নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান ক্যাপিটেলিজম অবশেষে "ফ্রি ব্যাচেলর" ডিগ্রির প্রস্তাব করছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

সময় ছিলো (ফরাসী বিপ্লবের পরে), ক্যাপিটেলিজম দারিদ্রতা কমায়েছে; সময়ের সাথে ক্যাপিটেলিজম দারিদ্রতা, এমন কি চরম দারিদ্রতা বাড়াতে সাহায্য করছে।
এখন প্রতি বছর ৬৫ হাজার ভারতীয় তরুণ গ্রাজুয়েটরা আমেরিকায় চাকুরী নিয়ে যাচ্ছে; এদের গড় বার্ষিক বেতন ৯০ হাজার ডলারের উপরে; এদের সম-বয়স্ক ব্যাচেলর ডিগ্রিহীন আমেরিকান সিটিজেন বছরে ২২ থেকে ২৪ হাজার ডলার আয় করছে; অনেকে ২ টি চাকুরী করছে পরিবার চালানোর জন্য।

ভারতীয় গ্রাজুয়েট আয় করছে ঘন্টায় ৮০ ডলার, কম-শিক্ষিত আমেরিকান আয় করছে ঘন্টায় ৮ থেকে ১১ ডলার, অশিক্ষিত কিছু মেক্সিকান ঘন্টায় ২ ডালরও আয় করছে।

এখন ২/১ জন আমেরিকানের টনক নড়েছে; হয়তো মাত্র ১ জনের; উনার নাম বার্ণি সেন্ডারস, যিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য প্রাইমারী করছেন প্রেসিডেন্ট ক্লিনটনের তোতা পাখীর বিপক্ষে। বার্ণি বলছে, আমেরিকানদের আয় বাড়াতে সবাইকে ব্যাচেলর অবধি ফ্রি পড়াতে

আমি ভাবছি যে, বার্নি কি সামুর পোস্ট পড়ছে?

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

গেম চেঞ্জার বলেছেন: আমি ভাবছি যে, বার্নি কি সামুর পোস্ট পড়ছে?

নিশ্চয়ই নিশ্চয়ই। কেন নয়? সামু কি আমেরিকায় দেখা যায় না? অবশ্যই যায়। ;) ;)

আপনার চিন্তাভাবনার প্রতি স্যালুট!!

:-B

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানদের মানুষের মতো করে বাঁচতে হলে, ফ্রি পড়াতে হবে মানুষকে

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

রাইসুল ইসলাম রাণা বলেছেন: আম্রিকার সিটিজেন হবার চেয়ে প্রবাসী হওয়াই ভালো,দেখছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা পড়ালেখাকে বড় ব্যবসায় পরিণত করে, নিজের মানুষকে ভার‌্তীয়দের কাছে হেয় করেছে। আমাদের দেশ মানুষকে ক্রীতদাসে পরিণত করছে প্রাইভেট ইউনিভার্সিটি বানায়ে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

আলুপোড়া বলেছেন: ভালু পোষ্ট

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



আমারও সেই রকম ধারণা; লোকজন এতে খুব একটা বিনোদন পাচ্ছে না, মনে হয়।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭

আলীমূল রাজী বলেছেন: আমরা পড়ছি ত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:




কোথায়, কি পড়ছেন? বাসায় চাকরাণী কয়জন আছে, ওরা কি কি পড়ছে? পড়লে, পড়েন, মানুষ হোন।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

মহা সমন্বয় বলেছেন: কয়েকদিন পর আমেরিকানদের বাংলাদেশে আনতে হবে রাস্তা ঘাট ঝাঁড়ু দেওয়ার জন্য।
কারিনা কাপুর ঢাকার রাস্তা ঝাঁড় দেওয়ার জন্য আসতে চাইল কিন্তু পরে আর কোন খবর নাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা সময় মতো জেগে উঠে। ঢাকায় এসেকইছুদিন থাকলে ওরাও বেকুব হয়ে যাবে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লেখা
ভাল পোষ্ট

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের জন্য ফ্রি পড়ালেখাই উন্নয়ন

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

রানার ব্লগ বলেছেন: আমেরিকানরা পড়াশুনা করার মতো ধৈর্যশীল হত তবে অনেক আগে তারা শিক্ষিত জাতি হিসাবে নাম করত। ইংরাজি বলে দেখে বাকি কম ইংরাজী জানা দেশের মানুষরা সন্মান করি, নতুবা হুহ !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা সম্পর্কে আপনার ধারণা সঠিক না, এরাই বিশ্বকে নেতৃত্ব দেয়ার অবস্হানে আছে।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

বিজন রয় বলেছেন: বাংলাদেশীরা কত আয় করছে?

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশীরা গড়ে ১১ ডলার হবে ঘন্টায়।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৭

মিজানুর রহমান মিরান বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: আমি ভাবছি যে, বার্নি কি সামুর
পোস্ট পড়ছে? নিশ্চয়ই নিশ্চয়ই। কেন নয়? সামু কি
আমেরিকায় দেখা যায় না? অবশ্যই যায়। আপনার চিন্তাভাবনার প্রতি স্যালুট!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



যেখানে বিশ্বের সবচেয়ে বড় ক্যাপিটেলিস্ট সিস্টেম ছাত্রদের ফ্রি পরানোর কথা ভাবছে, সেখানে বাংলাদেশের মতো দরিদ্রদের কি করা উচিত?
-বাংলাদেশের উচিত ফ্রি পড়ানো, ও শিশু শ্রমিকদের পরিবারের ভরণ পোষণ করা।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Trump will the next President view this link

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


হওয়ার দরকার; রুবিও ফুবিউ, হিলারী মিলারীর উপর বিরক্ত হয়ে গেছে লোকজন।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Rubio =p~

I don't want Trump.

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:




আগামী মংগলবারের পর বুঝা যাবে; বাকীগুলো তো ওর সাথে পেরে উঠছে না; রুবিও ওবামার কথা বলার স্টাইল ও শব্দ ব্যভার করে কি দেশ চালাটে পারবে?

হিলারী অভিনয় করছে, সে সরল মহিলা নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.