নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৬ দফা নিয়ে \'কনস্প্রেসী থিওরী\' চালুর অপচেস্টা

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

বাংগালী জাতি তৃতীয় বিশ্বের একটি জাতি, পড়ালেখায় পেছনে, অর্থনীতি, সায়েন্স-টেকনোলোজীতে পেছনে; এখানে শেরে বাংলার জন্ম হয়েছে, জন্ম হয়েছে গোলাম আজমদেরও। বাংগালী জাতীয়তাবাদের নেতৃত্ব দিয়েিলেন এক বাংগালী; উনি ছোট খাট ২টি তত্বের প্রনেতা, ৬ দফা ও বাকশাল; এতে কারো দ্বিমত ছিলো বলে জানা ছিলো না।

বাংলাদেশের গাছপালা, পশু-পাখী ও মাটি জানে ৬ দফা কার ছিলো ।

গতকাল, একজন ব্লগার এক পোস্ট দিয়েছিলেন, যেখানে উনি দাবী জানায়েছেন যে, যদিও এক বাংগালী নেতা ৬ দফা উত্তাপন করেছিলেন, পেছনে কিন্তু কারিগর ছিলেন আইয়ুব খান। বর্তমান প্রজন্ম রাজনীতি ও ইতিহাসে একটু পেছনে পড়ে গেছে; কারণ, আমাদের শিক্ষার মান কমে গেছে, কিছু না জেনেও মাস্টার্স শেষ করে ফেলছেন; ফলে, কিছু পাঠকও বেশ উৎসাহ দেখায়েছেন।

উনার পোস্ট অনেক লল্বা ছিল, উনি একটা 'কনস্প্রেসী থিওরী' চালু করতে চেয়েছেন; এটা অস্বাভাবিক নয়; কারণ, এটা ব্লগ, নিজেই লেখক ও নিজেই প্রকাশক ; ড: শহীদুল্লাহ ও কাদের মোল্লা ২ জনেই ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন। লেখাটা পত্রিকায় হলে ছাপানো হতো না; কারণ, ওখানে উনার মতো লোকেরাও তালে ঠিক হয়ে যান, কারণ উনাদের পেটের পয়সা পত্রিকা থেকে আসে; ব্লগ থেকে ব্লগারদের টেবিলের খাবার আসে না।

ব্লগে সবই লেখা যায়, কেহ মানা করবে না; কিন্তু প্রতিস্ঠিত রাজনৈতিক ইতিহাস, জাতীয় ইতিহাসকে নিয়ে বেশী খেলা করা ঠিক নয়; কারণ, শিক্ষিত মানুষ হিসেবে আপনি সমাজের কাছে কিছুটা দায়বদ্ধ আছেন। আপনি হঠাৎ করে বলতে পারবেন না যে, গান্ধী আত্মহত্যা করে মরেছেন, নাথুরাম গডসে'কে ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে; এগুলো নৈতিকতা বিরোধী কাজ; এবং সময়ের সাথে এগুলোর জন্য বিচারও চাইতে পারে মানুষ।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

কাউন্টার নিশাচর বলেছেন: আচ্ছা ঠিক আছে
আপনি কাদবেন না প্লীজ

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:




আসলে দেশ যদি দুস্টে ভরে যায়, অনেককেই কাঁদতে হবে।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

কাউন্টার নিশাচর বলেছেন: কিছুই মানুষ সারাজীবনই কাঁদে। এরা জন্মায় কাঁদার জন্য।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

কলাবাগান১ বলেছেন: রাজাকার রা ই বলে যে আইয়ুব খান ৬ দফার রূপকার। প্রফেসর নুরুল ইসলাম ছিলেন প্রধান চিন্তাবিদ এই বিষয়ে...উনার বইতে বিস্তারিত পাবে ৬ দফার পটভুমি বনর্না করা আছে

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয় না, ৬ দফা কার সেটার জন্য কারো বই পড়তে হবে; আরও কয়েক'শ বছর মাটিও মনে রাখবে।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

কলাবাগান১ বলেছেন: শেখ হাসিনা যে সরাসরি বলা আরম্ভ করেছে যে আমেরিকা উনাকে ডঃ উইনুছ কে নিয়ে 'থ্রেট' দিয়েছিল পদ্মা সেতুর ফান্ডিং বন্ধ করার এটা মনে হয় হাসিনার preemptive act for Hilary Clinton. If Hilary becomes the Democratic nominee and eventually the President, Hilary would have to think twice to take any 'revenge' act. I think this is smart politics on the part of Hasina. However, the calculated risk may also backfire.

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



হিলারী প্রেসিডেন্ট হবে আমেরিকার, বাংলাদেশের নয়; বাংলাদেশের প্রতি আমেরিকার নীতি হলো, যারা ক্ষমতায় তাদের ক্ষমতায় রাখা

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

তিক্তভাষী বলেছেন: ৬ দফার প্রথম দফাটিই ছিলো পার্লামেন্টারী পদ্ধতির সরকার, সার্বজনীন ভোটে সরাসরি নির্বাচন ও আইনসভার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার দাবী। পাকি আমলে এসব দাবী তুললেও বঙ্গবন্ধু নিজে তা বিশ্বাস করতেন না যার প্রমান হচ্ছে স্বাধীনতার পর এ তিনটি ক্ষেত্রেই তিনি বিপরীত অবস্থান নিয়েছিলেন।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



তখনকার জাতীয়তাবাদের জন্য ৬ দফা সঠিক ছিল; স্বাধীনতার পর, ৬ দফার প্রিন্সিপল মনে রেখা দেশে পরিচালনার দরকার ছিল; উনি তাতে সফল হননি; কিন্তু তিনি টের পেয়েছিলেন যে, দেশ সঠিকভাবে চলছে না; অবশ্য রিপেয়ার করার সুযোগ পাননি।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

রাফা বলেছেন: ঐ মাদ্রাসা শিক্ষায় অর্ধশিক্ষিত পাকিস্তানের দালালরা আর যাই পারুক বাংলাদেশের ইতিহাসের এক কণা পরিমান ক্ষতিও করতে পারবেনা।ক্ষতি যা করার সেটা করতেছে রাজাকারের অনুরুপ জামায়াতাবাদিরা ।যারা নিজেদের এই দেশে জাতিয়তাবাদি শক্তির ধারক ও বাহক মনে করে।তারা হইলো এই দেশে গণতন্ত্রের সোল এজেন্ট।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


আগাছা বাড়ছে দিনে দিনে

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

শোভ বলেছেন: পাকীআত্না "ক খ" , এর নিস্ফল মিথ্যা চেষ্টা। কিছু মিথ্যাবাদীর প্রচেস্টা হলো মিথ্যাকে প্রতিষ্ঠা করতে পারুক আর না পারুক সত্যকে নড়বরে করে দেয়া।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


সেই পিগমী খালি হাতে বটগাছ কাটার চেস্টা করেছে।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

নতুন বাঙ্গাল বলেছেন: এরা এখন একটা মিশন নিয়ে নামছে, ইতিহাসের যেসব ক্ষেত্রে আওয়ামী লীগ বা বংগবন্ধুর ভুমিকা একক ও অণ্যন্য ,সেসব বিষয়ে বিতর্ক তুলে প্রতিস্ঠিত সত্যকে বিতর্কিত করে নড়বড়ে করে দেয়া। কারন ওরা বুঝতে পেরেছে, মুক্তিযুদ্ধ নিয়ে বাংআলীর আবেগ শ্রদ্ধা, আস্থা, অসীম, আর শুধুমাত্র এই কারনে দেশের মানুষ আওয়ামী লিগের অনেক নেতিবাচক কর্মকান্ডের পরও মন্দের ভাল হিসাবে হাসিনা বা আওয়ামী লিগের পেছনে দাড়ায় পরে, মানুষ এখনও বিশ্বাস করে আওয়ামী লিগের দ্বাড়া অসাধ্যও সাধন করা সম্ভব।আর ওরা এই আস্থার যায়গাটা নস্ট করতে মড়িয়া। তারেকের লন্ডনি ইতিহাস গবেষনা, শহীদের সংখা বিতর্ক, বুদ্ধিজীবি হত্যা বিতর্ক, আর এই সব বালছাল বল্গ পোস্ট সব একই উদ্দেশে করা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


ইডিয়টরা নিজকেও বুঝে না। এ ধরণের চেস্টা করে, নিজকে রংগীন শিয়ালে পরিণত করছে।

তবে, ৬ দফার পেছনে যে তত্ব ছিল, যে মনন ছিল, আওয়ামী লীগও তা ছুঁড়ে ফেলে দিয়েছে।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

জেন রসি বলেছেন: বাংগালী জাতি তৃতীয় বিশ্বের একটি জাতি, পড়ালেখায় পেছনে, অর্থনীতি, সায়েন্স-টেকনোলোজীতে পেছনে; এখানে শেরে বাংলার জন্ম হয়েছে, জন্ম হয়েছে গোলাম আজমদেরও।

প্রশ্ন হচ্ছে কেন এমন হলো?

বঙ্গবন্ধুকে অযৌক্তিক পূজা কিংবা অযৌক্তিক নিন্দা করে উভয়দিকের দলকানারাই।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের এনালাইসিস ক্ষমতা নেই; কারো মাপে শেখ সাহেব 'হাজার বছরের শ্রেস্ঠ', কারো মাপে সামান্য জিয়া থেকেও ছোট; বেকুবদের মাপার যন্ত্র বা মগজে সমস্যা

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

াহো বলেছেন:


কপি করলাম

এরা এখন একটা মিশন নিয়ে নামছে, ইতিহাসের যেসব ক্ষেত্রে আওয়ামী লীগ বা বংগবন্ধুর ভুমিকা একক ও অণ্যন্য ,সেসব বিষয়ে বিতর্ক তুলে প্রতিস্ঠিত সত্যকে বিতর্কিত করে নড়বড়ে করে দেয়া। কারন ওরা বুঝতে পেরেছে, মুক্তিযুদ্ধ নিয়ে বাংআলীর আবেগ শ্রদ্ধা, আস্থা, অসীম, আর শুধুমাত্র এই কারনে দেশের মানুষ আওয়ামী লিগের অনেক নেতিবাচক কর্মকান্ডের পরও মন্দের ভাল হিসাবে হাসিনা বা আওয়ামী লিগের পেছনে দাড়ায় পরে, মানুষ এখনও বিশ্বাস করে আওয়ামী লিগের দ্বাড়া অসাধ্যও সাধন করা সম্ভব।আর ওরা এই আস্থার যায়গাটা নস্ট করতে মড়িয়া। তারেকের লন্ডনি ইতিহাস গবেষনা, শহীদের সংখা বিতর্ক, বুদ্ধিজীবি হত্যা বিতর্ক, আর এই সব বালছাল বল্গ পোস্ট সব একই উদ্দেশে করা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:




এক লিলিপুটিয়ান বট গাছ ধাক্কাচ্ছিল।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নিষ্ফল চেস্টা হবে এটা। তবে এবিষয় নিয়ে পোস্ট দিলে তাদেরই লাভ। মুর্খের সাথে তর্কের চাইতে তাকে উপেক্ষা করাই শ্রেয়

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগের কেহ যাটে ভুল না বুঝে, সেজন্য আমার এই প্রচেস্টা।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৩

আনন্দ বড়ুয়া বলেছেন: হুম দাদা লীগে লীগে ছড়া ছড়ি
কানা ঘুষা ব্লগ এ করি ।

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


৬ দফা যেকোন লীগের থেকে বড়।
৬ দফা বাংগালীদের এক করেছিল; ৬ দফার পেছনে অর্থনৈতিক তত্ব ও মনন ছিল; লীগ ৬ দফার কথা মুখেও আনে না

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

অগ্নি সারথি বলেছেন: হুম!

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


৬ দফা বাংগালীর জীবনে বড় স্বপ্ন ছিল।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
মুজিব প্রথমথেকেই চেয়েছিলেন ৬দফার মাধ্যমে যুদ্ধছাড়া রক্তপাতবিহীন প্রথমে স্বায়েত্তসাসন পরে স্বাধীনতা।
সেই পরিকল্পনাই
৬ দফায় অন্যতম ধারা ছিল

পুর্বপাকিস্তানি পৃথক কারেন্সি থাকবে।
পুর্বপাকিস্তান কেন্দ্রের অনুমতি ছাড়াই অন্য দেশের সাথে পৃথক বানিজ্যচুক্তি করতে পারবে।
এসব ধারা তো স্বাধীনতারই নামান্তর

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১০

চাঁদগাজী বলেছেন:


"পুর্ব পাকিস্তানি পৃথক কারেন্সি থাকবে। "
-এই অংক শেখ সাহেব বুঝতেন না বলেই, নিজের ৬ দফাকে নিজেই ভুলে গিয়েছিেলেন।

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

আনন্দ বড়ুয়া বলেছেন: আমরা কখনো কোন কিছু সুযোগ পেলেও অবহেলায় করতে চাইনা ,তবে আমরা হয়তো পারি , করি , কেন করিনা ।আমাদের সকল ক্ষেত্রে আরও মনযোগী হতে হবে । লেখক দাদ ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১১

চাঁদগাজী বলেছেন:


সুযোগকে কাজে লাগাতে দক্ষতার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.