও বাংলাদেশ বিরোধী বিএনপি কোনভাবে ক্ষমতায় আসুক; কিন্তু আওয়ামী লীগ শেখ সাহেবের ভাবনাকে ছুঁড়ে ফেলে দিয়ে জিয়ার স্বপ্ন, "ক্যাপিটেলিজম"কে প্রসারিত করেছে ও করছে, এটা বেদনাদায়ক।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Hi, how are you?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

চাঁদগাজী বলেছেন:

আমি ভালো। আপনি লাপাত্তা!

আশাকরি ভালো আছেন! মুক্ত বিহংগ?

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Yeah. Need to start studying for the MCAT. It's time, you know.

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: ফালতু

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


প্রতিবনদ্বিদের কেহ চাকর হিসেবে নেয় না, সেদিক থেকে আপনি ভালো অবস্হানে আছেন।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: গাঁজীভাই আপনার জন্য আজ একটা সাদা হাতি নিয়ে কবিতা লিখবো।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:

নতুন আইডিয়া

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

টোকাই রাজা বলেছেন: আর যাদের কালো হাতি আছে!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


কালো হাতি আয় করে, সাদা হাতী ঘুমায়।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

চৌধুরী ইপ্তি বলেছেন: আলতু ফালতু লেখা

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


রং কি সাদা?

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

চৌধুরী ইপ্তি বলেছেন: কিসের রঙ??

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার?

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

চৌধুরী ইপ্তি বলেছেন: জি না। ফর্সা।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:

সাদা হাতির মতো, বা কাছাকাছি?

আপানাকে স্বাগতম জানাতে, আপনার পোস্টে মন্তব্য করেছিলাম; দেখলাম, আপনি মন্তব্য নিচ্ছেন না।

২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

চৌধুরী ইপ্তি বলেছেন: ঠিক আছে খুলে দিছি। একটা সমস্যা ছিল।


আপনি মেয়েদের সাদা হাতি বলছেন কেন? এটা নারীবিদ্বেষী মেন্টালিটি।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:

আমি হ্যো সারা বিশ্ব একা নারীদের পক্ষে; আমার একটা পোস্ট আছে, "কন্যাদের দাসী বানাইও না", বা এ ধরণের কিছু; সেটা প্রকাশের ৩ সপ্তাহের মাথায়, সরকার চাকরাণী রাখার বয়স ১৪ বছরে নেয়ার ঘোষণা করেছে।

আগামী ১০ বছরে, আমাদের ৩১ লাখ মেয়ে চাকরাণী হয়ে যাবে; তাদেরকে পড়ানো সরকারের দায়িত্ব, এবং সাথে সাথে শিক্ষিত মেয়েরা যেন অপরের কিশোরী মেয়েকে দাসী না বানায়, সেটা বুঝানোর জন্য সাদা হাতি।

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

কেউ নেই বলে নয় বলেছেন: তুই তো মগজেও পাকী বীর্য্য অলা শুয়োর চুমারানীর ছেলে। নিজামীর গুয়াচাটা বেজন্মা বাইনচোদ

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

ভীমরুলের হুল বলেছেন: @ লেখক, ছি ছি । এত বিদ্বেষী মানসিকতা কেন ? আপনি কি আপনার হোল, বীচিও বউকে দিয়ে ধুইয়ে নেন নাকি ?

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


বিয়ে করেন, সাদা হাতি এড়িয়ে যাবেন।

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



কমেন্ট ছোট করেন, কমেন্টের পেছনে সময় বেশী দেবেন না।

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

নীলক্ষেত গাজী বলেছেন: গাজী গাজী ;) নীলক্ষেত গাজী ;) তুইও গাজী আমিও গাজী ;)

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

চেঙ্গিস বলেছেন: আরেক পায়খানা পোস্ট ;)

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

চেঙ্গিস বলেছেন: হে হে, খালি পায়খানা কমেন্ট হবে এইসব পায়খানা পোস্টে B-))

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.