নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বড় শয়তানের উপর বিরাট গজব, প্রচন্ড তুষার ঝড়

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

শুনলাম, ওবামার বাসস্হান, আমেরিকান বড় শয়তানের রাজধানী ওয়াশিংটন, ভার্জিনিয়া, কেনটাকি, ক্যারোলিনা, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া, নিউজার্সী, নিউইয়র্ক মিলে বিরাট এলাকায় ভয়ংকর তুষার ঝড় শুরু হয়েছে; ইতিমধ্যে ১০০০ গাড়ী একসিডেন্ট হয়েছে, ৪ জন শয়তান মারা গেছে; বিদ্যুত থাকবে না অনেকদিন, গরম পানি থেকে বন্চিত করা হবে শয়তানদের; খাবার পানিও থাকবে না হয়তো। কেনটাকী হাইওয়ের উপর ৩৫ মাইল লম্বা লাইনে হাজার হাজার গাড়ী আটকা পড়েছে, সেগুলোর ভেতর মহা শয়তানরা আটকা পড়েছে।

৮০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে; একা এয়ারপোর্টগুলোতে হাজার টন লবন ফেলেছে; এতে কিছুই হচ্ছে না। আবার কিছু এলাকায় সমাদ্রিক প্লাবন হবে; গাছের মাথায় হয়তো মাছ পাওয়া যাবে।

এতে প্রায় সাড়ে ৮ কোটী মানুষের উপর বড় গজব নেমে এসেছে; 'মহা প্লাবন'এ এত মানুষ ভিকটিম হয়েছিল কিনা কে জানে? দুস্ট মানুষের উপর গজব নামলে, ভালো মানুষকে এই ভয়ংকর অবস্হার মাঝ দিয়ে যেতে হয়; আপনারা জানেন, আমেরিকার এই অন্চলে কয়েক লাখ আরব, পাকিস্তানী ও বাংলাদেশীও বাস করে; আমেরিকান শয়তানদের কারণে এই ভালো মানুষগুলোও গজবের ভয়ংকরতাকে অনুভব করছেন, অকারণে।

আসলে প্রকৃতি দুর্যোগের উপর মানুষের হাত নেই, এবং কিছু মানুষ কোন বিপদকে বিপদ মনে করে না; আজ ৪ দিন থেকে প্রচন্ড প্রচারণার পরও, মানুষকে থামানো যায়নি; মানুষ এর মধ্যে ড্রাইভ করে বিপদে পড়ছে।

বিশ্বে জলবায়ু বদলাচ্ছে, এবারের তুষার ঝড় হচ্ছে দক্ষিণ এলাকায়; এটা মোটামুটি কিছুটা গরম এলাকা। আমেরিকান সাধারণ মানুষ খুবই ভালো মানুষ বর্তমান বিশ্বে; এরা এখন সবচেয়ে কম বর্ণবাদী, এরা বিশ্বের সবাইকে সাহায্য করতে চায়; এরা চীনাদের তুলনায় ফেরেস্তা, ভারতীয়দের তুলনায় দেবতা; এদের সরকারগুলো ধনী ব্যবসায়ী ও ধনী মানুষদের দ্বারা পলিচালিত, তাই তাদের অনেক পদক্ষেপে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে না; সাধারণ মানুষ চেস্টা করছে, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে, একটা সুন্দর বিশ্ব গড়ে তুলতে; তারা জানে যে, তারা বিশ্বের মোড়ল, তাদের ভালো হওয়া দরকার।

বিশ্বে কোনদিন গজব হয়নি; মহা-প্লাবনও গজব ছিলো না, গজব বলতে কিছু নেই; এগুলো প্রকৃতির নীতি, প্রকৃতির কর্মকান্ড; অতীতের মানুষ প্রকৃতিকে বুঝতে পারেনি, তাই মানুষকে খারাপ বলে, মানুষের উপর মহা প্লাবন চাপিয়ে দিয়েছে।

গ্লোবেল ওয়ার্মিং'এ আগামীতে যদি বাংলাদেশের একাংশ ডুবে যায়, এর অর্থ এই নয় যে, বাংগালীরা খারাপ মানুষ; ১৯৭০ সাল ও পরে ভয়ংকর বন্যায় দক্ষিণ বাংলার লাখ লাখ মানুষ প্রাণ হারায়েছে; এর অর্থ এই নয় যে, বাংলাদেশের দক্ষিণ অন্চলের মানুষ খারাপ, আর ঢাকার মানুষেরা পীর ফকির।

মন্তব্য ৫৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

গেম চেঞ্জার বলেছেন: আপনার কথার আগামাথা বুঝা যায় না। উপরে শয়তান শয়তান করলেন আর নিচে বললেন পীর ফকির। :||

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



যত প্লাবন হয় ভোলা, সন্দ্বীো, নোয়াখালী, পটুয়াখালীতে; খারাপ মানুষের কারণে যদি গজব হয়, তা'হলে ঝড় হওয়ার কথা ঢাকায়

২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

খোলা মনের কথা বলেছেন: আপনার কথায় যুক্তি থাকলেও আমার কিছু জানার ইচ্ছা হচ্ছে আপনার কাছ থেকে।

মনে করেন আগামীকাল সকালে ঘুম থেকে ওঠে জানতে পারলেন বিশ্বের কোন এক দেশে গত রাতে কোন কারণ ছাড়াই কয়েক শত বা হাজার মানুষ মারা গেছে তখন আপনি সেটাকে কি বলবেন???

আল্লাহ তালা যা কিছু করেন সব কোন না কোন মাধ্যমে করেন এমনি এমনি করেন না। তাই যদি হত মানুষ আরো হতাশ হয়ে যেত। মনে করেন মানুষ দুনিয়াতে আসার ব্যবস্থা যদি এমন হত: (কোন মাধ্যম ছাড়া) আগামীকাল সকালে একটি নিদিষ্ট জায়গাতে আকাশ থেকে বাচ্চা দেওয়া হবে তাহলে যেমনটা হত, আকাশ থেকে যেগুলো পড়তো সেগুলো কি অবস্থা হত?? এখানে সবাই ভালটা নেওয়ার জন্য মারামারি করে কতজন মারা যেত?? খারাপ ন্যাংড়া নুলাদের কি হত ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ তালা এমন ব্যবস্থা করছেন যেখানে ভাল খারাপ সবাই সমান ভালবাসা পায়। এমনি করে যদি সকল ফল ফুল পশুপাখি সবকিছু কোন নিয়ন ছাড়া আসতো তখন কি আপনি হতাশ হতেনা???

নুহ আ: এর সময় যেটা হয়েছিল সেটা প্রকৃতি দুর্যোগ এটা অবিশ্বাস করছি না কিন্তু সৃষ্টিকর্তার মাধ্যমে যে হয়নি এটা কোন যুক্তির কথা হলনা। কারন সেটা যদি হয় তাহলে নুহ আ: কেন মরুভুমির ভিতর নৌকা তৈরী করে আর সে নৌকাতে শুধুমাত্র তার অনুসারীরা কিভাবে ওঠে??? এখানে কি আপনি বলবেন যে নুহ আ: বুদ্ধিমান থাকার কারণে বুঝতে পেরেছিল তাই পূর্বপ্রস্তুতি নিয়েছিল??? তখন নুহ আ: বাদে কেউ বুদ্ধিমান ছিল না???

আল্লাহতালা আপনাকেও তৈরি করেছেন আপনার বাবা-মায়ের মাধ্যমে কিন্তু দুনিয়াতে আসার পূর্বে তিনিই প্রত্যকটা মুহুর্ত প্রতিপালন করেছেন। আপনার কথায় যুক্তি থাকলেও আমার কিছু জানার ইচ্ছা হচ্ছে আপনার কাছ থেকে।

মনে করেন আগামীকাল সকালে ঘুম থেকে ওঠে জানতে পারলেন বিশ্বের কোন এক দেশে গত রাতে কোন কারণ ছাড়াই কয়েক শত বা হাজার মানুষ মারা গেছে তখন আপনি সেটাকে কি বলবেন???

আল্লাহ তালা যা কিছু করেন সব কোন না কোন মাধ্যমে করেন এমনি এমনি করেন না। তাই যদি হত মানুষ আরো হতাশ হয়ে যেত। মনে করেন মানুষ দুনিয়াতে আসার ব্যবস্থা যদি এমন হত: (কোন মাধ্যম ছাড়া) আগামীকাল সকালে একটি নিদিষ্ট জায়গাতে আকাশ থেকে বাচ্চা দেওয়া হবে তাহলে যেমনটা হত, আকাশ থেকে যেগুলো পড়তো সেগুলো কি অবস্থা হত?? এখানে সবাই ভালটা নেওয়ার জন্য মারামারি করে কতজন মারা যেত?? খারাপ ন্যাংড়া নুলাদের কি হত ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ তালা এমন ব্যবস্থা করছেন যেখানে ভাল খারাপ সবাই সমান ভালবাসা পায়। এমনি করে যদি সকল ফল ফুল পশুপাখি সবকিছু কোন নিয়ন ছাড়া আসতো তখন কি আপনি হতাশ হতেনা???

নুহ আ: এর সময় যেটা হয়েছিল সেটা প্রকৃতি দুর্যোগ এটা অবিশ্বাস করছি না কিন্তু সৃষ্টিকর্তার মাধ্যমে যে হয়নি এটা কোন যুক্তির কথা হলনা। কারন সেটা যদি হয় তাহলে নুহ আ: কেন মরুভুমির ভিতর নৌকা তৈরী করে আর সে নৌকাতে শুধুমাত্র তার অনুসারীরা কিভাবে ওঠে??? এখানে কি আপনি বলবেন যে নুহ আ: বুদ্ধিমান থাকার কারণে বুঝতে পেরেছিল তাই পূর্বপ্রস্তুতি নিয়েছিল??? তখন নুহ আ: বাদে কেউ বুদ্ধিমান ছিল না???

আল্লাহতালা আপনাকেও তৈরি করেছেন আপনার বাবা-মায়ের মাধ্যমে কিন্তু দুনিয়াতে আসার পূর্বে তিনিই প্রত্যকটা মুহুর্ত প্রতিপালন করেছেন। আপনার কথায় যুক্তি থাকলেও আমার কিছু জানার ইচ্ছা হচ্ছে আপনার কাছ থেকে।

মনে করেন আগামীকাল সকালে ঘুম থেকে ওঠে জানতে পারলেন বিশ্বের কোন এক দেশে গত রাতে কোন কারণ ছাড়াই কয়েক শত বা হাজার মানুষ মারা গেছে তখন আপনি সেটাকে কি বলবেন???

আল্লাহ তালা যা কিছু করেন সব কোন না কোন মাধ্যমে করেন এমনি এমনি করেন না। তাই যদি হত মানুষ আরো হতাশ হয়ে যেত। মনে করেন মানুষ দুনিয়াতে আসার ব্যবস্থা যদি এমন হত: (কোন মাধ্যম ছাড়া) আগামীকাল সকালে একটি নিদিষ্ট জায়গাতে আকাশ থেকে বাচ্চা দেওয়া হবে তাহলে যেমনটা হত, আকাশ থেকে যেগুলো পড়তো সেগুলো কি অবস্থা হত?? এখানে সবাই ভালটা নেওয়ার জন্য মারামারি করে কতজন মারা যেত?? খারাপ ন্যাংড়া নুলাদের কি হত ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ তালা এমন ব্যবস্থা করছেন যেখানে ভাল খারাপ সবাই সমান ভালবাসা পায়। এমনি করে যদি সকল ফল ফুল পশুপাখি সবকিছু কোন নিয়ন ছাড়া আসতো তখন কি আপনি হতাশ হতেনা???

নুহ আ: এর সময় যেটা হয়েছিল সেটা প্রকৃতি দুর্যোগ এটা অবিশ্বাস করছি না কিন্তু সৃষ্টিকর্তার মাধ্যমে যে হয়নি এটা কোন যুক্তির কথা হলনা। কারন সেটা যদি হয় তাহলে নুহ আ: কেন মরুভুমির ভিতর নৌকা তৈরী করে আর সে নৌকাতে শুধুমাত্র তার অনুসারীরা কিভাবে ওঠে??? এখানে কি আপনি বলবেন যে নুহ আ: বুদ্ধিমান থাকার কারণে বুঝতে পেরেছিল তাই পূর্বপ্রস্তুতি নিয়েছিল??? তখন নুহ আ: বাদে কেউ বুদ্ধিমান ছিল না???

আল্লাহতালা আপনাকেও তৈরি করেছেন আপনার বাবা-মায়ের মাধ্যমে কিন্তু দুনিয়াতে আসার পূর্বে তিনিই প্রত্যকটা মুহুর্ত প্রতিপালন করেছেন। প্রকৃতির ও একটা নিয়ম আছে যেটা নিয়ন্ত্রন করেন আল্লাহতালা।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


নুহ ফেরাউনদের পুর্ব পুরুষ ছিলেন; তিনি ব্যবসায়ী ও ততকালীন সময়ের জন্য পন্ডিত ছিলেন; তিনি আব-হাওয়া জলবায়ু বুঝতেন; ব্যবসায়িক কারণে উনার বড় নৌকা ছিল; তিনি তাঁর সম্পদ রক্ষা করেছেন।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উল্টা পাল্টা কথাবার্তা। আপনার এই পোস্টের বক্তব্য কী অনেক চেষ্টা করেও আমি বুঝতে পারলামনা। যাকে শয়তান বলছেন, তাকেই আবার ফেরেশতা বলছেন! ব্যাপার কী?

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান জনসাধারণ মানুষ ভালো মানুষ, ওরা শয়তান নয়; প্রাকৃতিক কারণে তুষার-পাত হচ্ছে।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার পোস্টের শিরোনাম, পোস্টের সারমর্ম এবং কমেন্টের উত্তর বোঝা খুব মুশকিল।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



ছোট পোস্ট, কোন তত্ব নেই, সামন্য কথা

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সারা শীতের প্রকোপ বেড়েছে। চীনেই মাইনাস ১৫, জাপান কোরিয়ার অবস্থা আরও খারাপ -১৩; কানাডায় -৮। আজকে ঢাকায় সিজনের সর্বোচ্চ ঠাণ্ডা। শীত মানে না শয়তান ফেরেসতা।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের টনক নড়ার সময় হয়েছে; গ্লোবেল ওয়ার্মিং এর জন্য সায়েন্টিফিক ও টেকনোলোজীতে বিনিয়োগ দরকার এখন থেকে।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: < সারা বিশ্বে শীতের প্রকোপ বেড়েছে....

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


ক্লাইমেট আগামী ১৫/২০ বছর অবধি বদলাতে থাকবে।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

শাহাদাত হোসেন বলেছেন: উপরের অংশ পড়ে খটকা লাগলো ব্যাপার কি এক গজবে ভাইয়ের এত চেন্জ পরে নিচের অংশ পড়ে বুঝলাম ব্যাপার অন্য খানে।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



আমরিকান সরকার ও মানুষের মাঝে একটা বড় লাইন আছে; আমেরিাকন সাধারণ মানুষ এখনকার বিশ্বে সবচেয়ে ভালো মানুষ হয়তো।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শীতে গা গরমের জন্য তরল কিছু এস্তেমাল করেছেন নাকি?

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


চা, সাথে মধু।

আপনার তরল কি নীচের দিকে না গিয়ে উপরের দিকে উঠছে?

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

আহা রুবন বলেছেন: কিছুদিন আগে নেপালে ভূমিকম্পে হতাহতের ঘটনায় কারও কারও মুখে শুনেছি, ওটা আল্লার গজব। অনৈসলামিক কাজের ফল। এমনই একজনকে জিজ্ঞেস করেছিলাম হজের সময় হতাহতের ঘটনাটি কীভাবে ব্যাখ্যা করবেন? তার উত্তর ছিল, ওটা দূর্ঘটনা। আমরা আসলে এমনই...

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



কিছু মানুষের ভাবনা শক্তি খুবই ক্ষীণ; ওরা কি বলে, নিজেই বুঝে না

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

প্রািন্ত বলেছেন: অন্যের বিপদে কারও খুশি হওয়া উচিৎ নয়। যাহারা পশুবৃত্তি সম্পন্ন মানুষ কেবল তারাই অন্যের বিপদে খুশি হতে পারে। পৃথিবীর সবাই নিজেদের স্বার্থে পাগল। আমেরিকাও তাই। কিন্তু যারা প্রতিদিন শত শত নিরপরাধ মানুষকে বোমা মারছে, হত্যা করছে, জঙ্গী তৎপরতার মাধ্যমে মসজিদে হামলা করছে, বিশ্ববিদ্যালয়ে হামলা করছে তাদের সম্পর্কে বলুন। আমাদের দেশেও ঘুর্নিঝড় সিডরের আঘাতে বহু মানুষ মারা গিয়েছিল। এটাকে কি বলবেন? আসলে মানব জাতিটাই বড় স্বার্থপর। আবার এই মানুষ জাতিই অত্যন্ত মহৎ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


সবকিছু যোগ বিয়োগ করে, মানুষ ভালো করছে, সভ্যতা ভালো দিকে যাচ্ছে।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

কলাবাগান১ বলেছেন: ছবিটা উল্টা হয়ে গেছে। সোজা করা ছবি এখানে

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২

কলাবাগান১ বলেছেন: আগের কমেন্টা মুছে দিবেন। বানান গুলি ঠিক করে দিচ্ছি:

এটা কিভাবে গজব হবে!!! আমরা তো আরো উৎসব উৎসব ভাবের মধ্যে আছি। কারেন্ট আছে, স্কুল কলেজ বন্ধ, বাসা ভর্তি খাওয়া দাওয়া, টিভি তে লাইভ সব কিছু। কিন্তু বাসার সামনের দরজার ছবি দেখুন.....

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



এগুলো অস্হির ক্লাইমেটের কিছু লক্ষণ; বাংলাদেশকে ভাবার শুরু করতে হবে।
আমেরিকার জন্য ভয়ংকর কিছু নয়, তাদের সম্পদ আছে।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

অরুণ কুমার মজুমদার বলেছেন: সুন্দর লিখেছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, আরো চেস্টা করতে হবে আমাকে, দেখছি

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

জুন বলেছেন: অনেক বছর আগের কথা আমরা টিভিতে আমেরিকার বিখ্যাত একটা সিরিজ দেখছিলাম । আমাদের সাথে ছিল ক্যলিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর ক্যথেরিন লোভেল । সে লজ্জা আর অসস্তিতে আমার হাত ধরে বল্লো "জুন আমাদের দেশের সাধারন মানুষরা কিন্ত এমন নয়" ।
আমিও তাই ভাবলাম আমাদের সিনেমা অর্থাৎ মিডিয়া জগতের সাথে সাধারন মানুষের কত পার্থক্য ।
আপনার বক্তব্যের সাথে সম্পুর্ন একমত চাদগাজী ।
+

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার সাধরণ মানুষ, এখনকার সময়ের সবচেয়ে ভালো মানুষ।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

রাজীব বলেছেন: রিভার্স লিখেছেন। বুঝেছি। কিন্তু নূহ (আঃ) এর ব্যাপারে আপনার মতামত মেনে নিতে পারলাম না।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



ওকে, অতীতের ইতিহাস সবাই একইভাবে বিশ্লেষণ করে না।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



সুন্দর লিখেছেন ।
আপনার বক্তব্যগুলো অনেকেই বুঝে উঠতে পারেন না । আপনি যে চরম কিছু সত্য হিউমারের সাথে বলেন এটা অনেকেরই বোধগম্য নয় ।
শুধু এটাই বলি - মানুষ অজ্ঞতা থেকে মুক্তি পাক , তার শুভবুদ্ধি হোক ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:



দীর্ঘদিন অজ্ঞ থাকলে আরবদের উট চরায়ে জীবন যাবে; বুঝার সময় হয়েছে; প্লেইন বোঝাই হয়ে ভারতীয়রা আমেরিকা গিয়ে আইটি চালাচ্ছে।

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

প্রণব দেবনাথ বলেছেন: ঠিক কথা।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষ যখন প্রকৃতিকে বুঝতো না, নিজের ভুল ধারণা থেকে অন্য মানুষদের পাপী তাপী বানায়েছে; সেসব ভুলকে ধরে রাখার সময় বয়ে গেছে।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

রাফা বলেছেন: নিউ ইয়র্ক এখন ভুতুরে নগরী।সব কিছু স্তব্দ, জিবনযাত্রা অচল হয়ে গেছে।নিউ ইয়র্ক এখন ভুতুরে নগরী।সব কিছু স্তব্দ, জিবনযাত্রা অচল হয়ে গেছে। আমি বেরিয়েছিলাম ঝড়ের সময় কিন্তু কোথাও যেতে পারিনি ফিরে আসতে হয়েছে ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



খুবই সুন্দর ছবি দিয়েছেন; বরফ তো পরিস্কার করা হয়নি, চলাচল অসম্ভব ছিল, নিশ্চয়ই; আপনি সৌন্দয্যটুকু উপভোগ করেছেন, ভালো।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভাই,একটা সাহায্য চাচ্ছি যে সাত দিন অতিবাহিত হবার পরেও সামু আমায় ছাড়পত্র কেন দিলো না?? এবং এখন আমার কি করণীয়?

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


স্টিকি পোস্টে 'কাল্পনিক ভালোবাসা' নামে যেইজন কমেন্ট করেন, সেই পোস্টে উনাকে অনুরোধ করেন আপনার স্ট্যাটাস বদলানোর জন্য; 'আপনার সমস্যা জানান' মেনু থেকে ইমেইল করেন।

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ইসলামিক বিশ্বাস অনুযায়ী প্রকৃতির নীতি, প্রকৃতির কর্মকান্ড এগুলোর নিয়ন্ত্রক সৃষ্টিকর্তা মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীন। আমিও তাই বিশ্বাস করি।

'গজব' শব্দটা ক্ষতি বুঝাতে অর্থাৎ নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। সেই হিসাবে প্রাকৃতিক দুর্যোগ মানেই গজব।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


ধর্মীয় দিক থেকে 'গজব' শব্দ ব্যবহার করে, প্রাকৃতিক দুর্যোগকে শাস্তি হিসেবে বুঝানো হয়েছে, যা সঠিক নয়, লজিক্যালী; মানুষের কিছু কর্মকান্ড আজকাল প্রকৃতিকে আহত করছে, প্রকৃতিকে বদলাচ্ছে; ফলে, সেদিক থেকে কিছু দুর্যোগ সৃস্টি হবে।

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

আবু শাকিল বলেছেন: সম্রাটের উপর দূঃখ আসলে আমার খুশি লাগে।
আমি কবে সাহায্য নিয়ে যাব সেই অপেক্ষায় আছি।
তবে চাঁদগাজী ভাই - আপনার লেখায় ঠান্ডার প্রকোপ বেড়েছ।
উষ্ণতা দরকার :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


সম্রাটের মান কমেছে, তবে মাথায় বুদ্ধি আছে; বিশ্বের বুদ্ধিমানদের নিয়ে এসেছে এত যুগ; এবার অবুদ্ধিমান ঢুকেছে অনেক দক্ষিণ দিকে থেকে, ওরাই সম্রাটকে নীচের দিকে টানবে।

আমাদের নিজের সম্রাট গায়ে ঠান্ডা পানি ঢালছে।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: তখন পড়েছিলাম না,এখন পড়লাম। যা দিলেন না! হেব্বি হইছ মাইরি

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান সরকারের কিছু নীতি সেখানকার মানুষের ইচ্ছার প্রতিফলন নয়, সাধারণ মানুষেরা বিশ্বের সবচেয়ে ভালো মানুষ।

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

কঙ্কাল দ্বীপ বলেছেন: হেডিংটা মানতে পারলাম না। আমেরিকার সরকার বিশ্বমোড়ল হতে পারে কিন্তু তাদের সাধারণ নাগরিক রা কিন্তু মোড়লগিরি করে না। তারা আমাদেরই মতো মানুষ। রাস্তার আটকা পড়া মানুষদের মধ্যে খুজলে তাদের মধ্যে একদুই জন আমার / আপনার আত্নীয় / পরিচিত জনই পাওয়া যেতে পারে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



শিরোনামটাতে সমস্যা আছে, কয়েকজনই বলেছেন; একজন ব্লাগারের চেয়ে একাধিক ব্লগার নিশ্চয় অধিক ভালো ধারণা রাখেন।

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

মহা সমন্বয় বলেছেন: শেষের কথাগুলো ভাল লাগছে।
আর সবচাইতে বেশি ভাল লাগছে এটা বড় শয়তানের উপর বিরাট গজব :-P

২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতিই আমাদের সবকিছু

২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৮

রাবার বলেছেন: পোস্ট পড়ে বুঝি নাই ভাই তবে মন্তব্য পইড়া সব বুঝছি। হে হে হে বড় শয়তান ভালো নাম দিছেন :#)

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


বড় শয়তান আবার আমাদের বিশ্ব মোড়ল।

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

তৌফিক মাসুদ বলেছেন: ধর্ম মানি, ও ভালবাসি। তবে সব দূর্যোগকে গজব বলা বোকামী। নুহ আ: বুদ্ধিমানদের দূর্যোগ মোকাবিলার পদ্ধতি বাতলে দিয়েছেন। তাই বুদ্ধিমানেরাই বেচে ফিরেছেন। কিন্তু ঘটনার আবহ ধর্মীয় কিছু থেকেই তৈরী।

আমেরিকার মানুষদের আমি শয়তান ফেরেশতা কিছুই বলিনা। তারা পৃথিবীর সব বাজে কাজ গুলোয় সমর্থন দেয়। আবার যুদ্ধের বিরুদ্ধে আমাদের চেয়েও বেশি প্রতিবাদ করে। কিন্তু সেই যোদ্ধাদের জাতীয় বীর বলা হয়। বরং আমাদের দেশের সৈন্যরা বাইরের দেশে যত ভাল কাজ করে, এর জন্য অনেক আগেই তাদের শান্তিতে নোভেল পাওয়ার কথা ছিল।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান সৈন্যেরা সাধারণ চাকুরী করে; এরা পরিবারের মানুষ; সৈন্যরা সেজন্য সবার ভালোবাসা পায়।

২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
I almost died on the snow.

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


আমি জানি না আপনি কি করে বেড়াচ্ছেন; আপনি বরফের মাঝে বের হচ্ছেন কেন? ২৫ জন আমেরিকান মারা গেছে; আপনার বুঝা উচিত যে, এটা সহজ কিছু নয়।

২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Yes. I should have been more careful. It was silly.

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


পড়ালেখা চলছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.