নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কোকোর অকাল মৃত্যু, মৃতদেহের প্রতি অবহেলা, খালেদা জিয়ার আসল চেহারা

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০০

কোকো সোনার চামচ মুখে জন্মেছিলো; তবে, তাহার শারীরিক ও মানিসক সমস্যা ছিল; জে: জিয়ার মৃত্যুর পর, তারেক ও কোকোকে পড়ানোর জন্য জে: এরশাদ খালেদা জিয়াকে ২ টাকায় ২টি বাড়ী, ১০ লাখ টাকার (১৯৮৩ সালে) ফিস্কড-ডিপোসিট, গাড়ী, চাকর, চাকরাণী, বিদেশ পড়ার স্কলারশীপ দিয়েছিল। ছেলে কোনটাই ব্যাচেলর অবধি যেতে পারেনি; তবে, ২ জনেই আমেরিকান ডলারে বিলিওনিয়ার ও মিলিওনিয়ার হয়েছিল।

শারীরিক ও মানসিক সমস্যায় থেকেও কোকো কিভাবে আমেরিকান ডলারে মালটি মিলিয়ন ডলারের ব্যবসা করছিল বাংলাদেশে? সে যদি প্রাইম মিনিস্টারের ছেলে হিসেব, সাধারণ জীবন যাপান করতো, তাকে কি এমন অবস্হায় পড়ে, পরিবারর থেকে বিচ্ছিন্ন হয়ে, মা ও ভাইহীন অবস্হায় থাকতে হতো?

যাক, কোকোকে কেহ পছন্দ করতো না; খালেদা জিয়াই তার একমাত্র আশ্রয়স্হল ছিল; ২০০৮ সালে, ভোটে পরাজিত হওয়ার পর, খালেদা যদি এই ছেলেটার সাথে মালয়েশিয়ায় থাকতো, তা'হলে কেমন হতো? তখন তিনি ও ফালু বিলিওনিয়ার।

২০১৫ সালে, খালেদা জিয়া যখন গুলশান অফিসে থেকে সরকার পতনের আন্দোলন শুরু করে, কোকো বোধ হয় অনুমান করতে পেরেছিল যে, তার মা আন্দোলন নিয়েই থাকবে, পার্টি নিয়েই থাকবে; কোকোর কোন দাম খালেদা জিয়ার কাছে নেই; কারণ, খালেদা জিয়া এই বয়সে অফিসে থেকে যা করতে যাচ্ছে, সেটাই খালেদা জিয়ার একান্ত জীবন; কোকোর জন্য এটা ছিল বড় ধরণের আঘাত।

কোকোর মৃত্যুর পর, তার দেহ দেশে আসলো বিএনপি অফিসে, খালেদা জিয়ার হৃদয়ে যদি এক পয়সার ভালোবাসা থাকতো, উনি কমপক্ষে ১ মাসের সময় নিয়ে, সবকিছু বন্ধ করে, ছেলের দেহটা বাসায় নিতো; ঠিক মতো পারিবারিকভাবে সমাহিত করতো। আন্দোলন বন্ধ রাখা যায়, সব কাজ বন্ধ রাখা যায়; ছেলের মৃত্যুর থেকে মায়ের কাছে কোন কিছু বড় হওয়ার কথা নয়; খালেদা জিয়ার আসল চেহারা তখন বেরিয়ে এসেছিল; কিন্তু উনার সাথে থাকা গরুগুলো সেটা টের পায়নি।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২২

তার আর পর নেই… বলেছেন: তখন সেটা আমারও মনে হয়েছিল। যেখানে অস্থির রাজনীতিতে পড়ে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছিল, তখন আমিও ভেবেছিলাম, এই বোধ হয় আল্লাহর কাছ থেকে শাস্তি।
এবার হয়তো খালেদা জিয়া ভাল করে ভাবতে পারবে। কেউ মারা গেলে যে কেমন লাগে মা হয়ে বুঝতে পারবে। কিন্তু সেই সব আগের মতোই রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



যে নিজের ছেলের জীবন ও মৃত্যু কোনটার দাম দেয়নি, উনার কাছে অন্য মানুষের কি মুল্য থাকতে পারে?

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০০

জিল্লুর রহমান রিফাত বলেছেন: হায়রে রাজনীতি ছেলের মৃত্যু তে কাদলনা পাষানের মন

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



যিনি ছেলের জন্য কাঁদেননি, তিনি নাকি ৬০ লাখ গার্মেন্টস কর্মীর জন্য কাঁদবেন; জোক?

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১২

চাঁনপুইরা বলেছেন: "এইতো জ্ঞানী চাঁদগাজী নিজের পাছার কাপড় খুলে দেখালেন যে ও খানে দগ দগে ঘা" -অর্থাৎ গোলাপি বেগম তার প্রয়াত ছেলেকে নিয়েও আস্ত একটা ব্লগ প্রসব। বাংলায় লেখার আর কোন বিষয় নাই।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



লেখার অনেক বিষয় আছে, কিন্তু এটা আপনাকে সাহায্য করছে বলে মনে হচ্ছে

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: মাছের মায়ের আবার পুত্রশোক।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



স্বয়ং কোকোর জন্য মাছের মা হলে; জাতির জন্য কিসের মা? মানুষ উনাকে বুঝতে পারলো না, উনার কারণে এক জেনারেশন বাংগালী ভিক্ষুক হয়ে জীবন কাটালো

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯

চাঁনপুইরা বলেছেন: হুম , আপনার 'ক্লাস' চিনতে সাহায্য করছে , কোনই সন্দেহ নাই।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



নিদ্দিস্ট পরিমাণ শিক্ষা, ও সঠিক ভাবনা না থাকলে, আপনাকে কেহ সাহায্য করতে পারবে না

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

বিপরীত বাক বলেছেন: ★খালেদা জিয়ার হৃদয়ে যদি এক পয়সার
ভালোবাসা থাকতো,............... সবকিছু বন্ধ করে,
!................. নিতো;!................
করতো।

খালেদা আছে ক্ষমতার ধান্দায়। ভেবেছিল হয়তো যে ক্ষমতায় গেলে ওরকম গন্ডা খানেক চোর বদমাশ ছেলে পয়দা করা ওয়ান টু ব্যাপার।।।।


★খালেদা জিয়ার আসল চেহারা তখন বেরিয়ে এসেছিল;।


খালেদার আসল চেহারা ২০০৪ এই বেরিয়ে পরেছিল। ব্যাপক বোমাবাজি গ্রেনেডবাজি ও হাওয়া ভবনের কান্ডকারখানা সম্পর্কে নির্লিপ্ততা প্রদর্শনে।
এছাড়াও আ. মাস্টার, কিবরিয়া বিভিন্ন গণমান্য ব্যক্তির অকাল ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তুচ্ছ তাচ্ছিল্য করে।

★ মানুষ
উনাকে বুঝতে পারলো না, উনার
কারণে এক জেনারেশন বাংগালী
ভিক্ষুক হয়ে জীবন কাটালো

২০০৬-৭ এ খালেদার চেহারা পুরো প্রকাশ পেয়ে যায়। যখন কিনা সে ফখরুদ্দিন সরকার কে বলে আমার ছেলে কে দিন আমি বিদেশ চলে যাবো। রাজনীতি আর করবো না। অথচ এখন প্রচার হয় উল্টা কাহিনী।

গরু সমর্থক আর বলদ জনগণ তখনও এই ডাইনি টা সম্পর্কে সাবধান হয়নি।

আসল কথা হচ্ছে খালেদা একটা ঘটি। একেবারে জাত ঘটি। মুর্শিদাবাদের বিষাক্ত মুসলিম জাত। এককথায় ""রক্তপিশাচ""।
টাকা আর ক্ষমতা আর স্বার্থ ছাড়া আর কিছু চেনে না।

বালের জনগণের থোড়াই কেয়ার করে ওই রক্তপিশাচ খালেদা ডাইনি টা।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



উনি ফালুকে নিয়ে বিলিওনিয়ার হতে চেয়েছিলেন, সেটাই হয়েছে; বেকুব মানুষেরা খালেদা খালেদা করে, দারিদ্র্যতায় ভুগে কস্টকর জীবন কাটালো।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

ম.র.নি বলেছেন: নমস্কার স্যার, মৃত ব্যাক্তির মানসিক সমস্যা,শাররীক সমস্যা ও বেঁচে থাকা কালীন কি অনুমান করেছিল,কি বুজেছিল ইত্যাদি নিয়ে আমনার মনগড়া প্যাঁচাল পাড়া ঠিক না।আর মৃত সন্তানের জন্য কষ্ট কোন মা'র চেয়ে আপনি বেশী বোজবেন না। দয়া করে টাইম নিয়া ভালো কিছু পোস্টান, অন্য পোস্টে গিয়ে গঠনমূলক আলোচনা করুন,পোস্ট দিয়া ৭১ এর কাহিনী বলেন,ঐ সময়ে দেশের পরিবেশ, সমাজ, গ্রাম, শহর,কৃষক, আহাওয়া, রবীন্দ্র,নজরুল, প্রেম, দূর্ভিক্ষ ,খাবার,আচার অনাচার কত কিছু আছে তা নিয়ে লিখুন,একজন মুক্তিযোদ্বার নিকট থেকে জানতে দারুন লাগবে।দিনের পর দিন খালেদা,তারেক,ফালু, মালুর কৃতকর্ম শুনতে চাই না।

'আর যদি গুরা কিরমি বেশী তাম্বায় তাইলে সাইকিয়া্ট্রিস্ট দেখান।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



'৭১কে তুলে ধরার চেস্টা করবো; গতদিন, কোকোর মৃত্যু দিবস ছিলো; সেখানে গয়েশ্বর রায় ৩০ লাখ শহীদের নাম লিখিতভাবে জানতে চেয়েছিলো, তাই খালেদা জিয়ার একটা দিকে নিয়ে কথা বললাম।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

আরইউ বলেছেন: অপ্রয়োজনিয় লেখা!

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনারা চান দেশ ভালো করুক; দেশ কে চালাচ্ছে, কে চালিয়ে ছিল, সেটা একটা ফ্যাক্টর।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

সাহসী সন্তান বলেছেন: ২ টাকায় ২ টি বাড়ি মানে বুঝিনি? ১৯৮৩ সালে কি এক টাকায় একটি বাড়ি পাওয়া যেত?




সম্ভাবত টাইপিং মিসটেক! ঠিক করে নিয়েন?

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



কোন ভুল হয়নি, সরকারী ২ টি বাড়ী এরশাদ খালেদা জিয়াকে দিয়েছিল, যেগুলর দাম ২০১০ সালে ছিল সাড়ে ৪০০ কোটী টাকা।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

রাফা বলেছেন: মৃত্যুটা কোকোর না হয়ে তারেকের হলে বাস্তবতাটা আরো ভালোভাবে অনুধাবন করা যেতো।তার ধারনা ছিলো অল্প কয়েকদিনের মধ্যে ক্ষমতায় ফিরে কোকোর জন্য বিশাল একটি মিলাদ মাহফিলের আয়োজন করে মাতৃত্ব দেখাবেন।সেই সাথে কোকোর ফ্যামিলির জন্য ৫/১০ টাকায় কোন ভবন দেওয়া যায় কিনা সেটাও দেখা হয়ে যেতো।

কোন ছাগল প্রজাতির কথায় কর্ণপাত না করে আপনি লিখে যান।

ধন্যবাদ,চাঁদগাজী।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


তিনি যে স্বাভাবিক মা নন, স্বাভাবিক মানুষ নন, সেটা উনি বারবার প্রমাণ করেছেন, মানুষের এনালাইসিস ক্ষমতা এত কম যে, তারা বুঝার অবস্হানে নেই।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বিদেশ থেকে লাশ আসবে বাড়ীতে, আত্নিয়স্বজন সবাই দোয়াকালাম পড়বে।
উনি বললেন কাজে আছি, আমার সময় নেই, লাশ অফিসে নিয়ে এসো
এই মহিলা দয়া-মায়াহীন অবিবেচক, উম্মাদ একটা ডাইনি!
রাষ্ট্রের উচিত ছিল তখনি উনার অফিসে ডাক্তার পাঠায়ে ধরে সিএমএইচ এ নিয়ে সঠিক ডাক্তারের অধীনে চিকিৎসা করানো।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:




দেশের মানুষ, দলের মানুষ কেহ বুঝতে চায়নি, যিনি ছেলের মৃতদেহ পেয়েও ১ দিনের জন্য তুঘলকি থামায়নি, উনি আসলে কে?

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

কিরমানী লিটন বলেছেন: এখন সবচেয়ে বেশী প্রয়োজন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বাস্তবায়ন- যার জন্য আমরা অস্ত্র হাতে, জীবনকে সঙ্গিন করে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম- সেই গণতন্ত্রকে রাক্ষুসির মুখ থেকে ছিনিয়ে আনা। গাজী ভাইদের লেখায় গণতন্ত্র হরণকারী দস্যুদের কথা খুঁজে পাইনা। যে পরিবার পাকীদের আতিথ্যে মুগ্ধ তৃপ্তিতে সেই উত্তাল দিনগুলি কাটিয়েছে, যে পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, যে পরিবারের প্রতিটি সদস্য বিদেশের নাগরিক, বিয়ে সামাজিকতা সবকিছুতেই যারা ভিন্ন সাংস্কৃতিকে লালন করে, সেই পরিবার এখন মানুষের অধিকার ডাকাতি করে বিদেশী শক্তির অনুকম্পে জোর করে বন্দুকের জোরে দেশ দখল করে আছে- তাদের বিরুদ্ধে যারা কথা বলার সাহস হারিয়েছে- তাদের কলম অন্যেজনের বিরুদ্ধে বলার নৈতিক অধিকার রাখে না। নিজের চেহারা আয়নায় দেখুন। জগত শেঠদের ভাঁড়ামি করে বৈকল্য মনে বিকার তৃপ্তি আপনার দৈন্যতাকেই ফুটিয়ে তুলে। আশাকরবো এসব ফালতু লিখা লিখে নিজেকে প্রতিবন্ধী হিসাবে আর তুলে ধরবেন না।

আসুন, নব্য ঘসেটি- হামিদ কারজাইয়ের থাবা থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য গণতন্ত্রের বাল্যশিক্ষা পাঠ করি, ফালতু কথা বাদ দিয়ে..।
শুভকামনা রইলো- শুভবুদ্ধির উদয় হোক আপনার আমার সবার.।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



"শুভকামনা রইলো- শুভবুদ্ধির উদয় হোক আপনার আমার সবার.। "

-লেখা থেকে বুঝলাম, আমার শুভবুদ্ধির অভাব আছে। প্রথমে দরকার বুদ্ধির, সেটাকে যদি মানুষের ও সমাজের উপকারের জন্য ব্যবহার করা হয়, সেটাই শুভবুদ্ধির।

দেশে কি হচ্ছে, সেটা আমার দৃস্টির থেকে বাহিরে নয়; দেশে যা হচ্ছে, সেটা একদিনে ঘটেনি; যেই ফল ফলছে, তার বীজ বপন করা হয়েছিল।

মান্দার গাছে সাথে গোলাপ ফুলের গাছ টিকে না, কড়াই গাছ টিকে।


১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

খোলা মনের কথা বলেছেন: অনেক দিন যাবৎ একক পোষ্ট চালিয়ে যাচ্ছেন। আর আপনার ব্যর্থতার জন্য আপনি সবাইকে বুঝিয়ে ঠেই দিতে পারছেন না যে, তিনি অতি খারাপ। এটা আপনার ব্যর্থতা ছাড়া কিছুই না। যাই হোক আপনার ভাষা আমি কিছুটা বুঝতে পারলেও একটা জিনিস বুঝতে পারছি না, ডোবা নালা থেকে ওঠে কোন পুকুরে ডুব দিবো। দয়া করে পুকুরের ঠিকানাটা একটু জানাবেন। কিছু না একটু আপনার মনে পোষা পুকুরের জাত চিনতে চাই।

তবে পোষ্টটি আমার কাছে অপ্রয়োজনীয় ব্লগ প্রসাব ছাড়া কিছু মনে হয়নি। খারাপটা তো অনেক দিন যাবৎ জানান ‍দিলেন আশা করি আপনার ভাল দিকের একটু সাফাই গাইবেন। হুনতে মুঞ্চায়।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


পুকুর মজে গেলে সেটাকে পুনরায় নতুন করে সংস্কার করতে হয়; আমাদের পুকুর ভরে গেছে, নতুন পুকুরের দরকার।

১৫/২০ লাইনের মাঝে আমি সামান্য কিছু তুলে ধরার চেস্টা করি; যেভাবে পার্টি হলে, জাতির ক্ষতি হয়, সেভাবেই বিএনপি গঠিত হয়েছিল; গঠনের সময় সেটাকে একজনের জন্য করা হয়েছিল; তিনি মোটামুটি সেটাকে ব্যবহার করছিলেন; উনার মৃত্যুর পর, সেটা চলে গেছে নিস্ঠুর চোর-ডাকাত লুটেরাদে হাতে।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

সাহসী সন্তান বলেছেন: চাঁদগাজী ভাই আপনি একটু খেয়াল করে দেখেন, পোস্টে আপনি লিখেছেন ২ টাকায় ২ টি বাড়ি? ২০১০ সালে যদি সেই বাড়ি দুইটার দাম চার'শ/সাড়ে চার'শ কোটি টাকা হয় তাহলে আপনি পোস্টে ২ টাকায় ২ টি বাড়ি লেখেন কিভাবে?



ঐটা সম্ভাবত ২ কোটি টাকায় ২ টি বাড়ি হবে?

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


১৯৮৩ সালে এরশাদ সরকারের তরফ থেকে বাড়ী ২টি ২ টাকায় খালেদা জিয়াকে দেন; সেই জন্য লিখছি।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

সাহসী সন্তান বলেছেন:

তীর চিহ্নিত স্থানটাতে লক্ষ করেন? যদি মনে করেন যে আপনি ভুল কিছু বলেন নি, তাহলে উক্ত কথাটা ব্যাখ্যা করার অনুরোধ রইলো!

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


তীর চিহ্নিত অনসগঠুকু পড়তে পারিনি, দেখা যায় না।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

মারুফ আহমেদ তপু বলেছেন: ল্যাদাবেন আর কত???

কোকোরেও তারেকের মত গোমুর্খ বানায় দিলেন???

এটা পড়েন, তাহলে জানতে পারবেন। অল্প পড়ে বেশি বোঝার ভান বলদরা করে। আপনি সেই ভান ভাল করে চালায় যাচ্ছেন মনে হয়

view this link

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


কোকো আপনার থেকে বিদ্যান ছিলেন, মানসিক ও শারিরিক সমস্যা নিয়েও কয়েক'শ মিলিয়ন ডলারের ব্যবসা করে গেছে; আপনারা পিগমী থেকেও কম বুঝেন।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

রাজীব বলেছেন: ভাই সাহসী সন্তান,
গাজী ভাই ঠিকই লিখেছেন। এরশাদ সরকার বিশেষ বিবেচনায় প্রতিকী মূল্যে মানে নামমাত্র মুল্যে ২ টাকায় ২ টি বাড়ি খালেদা জিয়াকে দেন। যদি সেই সময়ের মানে ৫০+ বয়সের কারো সাথে আপনার যোগাযোগ থাকে তার কাছ থেকে জেনে নিতে পারেন।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

সাহসী সন্তান বলেছেন: রাজীব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ! আসলে বিষয়টা আমার জানা ছিল না! কিংবা শুনেছি তবে মনে করতে পারছিলাম না! তবে গাজী ভাই আমার প্রথম মন্তব্যেই বিষয়টা ক্লিয়ার করতে পারতেন?


যাহোক, দু'জনকেই ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:





স্যরি, আমি মনে করেছিলাম যে, আপনাকে বুঝতে পেরেছি; যাক, রাজীব গুছিয়ে বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.