![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সাম্প্রতিক ভোট, আমেরিকাকে হবুচন্দ্রের রাজত্বে পরিণত করেছে; রিপাবলিকান পার্টির প্রার্থী, ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঠেকাতে তার নিজস্ব পার্টির ঘাম বের হয়ে যাচ্ছে; প্রার্থী হিসেবে ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা ৮০%; এখন তাকে ঠেকাতে হলে, পার্টিকে তার বিপক্ষে ষড়যন্ত্র করা ছাড়া উপায় নেই। এবার ডেমোক্রেটিক পার্টি থেকে যে বুদ্ধিমান যে লোকটি সামনে এসেছিল, তাকে গণতন্ত্রের কালো রাজপুত্ররা মোটামুটি পরাজিত করে, জাতির পায়ে কুড়াল মেরেছে; লোকটার নাম বার্ণি সেন্ডারস; আপনারা যারা রাজনীতি কিছুটা বুঝেন, তারা উনাকে চেনেন, উনার বড় বড় আইডিয়া ছিল আমেরিকানদের জন্য ও বিশ্বের জন্য। ডামিরা বার্ণিকে পেছনে ঠেলে দিয়ে, আমেরিকার তোতা পাখী হিলারীকে সামনে নিয়ে আসছে।
রিপাবলিকানদের পক্ষ থেকে জয়ী হয়ে চলেছেন বিলিওনিয়ার ব্যবসায়ী, ডোনাল্ড ট্রাম্প; উনি নিজের টাকায় ভোট করছেন; আমেরিকায় বাকীরা ভোট করে মানুষের বা বড় বড় কর্পোরেশনের টাকায়। আমেরিকার রাজনৈতিকদলগুলো সময়ের সাথে এক ধরণের রাজতন্ত্র গড়ে তুলেছে, যা ক্যাপিটেলিজমে ঘটতে বাধ্য; এরা ট্রিলিয়ন ডলারের কর্পোরেশনসমুহের ব্যবসার টাকা খরচ করে ভোটে জয়ী হয়ে, কর্পোরেশনগুলোর ইচ্ছামতো দেশ চালায়; ৬০ ভাগ মানুষ ভোটেই আসে না; বাংলাদেশও সেই সীমানায় প্রবেশ করেছে; ডোনাল্ড সেই পথ বন্ধ করতে চাচ্ছে।
রিপাবলিকান পার্টি তাদের এক গাধা ও আরেক ধর্মীয় ষাঁড়কে জয়ী করাতে চাচ্ছে; গাধার নাম রুবিও, উহা মোটামুটি ওবামার কথা বলার স্টাইল নকল করে, ফ্লোরিডার সিনেটর হয়ে গেছে; এবং সেটাকে ক্যাপিটেল করে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতে চায়; ডোনাল্ড উহাকে নিয়ে মশকরা করাতে, উহার আসল চেহারা বেরিয়ে গেছে, আসলে ছোট লোক। আমেরিকার ফ্লোরিডা রাজ্যে থাকে দুস্ট কিউবানরা, এই দুস্ট গাধা উহাদের তাদের সন্তান। বাকীজন হচ্ছে টেক্সাসের সিনেটর টেড ক্রুস।
পার্টির লোকেরা ভোট দিয়ে পার্টির প্রার্থীকে এগিয়ে নিয়ে গেছে, এখন পার্টির নেতাদের তা পছন্দ নয়; ক্যাপিটেলিজম নিজকে বাঁচিয়ে রাখতে অনেক আইন পেছনের পকেটে রাখে; এখন তারা কোন কালাকানুনের মাধ্যমে ডোনাল্ডকে ঠেকাতে চাচ্ছে।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার প্রেসিডেন্ট, মানে বিশ্বের প্রেসিডেন্ট; এখনতো সিরিয়া, আফগানিস্তান ও ইরাক নিয়ে ঠিকই প্যাঁ প্যাঁ করছেন!
২| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:১১
বিজন রয় বলেছেন: টাইগারসদের নিয়ে একটি পোস্ট দিতে পারতেন।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
আমি ডাংগুলি খেলার আনন্দ পাইনি জীবনে, ফুটবলখেলা দেখি
৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯
মোঃ তালেব বলেছেন: বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানো
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
মোষ এটা বনে না, সবার জমিতে ঘুরে বেড়ায়
৪| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার ধারণা ট্রাম্পই রিপাবলিকান পার্টির মনোনয়ন পাবেন এবং মূল নির্বাচনে তিনিই জিতবেন। এরপর তার ভূমিকা কী হবে এবং এমন বিতর্কিত মানুষটিকে নিয়ে আমেরিকা ও আমেরিকার বাইরে কী প্রতিক্রিয়া হবে, তা' বলতে পারছি না।
অবশ্য আমেরিকার রাজনৈতিক ক্যারেক্টার খুব ঘন ঘন বদলে যায়। এ কারণে ট্রাম্পের বিজয়ের ধারণা ভুলও হতে পারে।
ধন্যবাদ চাঁদগাজী।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
তাকে বাদ দেয়ার কৌশল খুঁজছে রিপাবলিকান পার্টি, ও আমেরিকান ক্যাপিটেলিজম; যদিও সে নিজেই বিলিওনিয়ার।
৫| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বিজন রায় বলেছেন: তাতে আমাদের কি?
শুধু আমাদের নয়,পুরো বিশ্বের অনেক কিছু।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা ক্রমেই 'রাজনীতি-বিমুখ' হয়ে যাবে।
৬| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৯
জেয়ন বলেছেন: "বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানো"
"তাতে আমাদের কি?"
বিভিন্ন কারণ আছে, একটার উদাহরণ দেই-
পৃথিবীর বেশিরভাগ পারমাণবিক অস্ত্র যে দেশের হাতে, সেই দেশের প্রেসিডেন্ট যদি ট্রাম্পের মত কারো হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে উদ্বিগ্ন না হওয়াই অস্বাভাবিক।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
সঠিক
৭| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২৯
বিপরীত বাক বলেছেন: যেই আসুক আমেরিকা তার নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ীই চলবে।
ওটা আমেরিকা, ভাঙাটাঙা দেশ না। মানুষের বাচ্চা মানুষের দেশ।
শুধু দুইটা ক্ষেত্রে শাসক অনুযায়ী হেরফের ঘটে ওদের।
অভিবাসী নীতিমালা আর যুদ্ধ।।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি সঠিক।
৮| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
কাবিল বলেছেন: রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করলেও রাজনীতি কম বুঝি।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
ড: এমাজুদ্দিনের অবস্হাও সেটা।
৯| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৭
মিজানুর রহমান মিরান বলেছেন: আমি ভাই রাজনীতি বুঝি না...
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনারা রাজনীতি না বুঝাতে, কোটী কোটী বাংগালীকে আরবে গিয়ে ক্রীতদাসের জীবন যাপন করতে হচ্ছে, লাখ লাখ কিশোরী ঘরের চাকরাণী হলো; পড়েন।
১০| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১৬
মুসাফির নামা বলেছেন: তোতা পাখি হিলারী,তবু ভালো
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
সে আফগাস্তান, লিবিয়া ও ইরাকের জন্য কিছুই করতে পারেনি; ফলে, সে কিছু জানে বলে মনে হয় না।
১১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:২৩
নতুন বাঙ্গাল বলেছেন: শালা আফ্রিকান ইমিগ্রান্টরা সংখ্যায় এতো বেশী এবং এতো বলদ আগে জানতাম না। এখন মনে হচ্ছে এরা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মুল নিয়ামক।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
একা কালোরা হিলারীকে জিতায়ে দিচ্ছে।
১২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ক্যাপিটালিস্ট আগ্রাসন সভ্যতা কখনোই ঠেকাতে পারেনি...
ভালো লাগলো।
নিন্মলিখিত লিখাটি স্যার সমাজ সচেতনতায় পড়ুন এবং শেয়ার করুণঃ
http://www.somewhereinblog.net/blog/mrahim04/30112183
ধন্যবাদ।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
ওকে।
১৩| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০
মাসুদ মাহামুদ বলেছেন: খুব ভাল
১৪| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
শুপ্ত বলেছেন: আমার মনে হয় ট্র্যাম্প ই টিকেট পাবে।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
সে সহজে ছাড়বে না।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:১০
বিজন রয় বলেছেন: তাতে আমাদের কি?