নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু ভালো ব্লগার অকারণ সিন্ডিকেট গঠন করে বেড়াচ্ছেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

'জনম দাসী' নিকের পক্ষে আমিও পোস্ট দিয়ে ছিলাম, আমার ধারণা ছিল, উনি হ্য়তো একজন নারী, এবং জীবন সমস্যায় আছেন, ব্লগে হয়তো আসেন কিছুটা স্বস্তির আশায়! আমি উনার লেখা পড়ে আনন্দ পাইনি; কিন্তু সহানুভুতি ছিল। এখন মনে হচ্ছে, আসলে এটা কারো মাল্টি নিকও হতে পারে; এবং প্রো-পিকও মেয়েদের ব্যবহার করছেন কিছুটা সহানুভুতি পেতে, কিংবা আকর্ষন বাড়াতে।

আমি পোস্ট দিয়েছিলাম উনার পক্ষে হয়ে, শুধুমাত্র ব্লগের সাধরণ নিয়ম যাতে সব সময় পালিত হয়, উনি উদাহরণ মাত্র। আমি উনাকে জানার কথা নয়, কিন্তু উনি দাবী করেছিলেন যে, আমরা অনেক দিনের পরিচিত।

এখন জনম দাসীর উপর আরও পোস্ট দেখছি; সবকিছু মিলে মনে হচ্ছে, এগুলো কিছু পরিচিত ভালো ব্লগারদের কান্ড। এই ব্লগারদের লিখা, তাদের পোস্টের কমেন্টের প্যাটার্ণ দেখলে বুঝ যায় যে, উনাদের মাল্টি নিক আছে; কে পড়ছে, কে কমেন্ট করছে বলা মুশকিল। সন্দেহ নেই যে, উনারা ভালো লেখেন; কিন্তু উনারা নিজদের অন্যদের থেকে আলাদা ভাবেন, উনাদেরকে অনেক কমেন্ট পেতে হবে, উনাদের সিন্ডিকেট আছে; সিন্ডিকেটের জন্য মালটি নিক থাকতে হয়। উনাদের লেখা আমি কিছুদিন পড়েছিলাম; এখন বিরক্তিকর মনে হয়, মনে হয় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশী মাতামাতি করেন; নিজেরা নিজেদের প্রশংসায় মেতে উঠেন।

যাক, ব্লগ হলো টেকনোলোজিক্যাল মিরাকল বাংগালী তরুণ লেখকদের জন্য; এখানে লিখে সাধারণ লেখক একদিন বড় লেখকে পরিণত হচ্ছেন, ও হবেন; এই মিরাকলটিকে নিয়ে সিন্ডিকেট পিন্ডিকেট করার ভুল চেস্টা বন্ধ হোক।

( আপডেটেড)
*** আজকে 'শ্রাবনধারা' নিকের কমেন্ট পড়ে, আমার মনে হচ্ছে যে, আসলে 'জনম দাসী' সম্পর্কে আমার প্রথম ধরণাই সঠিক। যাক, উনি আবার লেখার শুরু করলে বুঝা যাবে।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

প্রথম বাংলা বলেছেন: ফেইসবুকেও এমন লাইক কমেন্টের চুক্তি থাকে, এখানেও হয়তো আছে, অসম্ভবের কিছুনা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে এটা এক সময় বিরাট সমস্যা ছিল; সময়ের সাথে উনারা ফেসবুকে চলে গেছেন, বা চুপ হয়ে গেছেন; এখনো সামুতে সামান্য অবশিস্ট রয়ে গেছে মনে হচ্ছে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২

সাহসী সন্তান বলেছেন: সহমত জানাইলাম! বন্ধ হোক সকল সিন্ডিকেট, পরিণত হোক সবাই ভাল মানুষে সেটাই কামনা করি!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:




লেখা থেকে বড় লেখকের জন্ম হবে; মালটি নিক দিয়ে কমেন্ট ফমেন্ট করে কিছুই হবে না, এটা বুঝতে পারলে জীবটা সহজ হবে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

সুমন কর বলেছেন: কিন্তু উনারা নিজদের অন্যদের থেকে আলাদা ভাবেন, উনাদেরকে অনেক কমেন্ট পেতে হবে, উনাদের সিন্ডিকেট আছে; সিন্ডিকেটের জন্য মালটি নিক থাকতে হয়। উনাদের লেখা আমি কিছুদিন পড়েছিলাম; এখন বিরক্তিকর মনে হয়, মনে হয় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশী মাতামাতি করেন; নিজেরা নিজেদের প্রশংসায় মেতে উঠেন। -- চমৎকার বলেছেন। +।

যারা সত্যিকারের ব্লগিং করতে চায়, তারা টিকে যাবে। আর বাকিরা, সময়ের সাথে সাথে ঝড়ে যাবে। হারিয়ে যাবে।

তবে মনে হচ্ছে, এটা এখন বন্ধ হওয়া উচিত। সবার বুঝা উচিত, এটা ফেবু না। এটা ব্লগ।

সবার কাছ থেকে সুস্থ ব্লগিং কাম্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


সঠিক বলেছেন, সময়ের সাথে এরা হারিয়ে যাবে।

এদের ঘাঁড়ে 'ফেমাস" হওয়ার ভুত ভর করেছে; ব্লগ হলো লেখক তৈরির প্রসেস; এখানে হাউকাউ ভালো লেগে না।
এরা থাকবে না দীর্ঘদিন; মাঝখানে অশান্তি নিয়ে আসছে।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

আরণ্যক রাখাল বলেছেন: ও এই হোক, সবাই ওর উপর বিরক্ত। ওর সামান্যও যদি আত্মসম্মানবোধ থাকে, তবে আর ব্লগিং এ আসবে না। আপনিও ওকে নিয়ে আর পোস্ট না দিয়ে অন্য কিছু লিখুন, অনেক কিছু আছে লেখার মতো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


আমি বুঝতে পারিনি এইসব ট্রিকস।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


জনম দাসীর প্রতি সহানুভুতি নিয়ে যেই পোস্টটা দিয়েছিলাম, সেটা মুছে দিয়েছি।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

আরণ্যক রাখাল বলেছেন: আচ্ছা, আপনার আগে কোন নিক ছিল সামুতে?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



অনেক নিকে সামুতে ও অন্য ব্লগে ছিলাম, সবগুলো ব্যান করে দিয়েছে, ফারমার, পাঠক'৭১, রিডার-৭১, হরিণা-৭১, খেলাঘর, ডিসেম্বর-১৬, খেলাঘর, পংবাড়ী; কিন্ত কখনো এক সংগে ২টি নিক ছিল না।

এবারের নিকটা ১ বছরের বেশী টিকেছে।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

আপনাকে গতকাল অফটপিকে জিজ্ঞেস করেছিলাম ছাইয়্যা নিকের কথা।

আপনি দেখি এখন অনটপিকেই সেদিকে ইঙ্গিত করছেন...

ছাইয়্যা হোক বা যাই হোক সুস্থ ব্লগিং আশা করি...
সেই সাথে
"আমিই সেরা"....এমন ধারণা থেকে সহব্লগারদের বের হয়ে এসে ব্লগিং করতে হবে...নইলে ক্ষমতার চর দখল চলবেই ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


কিছু ভালো ব্লগারের কনফিডেন্স কম; উনারা সবকিছুতে উপরে থাকার চেস্টা করতে গিয়ে, ভালো সমস্যা সৃস্টি করছেন।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

আইএমওয়াচিং বলেছেন: জনমদাসীর পোস্ট মুছে দিয়েছেন জেনে ধন্যবাদ দিতে লগিন হলাম। এইরকম এরোগ্যান্ট ফাউল আমিত্বে ভরা ব্লগার যে কিনা নারীজাতির অসম্মান করে দাসীসুলভ প্যানপান্যানি করত, তার সাফাই গেয়েছিলেন দেখে হতাশই হয়েছিলাম প্রথমে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


আমি মনে করেছিলাম উনার ভালোবাসার জীবনে কিছু একটা ঘটেছে। উনি পুরস্কার ( ২০ হাজার ্ ফ্রি হজ্ব) ঘোষনা করার পর, আমি কমেন্ট করেছিলাম যে, উনি পুরস্কার দেবেন না; আমার উপর ক্ষেপে, আজেবাজে কথা বলেছিলেন; তারপরও মনে করেছিলাম যে, উনার সমস্যা আছে, সবার সহানুভুতি নিয়ে ব্লগে সময় কাটাক; আসলে, এরা সঠিক নয়।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

তৌফিক মাসুদ বলেছেন: একটা নিক চালাইতে কষ্ট হয়, কিভাবে একাধিক নিক চালায় সেটা মাথায় আসেনা।

সাহসী লেখা, তবে জনম দাসীর ব্যপারটা আজ প্রথম দেখলাম। জানিনা তাই কিছু বলতে ভাল্লাগেনা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


জনম দাসীর সাথে সম্প্রতি কি ঘটেছে, তা আমি দেখিনি; তবে মনে হচ্ছে, খারাপ কমেন্ট করে, উনার লেখায় ফ্লাডিং হয়েছে; উনার প্রতি আমার সহানুভুতি ছিল, লেখায় মনে হতো যে, উনার ভালোবাসার মানুষ উনাকে ফেলে চলে গেছেন; কিন্তু এখন মনে হচ্ছে, এগুলো সাজানো।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

আরণ্যক রাখাল বলেছেন: এতোগুলা নিক!
আমার আরেকটা আছে। পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি। অবশ্য ওটা দিয়ে কোন পোস্টও করিনি আর মন্তব্য করার ক্ষমতাও নেই। সাত দিনের কথা বলে একবছর ঘুরিয়েছে। এখন যেটা সবচেয়ে খারাপ ব্যাপার, সেটা হল একাউন্ট খোলার সাথে সাথেই মন্তব্য করার সুবিধা। আমি যদি আপনাকে আক্রমণ করতে চাই, আমি দুই মিনিটেই একটা নিক খুলে আপনার গুষ্ঠি উদ্ধার করতে পারি!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগে ব্লগার বেড়েছে, কিন্তু কমেন্ট কম হওয়ায়, মনে হয় এই নীতি নিয়েছেন ব্লগের লোকজন; আস্তে আস্তে আক্রমণের লোকেরা ফেইসবুকে চলে যাবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


সবগুলো ব্যান করা হয়েছে।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

সায়ান তানভি বলেছেন: একমত পোষণ করলাম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



প্রচুর ব্লগার ভালো লিখছেন, আমরা পড়ার সুযোগ পাচ্ছি, এটাই বড় কথা; সাথে সাথে নিজের ভাবনাকে তুলে ধরতে পারছি।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১

প্রবাসী ভাবুক বলেছেন: এটাও কি তারা ফেইসবুক মনে করে যে, কমেন্ট লাইকের জন্য নৈতিকতা বিসর্জন দিতে হবে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগ মোটামুটি পরিস্কার, সামান্য এটা সেটা আছে; উনারাও ফেইসবুকে মাইগ্রেশন করবেন।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪

আবু শাকিল বলেছেন: খেমা দ্যান ভাই
হৈছে ত -

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


জনম দাসীরটা শেষ; কিন্তু কিছু লোক আসলে ব্লগে ভালোই গন্ডগোল করছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা ড্রাফট করেছেন কেন?

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০১

রাফা বলেছেন: ফারমার'তো মনে হয় 'আমার ব্লগের' নিক আপনার।এত নিক ব্যান হয় কি করে!!
বড় ব্লগার আর ছোট ব্লগার বলে কিছু নেই।ভালো লিখলে প্রশংসা করবেই মানুষ।
একেকজন একেক চিন্তা থেকে ব্লগ লিখে থাকে।কেউ লিখে কমেন্ট পাওয়ার জন্য..
কেউ লিখে দায়িত্ববোধ থেকে।কেউ কেউ ক্যাচাল করার জন্যও লিখে থাকে।
আবার কেউ শুধুই নিজের জন্য লিখে থাকে।তবে আই হেট সিন্ডিকেটবাজী।
এটাতে অনেক নিরিহ ও ভালো ব্লগার ব্লগ ছেড়ে ভেগে যেতে বাধ্য হয়।
অনেকে অকওার্ড পজিশনে পড়ে যায় ,শুধু এই কারনেই সিন্ডিকেটবাজীর বিরোধী আমি।
ছদ্মনামে লিখলেও কোন সমস্যা নেই ।ভালো হলে ভালো বলবে আর খারাপ হলে খারাপ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


ফারমার আমি কয়েক ব্লগে ব্যবহার করেছিলম; "আমার ব্লগে" বেশ সময় ছিলাম; ঐ শালাগুলো ব্লগের নাম করে, ব্যবসা বাগিয়ে নিয়ে কয়েকজন কোটীপতি হয়েছে, সবগুলো ডাকাত; ব্লগটাকে কাজে লাগিয়ে ছিল।

সিন্ডিকেটের লোকেরা নিজেদের সামনে আনে; কারণে অকারণে নিজেদের পোস্টে কমেন্ট করে; অন্য ব্লগারদের পোস্টে যায় না, কমেন্ট করে না; অনেকে নিরুৎসাহিত হয়।

যাক, এদের সংখ্যা একেবারে কমে এসেছে।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৭

পথে-ঘাটে বলেছেন: "সিন্ডিকেট পিন্ডিকেট করার ভুল চেস্টা বন্ধ হোক"। সহমত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


যাক, এখন ভালো সময়; সিন্ডিকেট আর থাকবে না।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬

তার আর পর নেই… বলেছেন: কিছুই তো দেখছিনা, সবকিছু মধ্যরাতের মতো শান্ত, শুধু আপনার পোস্ট দেখছি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



২ সপ্তাহ আগে, আমার নিক ও আমার প্রো-পিক ব্যবহার করে, আমার ও অন্যদের পোস্টে মন্তব্য করা হয়েছিল; সেটা দেখেছিলেন?

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭

অলওয়েজ ড্রিম বলেছেন: যাক, ব্লগ হলো টেকনোলোজিক্যাল মিরাকল বাংগালী তরুণ লেখকদের জন্য; এখানে লিখে সাধারণ লেখক একদিন বড় লেখকে পরিণত হচ্ছেন, ও হবেন; এই মিরাকলটিকে নিয়ে সিন্ডিকেট পিন্ডিকেট করার ভুল চেস্টা বন্ধ হোক।

সহমত। আপনি উপরে বোল্ড-আন্ডারলাইনে ও বোল্ড করা অংশে যা বলেছেন আমার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে আন্ডারলাইন করা অংশটুকু।
ব্লগ হলো টেকনোলোজিক্যাল মিরাকল বাংগালী তরুণ লেখকদের জন্য - অসাধারণ!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


আগে বাগগালী তরুণদের লেখা নিজের খাতায় থেকে যেতো, আজ ব্লগে এঁরা নিজকে প্রকাশ করছেন; এর থেকে বড় কিছুই নেই।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: খুব খুশী হতাম যদি বিগত দিনে ঘটা ব্যাপার গুলো নিয়ে কেউই তার মন্তব্যে খোঁচাখুঁচি না করতো আর এই পোস্ট গুলিও না আসতো। এখন কি ভাই এই পোস্টটার খুব দরকার ছিল? যারাও এর সম্পর্কে অবগত না তারাও আপনার এই পোস্টের কল্যাণে আবার জানবে। অনেক হইছে। এইসব নিয়ে আর পোস্ট না আসলেই খুশী হবো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


এগুলো নিয়ে কথা বললে কথা বাড়ে, সত্য; তবে, কি হচ্ছে সেই সম্পর্কে ধরণা থাকার দরকার, মনে হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



২ সপ্তাহ আগে, আমার নিক ও আমার প্রো-পিক ব্যবহার করে, আমার ও অন্যদের পোস্টে মন্তব্য করা হয়েছিল, এগুলো নিয়ে মন খারাপ হয়।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:


সুমনের কথা সাথে সহমত। তবে আমি একটু যোগ করতে চাই। গত কয়েকদিন ধরে যারা বা যে এটা করছে আমার মনে হয় না এটা একত্রে অনেকগুলো মানুষ জড়িত। ১/২ জন বড়জোর ৩ জনের বেশী হবে না। এদেরকে আমার কোন সিন্ডিকেট মনে হয়নি। সামুতে এরচেয়েও ভয়ানক ভয়ানক ক্যাচাল হয়েছে, এমনকি একবার না দুইবার বড় দুটো সিন্ডিকেটকে যাষ্ট ফু দিয়ে ব্লগ থেকে ছুড়ে ফেলা হয়েছে তাও তারা ছিলো সক্রিয় এবং ওপেন নিকে। এখন যেটা হচ্ছে মাল্টির আড়ালে এদের নিয়ে আলোচনা না করে শুধু চুপ করে থাকেন দেখবেন সময়ে এরা অটো গায়েব হয়ে যাবে। যত এদের নিয়ে কথা হবে তত এদের প্রচার হবে আর যারা চুপচাপ থাকা ব্লগার তারা মনে করবে আরে এরা কত না বড় সিন্ডিকেট সামুতে হামলা করেছে অন্য ব্লগারদের।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



ঠিক বলেছেন যে, আগের তুলনায় এখন হাউকাউ নেই বললেই চলে। বাকী ২/৪ জন যা আছেন, নিজেরাই হয়রাণ হয়ে যাবেন।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গত কয়েকদিন ধরে সামুতে যা চলেছে তা শ্রেফ অরাজকতা ।
অনাকাঙ্ক্ষিত কমেন্ট দাতা প্রায় মাল্টি 'আমরা' সনাক্ত করতে পেরেছি ।
এদের মুল নিক এত চমৎকার লিখক যে , এদের সনাক্র করতে পেরে নিজের কাছেই লজ্জা লাগছে !

দিনে দিনে নিক সেফ হয়ে যাওয়ায় হয়তো ব্লগারের(?) সংখ্যা বাড়বে , বাট এটা সামুর দীর্ঘ মেয়াদী ক্ষতির কারণ হবে ।
তাছাড়া ''খাইছি তোরে , ধর শালারে'' জাতীয় নিক গুলিকে এন্ট্রি দেয়ার বিষয়ে সামুকে আরেকবার ভাবার অনুরোধ করছি ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


সামুকে অনেক দিক দেখতে হয়।

ব্লগে লেখা 'রাইট' নয়, এটা প্রিবিলীজ, এটা মনে রেখে লিখলে সবার জীবনটা সহজ হয়ে যেতো।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি শিরোনামে লিখেছেন ''কিছু ভাল ব্লগার" তাই ধারণা করছি আপনিও এদের(?) চিনেছেন ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমি এসব বিষয়ে গভীরে যাওয়ার চেস্টা করি না; কারণ, এগুলো সাময়িক সমস্যা

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

দিশেহারা আমি বলেছেন: সিন্ডিকেট নয়। এটা ২/১ জনের কাজ।লেখার ধরন দেখলেই বুজা যায়।

পাট খড়িতে আগুন লাগলে তাতে শুধু ধোঁয়াই হয়, আপনি কেন বারবার ফু দিচ্ছেন ?
এড়িয়ে চলুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


এটাও ভালো নিয়ম।

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: যে দাসি কে নিয়ে এত্ত কিছু সেই দাসীর খবর নাই ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


উনি আছেন, উনি আসবেন অবশ্যই।

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগ হলো টেকনোলোজিক্যাল মিরাকল বাংগালী তরুণ লেখকদের জন্য; এখানে লিখে সাধারণ লেখক একদিন বড় লেখকে পরিণত হচ্ছেন, ও হবেন; এই মিরাকলটিকে নিয়ে সিন্ডিকেট পিন্ডিকেট করার ভুল চেস্টা বন্ধ হোক।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালী তরুণেরা জীবনে একবার হলেও কবিতা লিখেন; ব্লগ আসার আগে সেসব কবিতা খাতার পাতায় মৃত্যুবরণ করেছে; ব্লগ সবাইকে একদিনের জন্য হলেও কবি বানায়েছে।

বাংগালী তরুণরা নিজের ভালোবাসার অনুভুতি কাউকে জানানোর সুযোগ পেতো না, ব্লগ সেই সুযোগ দিয়েছে।

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

নুরএমডিচৌধূরী বলেছেন: 'জনম দাসী' নিকের পক্ষে আমিও পোস্ট দিয়ে ছিলাম, আমার ধারণা ছিল, উনি হ্য়তো একজন নারী, এবং জীবন সমস্যায় আছেন, ব্লগে হয়তো আসেন কিছুটা স্বস্তির আশায়! আমি উনার লেখা পড়ে আনন্দ পাইনি; কিন্তু সহানুভুতি ছিল। এখন মনে হচ্ছে, আসলে এটা কারো মাল্টি নিক, এবং প্রো-পিকও মেয়েদের ব্যবহার করছেন কিছুটা সহানুভুতি পেতে, কিংবা আকর্ষন বাড়াতে।


হয়তো হতেও পারে

পোষ্টে ভাললাগা

+++++++

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন, ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


ব্লগে ঝামেলা নেই বললেই চলে, যা সামান্য হচ্ছে, সেটার অবসান হওয়ার দরকার আছে।

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: এবার নতুন বিষয় নিয়ে নতুন পোস্ট দেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


ওকে

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

অভ্রনীল হৃদয় বলেছেন: সহমত আপনার সাথে। এরা মূলত ফেবুর পাবলিক। ব্লগ এ এসব করে জনপ্রিয়তা পেতে আসে। তবে খুব বেশি দিন এরা টিকতেও পারেনা। এটাই স্বাভাবিক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


ফেবুর মনোভাবের লোকজন ঝামেলা করে মাঝে মাঝে

২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

আহসানের ব্লগ বলেছেন: দাসি তার সব পোস্ট রিমুভ করেছেন । কী হলো কিছুই জানলাম না ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



উনার পোস্টে খারাপ কমেন্ট করে ফ্লাডিং করা হয়েছিলো, মনে হচ্ছে; আমি নিজেও দেখিনি, অন্য পোস্ট থেকে অনুমান করেছি মাত্র।

২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী ভাই, আমার ধারণা জনম দাসী কারো মাল্টি নিক নয় । যদিও তার কোন পোস্ট কখনও পুরোটা পরে দেখিনি। ব্লগের পাতায় থাকা লেখার যে অংশটুকু পোস্টে না ঢুকেই পড়া যায়, সেগুলো পড়ে মনে হয়েছে, মহিলা বেশ ইউনিক - তারছেড়া এক মেয়েছেলে চরিত্র । তার নিকটা তার চরিত্রের একটা দিক বা ইচ্ছেকে প্রকাশ করে, সেটা হইলো তিনি প্রেম করে প্রেমিকের দাসী হইতে চান :) । আমার কিন্তু ঠিক এই মনস্তত্ত্বের অন্য কোন ব্লগার সামুতে চোখে পড়ে নি । তাই বললাম, চরিত্র হিসেবে তিনি ইউনিক ।
তবে তারছেড়া, প্রেম-দাসী হতে চাওয়া মেয়েছেলে চরিত্রকেও আমি বৈচিত্রময় কমিউনিটির অংশ মনে করি । জংগী-রেডিক্যাল গুলোকে বাদ দিয়ে আমি সবার ব্লগিং-স্বাধীনতায় বিশ্বাসী ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আপনি সঠিক; আমিও তাই মনে করছিলাম, এবং সেটাই স্বাভাবিক মনে হয়েছে।
কিন্তু এক কমেন্টে উনি বলেছিলেন যে, আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, তখন আমার মনে সন্দ্বহ হয়; হয়তো, আমার নিজের সন্দেহটাই ভুল।

যাক, উনি লিখুক; ব্লগে কেহ যেন অন্যকে কোনভাবে আক্রমণ না করে, সেটই সবার কামনা।

৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কিন্তু উনারা নিজদের অন্যদের থেকে আলাদা ভাবেন, উনাদেরকে অনেক কমেন্ট পেতে হবে, উনাদের সিন্ডিকেট আছে; সিন্ডিকেটের জন্য মালটি নিক থাকতে হয়। উনাদের লেখা আমি কিছুদিন পড়েছিলাম; এখন বিরক্তিকর মনে হয়, মনে হয় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশী মাতামাতি করেন; নিজেরা নিজেদের প্রশংসায় মেতে উঠেন। -- চমৎকার বলেছেন। +

দা্রুন বলেছেন। সহমত শতভাগ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগ হলো লেখক তৈরির কারখানা, এখানে চাণক্য হওয়ার দরকার নেই, আপনিই পাঠকেরা সন্মান দেবেন।

৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই, আমি এই ব্লগে আজ নতুন আসলাম, ভাল লিখা সবাই পড়বে এটাই স্বাভাবিক। যখন কোন লিখা ভাল লাগে তখন প্রসংসাস্বরুপ মন্তব্যতো আসবেই।
ধন্যবাদ আপনাকে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগ ভালো অবস্হানে এসেছে, সামান্য এটা সেটা হচ্ছে এখনো

৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ক্ষতিগ্রস্থ বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ...অনাকাঙ্ক্ষিত কমেন্ট দাতা প্রায় মাল্টি 'আমরা' সনাক্ত করতে পেরেছি। এদের মুল নিক এত চমৎকার লিখক যে , এদের সনাক্ত করতে পেরে নিজের কাছেই লজ্জা লাগছে !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


কিছু ব্লগারের মাঝে ঈষাও কাজ করছে, মনে হয়।

৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

নাজমুস সাকিব রহমান বলেছেন: যারা লেখালেখি করেন তাঁদের ঈর্ষা থেকে অনেক দূরে থাকা উচিত। ব্যাপারটা লজ্জাজনক। লেখালেখি মহান একটা ব্যাপার।

এই মহান কাজটি যারা করেন, তাঁদের ক্ষুদ্রতা দেখা ভীষণ পীড়াদায়ক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


যাদের মাঝে বৃহৎ মনোভাবের অভাব, তাদের জন্য ব্লগে যায়গা থাকবে না।

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

মনস্বিনী বলেছেন: ব্লগেও সিন্ডিকেট!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


মরা মরা সিন্ডিকেট

৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

অতঃপর শুভ্র বলেছেন: সহমত

৩৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৪৩

মহা সমন্বয় বলেছেন: আমারও অনেকগুলো নিক আছে যারা যারা আমার পোষ্টে কমেন্ট করে এগুলা সবগুলো আমার নিজের। :-P

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:



হাসালেন!

কমেন্ট তো কিছুই না, যত ইচ্ছা চলতে থাকুক; সমস্যা হলো, লুকানো নিক থেকে আক্রমণ করলে। আমাকে ২ মাস আগে কয়েকজন আক্রমণ করেছিলেন।

৩৭| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: B:-)

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:



জনমদাসী ছিলেন এক ইমোশানেল ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.