নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী অফিসের বারান্দায় ২ ইহুদী ও ২ বিলিওনিয়ার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২০

ডেমোক্রেটদের ২য় শক্ত প্রার্থী, বার্নি সেন্ডার্স শুধু ইহুদী হলে সারতো, সে আবার নিজকে সোস্যালিস্ট বলে দাবী করছে; এবং বলতে ভয়ও পাচ্ছে না যে, সে সোস্যালিস্ট ; ১৯৫০ সালের দিকে কোন আমেরিকান নিজকে কম্যুনিস্ট বা সোস্যালিস্ট দাবী করলে, সেই লোকের বিচার হয়েছে; এখন এই ইহুদী খোলা সভাতে বলে বেড়াচ্ছে যে, সে সোস্যালিস্ট; এবং ডেমোক্রেটদের শক্তিশালী প্রাথী হিলারীকে আগামীকালের প্রাইমারীতে পরাজিত করবে। কালকের পরাজয়কে কিভাবে গ্রহন করে, সেটার উপর হিলারীর অনেক কিছু নির্ভর করছে; তবে, বার্নি হিলারী থেকে ভালো প্রেসিডেন্ট হওয়ার ক্থা।

আমেরিকানরা কি কোন ইহুদীকে ভোট দি্য়ে হোয়াইট হাউসে নেবে? ইহদীরা সব উঁচু পদে আছে, দেখা যাক, আমেরিকানরা বার্ণিকে বড় ঘরে ঢুকতে দেয় কিনা; দিলে ভালো হবে। বার্ণি নির্বাচিত হলে মুসলিম পৃথিবী কিভাবে নেবে কে জানে। বার্ণি হলো এবারের প্রাথীদের মাঝে সবচেয়ে কম পয়সাওয়ালা মানুষ; এবং সে ভোটের খরচের জন্য সাধারণ মানুষের কাছে টাকা চাচ্ছে। সে মুসলমানদের পক্ষে কথা বলছে।

৩ বিলিয়ন ডলারে নির্বাচনে খরচ করার পরিকল্পনা নিয়ে ভোটে আসছে বিলিওনিয়ার মাইকেল ব্লুমভার্গ; এই লোক ৩ বার নিউইয়র্কের মেয়র ছিলো; ইনি হলেন ২য় ইহুদী; ইনি নির্দলীয় প্রাথী হওয়ার কথা ঘোষনা করেছেন। আমেরিকায় এখন নির্দলীয় কেহ জয়ী হওয়ার সম্ভাবনা নেই; তবে, উনি বলছেন যে, আমেরিকানরা ভোটের উপর আস্হা হারায়ে ভোটে আসে না; উনি ৩ বিলয়ন খরচ করে ওদের ভোটে নিয়ে আসবে।

ডোনাল্ড ট্রাম্পের নাম আপনারা শুনেছেন, ইনি দ্বিতীয় বিলিওনিয়ার, রিপাবলিকান; ইনি গত সপ্তাহে, প্রথম ভোটে ২য় স্হান অধিকার করেছেন; আগামীকাল, ১ম হওয়ার সম্ভাবনা এখনো আছে বলছে জরীপগুলো। ইনি নিজের ১ বিলয়ন খরচ করার কথা; আগামীকাল যদি ১ম না হয়, উনার পতন শুরু হওয়ার সম্ভাবনা আছে; ইনি মিডল ইস্ট থেকে, যুদ্ধে হারানো ৪ ট্রিলয়ন ডলারের সমপরিমাণ তেল নিয়ে আসবেন বলছেন।

****আপডেটেড: ডেমোক্রেটদের ভোটে জয়ী, বার্নি সেন্ডারস
**************** রিপাবলিকানদের ভোটে জয়ী, ট্রাম্প

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১

বিষন্ন পথিক বলেছেন: বেল পাকিলে কাকের কি !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


বেল পাকার সময়, কাককে উপরের ডালে থাকতে হবে; তাতে বেল মাথায় পড়ার সম্ভাবনা কমে আসবে।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

ইমরান আশফাক বলেছেন: ওখানে যেই ক্ষমতায় যায় নীতি কিন্তু একই থাকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



কাছাকাছি, পুরো সঠিক নয়।

সিনিয়র বুশ, ক্লিনটান ও জুনিয়র বুশের সমের মাঝে যে পার্থক্য, সেটা কি আপনার নজরে আসেনি?

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

কলাবাগান১ বলেছেন: "বার্নি সেন্ডার্স শুধু ইহুদী হলে সারতো, সে আবার নিজকে সোস্যালিস্ট বলে দাবী করে"
ইয়ং ছেলে মেয়েরা আর কলেজ কিড রাই বেশী তাকে সাপোর্ট করছে কেননা তারা কোল্ড ওয়ার দেখে নাই আর সোসালিস্ট বলতে কি বুঝায়, তা তারা কখনও দেখেও নাই এবং বুঝেও না। হিলারী কে ভোট দিব বলে ভেবেছিলাম (প্রথম মহিলা) কিন্তু তার আগে জানতে হবে সে প্রেসিডেন্ট হলে কি বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি তার কি রকমের প্রতিক্রিয়া সে দেখাবে। ওর ওয়েব সাইটে কমেন্ট করলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



হিলারী হলো প্রেসিডেন্ট ক্লিনটনের তোতা পাখী; উনার নিজের মগজ নেই।

বার্ণি ভালো হবে; আমি সোস্যালিস্টদের পছন্দ করি।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

কল্লোল পথিক বলেছেন: আমোরিকাতো বরাবরই ইহুুদী শাসন করে।প্রেসিডেন্ট পদটা ব্যাতীত।
ধন্যবাদ চাঁদগাজী ভাই।চমৎকার বিশ্লোষনমুলক পোস্ট।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


ইহুদীরা ফেরাউনদের সময় থেকেই শিক্ষিত; ফেল, তারা অনেক কিছুই করতে সমর্থ।

ইহুদী স্কুলের বাচ্ছাদের কাপড় চোপড় আমাদের 'রাস্ট্রদুত'দের চেয়ে সুন্দর; আমাদের ছেলে মারা যায় বারান্দায় ঘুমায়ে।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকায় সাধারণত কেউ নিজের ধর্মিয় পরিচয় প্রকাশ করেনা। কারন আইডি, পাস্পোর্ট বা জব এপ্লিকেশনে কখনোই ধর্মিয় পরিচয় জানতে চাওয়া হয় না।
আম্রিকায় ইহুদীরা কখনো জাঁকজমকপূর্ণ ধর্মিয় অনুষ্ঠান করে না। প্রকাস্যে কেউ বলেনা আমি ইহুদী হিসেবে গর্বিত।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



ইহুদীরা শিক্ষিত, শিক্ষিতদের পৃথিবী আলাদা

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

নতুন বাঙ্গাল বলেছেন: আমার মনে হয় ২০০৮ এর পুনরা্বৃত্তি হবে ,হিলারী টিকবে না শেষ পর্যন্ত।তবে এবার ডেমো রা সুযোগ পাবে কিনা সেটা বোঝা যাচ্ছেনা ; কারন রাশিয়ার উথ্থানে আমেরিকানরা শংকিত। সেক্ষেত্রে ওরা হয়তো কট্টর প্রেসিডেন্ট চাইবে, সেক্ষেত্রে রেপদের মধ্যে ট্রাম্প বেস্ট চয়স হয়তো,আর শেষ পর্যন্ত সেটা হওয়ার সম্ভবনা প্রবল।কারন ওবামার রক্ষনশীল নীতির কারনে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুকি কমে নাই , উল্টো বিশ্বে মার্কিন আধিপত্য হুমকীর মুখে।তাই আমেরিকান রা এই অবস্থার পরিবর্তনের জন্য রেপদের দিকেই ঝুকবে এবং সেই কারনে শেষ পর্যন্ত হয়তো ট্রাম্পই নির্বাচিত হবেন। তবে আমার বিশ্বাস, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের ব্যাপারে যেটা বলছেন সেটা করবেন না বা সেটা করা সম্ভব হবে না কোন ভাবেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



ভাবনায় লকিক আছে।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৩

মাসূদ রানা বলেছেন: Yes, America is gigantic, but a gigantic mistake .
- Sigmund Freud

মুসলিম বিশ্ব বার্নিকে কেমনে কি, সেটা ভেবে মগজে প্রেসার না দেয়াই ভালো ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, মুসলিম বিশ্বের মুখপাত্র আপনি নন; বা কেহ নন। আমেরিকার প্রেসিডেন্ট পদে কোন ইহুদী নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে আরবেরা ভয়ে ও রাগে প্যান্টে প্রস্রাব করে দেবে; এবং আমাদের দেশের মোল্লারা থ'হয়ে যাবে।

তবে, বার্নি ভালো; সে ট্রাম্পের মুসলিম বিরোধীতার ভয়ংকর প্রতিবাদ করেছে।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

শেষ বেলা বলেছেন: ওদের রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক না কেন? পরারাষ্ট্রনীতি এক। কাজেই মুসলমানদের জন্য কেউ নিরাপদ নয়। চমৎকার বিশ্লোষনমুলক পোস্ট। ধন্যবাদ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের সবাই মুসলমানদের সাহায্য করার চেস্টা করছে; মুসলমানদের শত্রু মুসলমানেরা; এবং দুস্ট এলাকাগুলোতে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

নতুন বাঙ্গাল বলেছেন: দেখছেন আমার প্রেডিকশন সত্যি হয়ে গেল......। ! :#P .। ,মনে হচ্ছে শেষ পর্যন্ত ট্রাম্পই পাস করবে এবং ওবামার উত্তরসুরি হয়ে 'সাদা বাড়ি' তে ঢুকবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


হ্যঁ, আপনার কথা লেগেছে; গতকাল ট্রাম্পের জয় নতুন সমীকরণের সৃস্টি করেছে।
ট্রাম্প এলে ভালো হবে, খারাপ হবে না।

বার্ণি বেশী বুড়ো হয়ে গেছে।

দুস্ট রুবিও'র পতন দরকার; ওবামা'র ভাষন নকল করে ইসিয়ট প্রেসি হতে চায়।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

গেম চেঞ্জার বলেছেন: সেদিন বেশি বাকি নেই। ইহুদীরা পৃথিবীর প্রত্যেক জাতি/রাষ্ট্রকে হুকুম করবে, এটা কর, ওটা করো। আর তাদের ওপরে থাকবে ফ্রিম্যাসনারি, ব্রিটিশ রয়াল, রথসচাইল্ডস গোষ্টী।

অপেক্ষা করেন। সময়ই বলে দেবে। কি হচ্ছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হয়, শিক্ষিতরা বিশ্ব চালায়েছে, বিশ্ব চালাবে; শিক্ষিতদের হাতে মানব সভ্যতা নিরাপদ।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের কোথায়ও পরিবার প্রথা ভেংগে পড়েনি; পশ্চিমে, অর্থনৈতিক কারণে, পরিবার ছড়ায়ে ছিটিয়ে যাচ্ছে খুবই সহজেই, তাই বলে বাঁধন শিথিল হয়নি। কোন মা কোনদিন একজন অনুপযুক্ত মেয়েকে ছেলের বউ হিসেবে দেখ্তে চায় না, কোন অনুপযুক্ত ছেলেকে মেয়ের স্বামী হিসেবে দেখতে চায় না। মা-বাবা বুঝে যে, ছেলে মেয়ে বড় হলে, তাদের হৃদয়ে ভালোবাসার ক্রিস্টাল জমতে থাকে, কিন্তু ভালোবাসার সাথে সমান অনুপাতে মগজের ভাবনা বাড়ে না; ফলে, মা-বাবা নিজেদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.