নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার কমেন্ট করার ক্ষমতা নেই

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

কিছু ব্লগার চান যে, আমি যেন উনাদের আশানুযায়ী উনাদের পোস্টে কমেন্ট করি; এটা আসলে ব্লগিং নয়, এবং আমি উনাদের আশাটা অনুভব করতে পারি না। বুঝা গেছে, কিছু ব্লগার আমার কমেন্ট পছন্দ করেননি; চেস্টা করবো, সেসব ব্লগারদের পোস্টে কিছু না বলার জন্য।

আমি দেশের মানুষের অধিকার, ও সম-সাময়িক ঘটনাসমুহ নিয়ে লিখি, এনালাইসিস করার চেস্টা করি, বুঝার চেস্টা করি, সমাধান নিয়ে কথা বলার চেস্টা করি, পোস্ট আকারে লিখি; এতে শিক্ষা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, টেকনোলোজী, সায়েন্স বিষয়ক আলোচনা থাকে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

প্রণব দেবনাথ বলেছেন: আপনি ঠিকই আছেন,যাদের সমালোচনা সহ্য করার ক্ষমতা নেই তার জ্ঞান কম।কারন সমালোচনা থেকেই নিজের ভুল শোধরানো যায়।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


Sorry, somehow Font changed to English; I think in the same way.

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছু কিছু লোকের অাপনার গঠনমূলক মন্তব্য সহ্য করার মত ক্ষমতা নেই । ওদের লেখায় অাপনার মন্তব্য না করাই ভালো । অাশা করছি শীঘ্রই অাপনার পোস্ট ফ্রন্ট পেইজে যাবে ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


May be, that is one of the solutions.

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: না যাক।। যাদের ভাল লাগার তারা খুজে-পেতেই পড়বেন।। স্বয়ং দেবতার পক্ষেও সবার মন রাখা সম্ভব হয় না,সেখানে মানুষতো কোন ছাড়।।
বহু বছর পর দেশ থেকেই "স্বদেশী" নববর্যের শুভেচ্ছা জানালাম।। কামনা করি সমস্ত ঝড়-ঝঞ্ছা কাটিয়ে উঠুন।।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



নব-বর্ষের শুভেচ্ছা; খুশী হলাম জেনে যে, আপনি পরিবারের সাথে দেশে আছেন; ভালো থাকুন।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

সোহানী বলেছেন: মানে কি??? অাপনিতো অনেক ভালো লিখেন....

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



আমি পড়লে, কিছু বলার চেস্টা করি, সাধারণত

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ব্যান উঠিয়েছে ভয়ে? আর আপনার ব্যান এখনও উঠায়নি। আপনিতো কোন অপরাধ করেন নি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:




আমার ভাবনাগুলো অনেকের জন্য সমস্যা হচ্ছে।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

নতুন বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ আপনাকে , আপনার পোস্টের কমেন্ট ওপেন করার জন্য। গত সপ্তাহে আপনার ওপর যে ঝোড়ো হাওয়া বয়ে গেছে তা ,আবার প্রমান করে দিল আমরা কতটা অসহিষ্ঞু, ভিন্নমতের প্রতি কতটা শ্রদ্ধাশীল। এমনকি ব্লগার বা পাঠক হিসাবে আমরা কতটা প্রতিক্রিয়াশীল সেটাও ভাববার বিষয়। যাইহোক পরিশেষে এতটুকু বলবো, আপনি ব্লগ ছাড়বেন না, যা কিছুই ঘটুক আপনি আপনার মত করেই লিখবেন, অন্তত আমি ,আপনার লিখা আপনার মত করে পড়তেই অভ্যস্ত , আপনি যদি আমার বা অন্য কার মন মত লিখা বা কমেন্ট করা শুরু করেন তাহলে তো সেটা বল্গিং হবে না , সেটা রিগিং হবে। হ্যা এটা সত্য,আপনার কিছু লেখা বা কমেন্ট এ অন্যদেরকে কিছুটা 'তাচ্ছিল্য' করার ভাব ফুটে ওঠে , তবে একজন সিনিয়র সিটিজেন এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওতটুকু প্রিভিলেজ আপনার আছে, এবং ওটাই আপনার বিশেষত্ব।সবচেয়ে বড় কথা আপনার মতো 'মুক্তিযোদ্ধা- বল্গার' খুব বেশী নেই যাদের অভিগ্ঙতা, মতামত, উতসাহ নিয়ে আমরা সমৃদ্ধ হতে পারি। তাই নিজের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে বলতে পারি, আপনার সাথে আছি, যখন থেকে আপনি 'ফারমার' নিক দিয়ে লিখেছেন অন্য একটা বল্গে,এবং সাথে থাকবো যতদিন আপনি লিখবেন, সো চালিয়ে যান।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ; আমি আমার ভাবনা তুলে ধরার চেস্টা করি; সবার সাথে সম্পর্ক রেখে চলার চেস্টা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.