![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ড: এমাজুদ্দিন সাহেব বিডি-নিউজ-২৫, প্রথম আলোসহ অনেক মিডিয়ায় গণতন্ত্র, দেশের সম-সাময়িক অবস্হা নিয়ে প্রবন্ধ লিখেন; উনার লেখাগুলোতে কিছু তাত্বিক ও লজিক্যাল ভুল গত ২৫ বছর যাবত চলে আসছে, উনার পক্ষে শোধরানো সম্ভব হয়নি কোনদিন; কারণ, পাঠকদের থেকে কোন সঠিক 'ফিডব্যাক', কোন সঠিক কমেন্ট উনি কোনদিন পাননি। একই অবস্হা বিরাজ করছে সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী সাহেবের লেখায়। এ ছাড়া উনাদের ২ জনের ভাবনা অনেকটা কলোনিয়েল ও পুরাতন ক্যাপিটেলিজমের লজিকের উপর প্রতিস্ঠিত; উনারা ব্লগিং না করায়, পাঠকের কমেন্ট না পাওয়াতে, উনারা কখনো আধুনিক ভাবনার জগতে প্রবেশ করার কথা ভাবেননি।
ব্লগিং'এর প্রাণ হলো, কমেন্ট, পাঠকের ফিডব্যাক। সব ব্লগারই চান যে, পাঠক কমেন্ট করুক; তবে, আজকাল কমেন্ট পাওয়াও খুব একটা সহজ নয়, অনেক পাঠক ক্লিক করে, ২/১ লাইন পড়ে, কিছু না বলে চলে যান। অনেকে পুরোপুরি না পড়ে কমেন্টে করেন; অনেকে ব্লগারকে খুশী করার জন্য বারবারও কমেন্ট করে থাকেন।
সঠিক কমেন্ট পাওয়া একজন ব্লগারের জন্য সৌভাগ্যের সমান।
ব্লগারেরা নিজের ছোটখাট ভুল নিজে বুঝতে পারলেও, নিজের লজিক্যাল ভুলগুলো নিজে মোটামুটি টের পান না; এগুলো দক্ষ পাঠকের চোখে ও ভাবনায় ধরা পড়ে; নিজকে রিফাইন করতে হলে, পাঠকের কমেন্ট ব্লগারদের জন্য সবচেয়ে বড় নিয়ামক।
(*** আমার কমেন্ট করার ক্ষমতা রহিত করা হয়েছে; হয়তো সাময়িকভাবে...)
কমেন্টের ব্যান তুলে নেয়া হয়েছে; সবাইকে ও এডমিনদের ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
সঠিক কমেন্ট পাওয়া খুব একটা সহজ হচ্ছে না, আজকাল; অনেকই 'নিক' দেখে কমেন্ট করেন, যেগুলোর তেমন মুল্য নেই!
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সঠিক কমেন্ট গুরুত্বপূর্ণ । যথার্থ বলেছেন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
লেখকের সংখ্যা বাড়ছে, এটা ভালো; সবাই চায় যে, নিজের লেখাটা অন্যেরা পড়ুক; সেখানে যেতে হলে, নিজকে রিফাইন করতে হবে।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
সচেতনহ্যাপী বলেছেন: নিজের লজিক্যাল ভুলগুলো নিজে মোটামুটি টের পান না কারন নিজের চোখের কালোদাগ নিজের দেখতে না পাওয়া।।
পাঠকদের যুক্তসংগত মন্তব্যই আয়নার কাজ করে।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, সঠিক কমেন্টের ভুমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
নতুন বলেছেন: এই কারনেই ব্লগিং পত্রিকার চেয়ে হাজার গুন শক্তিশালী... এটা একটা ইন্টারএক্টিভ বিষয়।
বড় বড় নেতা/লেখকের উচিত ব্লগে লেখা তবে অনেক আলোচনা হবে তাদের বিষয় নিয়ে।
আমি কিন্তু পইড়াই মন্তব্য করছি গাজী ভাই..
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের পত্রিকাগুলোতে আজকাল অনেকেই লিখছেন, উনাদের বড় বড় ভুলগুলো বছরের পর বছর চলে আসছে; ব্লগে না এলে, উনারা কখনো সমালোচক পাবেন না, নিজকে শোধরানোর সুযোগ পাবেন না।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: লেখার মধ্যে সঠিক মন্তব্য অনেক গুরুত্তপূর্ণ
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
চাঁদগাজী বলেছেন:
না পড়ে, যাঁরা ব্লগারকে খুশী করার জন্য মন্তব্য করেন, তাঁরা ভুল করছেন।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
কিবরিয়াবেলাল বলেছেন: সাধারণের পক্ষে বললেই কমেন্ট পাওয়া প্রশ্ন থাকে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
নিজের লেখা সব সময় নিজের কাছে বড় মনে হয়; আসল ওজন ধরা পড়ে দক্ষ পাঠকের কাছে।
সাধারণ মানুষের অধিকার, দেশ ও জাতির অবস্হার উপর লেখাগুলো পাঠকদের দৃস্টি আকর্ষন করে; এ ধরণের কিছু লিখতে হলে, সঠক ধরণার দরকার।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সঠিক কমেন্ট পাওয়া একজন ব্লগারের জন্য সৌভাগ্যের সমান।
একমত। নিজের কাছে নিজের মূল্যায়ন আর অন্যের চোখে নিজেকে দেখা এক নয়।
ধন্যবাদ চাঁদগাজী ভাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনার সাথে একমত
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত, সমস্যা হচ্ছে, ইদানিং আলোচনায় সঠিক অংশগ্রহনের চাইতে যুক্তি জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা হয় এবং যার সমাপ্তি ঘটে ব্যক্তিগত আক্রমন দ্বারা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগ হচ্ছে পুরো জাতির লেখকদের মিলনমেলা; এখানে এ ধরণের কিছু ঘটা একেবারে অসম্ভব নয়; সময়ের সাথে, ভালো দিকে যাবে।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
আরজু পনি বলেছেন:
সঠিক অালোচনা, সঠিক সমালোচনাতে একজন ব্লগার পারে নিজেকে সঠিকভাবে বুঝতে।
ভাবনাতে সহমত রইল, গাজী সাহেব ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
যাঁরা বেশ কিছুদিন ব্লগিং করছে. লিখছেন, তাঁরা কমেন্টকারীর দক্ষতাও বুঝতে পারেন সহজে।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
সুমন কর বলেছেন: ছোট হলেও দারুণ বলেছেন। পূর্ণ সহমত এবং প্লাস।
ব্লগিং'এর প্রাণ হলো, কমেন্ট, পাঠকের ফিডব্যাক। সব ব্লগারই চান যে, পাঠক কমেন্ট করুক; তবে, আজকাল কমেন্ট পাওয়াও খুব একটা সহজ নয়, অনেক পাঠক ক্লিক করে, ২/১ লাইন পড়ে, কিছু না বলে চলে যান। অনেকে পুরোপুরি না পড়ে কমেন্টে করেন; অনেকে ব্লগারকে খুশী করার জন্য বারবারও কমেন্ট করে থাকেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
চাঁদগাজী বলেছেন:
যাঁরা না পড়ে, চেনা নিকে নন-রিলেটেড কমেন্ট করেন, তাঁরা আসলে লেখকের জন্য ভালো বন্ধু নন; যদিো অনেক লেখক এতেই খুশী!
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
ধমনী বলেছেন: যাঁরা না পড়ে, চেনা নিকে নন-রিলেটেড কমেন্ট করেন, তাঁরা আসলে লেখকের জন্য ভালো বন্ধু নন; যদিো অনেক লেখক এতেই খুশী!
- সহমত। রাজনীতি তেমন একটা বুঝি না। জঞ্জাল মনে হয়। তাই আপনার পোস্টে কমেন্ট করার যোগ্য ভাবিনা নিজেকে। সেজন্যই অনেক সময় পড়েও কমেন্ট করা হয় না।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
চাঁদগাজী বলেছেন:
ভয় পাবেন না; আমি কখনো রাজনীতি করিনি, থিওরিটিশিয়ান।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
ভুমিসংকর বলেছেন: চাঁদগাজী আংকেল ঠিক কথা বলেছেন । একটি বিশিষ্ট পোস্টের মন্তব্যগুলো ছিল মোটামুটি এরকম (লেখকের মন্তব্য উহ্য থাকছে ) ( নিরাপত্তার স্বার্থে পোস্টের লেখক ও মন্তব্যকারীদের নাম পরিচয় গোপন রাখা হচ্ছে ):
___________________________________________
পাঠক-১ বলেছেন: আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ সচেতনতামূলক পোস্টের জন্য।
পাঠক-২ বলেছেন: লাইকের সংখ্যার উপর ক্লিক করলে দেখা যায় !!!
পাঠক-৩ বলেছেন: হা হা হা । তাহলে তো মনে হয় একটা ইনভেস্টিগেশনমূলক উপকার করে ফেললাম !!!!
পাঠক-৪ বলেছেন: আগামী পোস্টের জন্য আপনার কাছে লাইকটা জমা রাখলাম !! হাহাহহ !!
যদিও নেক্সট পোস্ট কবে আসে তার কোন ঠিক নাই, ভবিষ্যত সবসময় অনিশ্চিত !!!!
পাঠক-৫ বলেছেন: ভাল একটা বিষয় নিয়ে লিখেছেন।
পাঠক-৬ বলেছেন: এতজনের শুভকামনার পরেও আপনি অসুস্থ থাকেন কী করে?
অসুস্থতাকে ছুটি দিয়ে দিন....
পাঠক-৭ বলেছেন: আপনার বিশ্লেষন চমৎকার।
দারুণ একটা বিষয় নিয়ে লিখেছেন!!!!
পাঠক-৮ বলেছেন: এর পরিবর্তন হবে নিশ্চয়ই, এবং শীঘ্রই তা' হবার আশা রাখি !!!!
পাঠক-৯ বলেছেন: অনেক শুভেচ্ছা আপু!!
পাঠক-১০ বলেছেন: সত্য কথন , আপনার বিষয়গুলী নানাবিধ বিশ্লেষণের দাবী রাখে।
যেভাবে আগালে লক্ষ্মী আসে , চাঁদ সওদাগর রা সেভাবেই আগান ।
ভাল থাকবেন আপা।
পাঠক-১২ বলেছেন: অসাধারন বিশ্লেষণ লেখক । আপনার মতই দারুন একটি লেখায় +
পাঠক-১৩ বলেছেন: দারুণ একটা চপেটাঘাত !!!
পাঠক-১৪ বলেছেন: এই বিষয়টা নিয়ে লেখা খুব জরুরী ছিল।আর আপনি ভালঈ গুছিয়ে লেখেছেন।ভাল লাগল।
_____________________________________________________________________________
সবগুলো কমেন্টের টোনই মোটামুটি এক । বলার ধরনটা একটু
খুব ভালো লিখেছেন, ভালো লিখেছেন খুব, খুব লিখেছেন ভালো, +, মাইনাসের উল্টা, কেমনে লেখেন এতো ভালো !, আরিব্বাস লিখাগো ভাইডি, মুগ্ধ করে দিলেন, দিলেন তো মুগ্ধ করে, দারুন, খুব দারুন, মজার, খুব মজার, মজার খুব, খুব মজার কিন্তু
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫
চাঁদগাজী বলেছেন:
২০১৬ সালের সবচেয়ে মুল্যবান কমেন্টের ভোট দিলাম কমেন্টকারীদের।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
আজাদ মোল্লা বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ সহমত আমি , কমেন্ট করে আমার ভুল গুলো ধরিয়ে দিলে পরে সেই ভুল টা আর হবেনা ।
অনেক দিন পরে এলেন ? ভালো থাকবেন ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
চাঁদগাজী বলেছেন:
২/৪ জন নাকি আমার কমেন্টে অনেক কস্ট পেয়েছেন; তাই যাচাই করছি, নিজকে কি পরিমাণ বদকলাতে হবে, তা বুঝার জন্য
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
আমি মিন্টু বলেছেন: ঠিক বলেছেন ভাই সহমত ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০১
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের থেকে সুক্ষ্ম লেখকের সৃস্টি হবে।
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
প্রণব দেবনাথ বলেছেন: ব্যান ঠিক উঠে যাবে।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
চাঁদগাজী বলেছেন:
আশা করছি...
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
রফিকুল্লাহ্ কিশোর বলেছেন: কমেন্ট হয়তো লেখককে রিফাইন করবে, তবে কমেন্ট ছাড়া লেখা নিস্ফল নয়। আর 'ফিডব্যাক' তো লেখালেখির আধুনিক পদ্ধতি। আপনি যাদের কথা বলেছেন, তারা কি চিন্তা চেতনা কিংবা মননে, আধুনিক হতে পেরেছেন?
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
ভাবনায় আধুনিক হওয়া হয়তো সবচেয়ে কঠিন ব্যাপার; তবে, কমেন্ট কিছুটা ভুমিকা সেই ক্ষেত্রেও রাখবে সব সময়।
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট নির্বাচিত পাতায়, কিন্তু কমেন্ট ব্যান। হাউ ফানি!
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৯
চাঁদগাজী বলেছেন:
তাই, নির্বাচিত পাতায়?
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৫
রাফা বলেছেন: লেখার বিষয়বস্তুর বাইরেও লেখকের সাথে সুসম্পর্কের কারনে কমেন্ট করে থাকে।আবার অনেকে ইচ্ছে করেই অন্য প্রসঙ্গ টেনে নিয়ে আসে বিষয়বস্তুর বাইরে।
সব কমেন্টেরই জবাব দেওয়া যায় যদি সেটা অশ্লিল না হয়।মোটামুটি আপনার বিষয়ের সাথে একমত।
ধন্যবাদ,চাঁদগাজী।আশা করি খুব দ্রুত ফিরে পাবেন কমেন্ট করার অধিকার।
০৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০১
চাঁদগাজী বলেছেন:
বুঝার চেস্টা করছি যে, আমি কি সত্যই আজে বাজে কমেন্ট করে বেড়াচ্ছি!
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা।
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৮
আজমান আন্দালিব বলেছেন: ব্লগারেরা নিজের ছোটখাট ভুল নিজে বুঝতে পারলেও, নিজের লজিক্যাল ভুলগুলো নিজে মোটামুটি টের পান না; এগুলো দক্ষ পাঠকের চোখে ও ভাবনায় ধরা পড়ে; নিজকে রিফাইন করতে হলে, পাঠকের কমেন্ট ব্লগারদের জন্য সবচেয়ে বড় নিয়ামক।
সহমত।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, সবাই অনুধাবন করার শুরু করেছেন যে, সিরিয়াস কমেন্ট সব সময় ফ্রেন্ডলী হবে না।
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৪
নিমগ্ন বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, চাঁদগাজী ভাইয়ের ব্যানটি দয়া করে উঠিয়ে নেন। উনি আশা করি নিজের ব্যাপারটাও বুঝতে পেরেছেন।
০৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ।
আমি ইচ্ছা করে কোন ব্লগারকে হতাশ করতে চেস্টা করিনি।
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: তোষামোদকারী ও তোষামোদ তোষকের সংখ্যাই বেশি । এই প্রবণতা দূর না হলে সংশোধনমূলক কিছু অাসার সম্ভাবনা কম ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
অপ্রয়োজনীয় প্রশংসা ব্লগারকে নিজের ভুল বুঝতে সাহায্য করার কথা নয়।
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: একমত আপনার সাথে , সঠিক কমেন্ট এর মাধ্যমে ব্লগে একজন লেখক বুঝতে পারে নিজে লেখা সম্পর্কে ।
এটা অনেক প্রয়োজন ।
শুভেচ্ছা রইল
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
যাঁরা পাঠকের কমেন্টের দাম দিয়েছেন, তাঁরা ভালো লেখকে পরিণত হয়েছেন।
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০
অগ্নি সারথি বলেছেন: সহমত। *** আমার কমেন্ট করার ক্ষমতা রহিত করা হয়েছে; হয়তো সাময়িকভাবে...
- তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, মন থেকে প্রতিবাদ করেছিলেন আপনি; কমেন্ট ব্যান তুলে নেয়া হয়েছে।
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪
জুন বলেছেন: আপনার বক্তব্যের সাথে একমত চাদগাজী।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
কমেন্ট সব সময় ভালো লাগবে, এটা সম্ভব নয়; তবে, সব সময় সাহায্য করবে।
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
কাবিল বলেছেন: অনেক গুলো মন্তব্য করে মন্তব্য লিস্ট ভারি করার চেয়ে একটি সুন্দর মন্তব্য অনেক ভাল।
শুধু পরিচিত নিক ব্যাবহার না করে গুনগত পোস্টে মন্তব্য করাই শ্রেয় মনে করি।
আপনি মন্তব্য করেন ছোট আকারে, যার মধ্যে অনেক কিছুই লুকায়িত থাকে। তাই অনেকের হয়তো বুঝতে সমস্যা হয়।
আপনার ব্যান তুলে নেয়াতে অনেক খুশি হইছি।
ভাল থাকুন সুস্থ থাকুন সব সময়।
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
আজকাল কমেন্ট পাওয়াও খুব একটা সহজ নয়, অনেক পাঠক ক্লিক করে, ২/১ লাইন পড়ে, কিছু না বলে চলে যান। অনেকে পুরোপুরি না পড়ে কমেন্টে করেন; অনেকে ব্লগারকে খুশী করার জন্য বারবারও কমেন্ট করে থাকেন।
একদম সত্যিকারের ছবি তুলে ধরেছেন । যারা খুশি হতে মন্তব্য চান , তারা আসলে অজান্তেই যে নিজেকে বিকাশের পথটি রুদ্ধ করে রাখেন, এটাও বুঝতে পারেন না ।
ব্লগিং'এর প্রাণ হলো, কমেন্ট, পাঠকের ফিডব্যাক। সে ফিডব্যাক যেন অহেতুক স্তুতির , নিজের পোষ্টে কমেন্টকারীদের সংখ্যা বাড়ানোর অভিপ্রায়, বিষয়বস্তুর বাইরের আলাপচারীতায় ভরে না থাকে ।
আবার এমন পোষ্টপ্রদানকারীও আছেন যারা তাদের লেখার সামান্যতম ত্রুটিও সহজে মেনে নিতে চান না । উল্টো ঐসব শুদ্ধ সমালোচকদেরও আক্রমন করে বসেন ।
সবশেষে আপনার সাথে গলা মিলিয়েই বলি - ব্লগারেরা নিজের ছোটখাট ভুল নিজে বুঝতে পারলেও, নিজের লজিক্যাল ভুলগুলো নিজে মোটামুটি টের পান না; এগুলো দক্ষ পাঠকের চোখে ও ভাবনায় ধরা পড়ে; নিজকে রিফাইন করতে হলে, পাঠকের কমেন্ট ব্লগারদের জন্য সবচেয়ে বড় নিয়ামক।
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
নতুন বাঙ্গাল বলেছেন: খুব ভাল লাগছে যে, আপনি আবার লিখতে ও কমেন্ট করতে পারছেন। আপনার পোস্টের বক্তব্যের সাথে সম্পুর্ন একমত। বল্গের প্রানই হচ্চে ডিরেক্ট ফিডব্যাক , যেখানে কন্সট্রাকটিভ ডিসকাশনের মাধ্যমে , সমসময়িক বিষয়ে নিজের ভাবনা কে অন্যদের সাথে মিলিয়ে নেয়া যায়। আর সেটা আপনি খুব ভালভাবেই করেন, কারন আমি দেখেছি মুলত যাদের কমেন্ট নিয়ে আপনার সাথে সম্যসা , তারা নিজেরাই লজিকের বাইরে গিয়ে অপ্রাসংগিক বা অসংল্গন বিষয়ের অবতারনা করে অশালীন ভাষায় কমেন্ট করে, সো এটা তাদের সম্যসা, আপনার না, অন্তত আমার তাই মনে হয়। কারন ঐ সব পোস্টে আমিও অনেক সময় আপনার ভাবনার সাঠে দ্বিমত করে মন্তব্য করেছি, কিন্তু আপনি কখনোই কোন খারাপ ফিডব্যাক দেননি, অন্তত আমার কাছে এরকম মনে হয়নি। তাই আপনি আপনরা মতই লিখতে , বলতে থাকুন, সংগে আছি।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
আছি শক্ত ব্লগারদের সাথে, যাঁরা কমেন্ট গলে যাবে না, বরং আরো শক্তিশালী পোস্ট নিয়ে আসবেন।
২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন লিখকের কাছে পাঠ ,কমেন্ত অত্যান্ত গুরুত্ত্বপূর্ণ বলে আমি মনে করি ।
নয় দিন পরিশ্রম করে পোস্ট দিলাম পাঠক মাত্র ২৭ জন , এটা অন্তত আমার কাছে কখনো স্বস্তিদায়ক নয় ।
আবার কমেন্টের ঘর শুন্য দেখতেও আমার ভাল লাগবেনা ।
পোস্টে সব সময় বিষয় সংশ্লিষ্ট কমেন্ট আসবে এটাও আমি আশা করিনা । এখানে এক সাথে লিখালিখি করায় আমাদের এজনের
সাথে আরেকজনের একটা আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়ে যায় । সেখানে প্রসঙ্গক্রমে বা অপ্রাসঙ্গিক ভাবে অনেক কথা আস্তে পারে ।
আবার কারো লিখা আমার ভাল লেগেছে । সময় না থাকায় বা মন চাচ্ছেনা বিধায় প্রাসঙ্গিক কমেন্ট করলাম না ।
সে ক্ষেত্রে 'ভাল লেগেছে' বা ন্যুনতম একটা ইমো দিয়ে হলেও উপস্থিতি জানান দিয়ে যাওয়ায় আমি দোষের কিছু দেখিনা ।
সবশেষে আপনার এ কথার সাথে পূর্ণ সহমত , ব্লগারেরা নিজের ছোটখাট ভুল নিজে বুঝতে পারলেও, নিজের লজিক্যাল ভুলগুলো নিজে মোটামুটি টের পান না; এগুলো দক্ষ পাঠকের চোখে ও ভাবনায় ধরা পড়ে; নিজকে রিফাইন করতে হলে, পাঠকের কমেন্ট ব্লগারদের জন্য সবচেয়ে বড় নিয়ামক।
সহমতের সাথে একটু সংযুক্তি এড করছি ''সব পাঠক দক্ষ পাঠক নন , আবার দক্ষ পাঠকের সব কমেন্টই সব সময়
বড় নিয়ামক হয়ে উঠে না।''
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি পপুলার ব্লগার, আপনার কথার ওজন আছে।
কিছু ব্লগার আমার কমেন্ট নাকি অতিস্ঠ হয়ে ব্লগে ফ্লাডিং করেছিল; অতিস্ঠ হওয়ার কারণে ব্লগে ফ্লাডিং?
কারণাকে পংগু মনে হচ্ছে।
৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
টোকাই রাজা বলেছেন: সহমত
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
টোকাই রাজা থেকে মহা রাজা, সবাই বুঝেন যে, কমেন্ট হতে হবে সঠিক; পড়ে না পড়ে, পাম্প-পট্টি লেখককে সাহায্য করবে না
৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
রক্তিম দিগন্ত বলেছেন: পোষ্টের কথার সাথে আমি সহমত।
কিন্তু এখন ভাল পাঠক খুঁজে পাওয়া যায় না। বেশির ভাগ দোষটাই লেখিয়েদের। কারণ, তারা শুধু ভাল শব্দটাই শুনতে চায়।
ভাল একটা সমালোচনাও যে - তার লেখার জন্য খুব ভাল একটা মন্তব্য এইটা মানতেও চায় না।
এই মেন্টালিটি খুব দ্রুতই চ্যাঞ্জ করা দরকার।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
এসব অপবাদ, টোকাটুকি, বলাবলির মাঝ দিয়ে ভালো ভালো লেখক বেরিয়ে আসবে;
৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
কালীদাস বলেছেন: এমাজউদ্দিন, গাফফার, ... এরকম কিছু পাবলিক আছে এদের লেখালেখি দেখলে মাঝে মাঝে করুণা জাগে; নিজেদের ফেমকে কিভাবে অপচয় করছে দেখলে।
জানি না আপনার ব্যাকগ্রাউন্ড কিসে। টেকনোলজিতে আগ্রহ থাকলে লিখুন, ব্লগে বৈচিত্র আসবে, অনেকের কাজেও আসবে
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
চাঁদগাজী বলেছেন:
কিছু একটা লিখলেই, ড: এমাজুদ্দিন ও গাফ্ফার সাহেবকে সবাই পাম্পপট্টি দেয়; ফলে, উনারা জানেন না যে, বিশ্ব বদলে গেছে।
টেকনোলোজীতে কাজ করছি সম্প্রতি; দেখি লিখবো। আপনার ডোমেইন কোন বিষয়ে?
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
তৌফিক মাসুদ বলেছেন: এই দুইজনের ব্যপারে যা বললেন তাতে আমিও দ্বিমত পোষান করিনা। কিন্তু আমাদের বর্তমান ভিসি আরেফিন সাহেব এমন কিছুও বলার যোগ্যতা রাখেনা। তারপরেও বছরের পর বছর ------ আছেন।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
আরফিন সিদ্দিকিরা ঢাকা ইুনিভার্সটিকে নীচে নামাচ্ছে মাত্র।
৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কমেন্ট সবসময় মজার/স্বস্তিদায়ক হয় না। তবে যুক্তিসঙ্গত এবং মার্জিত হতে হয়। অহমিকা এবং দলপ্রীতির কারণে অনেকেই সেটি মানতে পারেন না।
আপনি স্বাভাবিক ব্লগিং করতে পারছেন, এজন্য আনন্দিত
শুভ ব্লগিং....
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমি পড়লে কমেন্ট করি।
আমি যেভাবে বুঝি সেভাবেই বলার চেস্টা করি।
৩৫| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩
কালীদাস বলেছেন: ডেমোগ্রাফি।
আপনার?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০
গেম চেঞ্জার বলেছেন: সহমত চাঁদগাজী ভাই।