নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ছোটখাট প্রতি-আক্রমণ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২



১) অফিস ছুটির সময়, ট্রেনে মোটামুটি ভীড়; দরজার কাছে দাঁড়ানোর জয়গা পেলাম; সামনে একটি আমেরিকান মেয়ে, স্মার্ট-ফোনে বুমবাম যুদ্ধ-যুদ্ধ খেলছে; সিনারিও বদলাচ্ছে ঘনঘন; না চাইলেও চোখ চলে যায় স্ক্রীনের দিকে; আওয়াজও হচ্ছে, মানুষজন ক্লান্ত। কিছুক্ষণ পরে, সে খেলা বন্ধ করে ই-মেইল চেক করছে; অভ্যাসবশত: চোখ গেলো স্ক্রীনে, ২টি শব্দই চোখে পড়লো ইংরেজীতে, " চুরি করেছ"; মনে হয় হৃদয় চুরির কথাবার্তা হতে পারে। মেয়েটি ফোন ঘুরায়ে আমাকে প্রশ্ন করলো:
-তুমি আমার ই-মেইল দেখছ?
-হ্যাঁ, দেখছি।
-এটা কমনসেন্স যে, কারো ই-মেইল দেখতে হয় না; তুমি বেশ পেছনে-পড়া লোক।
- ভীড়ের মাঝে, আমি তোমার পেছনেই স্হান পেয়েছি মাত্র; আমার মনে হয়, চুরিদারীর ঘটনা নিয়ে ই-মেইল ইত্যাদি ট্রেনে খোলাটা বুদ্ধিমানের কাজ নয়, ট্রেনে ডিটেকটিভ মিটেকটিভ থাকে, আমি বললাম।
-তুমি চুরি ইত্যাদির কথা বলছে কেন? ২/১ শব্দ পড়ে কি পুরো ইমেইলের অর্থ বুঝা যায়?
-২ শব্দ দেখতেই তুমি যেভাবে আক্রমণ করছ, পুরোটা পড়ার সুযোগ পেলাম কোথায়? পুরোটা পড়লে হয়তো তোমার সম্পর্কে ভালো ধারণা হতে পারতো!

২) পরিচিত বাংগালী মহিলা পাকিস্তানী স্বর্ণের দোকান থেকে ১ জোড়া ছুড়ি কিনেছে; ২ মাস পরেই একটার ঝোড়া খুলে গেছে; উনি গেছে বদলায়ে আনতে; বদলায়ে দেয়নি; সেলস-পারসন নাকি বাংগালী মেয়ে। বেচারী আমাকে অনুরোধ করলেন চেস্টা করতে। দোকানে গেলাম, দেখি একটা ২৩/২৪ বছরের বাংগালী মেয়ে; আমি বললাম ছুড়িটা বদলায়ে দিতে, রিসিপ্ট দিলাম।
-এটা রিপেয়ার করতে হবে, রিপেয়ারের খরচ দিতে হবে, মেয়েটি বললো।
২ মাস পর ভেংগেছে, বদলায়ে নতুন একটা দেন, কিসের আবার খরচ?
-এটা তো আমরা ভাংগিনি, কাস্টমার ভেংগেছে!
-কাস্টমারও ভাংগেনি, এটা ভেংগে গেছে।
সে বদলায়ে না দিয়ে ভেতর থেকে মালিককে নিয়ে আসলো; মালিককে কি বলেছে কে জানে, মালিক বেশ অফ মুডে; আমার সামনে মহিলা মালিককে বলছে, কাস্টমার ছুড়ি ভেংগেছে, এখন বদল চায়।
আমি মহিলাকে বাংলায় বললাম:
-আপনি কথা কম বলেন, বাতাসে গন্ধ পাচ্ছি, এবং আপনার দাঁতগুলো আঁকাবাঁকা ও অপরিস্কার ।

বাস্তবে, উনার দাঁতগুলো সুন্দর ছিলো, এবং কোন গদ্ধ ইত্যাদি কোথায়ও ছিলো না।
মহিলা পেছনে সরে গেলো; পাকী মিয়া আমাকে হাইকোর্ট দেখানোর বৃথা চেস্টা করলো ২/১ মিনিট; আমি চুপ করে শুনলাম; তারপর বললাম:
-শোন, কথা না বাড়িয়ে বদলায় দাও, আমি যদি পুলিশে যাই, তখন অনেক ধরনের কথা এসে যাবে।
লোকটা একই মডলের আরেকটি ছুড়ি বের করে দিয়ে দিলো।

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০

বিজন রয় বলেছেন: জীবনের প্রতিটি ক্ষেত্রে ছোট খাটো আক্রমন প্রতি-আক্রমন থাকে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



মাঝে মাঝে আত্মমরক্ষার জন্য, এটা সেটা ছুঁড়ে মারতে হয়।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কাহিনী।
মনে হচ্ছিল সিনেমার গল্প পড়ছি।
ভাল লেগেছে ভাই।
ভাল থাকবেন সর্বদা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



বাস্তব

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: মাঝে মধ্যে এরাম ফাপর না মারলে জগতে চলা কঠিন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



আত্রমণ ঠেকাতে হয়।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

হিমুর মধ্যদুপুর বলেছেন: গুড

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


মাঝে মাঝে একটু ধরতে হয়

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

বুর্বাক বলেছেন: ভাল ছিল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



অবস্হার পরিপ্রেক্ষিতে, একটু চেস্টা মাত্র।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

স্পয়লার এ্যালার্ট বলেছেন: ১ম ঘটনায় জুতসই জবাব, ২য় ঘটনায় জুতসই ফাঁপর।
লেখক বলেছেন:
অবস্হার পরিপ্রেক্ষিতে, একটু চেস্টা মাত্র।

কথায় বলেনা শক্তের ভক্ত, নরমের যম।


২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:




কখনো কখনো এটা সেটা করে দেখতে হয়, কাজেও লাগে

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: জীবন চলার পথে এরকম ঘটনা অনেক হয়। ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



একেবারে বিনা চেস্টায় পরাজিত হওয়া ঠিক নয়।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: সত্যর মাঝে অসত্য না মিসালে পৃথীবিতে চলা মুসকিল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



এগুলো ছোটখাট অস্ত্র ইত্যাদি

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

গেম চেঞ্জার বলেছেন: আপনি এ দুটি পরিচ্ছেদের লেখায় অনেক কিছুই তুলে এনেছেন। একেবারে কৃষ্টি কালচার থেকে শুরু করে মানুষের বাস্তবিক দৃষ্টিভঙ্গির ব্যাপার স্যাপার, ব্যক্তি গোপনীয়তা তথা প্রাইভেসি, পাকিদের ভেতর পাশাপাশি বাঙালি মনোভাব ও স্বভাব..... অনেক কিছুই।

এইরকম লেখা আরো চাই। জোর দাবি জানিয়ে গেলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:








হবে, হবে, সবই হবে।


১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখা ভিন্ন ধারার পোস্ট।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


লোকজন একটু নিশ্বাস নিক।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

যোগী বলেছেন:
প্রথম স্টোরিতে মুগ্ধ :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:




পরিস্হিতে অনুসারে, মাঝে মাঝে এটা সেটা চেস্টা করতে হয়।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৬

মহা সমন্বয় বলেছেন: তাই বলে বাঙালী মেয়েটাকে এত বড় অপমান !!! স্বজাতি বলে কথা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:




এটা অপমান করা নয়, থামানোর জন্য আক্রমণ; উনি সাধারণ ব্যবসায়ী নিয়ম অমান্য করছিলেন; তাই উনাকে থামানোর দরকার ছিল।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪

উল্টা দূরবীন বলেছেন: একটা কথা আছে খুব প্রচলিত। ফাপড়ে কাপড় নষ্ট। মাঝে মাঝে জিততে হলে এমন ফাপড় নিতে হয়।

খুব ভাল লেগেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



মাঝে মাঝে কাজে লাগে

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

আরজু পনি বলেছেন: লেখাটা গতরাতেই পড়েছিলাম।

কঠিন "আমি"র ভেতর একজন নরম, কোমল "আমি" আছে জানতাম...
আজ তার প্রমাণ পেলাম।
গতরাতেও পেয়েছি যখন আপনি আমার গল্পটা পুরোটা পড়ে মতামত দিয়েছেন...

ব্লগারদের সাথে দেখা করা বা আড্ডা দিতে বড্ড ভয় পাই ইদানিং...কিন্তু এই মুহুর্তে মনে হচ্ছে আপনার সাথে কখনো সামনাসামনি কথা বলতে চাই...দেখতে চাই কঠিন গাজী সাহেবকে ।


২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



সময়ের গ্যাপ কিছুটা দুরত্ব সৃস্টি করেছে, মনে হচ্ছে; আসলে, আমরা সবাই পরস্পরের কাছের মানুষ; দেখা হবে।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন ব্লগে এসে চাঁদগাজী ভাইএর ভিন্ন স্বাদের লিখাটি পড়লাম, ভাল লাগলো ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


সব ভালো তো, কিছুদিন আপনি ব্লগে ছিলেন না!

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

আবু শাকিল বলেছেন: মাল্টা কি আপ্নে !!! :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমি

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি কি লেখালেখি কমিয়ে দিয়েছেন?
যাই হোক নিঃশ্বাস নেয়া গেলো।
ভালো থাকুন চাঁদগাজী ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


কমাতে চাচ্ছি। খুশী হলাম শুনে যে, নিশ্বাসে অক্সিজেন পাচ্ছেন!
পড়ার সময় বাড়ানোর দরকার।

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আবু শাকিল বলেছেন: আপনি কি "আমার ব্লগে" লিখতেন ?? আমি ২০১৩ কথা বলছি ।
গত মাসে কোন এক পোষ্টে আপনি বলছিলেন ফারমার নামে আপনার নিক ছিল !!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



'আমার ব্লগে' ছিলাম; ওরা আমাকে পুরোপুরিভাবে ব্যান করেছে; যেকোন নিকে লিখলেই বুঝতে পারে; ব্যান করে দেয়।
কয়েকটা ডাকাত ঐ ব্লগটা চালায়।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

আবু শাকিল বলেছেন: আমারেও মনে আমার ব্লগ স্থগিত করছে-

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



ব্লগ দেখায়ে বড় বড় ব্যবসার জন্য ক্যাপিটেল নিয়ে, খেয়ে, হজম করে ফেলেছে। এখন নিজেরা বিভিন্ন নিকে পায়খানা, প্রস্রাব করে ব্লগে।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! বেশ চমৎকার কাহিনী তুলে ধরেছেন ভাই । মুগ্ধ হলাম ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


ওকে, পছন্দ হয়েছে শুনে খুশী হলাম

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

আরণ্যক রাখাল বলেছেন: বেশ।
প্রথম প্যারাটা পড়ে খুব মজা পাইলাম।
রাজনীতি বাদেও অন্যান্য কিছু লিখছেন, ভালো লাগছে পড়তে। শুধু রাজনীতি নিয়ে লিখলে একঘেয়েমি আসার কথা। যাই হোক, এমন ছোটছোট লেখা লিখতে থাকুন।
হ্যাপি ব্লগিং

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



অবস্হা বুঝার চেস্টা করছি।

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

চুঙ্গিওলা বলেছেন: গুড গুড গুড

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



জীবনের টুকিটাকি

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই শিক্ষা দিয়েছেন । অামি তো পদে পদে শুধু বাঁশ খাই, কাউকে কখনো শিক্ষা দিতে পারিনা ।

(মেলা দিন খোঁজ-খবর নেই । ইমেইলে অাসবেন?)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কেমন কেমন আছে?
এই কম্প্যুটার থেকে আমার ইমেইল ব্যবহার করার অনুমতি নেই; আমি অন্য কম্প্যুটার ইমেইল করবো, সামান্য সময় লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.