![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
প্রসব-বেদনার অফুরন্ত ব্যথা, অতপর শিশুকে প্রথমবার কোলে নিয়ে মা যে, ভালোবাসা অনুভব করেন, সেটা কোন পুরুষ কোনভাবেই অনুভব করতে পারবে না, লিখে প্রকাশ করতে পারবে না, হোক সে মধুসুদন দত্ত, নজরুল ইসলাম বা ফ্রয়েড।
যে কারণেই হোক, মুক্তিযুদ্ধ না করে, মুক্তিযুদ্ধের স্বাদ কেহ নিতে পারবে না এ জীবনে আর।
ড: হুমায়ুন আজাদ আমার শিক্ষক ছিলেন, অনেক প্রগ্রেসিভ মানুষ, সেইজন্য উনাকে প্রাণ দিতে হয়েছে। উনি মনে হয়, অনেক বই লিখে গেছেন, আমার পড়া হয়নি; মনে হয়, উনার কোন বইতে, বা কোন অর্টিক্যালে উনি একটা অখ্যাত বাক্য রেখে গেছেন, "একজন রাজাকার চিরকালই রাজাকার, একজন মুক্তিযোদ্ধা চিরকালই মুক্তিযোদ্ধা না"; এই বাক্যটি উনি যেমন কম-বুঝে লিখেছেন, তেমনি কম-বুঝে অনেকেই উহাকে ব্যবহার করছেন।
যাক, আমার জানা মতে কোন মুক্টিযোদ্ধাকে এই বাক্যটিকে ব্যবহার করতে দেখিনি, সেটাই ভালো। বাক্যটি আংশিকভাবে সঠিক, রাজাকার রাজাকরই থাকবে আজীবন, ওদের ১ টি জীবন; কিন্তু মুক্তিযোদ্ধা নিয়ে বাক্যের বাকী অংশ যা বুঝাতে যাচ্ছে, তা সঠিক নয়, মুক্তিযোদ্ধারা একজীবন নয়, বহু জীবন বাঁচবেন মানুষের ভাবনায়; মুক্তিযোদ্ধাদের নিয়ে এই উক্তি একজন 'অমুক্তিযোদ্ধার' গড্ডালিকার লজিক মাত্র।
উনার ছাত্রদের মাঝে, চট্টগ্রাম কলেজের 'বি-সেকশনের' নুরুল হুদা যুদ্ধ করে প্রাণ দিয়েছেন জাতির জন্য; কিন্তু তিনি বয়স হওয়া সত্বেও মুক্টিযুদ্ধে যাননি, বা যেতে পারেননি; এবং সবার যাওয়ার কথাও নয়; উনি যা অনুভব করতে পারেননি, সেটার উপর কথা বলে গেছেন, যাহা পুরুষ হয়ে, নারীর প্রসব বেদনা অনুভবের মতো।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
কিছু বেকুব লোক ড: আজাদের উক্তিটা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে ব্যবহার করছে, এটা সঠিক নয়!
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: উত্থান পতন উভয়ের চরিত্রেই আসতে পারে। উত্থান আসবে সৎ বিবেকের উন্নয়নের কারনে আর পতন আসবে স্বার্থোন্নয়নের কারনে ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি যা বলেছেন, তা লজিক্যাল; এর বাইরে আছে ফাজি-লজিক, যা লজিককে কো-অপারেশনে নিয়ে, নতুন লজিকের সৃস্টি করে, যা আরো বিশুদ্ধ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান । স্বাধীন দেশ এনে দিয়েছেন । জাতি তাঁদের প্রতি চিরদিনই কৃতজ্ঞ । তাঁদের প্রতি জাতির চাওয়াও অপরিসীম । কিন্তু তাঁরা যখন নীতি-নৈতিকতা ভুলে যান, স্ববিরোধী কাজকর্ম করেন; তখন জাতির হা-হুতাশ করা ছাড়া কিছুই করার থাকেনা । উপর্যুক্ত কথাটি ব্যথিত চিত্তেরই বহিঃপ্রকাশ!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
চাঁদগাজী বলেছেন:
" তাঁদের প্রতি জাতির চাওয়াও অপরিসীম । "
-মুক্তিযোদ্ধারা জাতিকে "চাওয়া-পাওয়ার" থেকে অনেক বেশী এনে দিয়েছেন, স্বাধীন দেশ; এখন যোদ্ধারা কোথায়ও কিছুতে নেই; কারো আর কোন চাওয়া পাওয়া আর থাকা উচিত নয়।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ফাজি লজিকও স্বার্থোন্নয়ন স্বার্থোরক্ষা বা লজ্জা ঢাকার ব্যথ্য প্রয়াস মাত্র ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনি হয়তো মুক্তিযোদ্ধাদের জানার সুযোগ পাননি; কয়টা ইপিআর, কয়টা বেংগল রেজিমেন্ট, কয়টা চাষীর ছেলে মুক্তিযোদ্ধার সান্নিধ্য পেয়েছেন?
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১
আবু শাকিল বলেছেন: পোষ্টে আসলাম ।দেখলাম ।চলে গেলাম ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
ভালো, আবারো আসবেন।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: প্রসব-বেদনার অফুরন্ত ব্যথা, অতপর শিশুকে প্রথমবার কোলে নিয়ে মা যে, ভালোবাসা অনুভব করেন, সেটা কোন পুরুষ কোনভাবেই অনুভব করতে পারবে না, লিখে প্রকাশ করতে পারবে না, হোক সে মধুসুদন দত্ত, নজরুল ইসলাম বা ফ্রয়েড।
অসাধারণ একটা কথা বলেছেন
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমি নিজেই হতবাক, আমার নিজের কাছেও ভালো লাগছে বাক্যটা
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫১
কলাবাগান১ বলেছেন: ব্লক করুন এই কীট কে
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৩
চাঁদগাজী বলেছেন:
ব্লক করার স্টেপগুলো আমাকে বলেন তো, আমি কখনো করিনি।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মডারেটররা কি এদের বিরুদ্ধে কিছু করবে? আমার বিরুদ্ধেও ওরা অনেক খারাপ কথা বলেছে, আমি মডারেটরকে উল্লেখ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। মডারেটর কিছুই করেনি। তারপরও আমার বিরুদ্ধে এরা খারাপ পোষ্ট, মন্তব্য দিয়ে গেছে। এদের বিরুদ্ধে কিছুই করা হয়নি।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
সব মিলে আপনার খবর কি?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনি লেখা শুরু করেন, আমাদের সমাজে এদের সংখ্যা অনেক।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২২
চাঁদগাজী বলেছেন:
আমি মডারেটরদের বলিনি; এর অনেক নিক আছে; কিছুক্ষণ আগে আমি একটা সাময়িক পোস্ট দেয়ার পর, ১টা নিক ব্যান করেছেন মডারেটর।
আমি চাচ্ছি নিজে হ্যানডেল করতে। ভদ্রলোক কাজ করতে চাচ্ছে করুক; উনার মগজ সিগনেল দিচ্ছে কাজ করার জন্য।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৭
কলাবাগান১ বলেছেন: আপনি কি এনাকে চিনতে পারছেন? আমি মনে হয় উনার আসল নিক কি বুঝতে পারছি
২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
এগুলোকে চেনা মুশকিল
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৫৫
কলাবাগান১ বলেছেন: কমেন্ট মডারেশন করার জন্য আপনার প্রোফাইল ছবির পাশের ড্রপডাউন এ্যারোতে ক্লিক করুন। তারপর মেন্যূ থেকে কমেন্ট মডারেশন অপশনে ক্লিক করুন। তারপর বাম দিকের "অন্যান্য তালিকা" থেকে " নিষিদ্ধ তালিকা" সিলেক্ট করুন, তারপর 'নিষিদ্ধ তালিকা" ক্লিক করুন আর ব্লগারের ইউআরএল যোগ করে দিন
http://www.somewhereinblog.net/blog/stringer
২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
ভালো কাজ হবে।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫১
রাফা বলেছেন: কে বললো হতে পারেনা:-স্যার যথার্থই বলে গেছেন।আপনি আজ খুন করেন নাই বলে /আগামিকালের খুনের জন্য আপনাকে কি নিষ্পাপ বলবো।কারন গতকাল আপনি নিষ্পাপ ছিলেন।
কাদের সিদ্দিকি বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধের কিংবদন্তি কিন্তু আমার দৃষ্টিতে তিনি তার মুক্তিযুদ্ধের অর্জণ বিক্রি করে দিয়েছে।
এখন তাকে আমি বলতে পারি একদা মুক্তিযোদ্ধা ছিলেন।কারন যে আদর্শ নিয়ে তিনি যুদ্ধ করে ছিলেন সে আদর্শ থেকে তিনি বিচ্যুত।
ধন্যবাদ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা ছিল, নাকি টাংগাইলের রাজা ছিল, সেটা শেখ সাহেব বলতে পারবেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের মতে মুক্তিযোদ্ধ ২ জন ছিলেন, শেখ ফজলুল হক মনি ও কাদের সিদ্দিকী।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: উত্থান পতন উভয়ের চরিত্রেই আসতে পারে। উত্থান আসবে সৎ বিবেকের উন্নয়নের কারনে আর পতন আসবে স্বার্থোন্নয়নের কারনে ।
চমৎকার বলেছেন,
রাজাকার বা মুক্তিযোদ্ধা কেউই সারাজীবন এক নয়।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০১
চাঁদগাজী বলেছেন:
আপনার লজিক নিজের কাছে রাখেন, ছড়া লেখেন; রাজাকার শব্দের আশেপাশে মুক্তিযোদ্ধকে আনার দরকার নেই; রাজাকারের এক জীবন, মৃত্যু বা ফাঁসি; মুক্তিযোদ্ধা শব্দটি বেঁছে থাকবে বহু-জীবন।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অন্যের লজিক দেখি সহ্য করতে পারছেন্না.............মহা আত্মপ্রসাদে ভুগছেন।
আব আয়া উট পাহাড় কে নীচে।
রাজাকার-মুক্তিযোদ্ধা ডিফাইন করবেন ক্যামনে?সার্টিফিকেট দিয়ে?
আপনি নিজেই বিএনপির সমর্থক অনেক মুক্তিযোদ্ধাদের পাকি দালাল বলে গালি দিয়েছেন।এটা কি দ্বৈতনীতি নয়???
ভুলভাল যাই লিখি,লিখি.............খোঁচা দিলেন।
স্পোর্টিংলি নিলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
বিএনপি' ২ লাখের বেশী সার্টিফিকেট বিক্রয় করেছে, আওয়ামী লীগও সমপরিমান।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
মাঘের নীল আকাশ বলেছেন: গাজী সাহেব তো মনে হয় চরম ফাঁপরে আছেন...
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
জ্বি, আছি
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১
টোকাই রাজা বলেছেন: প্রসব-বেদনার অফুরন্ত ব্যথা, অতপর শিশুকে প্রথমবার কোলে নিয়ে মা যে, ভালোবাসা অনুভব করেন, সেটা কোন পুরুষ কোনভাবেই অনুভব করতে পারবে না, লিখে প্রকাশ করতে পারবে না, হোক সে মধুসুদন দত্ত, নজরুল ইসলাম বা ফ্রয়েড। - অসাধারন
মুক্তিযোদ্ধা আর রাজাকার ওরা কারা?????????
জানতে মন চায়!!!!!!!!!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
রজাকার হলো বাংলার আবর্জনা, যা পোড়ায়ে পরিস্কার করতে হচ্ছে।
মুক্তিযোদ্ধা কে, আপনি নিজে জানতে চেস্টা করেন।
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
ভীমরুলের হুল বলেছেন: এত পাতার ভীড়ে গাজী ভাই না আবার হারায়া যায় !!!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
আপনি থাকার চেস্টা করে যান, আপনার মতো অনেকেই আজ আর নেই।
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
মাঘের নীল আকাশ বলেছেন: গাজী সাহেব মনে হয় ব্যাপক প্যারার উপরে আছেন...!!!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
আছি
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
শূণ্য পুরাণ বলেছেন: মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
আমিও তাই মনে করি।
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
গেম চেঞ্জার বলেছেন: মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং হুমায়ুন আজাদের উক্তিটিও ভুল।
{এই পোস্ট সামুতে আপনার লেখা ৩০০তম পোস্ট। খেয়াল করেছেন?}
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
হুমায়ুন আজাদ সাহেব কি লিখেছেন, তা নিজেও বুঝেননি; কিছু ডোমেইন আছে, সেখানে উনার যাওয়া ঠিক হয়নি।
৩০০ ঠিক আছে! এটা আবার কমেও যেতে পারে; আমি পোস্ট মুছে দিই এক সময়ে।
২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮
ভীমরুলের হুল বলেছেন: লেখক বলেছেন:
আপনি থাকার চেস্টা করে যান, আপনার মতো অনেকেই আজ আর নেই।
< খেরোখাতায় খুব যত্ন করে হিসেব টুকে রাখেন বুঝি !!
আপনার বালস্য বাল সিরিয়াসনেস নিয়ে মজা করতে বেশ লাগে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং ব্লগারদের জন্য, আপনি এসেছেন, কিছুদিন থাকেন; তারপর, আপনার থাকার সম্ভাবনা আছে?
২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
ভীমরুলের হুল বলেছেন: মূল পোস্টের বিষয়ে আসি ।
আমার তো মনে হয় আপনার মস্তিস্কেই বরং আজাদ স্যারের মন্তব্য এঁটে উঠতে পারেনি ।
ডঃ হুমায়ুন এখানে বুঝাতে চাচ্ছেন যে কিছু কিছু মুক্তিযোদ্ধা পরবর্তিতে অন্যায় পথে চলে গিয়েছেন, যা মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থি । কিন্তু রাজাকারেরা কখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি, এমনকি একজনও নয় ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
কোন মুক্তিযোদ্ধা কোনদিন, কোন ভুল পথে যায়নি।
আওয়ামী লীগ ও বিএনপি ৪ লাখ সার্টিফিকেট বিক্রী করেছিল, ঔগুলো ভুল পথে থাকার সময় সার্টিফিকেট পেয়েছে।
২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
জেন রসি বলেছেন: আপনার লেখা পড়ে মনে হয় আপনি অনেক সময় না বুঝেই অনেক কিছু লিখে ফেলেন। অথবা কিছুটা বুঝে তারপর মনে যা আসে তা বলে ফেলেন।তাই অনেক সময় আপনি কি বলতে চান তা অনেকেই বুঝেনা।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আমি বুঝি আমি কি লিখছি।
আপনি না বুঝলে, পোস্ট নিয়ে টিউটরের কাছে যান।
২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: প্রসব-বেদনার অফুরন্ত ব্যথা, অতপর শিশুকে প্রথমবার কোলে নিয়ে মা যে, ভালোবাসা অনুভব করেন, সেটা কোন পুরুষ কোনভাবেই অনুভব করতে পারবে না, লিখে প্রকাশ করতে পারবে না, হোক সে মধুসুদন দত্ত, নজরুল ইসলাম বা ফ্রয়েড।
অসাধারণ একটা কথা বলেছেন । বেশ ভালো লাগলো।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
আমার নিজেরই ভালো লেগেছে, উৎসাহিত হলাম।
২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮
খোঁচাবাবা এন্ড বুইড়া কাউ বলেছেন: তাইলে লও ঠ্যালা
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
এগুলো পান্তাভাত।
একবার ১ বিখ্যাত ব্লগার আমার বিপক্ষে পোস্ট দোয়েছিল, ২/৩ ঘন্টায়, আমার বিপক্ষে ২৬৫ টি কমেন্ট এসেছিল; এখন উনার লেখা তেমন কেহ পড়ে না।
আরেকজন আমার বিপক্ষে লিখে ৩৬০ টি কমেন্ট পেয়েছিল; এখন ব্লগে নেই; সেদিন অনুরোধ করলাম ব্লগে আসতে।
আপনি হেরে যাবেন
২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
খোঁচাবাবা এন্ড বুইড়া কাউ বলেছেন: তাইলে আর কি বাল পাকনা বুইড়া চোদা। তর তো গায়েই লাগেনা, এইসব কমেন্ট রাইখা দে তাইলে পাকী বীর্য্যে জন্ম নেয়া জারজ। নীলক্ষেত সার্টিফাইড ছাগুসেনা
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
ভালো থাকবেন। কি করতে হবে, তার জন্য আমার নিজস্ব ভাবনা আছে
২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
জেন রসি বলেছেন: যেহেতু আপনি লিখেন, আপনি নিজেই ভালো টিউটর হতে পারবেন! তাই আপনার কাছেই আসলাম! এবার বলেন আপনি নিজেকে কোন টাইপ মুক্তিযোদ্ধা মনে করেন? ওয়ান টাইম নাকি ফর এভার টাইপ?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমি কোন ধরণের মুক্তিযোদ্ধা সেটা আমার কমান্ডার ও সহযোদ্ধারা জানেন; সেটা নিয়ে প্রশ্ন করার অধিকার আর কারো নেই!
শুধু আমি নই, কোন মুক্তিযোদ্ধাকে এই ধরণের প্রশ্ন করার মতো অপরাধ না করার জন্য অনুরোধ করছি।
২৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিলো। ধরেন, সে সময়ের কোন মুক্তিযোদ্ধা পরবর্তী সময়ে রাজনীতির ক্ষমতা লেহনের গ্যাঁড়াকলে পরে ক্ষমতা, অর্থ ইত্যাদির বলাৎকারে জনসমাজের সম্মুখে দুর্নীতিবাজ হিসেবে প্রকাশিত হয়। আমি হয়তোবা তাকে এখনো স্মৃতিজনিত কারণে মুক্তিযোদ্ধা বলতে পারি। কিন্তু তার ব্যবহারকে কি মুক্তিযোদ্ধার ব্যবহার বলতে পারি???
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
১ লাখ ২০ হাজারের মতো মুক্তিযো্দ্ধার মাজে ২/১ জনের ভুলের জন্য সার্বজনীন কোন রুল জারি করা ঠিক হবে না।
২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
জেন রসি বলেছেন: সুন্দর যুক্তি! এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি যেমন অনেকের সহযোদ্ধা এবং কমান্ডারের সাথে আলোচনা না করেই তাদের সম্পর্কে অনেক কিছু বলে ফেলেন! আপনার মতে সেটা কি ঠিক?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
যেটা ঠিক, আমি সেটাই করছি।
শিক্ষিত মানুষ হিসেবে, কারো প্রাইভেট ডোমেইনে প্রবেশের চেস্টা করবেন না।
আমি আপনার কাছে চাকুরী চাচ্ছি না যে, আমার কোন তথ্য আপনাকে দিতে হবে; পাবলিক ডোমেইনে আমার কিছু তথ্য আছে, সেগুলো থেকে বুঝার চেস্টা করেন।
২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩
খোঁচাবাবা এন্ড বুইড়া কাউ বলেছেন: খোঁচাবাবা এন্ড বুইড়া কাউ বলেছেন: টানা কমেন্টামু না। কিছুক্ষন পর পর আইসা গুতা দিয়া যামু। অপেক্ষায় থাকবি কখন আসতেছে, কখন আসতেছে। অপেক্ষা এক আশ্চর্য্য যন্ত্রনার ব্যাপার। তোর সাথে মানসিক গেম খেইলা মজা পাইতেছি। একটা বিকৃত অসুস্থ্য মানসিকতার নিঃসঙ্গ প্রবাসী এবং কর্মহীন বুইড়ার জীবন নিয়া গল্পের প্লটও মাথায় চইলা আসছে। যার বিকৃতিরে দুনিয়া কখনো পাত্তা দেয়নাই আর শেষ সম্বল ছিলো অনলাইনে বমি করা। একদিন সেইটা নিয়াও টানাটানি দেখা দিলো।
এরপর, এরপর কি হইলো?
জানার জন্য অপেক্ষায় থাকুক আমজনতা
োস্বর্নাখালামনির জন্য একটা ছুট্টু শায়েরী। আবার আসলে একটূ শুনাইয়া দিস তো পাকী জারজ গাজী ছাগু
চুতিয়া চুতমারানী, োদা কি তোর সঙ্গে যাবে??
গাজীরে চাটতে দিলে োদা কি তোর ক্ষয়ে যাবে??
ওই কাজেই বিজি থাক। নাইলে আরো নোংরা রুপ দেখবি। সিপি গ্যাং স্টাইল।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি হেরে যাবেন; আপনার থেকে বুদ্ধিমান অনেকেই হেরে গেছে।
**** ফ্লাডিং করে ব্লগ শ্লো করছেন, স্পেস নিচ্ছেন; ব্লগারেরা ও ব্লগের মালিক আপনাকে ঘৃনা করবে।
৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
খোঁচাবাবা এন্ড বুইড়া কাউ বলেছেন: যা, তোর কমান্ডাররে খুজতে ফাকিস্তান যা পাকী জারজ গাজী ছাগু। তোর কমান্ডার রাজাকারে আছিলো নাকি পাকী আর্মিতে? তার পুটকী চাটতি? নীলখেতের ছাগুফিকেটও কি নীলক্ষেতেই পাইছোস নাকি ইসলামাবাদ থাইকা প্রিন্ট কইরা পাঠাইছে?
খেলা তো শুরুই হয় নাই। পার্ট টু, থ্রি, উইকেন্ড মেগা আমোদপোস্ট কতকিছু বাকী আছে। এইগুলাও মজার। এইখানে তো জাস্ট টোকা দিতাছি। বুইড়া ছাগুরে আঙ্গুলের ব্যায়াম করাইতেছি যাতে খালামনিরে ঠিকমত উংলির পুলক দিতে পারে
টানা কমেন্টামু না। কিছুক্ষন পর পর আইসা গুতা দিয়া যামু। অপেক্ষায় থাকবি কখন আসতেছে, কখন আসতেছে। অপেক্ষা এক আশ্চর্য্য যন্ত্রনার ব্যাপার। তোর সাথে মানসিক গেম খেইলা মজা পাইতেছি। একটা বিকৃত অসুস্থ্য মানসিকতার নিঃসঙ্গ প্রবাসী এবং কর্মহীন বুইড়ার জীবন নিয়া গল্পের প্লটও মাথায় চইলা আসছে। যার বিকৃতিরে দুনিয়া কখনো পাত্তা দেয়নাই আর শেষ সম্বল ছিলো অনলাইনে বমি করা। একদিন সেইটা নিয়াও টানাটানি দেখা দিলো।
এরপর, এরপর কি হইলো?
জানার জন্য অপেক্ষায় থাকুক আমজনতা
োস্বর্নাখালামনির জন্য একটা ছুট্টু শায়েরী। আবার আসলে একটূ শুনাইয়া দিস তো পাকী জারজ গাজী ছাগু
চুতিয়া চুতমারানী, োদা কি তোর সঙ্গে যাবে??
গাজীরে চাটতে দিলে োদা কি তোর ক্ষয়ে যাবে??
ওই কাজেই বিজি থাক। নাইলে আরো নোংরা রুপ দেখবি। সিপি গ্যাং স্টাইল।
৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
*** ফ্লাডিং করে ব্লগ শ্লো করছেন, স্পেস নিচ্ছেন; ব্লগারেরা ও ব্লগের মালিক আপনাকে ঘৃনা করবে।
ব্লগ আইনী ব্যবস্হাও নিতে পারে, আমি স্ক্রী শর্ট রেখেছি!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
সামুর উপর আক্রমন করছেন, খেয়াল রাখেন; তথ্য আইন ভেংগে বসে আছেন।
৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
ঢাকাবাসী বলেছেন: কবে স্টেনগান চালিয়েছিলুম ভুলে গেছি। ওসব নিয়ে ভাবতেই চাইনে। ধন্যবাদ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা, জানতাম না তো?
ড: হুমায়ুন আজাদের উক্তি ব্যবহার করে, আমাকে আক্রমণ করেছিল এক ব্লগার; তাই বুঝতে চাইলাম, উক্তির কোন লজিক আছে কিনা!
৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
আরইউ বলেছেন: ১. হুমায়ুন আজাদ হাইলি ওভার রেটেড একজন লেখক। ওনার প্রতি আমার ন্যুনতম শ্রদ্ধাবোধ নেই।
২. ওনার বক্তব্য কিন্তু মিথ্যে নয়। রাজনৈতিক দোষে দুষ্ট মুক্তিযোদ্ধা তাঁর সন্মান কাজে কথায় রাখতে পারেননি সে উদাহরণ আমাদের কাছে আছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
চাঁদগাজী বলেছেন:
যারা যুদ্ধে যাননি, তাদের প্রমাণের অভাব হবে না কোনদিন; আপনি হয়তো আও্য়ামী ও বিএনপি'র সার্টিফিকেটকে তৈরি ৪ লাখের কথা বলছেন; ওগুলো মুক্তিযোদ্ধা নন।
৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
প্রামানিক বলেছেন: মন্তব্য প্রতি মন্তব্য পড়ে টাসকি খাইলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
কয়েকটা নিক গত ৪ দিন ফ্লাডিং করছিল।
৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯
কলাবাগান১ বলেছেন: এখন আমাকে আক্রমন আরম্ভ করেছে আজিজ
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
তাই?
স্যরি, আমার পক্ষে কথা বলাতে হয়তো, সহজভাবে নেন।
৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
জেন রসি বলেছেন: তার মানে আপনি নিজেও নিজের কথা বুঝেন না! এই কথাটা বুঝাতেও আপনার অনেক সময় লেগেছে! তবে চিন্তার কারন নাই! এবার থেকে আমি নিয়মিত আপনার কথা আপনাকে বুঝিয়ে দেব!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
কিছু ব্যাপার আছে, ওগুলো সবার জন্য নয়; নিজের পরিচিত ডোমেইনে থাকেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
অনেক কিছু পরিস্কার হয়ে গেছে
০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
যদি বুঝতে পারেন যে, আপনি মুক্তিযোদ্ধার সাথে কথা বলছেন, সাথে সাথেই আপনাকে প্রতিটি কথায় সতর্ক হতে হবে।
৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০
ভীমরুলের হুল বলেছেন: আপনার মত বুইড়া ভামের কাছে ব্লগিং শিখতে হবে না । তিনশ চ্যাটের বাল পোস্ট লেখার পরও এখনও মন্তব্য পাওয়ার এভারেজ ২১/২২ , সে ব্লগার না, সে হইল বালগার ।
আর আমার ব্লগ থেকে তো গদাম খেয়ে পালিয়ে এখন সামুতে এসেছেন ।
আপ্নে হইলেন একটা ক্লাসিক শাখামৃগ , হামা ভাই তো আপ্নারে লাত্থাইতে চাইছিল তার ফুটবল পোস্টে আতলামি করার জন্য । এরপরও আপনার লজ্জা হয় না ।
দিনে কয় পেগ মদ খান ? লজ্জা শরম কি পেটে চালান করে দিসেন নাকি ?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
বহু ব্লগ আমাকে পুরোপুরি ব্যান করেছে; ওখানে এখন কেহ নেই, মশা মাছিও নেই।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
আমি যেসব বিষয়ে লিখি, এগুলোতে মন্তব্যের সংখ্যা গণনা হয় না, কোয়ালিটি গণনা হয়।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
আমার ১ কমেন্টের বিপরিতে আপনারা ৬/৭ নিক থেকে প্রায় ১২০০ কমেন্ট করেছেন; ভেবে দেখেন, সেই কমেন্টের কোয়ালিটি!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
আপনার মতো অনেকেই ৫০/৬০ টা নিক রাখতো, ঐগুলো দিয়ে নিজের পোস্টে কমেন্ট করতো।
৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
ভীমরুলের হুল বলেছেন: তোর লেখা হইল গায়ে মানে না আপনি মোড়ল কোয়ালিটিতে সেরা ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
কিছুটা; তবে, পুরোপুরি নয়।
৩৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
ভীমরুলের হুল বলেছেন: আরে ছাগলের বাচ্চা, আমি মজা নেওয়ার জন্য এই আইডি খুলছি ।
যারা বহু কমেন্ট করতেছে তাদের উদ্দেশ্য একদিক থেকে ভালই । তোর মত পাগল খেদানো
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
চাঁদগাজী বলেছেন:
সামুকে "ফ্লাডিং" করে যদি মজা পান, নেন; দেখেন, আইন ভেংগে কত মজা
৪০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯
সূর্য্য আমি! বলেছেন: পাদগাজী বলেছেন:
এগুলো পান্তাভাত।
একবার ১ বিখ্যাত ব্লগার আমার বিপক্ষে পোস্ট দোয়েছিল, ২/৩ ঘন্টায়, আমার বিপক্ষে ২৬৫ টি কমেন্ট এসেছিল; এখন উনার লেখা তেমন কেহ পড়ে না।
আরেকজন আমার বিপক্ষে লিখে ৩৬০ টি কমেন্ট পেয়েছিল; এখন ব্লগে নেই; সেদিন অনুরোধ করলাম ব্লগে আসতে।
আপনি হেরে যাবেন
বুড়া ছাগুটা এইটারে সফল ব্লগিং ভাবে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২
চাঁদগাজী বলেছেন:
আপনাদের ফ্লাডিং পান্তা ভাত।
প্রোগ্রামিং করে এক ব্লগে আমার পোস্ট ফ্লাডিং করেছিল; উহাও হেরে গিয়েছিল।
৪১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
জেন রসি বলেছেন: কোন বিষয় কার জন্য না এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করলে ভালো হইত। তাহলে ব্লগাররা জানতে পারত আপনার জন্য আসলে কি কি হারাম! আমরাও আলোকিত হয়ে আপনাকে নিরাপদ রাখিতাম!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
শুনেন, আপনি যে ধরণের ব্লগিং করেন, ঐগুলো আমার পোস্টে নেই; কিছু একটা লিখে, ৭/৮ জন ২০ বার করে কমেন্ট করেন: "সুন্দর", ভালো, "অপুর্ব"; নিজের এলাকায় থাকেন!
৪২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
মাসূদ রানা বলেছেন: মাশা আল্লাহ । ভালই চলতাছে আপনের দিনকাল ডিয়ার @চাঁদগাজী ভাই
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
মশা, মাছির উৎপাত
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
স্যরি, অন্যদের কমেন্ট মুছতে আপনার ১ টা কমেন্ট মুছে গেছে।
৪৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫০
মাসূদ রানা বলেছেন: সমস্যা নাই চাঁদগাজী ভাই। ইগনোর করেন ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
ওকে
৪৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮
মাসূদ রানা বলেছেন: প্রথমে পোস্টের নিচের দিকে "এডিট করুন " অপশনে ক্লিক করেন -< এইবার পোস্টের নিচের ছবিটার মত মন্তব্য সেটিংসের ভেতরে " রিভিও হবে " বাটনে ক্লিকান ।
সবশেষে আপডেট করুন ও প্রিভিউ করুন বাটনে চাপ মারেন । কাম শেষ । কোন কমেন্ট প্রকাশ হওয়ার আগে আপনের অনুমতি চাইবে ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
আমি করেছি।
এখন উহাদের মন্ত্ব্য কোথায় যাবে? মনে হয়, উহাদের কাজ ছোট হয়ে আসছে!
৪৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২
হুঙ্কার বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১
কিরমানী লিটন বলেছেন: প্রসব-বেদনার অফুরন্ত ব্যথা, অতপর শিশুকে প্রথমবার কোলে নিয়ে মা যে, ভালোবাসা অনুভব করেন, সেটা কোন পুরুষ কোনভাবেই অনুভব করতে পারবে না, লিখে প্রকাশ করতে পারবে না, হোক সে মধুসুদন দত্ত, নজরুল ইসলাম বা ফ্রয়েড।
যে কারণেই হোক, মুক্তিযুদ্ধ না করে, মুক্তিযুদ্ধের স্বাদ কেহ নিতে পারবে না এ জীবনে আর।
অনেক শুভকামনা প্রিয় গাজী ভাই ..।