নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি\'র গয়েশ্বর রায় ৩০ লাখ শহীদের নাম চেয়েছে, উনাকে নাম লেখা ইটের ভার বইতে হবে

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০২

গয়েস্বর রায় যথাসম্ভব মাথা হারিয়ে ফেলেছে; সে বলেছে, গুণে গুণে ৩০ লাখ শহীদের নাম নাকি লিখে দিতে হবে; হয়তো, এক ইটের উপর একজন শহীদের নাম লিখে উনাকে দেয়া হবে; ভালো যদি উনি সেই ভার বইতে পারেন। আমার পোস্ট প্রকাশ হওয়া অবধি উনি যদি বাংলাদেশে থেকে থাকেন, উনাকে পাকি সৈন্য থেকেও, রাজাকার প্রধান থেকেও বড় সাজা পেতে হবে।

এই লোক যা বলছে, কোন পাকী এ কথা বলার সাহস দেখায়নি আজও; এই লোক সমস্ত সীমা অতিক্রম করেছে; সে পাতালে পালিয়ে গিয়েও বাংগালী জাতির রোষ থেকে মুক্তি পাবে না, মনে হয়।

এসব দুস্টকে জাতির মাঝে রাখার কোন দরকার থাকতে পারে না; তাকে বলে দেয়া হোক, সে জাতির কাছে মাফ চেয়ে, যদিকে চোখ যায় চলে যাক, বাতাসে মিশে যাক; এই বাংলার মাটিতে থেকে সে বাংলার মাটিকে অপবিত্র করছে মাত্র।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৮

কলাবাগান১ বলেছেন: এই বাংলার মাটিতে থেকে সে বাংলার মাটিকে অপবিত্র করছে মাত্র।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



তাকে বাংলা ছাড়তে হবে; সে বাংলায় থাকার অধিকার হারায়েছে; কেহ কোন কিছু প্রমাণের জন্য শহীদদের নাম চাওয়ার অধিকার রাখে না।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৭

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: জয় বাংলা বলে আগে বাড়ো।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



গয়েশ্বর ভয়ংকর ভয়ংকর অপরাধ করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

চাঁন মিঞা সরদার বলেছেন: ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে যদি বিতর্ক না থাকে তাহলে তাহলে সেই গুলোর নাম দিতে সমস্যা কোথায়? উনি তো ঠিক কথাই বলেছেন। সরকারী ভাবে ২ লাখ ৭৬ হাজার ভাতা ভায় তাহলে পৌনে ২৮ লাখের পরিবারেরা কেন ভাতা পাবে না? তাদের নাম ঠিকানা দরকার আছে তাই না? বীর শ্রেষ্ঠ পরিবারের সন্তান ফেরীওয়ালা হয়ে বেচে থাকে আর ধান্দা বাজেরা ভুয়া মুক্তিযুদ্ধা সার্টিফিকেট নিয়া রাষ্ট্রের নীতি নির্ধারন করে। চেতনার ফেরীওয়ালা ধান্দা বাজি একদিন শেষ হবেই, সত্য প্রকাশ হবেই, সেটা আপনাদের মতন মুক্তিযুদ্ধ ব্যাবসায়ীদের যতই অপ্রিয় হোকনা কেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:




আপনি স্বাধীনতা ভোগ করছেন? নামগুলো দেয়ার দায়িত্ব আপনার। নামগুলো গয়েশবরকে দেয়ার পর, আপনি দেশে বাস করুন।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

কলাবাগান১ বলেছেন: রাজাকারি চেতনার চাঁন মিঞা সরদার এর কাছেই মুক্তিযুদ্ধের কথা বলা মাত্রই বলে উঠা- এটা চেতনার ব্যবসা। ৭১ ব্যবসা করার জিনিস না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনার কাছে খাটি দেশপ্রেমিক হল গোলাম আযম আর নিজামীরা। আপনারা তো বলবেন ই ১৯৭১ এর কথা বলা মানে চেতনার ব্যবসা করা।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


শহীদদের নাম যারা চায়, তারা জাতির অবদানকে অস্বীকার করে।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

শোভ বলেছেন: চাঁন মিয়া হল পাকিস্তান ছিটমহলের বাসিন্দা তাই এই কথা বলেছে । ৩০ লক্ষ শহীদ হলো একটা আইকন ফিগার এর বেশী হতে পারে আবার কমও হতেপারে । আইকন ফিগার কখনো গুনে বলাহয় না ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



বিকলাংগ মগজ নিয়ে লাখ লাখ গয়েশ্বর, চানমিয়ারা জন্ম নিয়েছে, এদের ভারে বাংলা তলিয়ে গেছে অনেকটুকু।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

বিষক্ষয় বলেছেন: "৩০ লক্ষ শহীদ হলো একটা আইকন ফিগার এর বেশী হতে পারে আবার কমও হতেপারে" = this number is wrong

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



বাংলায় আপনার জন্মই পাপ

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

নতুন বাঙ্গাল বলেছেন: গয়েশ্বর বাবু ফকরুল মিয়ার ভার নিতে চান, তাই ইদানীং উনি একটু বেশী বকছেন। শালা একটা আস্ত পাঠা।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:




ইটের ভার নিতে হবে, ইটে লেখা আছে শহীদদের নাম; কয়েকদিন পরে পালায়ে যাবে।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

বিজন শররমা বলেছেন: উনি তো ঠিক কথাই বলেছেন। সরকারী ভাবে ২ লাখ ৭৬ হাজার ভাতা ভায় তাহলে পৌনে ২৮ লাখের পরিবারেরা কেন ভাতা পাবে না?

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনি আছেন বাতাসে; যাঁরা ভাতা পান, সেগুলো মুক্তিযোদ্ধা, বা মুক্তিযোদ্ধা পরিবার; সব বাংগালী, যাঁরা স্বাধীনতার সময় প্রাণ হারায়েছেন তাঁদের নিয়ে কথা হচ্ছে।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: অামি বুঝিনা শেখ হাসিনা দেশে থেকে কী করেন? এই শুয়োরগুলোকে কি তিনি চোখে দেখেন না? এরা কীভাবে উল্টোপাল্টা বকার সুযোগ পায়, মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করতে পারে? অাজকে এক শুয়োর বলেছে শেখ মুজিবকে জোর করে জাতির পিতা বানানো হচ্ছে ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ষড়যন্ত্রের রাজনীতি করেন; তিনি এসবকে উনার রাজনীতির উপাদান হিসেবে ব্যবহার করেন; উনি চান যে, আমরা এখনো এগুলো নিয়ে ব্যস্ত থাকি।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

বিষক্ষয় বলেছেন: @লেখক: ঠিক বলেছেন বাংলাদেশে জন্মানো আসলেই পাপ............উন্নতদেশে ৩০ লক্ষ নয় ৩ হাজার কুকুর বিড়াল মরলেও তার সঠিক সংখা নির্নয় করা হত.......................অবশ্য উন্নতদেশের কুকুর-বিড়ালের জীবনের দাম ও লিভিং কন্ডিশন বাংলাদেশের অধিকাংশ মানুশের তুলনায় ভালো..........................

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



যুদ্ধে সেনাপতির কাজ হলো, নিহত ও আহতদের সংখ্যা নির্ণয় করা; তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেব অতুকু গরজ অনুভব করেননি।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: গায়েশ্বর কথা শুনলেই আমার গালি দিতে ইচ্ছা করে।
কিছু মনে করবেন না, আমি ওকে একটা গালি দেই।
"গায়েশর গোয়ার ভিতর পাকি ডিক ঢুকিয়ে থেত্তেরা বানানো উচিৎ"

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:



গালি তো কিছুই না, সে জেলে যাবে।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৯

তিক্তভাষী বলেছেন: ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধে নিহতদের তালিকা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১২ জনের কমিটি গঠন করেছিলেন। বঙ্গবন্ধু কী জন্যে তালিকা করতে চেয়েছিলেন?

২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১১

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব সঠিক সংখ্যা পেটে চেয়েছিলেন; কিন্তু জরুরী এই সামান্য কাজটা কেন উনার সরকার করলো না, এটা ভাবাও আজ কঠিন।

যুদ্ধ শেষ সেনাপতির প্রথম কাজ মৃত ও আহতদের সংখ্যা নির্ণয়, ও ব্যবস্হা গ্রহন।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

হাসান পাশা বলেছেন: স্বাধীনতার এত বছর পরও শহীদদের সঠিক তালিকা না থাকা ব্যর্থতাই বটে।

২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


যেহেতু সরকার ক্ষতিপুরণ দিতে চায়নি কোন সময়ে, তারা গণনা করেনি।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৯

মাসূদ রানা বলেছেন: আমার ধারণা, খালেদা জিয়া-গয়েশ্বর সাহেবরা বলতে চাচ্ছেন, যে ৭১ এ "শহীদের" সংখ্যা ৩০ লক্ষের চেয়ে বেশীও হইতে পারে। তাই গুইনা দেখলে ভালো হইতো, হয়তো সংখ্যা বাইড়াও যাইতে পারে ।

কি কন ?

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



বিএনপি '৯১ সালে ও ২০০১ সালে ক্ষমতায় ছিল, গুনতে পারতো; ওরা মনে প্রাণে পাকী।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

আরইউ বলেছেন: নুন খেলে গুন গাইতে হয়!

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



ঝাড়ু খাওয়ার লোককে নুন দিয়ে পালন করছে কেহ কেহ; ঝাড়ু মারা সময় বয়ে যাচ্ছে।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

প্রণব দেবনাথ বলেছেন: আমার কেমন যেন মনে হয় বাংলাদেশী লোকেরা কেই ভারতপন্থী কেউ পাকিস্থানপন্থী আর বাংলাদেশপন্থী যারা আছে তারা যেন সংখ্যালঘু।এটা কোন সুস্থ দেশের লক্ষন বলে মনে হয়না।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:



সব বাংগালী জন্ম থেকে ভারত বিরোধী।

অনেক বাংগালী নিজদের জাতি হিসেবে বাংগালী মনে করে না; সেদিক থেকে তারা পাকিস্তানীদের সাথে একই জাতী; আবার যেহেতু পাকীরা ভারত বিরোধী এরা সলিডারিটি হিসেবে ভারত বিরোধী।

এগুলো মোটামুটি সমস্যা

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

কাউন্টার নিশাচর বলেছেন: চাঁদগাযি কি ভারতপন্থী নাকি বাংলাদেশ পন্থী

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


আমি ১৯৮০ সাল থেকে ভারতীয় সিনেমা দেখি না, ভারতীয় কিছু কিনি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.